একটি বাংলা ইউটিউব চ্যানেল।
কেউ যদি এখন জিজ্ঞেস করে বসেন, “হঠাৎ যদি উঠল কথা” আসলে কি? তাহলে ঘুরিয়ে নাক ধরার চেষ্টা না করে বলব, “সাংস্কৃতিক চর্চা, রাজনৈতিক তর্জা ও সামাজিক কড়চা।”
Hotat Jodi Uthlo Kotha is a Bengali YouTube channel dedicated to fact-based stories. The prime goal is to initiate conversations on various cultural, political and social topics.
For Business Inquiries mail us at : hotatjodiuthlokotha@gmail.com
Our Facebook Page : www.facebook.com/HothatJodiUthloKotha
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
এইসব খবর মরে যায়, বড় বড় খবরের মাঝে, ঠিক যেমন বড় বড় ঘটনা ছোট্ট ঘটনা হয়ে যায়। আমি খুব একটা কিছু চাওয়ার যোগ্য নই - শুধু অনুরোধ এই পর্বে বলা ঘটনাগুলো শুনে খারাপ লাগলে, আরও একজনকে হলেও এটা বলে দিন। মানুষ আর খবর দু'টোই রোজ মরে যাওয়া থেকে একটু বাঁচুক। - পৌলমী
6 months ago (edited) | [YT] | 186
View 17 replies
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
দীর্ঘ পথযাত্রায় মাঝে মধ্যে বিরতি নেওয়া ভালো। তাতে আবার নতুন করে পথ চলার উদ্যম এবং প্রেরণা পাওয়া যায়। পরিবারের সাথে কিছু সময় কাটিয়ে আবার ফিরে আসব আপনাদের কাছে। এই বিরতি মানসিক, শারীরিক এবং পরিবারের যাঁরা আমাদের পাশে থাকেন তাঁদের সাথে কিছু মধুর স্মৃতি গড়ে তোলার, জন্য। ছুটি কাটিয়ে শীঘ্রই ফিরছি। - পৌলমী এবং হুজুক টিম।
7 months ago | [YT] | 3,146
View 141 replies
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
ধন্যবাদ!
1 year ago | [YT] | 5,570
View 298 replies
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
একটা অনুরোধ থাকবে - https://youtu.be/9bwmxHF1Nms
পারলে, NEET নিয়ে করা এই পর্বটা মানুষের মধ্য ছড়িয়ে দিন। রোজ এত তরুণ প্রাণ হারিয়ে যাচ্ছে, যদি কথা বলা শুরু হলে কোথাও একটা সহায়ের রাস্তা বেরিয়ে আসে, কিছু তো হবে! আমি সাধারনত এই অনুরোধ করি না কিন্তু ভুয়ো ডাক্তার চিন্তার বিষয়, এই বিষয়ে এত কম কথা, শিক্ষা নিয়ে এত উদাসীনতা, এই রাজ্যে, এই দেশে চিন্তার কারণ হয়ে উঠছে। একসাথে না বললে সচেতনতা আসবে না। ভালো কাজ করতে সবসময় টাকা লাগে না।
- হুজুক টিম
1 year ago | [YT] | 1,270
View 99 replies
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
আজ মাতৃভাষা দিবস। এই 'হঠাৎ যদি উঠল কথা' বলে প্রয়াসটির জন্ম বাংলায় কাজ করার ইচ্ছা থেকে। বেশ কিছু সময় ধরে এবং আগের একটি পর্ব থেকে অনুরোধ এসেছে, হিন্দি বা ইংরেজিতে পর্ব করার, কারণ তাতে কাজের পরিধি, ব্যাপ্তি এবং জনপ্রিয়তা বাড়বে। এই কথাগুলি যথাযথ হলেও, আমার যা কিছু পাওয়ার আর যা কিছু দেওয়ার তা সবই এই ভাষা থেকেই। আগামী দিনে এই প্রয়াস একটু বড় হলে, প্রত্যেকটি পর্বের জন্য সাবটাইটেলসের ব্যবস্থা করা হবে। এখন বেশ কিছু সময় ধরে আমরা আমাদের চ্যানেলের 'Join' করা সদস্যের জন্য বিশেষ পর্ব আনছি। বড় হতে কার না সাধ হয়, কিন্তু শিকড় ভুলে গেলে, মহীরুহ হালকা হাওয়াতেও নড়ে ওঠে।
আশীর্বাদ করুন, পাশে থাকুন, বন্ধুর মতো, অভিভাবকের মতো। আপন মনে করে, এই বাংলা ভাষার প্রতি ভালোবাসা, আমার-আপনার সম্পর্কে রেখে দিন। আজকের দিনে এইটুকু আবদার তো থাকতেই পারে!
