Tawaf & Tamwar's world

Tawaf & Tamwar's world Channel is about Tawaf & Tamwar. We are family. We like to travelling so we give travelling video. We also share food review, online shopping video, kids educational video,kids funny video. We share our every funny and lovely moments with you. We try to bring happiness on your face . Please stay with us.


Our channels main focuses to share easy cooking recipe for kids, kids food,kids educatonal video,daily lifestyle of kids,baccader mojar video, baby travelling video, baby learning video. Food,review, restaurant,mojar video, mojar natok, mojar moments etc.


Tawaf & Tamwar's world

"আমরা আমাদের অনুভূতি লুকানোর চেষ্টা করি, কিন্তু আমরা ভুলে গেছি যে আমাদের চোখ কথা বলে।"

1 year ago | [YT] | 0

Tawaf & Tamwar's world

জীবনের শেষ বেলায় উপলব্ধি...

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল।
দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।

ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।
অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি।
জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া।

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি।
মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল।
শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।
অথচ এত কিছু ভেবে ও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না।

1 year ago | [YT] | 0

Tawaf & Tamwar's world

জহির রায়হানের লেখা জনপ্রিয় উপন্যাস 'আরেক ফাল্গুন' পড়েছেন?
সেখানে একটা খুব জনপ্রিয় লাইন আছে,

'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।'

পাঠক সমাজের অনেকেই মূল বই না পড়ে, এটাকে রোমান্টিক কোনো উপন্যাসের রোমান্টিক কোনো লাইন ভেবে নেয়।
অথচ সেই বইয়ের কাহিনী ছিলো ভিন্ন। সেই বইয়ে দেশের হয়ে আন্দোলন-রত শিক্ষার্থীদের কথা উঠে এসেছিলো। যেখানে ডেপুটি জেলার একপর্যায়ে গ্রেপ্তারকৃত ছাত্রদের সংখ্যা দেখে বিরক্তি নিয়ে বলেছিলো, এত ছেলে জায়গা দেব কোথায়?
কবি রসুল চিৎকার দিয়ে বলেছিলো 'জেলখানা আরো বাড়ান সাহেব। এত ছোট জেলখানায় হবে না।'
আরেকজন বলেছিলো,
"এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।"

আসলে এই লাইনকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আজকের এই দৃশ্যের চাইতে সুন্দর কোনো উদাহরণ হতেই পারে না। এরচেয়ে সুন্দর সুযোগ হয়তো পাবোও না।
দেশটা তো কারোর বাবার একার না!

1 year ago | [YT] | 0

Tawaf & Tamwar's world

দেশ স্বাধীন হলে আমরা ছাদে যাবো 🕊️

1 year ago | [YT] | 0

Tawaf & Tamwar's world

'হাঙর নদী গ্রেনেড' সিনেমার এই দৃশ্যটি দেখলে মুক্তিযুদ্ধের সময়কার সেইসব মায়েদের প্রতি সম্মান বেড়ে যায়। আর সেইসব মায়েদের বংশধরেরা আজ কিনা রাজাকার সম্বোধিত!
এইসব মায়েদের বেশিরভাগেরই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেই, তাই বলে কি তাদের রক্তে আত্মত্যাগ, সাহসিকতা নেই?
অবশ্যই এবং অবশ্যই আছে!

এই দেশ আমার, এই দেশ তোমার, এই দেশ আমাদের সবার!

🇧🇩

1 year ago | [YT] | 1

Tawaf & Tamwar's world

চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি।

চারদিকে তাই কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলেছিল, কান দুটাও রেখে যাও। রেখে এলাম। এখন আমি আর ভালো-মন্দ কিচ্ছু শুনি না।

তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে। একজনকে বললাম, এই খারাপ লাগার কারণ কী?

বললেন, বোকা ছেলে সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলেতো এমন হবেই...

এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি। কয়েকজনকে পেয়ে বললাম, একটা বিবেক ছিল। খুব কমে বেঁচতে চাই । নেবেন ভাই?

বললেন, মাথা খারাপ ! আমরা মাত্রই নিজেদের বিবেকও বেঁচে দিয়ে এলাম।


সংগৃহীত

1 year ago | [YT] | 0

Tawaf & Tamwar's world

দেশের ইন্টারনেট চালু হচ্ছে। কাল পরশুর মধ্যে আবার হয়তো আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। আমাদের জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে যাবে। আমরা আবার আগের মতো প্রোফাইলে চমৎকার সব ছবি শেয়ার করবো। স্টোরি দেবো। ফুল, লতা, পাতা, সুখ, দুঃখ, খাবারের ছবি পোস্ট করবো। ক্রিকেট টিমের মধ্যে কাকে বাদ দেয়া উচিৎ, কাকে রাখলে ভালো হবে তা নিয়ে তর্কে লিপ্ত হবো। প্রিয় অভিবাবকের জন্মদিনের উইশ করবো নিজের ছবি সহ। মেসি, রোনালদোর দিন শেষ নতুন তারকা ইয়ামাল আসছে এই সব নিয়ে আমরা মেতে উঠবো।