- পৌলমী এবং হুজুক টিম
1 year ago | [YT] | 2,664
View 125 replies
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
আমরা সাধারণত দিনে একটি পর্ব প্রকাশ করি। আজ যেহেতু দুটি বড় ঘটনা ঘটেছে তাই আজ আমরা দুটি পর্ব প্রস্তুত করেছি। একটি পর্ব, বাজেট নিয়ে, চ্যানেলের সদস্যের জন্য আজ প্রকাশিত হয়েছে, বাকি সকল শ্রোতা দর্শক কাল সেই পর্বটি দেখতে পাবেন এবং আজ দ্বিতীয় বড় ঘটনা যেটি সন্দেশখালি নিয়ে সেই পর্বটি প্রকাশিত হবে সন্ধ্যে ৮:৩০ নাগাদ সকলের জন্য।
আপনারা সকলেই দুটি পর্বই দেখতে পাবেন। যেহেতু আমরা দিনে একটি পর্ব প্রকাশ করি, সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা।
1 year ago | [YT] | 25
View 4 replies
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
এইবারের বাজেট নিয়ে 'Join' করে সদস্য হওয়া দর্শকদের জন্য একটু ভিন্ন রকম প্রতিবেদন রাখা হল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাকি বাজেটের থেকে এবারের বাজেট অনেক বেশি প্রাঞ্জল, শুধুমাত্র অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবেও। কেন? সেটাই এই পর্বের বিষয়বস্তু।
1 year ago | [YT] | 19
View 0 replies
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
বিপ্লব বাবু একাধিক বার বিধায়ক হয়েছেন, শেষমেষ আনুগত্যের ফলস্বরূপ পেলেন মন্ত্রিত্ব। যে বিপ্লব বাবু তিরিশ বছর হলো মাছ খান না, তাঁর কোলে এসে পড়লো মৎস্য দপ্তর। কিন্তু মৎস্য মন্ত্রীর সার্থকতা মাছ খাওয়াতে নয় - অভিযোগ, তদন্ত, অডিট রিপোর্ট সবেতেই। HJUK এর 'সদস্য'দের জন্যে এই বিশেষ পর্বে, বারবার এটাই মনে হচ্ছিল যে - যেই যায় লঙ্কায় সেই কি হয়ে যায় রাবণ? যাঁরা এখনও 'join' সদস্য হননি, তারা এই পর্বটি যোগদান দিয়ে দেখতে পারবেন; সাধারণ পর্ব যেমন প্রকাশিত হয়, সেইরকমই হবে।
1 year ago | [YT] | 14
View 0 replies
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
সবার হৃদয়ে চির উজ্জ্বল নেতাজির অনেক জানা ও অজানা তথ্য নিয়ে আমরা একটি পর্ব প্রস্তুত করেছিলাম এবং জানতে চেয়েছিলাম শ্রোতা-দর্শকেরা এর মধ্যে কতগুলো আগে থেকেই জানতেন। অনেকেই ব্যক্ত করেছিলেন তাঁদের মতামত আবার অনেকেই কোনও কারণবশত পর্বটি দেখলেও কিছু লেখেননি। আমি চাইব আরও একবার এই প্রশ্নটি আপনাদের সামনে রাখতে - প্রাণপ্রিয় নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে এর মধ্যে কটি তথ্য আপনারা জানতেন?
1 year ago | [YT] | 84
View 5 replies
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
রাজ্যের অর্থনীতি, বিশেষ করে কীভাবে অনুদান, পরিকাঠামো, উন্নয়নের সমতা বজায় রাখা বা বিঘ্নিত করা হচ্ছে, সেই নিয়ে একাধিক পর্ব আমরা করেছি। হুজুকের 'Join' করা Members-দের জন্য এই নতুন পর্ব যে প্রশ্নটা তোলে, সেটা হলো, লোকসভা ভোটের আগে নবান্নের যে বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ সামনে আসছে সেগুলো কি এবারের রক্ষণশীল বাজেটের ইঙ্গিত নাকি আবার কোনও এক ভোটমুখী অনুদানের ঘোষণার সংকেত? এবং এতে রাজ্যের ঋণ আরও কত বাড়তে পারে?
যাঁরা 'Join' সদস্য, আশা করব, তাঁরা এটা দেখেছেন বা দেখে নেবেন। বাকিরাও 'Join' করে এই পর্ব দেখতে পারেন।
1 year ago | [YT] | 29
View 0 replies
Load more