ঠিক এইভাবে যেই ছেলে গুলো এই কয়দিনে মারা গেলো তারাও এক সময় তাই করতো। ক্রিকেট টিমের জয়ে হাসতো, হেরে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে আর খেলা দেখবেনা বলে হয়তো পোস্টও করতো। আসলে জানিনা, তারা কি করতো? কারণ তাদেরকে আমি চিনিনা। ঠিক কতো জন মারা গিয়েছে, তারা সংখ্যায় কতজন হবে তার সঠিক হিসেবও নেই আমার কাছে। কারা কারা মারা গিয়েছে তাদের নামও জানিনা। এটা জানার আমার বা আমাদের আর প্রয়োজন নেই।

শুধু যারা মারা গিয়েছে তাদের প্রিয়জনরা জানবেন তাঁরা কি হারিয়েছেন। যারা মারা গেছে তাঁরা চলে গেছে সব কিছুর ঊর্ধ্বে। ক্রিকেট টিমের হার জিত নিয়ে আর তাদের কোন ফিলিংস হবে না। ভারত এর সাথে মংলা বন্দর চুক্তি হলে লাভ হবে না ক্ষতি হবে সেটা নিয়ে আর তাদের কোন ভাবনা নেই।

সব কিছু স্বাভাবিক হলেও শুধু সন্তান হারা বাবা-মা, ভাই-বোন, প্রিয়জনরা তাদের স্মরণ করে ডুকরে কেঁধে উঠবেন মাঝে মাঝে। হয়তো কোন মা আর কোনদিন ভাত খাবেন না, অথবা চাঁদনী রাতে ছাদের উপর উঠে আর চাঁদ দেখবেন না। অথবা বৃষ্টি হলে ভুনা খিচুড়ি আর খেতে পারবেন না। উনার কলিজার টুকরোর কথা মনে পড়বে।

1 year ago | [YT] | 4

Tawaf & Tamwar's world

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫২ সমন্বয়কের যৌথ বিবৃতি

৯ দফা এখন ছাত্রজনতার গণদাবী

প্রিয় দেশবাসী,
আপনারা জানেন, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় তিন শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। কয়েকজন সমন্বয়ককে গুম করে ফেলা হয়েছে। অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে গত ৫ দিন ইনজেকশন দিয়ে সেন্সলেস অবস্থায় গুম করে নির্যাতন করা হয়েছে এবং আজকে চোখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হ-ত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর নেক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই শুধুমাত্র আদালতের রায় ও প্রজ্ঞাপন দিয়ে কোটা ব্যবস্থার সংস্কার করে সরকার দেশব্যাপী চালানো গণহত্যার দায় এড়াতে পারে না। আমাদের ৯ দফা দাবী এখন গণমানুষের দাবীতে পরিণত হয়ছে। এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ৷

৯ দফা দাবী আদায়ে আমাদের আমাদের নতুন কর্মসূচী

তারিখ : ২৫/০৭/২০২৪
দেশব্যাপী গণসংযোগ

নিম্নোক্ত ৯ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের আন্দোলন চলমান থাকবে:

১। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হ-ত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ।

২। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হক -কে মন্ত্রীপরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে।

৩। ঢাকাসহ যত জায়গায় শহিদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

৪। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে।

৫। যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ-যুবলীগসহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হ-ত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে।

৬। দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহিদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদাণ করতে হবে ।

৭। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনসহ সকল দলীয় লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ছাত্রসংসদকে কার্যকর করতে হবে।

৮। অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে।

৯। কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে।

1 year ago | [YT] | 1

Tawaf & Tamwar's world

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো তাদের মঙ্গলবারের (২৩ জুলাই) ছাপা সংস্করণে বলেছে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ১৮৭ জন মারা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে মৃতের সংখ্যা প্রায় ১৫০।

বার্তা সংস্থা এএফপি বলছে তাদের হিসাব অনুযায়ী ১৭৪ জন মারা গেছে।

(ছবিঃ ছেলের লাশ হাতে পাবার পর মা কান্নায় ভেঙে পড়লে তাঁকে স্বান্তনা দিতে চেষ্টা করছেন বোন সানজিদা। সোমবার, ২২ জুলাই।)

-VOA

1 year ago | [YT] | 0

Tawaf & Tamwar's world

শহীদ জাহিদুজ্জমান তানভিন, হায়েনাদের গুলিতে ২৪ বছরের প্রান হারানো যুবক ।

ছেলেটাকে নিয়ে লিখতে যেয়ে এক অবাক অনুভতি কাজ করছে, বিস্ময়ে মাঝে মাঝে হা হয়ে যাচ্ছি , ঈর্ষা হচ্ছে আমরা ওই বয়সে আসলে কি করেছি, গর্বে মাঝে মাঝে বুক ফুলে যাচ্ছে , আবার চোখ থেকে অঝরে পানি পরছে। আমি নিশ্চিত লিখাটি পরে আপনারও তাই মনে হবে।

ছোট্ট ২৪ বছরের ছেলের প্রোফাইল শুনুন।

2015 : SSC GPA 5
2017: HSC GPA 5
2018 : 1st Year in University , Won "The best ship Design" in " Model Ship Propulsion Competition " Organized by BUET Naval dept.
2019: 2nd year In University : Won 2nd prize in " Soccer Bot Competition" organized by BUET Mechanical dept.
2020: Won two awards in prestigious institute of Mechanical Engineers (iMechE) UAS ( Unmanned Aerial System) competition.(ছবি আর লিংক দেয়া হল , এতগুলো বিদেশি নাম করা ইউনিভার্সিটি র মধ্যে বাংলাদেশের নাম সম্ভব হয়েছে এই ছেলেটার জন্য )
2021: Won the best Design Award in the same UAS compettion. Elected Chair for IUT student Chapter of institute of Mechanical Engineers , iMechE

বন্ধুদের সাথে গড়া ANTS নামক দেশের একমাত্র unnammed Aerial System কোম্পানির চীফ টেকনিক্যাল অফিসার ছিল তানভিন। বঙ্গবন্ধু Innovation Grant থেকে কিছু গ্রান্ট ও ওরা জিতে। বাংলাদেশ আর্মির সাথে কিছু ডেমো নিয়েও কাজ করছিলো ওরা।
সবচেয়ে বড় যেই জিনিশটা ছিল , নিজেদের এই জ্ঞান অভাগা এই দেশের স্কুল কলেজ গুলতে মুফতে বিলি করতো ওরা। নতুন প্রজন্ম জাতে উৎসাহী হয়। st. Joseph , notre Dame Science club এ UAS system নিয়ে লেকচার দিতো ওরা ।
AutoCAD and Solidworks এ চরম পারদর্শী এই তানভিন ছিল CAD society র সিনিয়র ইন্সট্রাক্টর।

প্রতিটি টেকনিক্যাল ইউনিভার্সিটি র একটা বিশেষ ব্যাপারে দক্ষতা থাকে। আইইউটি র সেইটা হোল MARS ROVER team. প্রতিবছর NASA আয়োজিত মঙ্গলগ্রহে চলার জন্য বিশেষ যানের এই প্রতিযোগিতায় IUT র MARS ROVER TEAM সবসময়েই কিছু না কিছু জিতে। তানভিন ছিল সেই MARS ROVER TEAM ডিজাইন অ্যান্ড মেকানিক্যাল লিড।

বড় বোন থাকে বিদেশে , বয়স্ক বাবা মা কে ছেড়ে তাই বাইরে আসতে চাইতো না তানভিন। " দেখিনা মা, কোম্পানিটা ত আগাচ্ছে, দেশেই কিছু করি" । ঘটনার দিন মাকে বলেছিলো " তোমার জন্য কিছু টাকা উঠিয়ে আনি ".কিছুক্ষন পর হাসপাতালের বেডে গুলিবিদ্ধ তানভিনের লাশ দেখে মায়ের অনুভতি একটু চিন্তা করুন।

তানভিনের মতো ছেলে লাখে একটা হয়। ওদেরকে সংরক্ষন করার দায়িত্ত এই রাষ্ট্রের। Elon Musk কে নিয়ে কত কথাই না বলি আমরা, অথচ যেই ছেলেটার মধ্যে অপার সম্ভাবনা ছিল একদিন Elon Musk হবার, তাদের আমাদের রাষ্ট্র গুলি করে মারে। জনগনের টাকায় কেনা বুলেট দিয়ে। চিন্তা করতে পারেন ব্যাপারটা কততা ভয়াবহও ।
কি উত্তর আছে আপনার কাছে? ছেলেটা হয়ত জাফর ইকবালের বই পরে বড় হয়েছে, বিজ্ঞানপ্রেমি এই ছেলেটাকে কি উত্তর দিবেন আপনি জাফর সাহেব। হাজারো ছাত্র নেতা , কোটায় পাওয়া বিসিএস ক্যাডার নিয়ে আপনার যেই সিস্টেম, সেই সিস্টেম আমার দেশকে খালি অন্ধকারেই ঠেলে নিয়ে যাবে, আমাদের দরকার তানভিনের Unmanned Aerial System এর মতো সব জঞ্জাল পিছে ফেলে নীল আকাশের শুভ্র মেঘ কে ধরা .

1 year ago | [YT] | 3