আলোর সন্ধান


"আলোর সন্ধান" মানে শুধু আলো খোঁজা নয়, এটি আত্মার অন্ধকার দূর করে সত্য, শান্তি ও সঠিক পথের সন্ধান।


আলোর সন্ধান

🤍❤️😊#i_love_Muhammad .🤍🫂

15 hours ago (edited) | [YT] | 6

আলোর সন্ধান

Somewhere in Bangladesh 🇧🇩💓

1 week ago | [YT] | 3

আলোর সন্ধান

🌙"১৪তম বার্ষিক ওয়াজ মাহফিল | মহেলা দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা | টাঙ্গাইল ২০২৫"

📖 আলহামদুলিল্লাহ, মহেলা দারুল কুরআন ইসলামিয়া মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম বার্ষিক ওয়াজ মাহফিল।
এই মাহফিলে দেশের প্রখ্যাত আলেম-ওলামা ও হাফেজ সাহেবগণ উপস্থিত থেকে তাফসির, নসিহত ও দ্বীনি আলোচনা করবেন।

📅 তারিখ: ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার (বাদ আছর)
📍 স্থান: মাদরাসা ময়দান, মহেলা, এলাঙ্গী, কালিহাতী, টাঙ্গাইল

🌙 সকল মুসলিম ভাই-বোনদেরকে মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিক দাওয়াত রইল।

#ওয়াজমাহফিল #দারুলকুরআন #টাঙ্গাইল #ইসলামীপ্রোগ্রাম #কুরআন #হাদিস #ওলামায়েকেরাম #মাহফিল২০২৫ #IslamicEvent

1 week ago | [YT] | 7

আলোর সন্ধান

🕌 সকল প্রশংসা মহান আল্লাহ তা'আলার জন্য .
যিনি বান্দার দোয়া কবুল করেন, স্বপ্নকে বাস্তবে রূপ দেন।

একদিন আগে মহেলা গ্রামবাসীর বহু দিনের স্বপ্ন বাস্তবে পরিণত হলো।
📍 মহেলা দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স
(মসজিদ + মাদরাসা + কবরস্থান)
🕌 ঠিকানাঃ মহেলা, এলেঙ্গা, কালিহাতি, টাঙ্গাইল।

অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল—একটি বহুতল মাদরাসা ভবন, যেখানে কুরআনের পাখিরা হাসি-খুশি মনে দ্বীন শিখবে। আলহামদুলিল্লাহ, সকলের আন্তরিক দোয়া ও প্রচেষ্টায় আজ সেই মহৎ উদ্যোগ শুরু হয়েছে।

🤝 আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (সৌদি সংস্থার মাধ্যমে) সহযোগিতায়:

🔹 নির্মাণ প্রকল্প

🕌 একটি মসজিদ: ফাউন্ডেশন ২ তলা, আকার ৪৮ × ৩৬ ফিট (১ তলা সম্পূর্ণ)

📖 একটি মাদরাসা: ফাউন্ডেশন ৩ তলা, আকার ১০০ × ২৫ ফিট (১ তলা সম্পূর্ণ)

🚿 ওযুখানা ও টয়লেট

🤲 দোয়া
আল্লাহ যেন এই নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করেন, কবুল করেন এবং কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আমিন।

📞 সহযোগিতা করতে চাইলে (দেশ-বিদেশ থেকে):
👉 মাদরাসা অফিস (বিকাশ/নগদ/রকেট): +8801614775055

📝 নোট:
আজ আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও মাদরাসা কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
ইনশাআল্লাহ, সম্ভাব্য মসজিদ-মাদরাসার ডিজাইন খুব শিগগির প্রকাশ করা হবে

1 month ago | [YT] | 5

আলোর সন্ধান

পরিশেষে মাদ্রাসার জন্য নতুন জমি আল্লাহ্ কবুল করেই নিলো 🤍
"আমিন আমিন সুম্মা আমিন"

আমাদের বহুদিনের স্বপ্ন ছিল একটি মাদ্রাসা যেখানে শিশুরা কুরআন শিখবে, দ্বীনি শিক্ষা পাবে। الحمد لله, মাদ্রাসা ইতিমধ্যে নির্মিত। এখন আমরা চাই মাদ্রাসার জন্য নতুন ভবন তৈরি করতে, তাই এই জমিটা ক্রয় করা হয়েছে।

অবশেষে আল্লাহ্ আমাদের নিয়ত কবুল করেছেন। মূলত আমরা এলাকাবাসী এবং যুব সমাজ সবাই মিলে একসাথে চেষ্টা করেছি। অনেক তর্ক-বিতর্কের পর অবশেষে নগদ টাকা দিয়ে জমিটা ক্রয় করা হয়েছে। কেউ এককভাবে দান করেনি, বরং সবার সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই জমি কেনা সম্ভব হয়েছে।

📜 ইনশাআল্লাহ্ শীঘ্রই জমি মাদ্রাসার নামে লিখে দেওয়া হবে, যেন এটি চিরদিনের জন্য কুরআনের সেবায় নিবেদিত থাকে।

আজ সেই জমি মাদ্রাসার নতুন ভবনের জন্য নিবেদিত হলো। চারদিকে দোয়ার সুর উঠল—
“আমিন, আমিন, সুম্মা আমিন।”

🌸 এভাবেই একটি জমি হয়ে উঠল পরকালের অমূল্য সঞ্চয়।

🕌 মহেলা দারুন কুরআন ইসলামি মাদ্রাসা, এলেঙ্গা, কালিহাতী, টাঙ্গাইল
📍 লক্ষ্য: কুরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তোলা।

#আল্লাহরজন্য #মাদ্রাসা #নতুনভবন #সদকাজারিয়া #ইসলামিকগল্প #দোয়া #আমিন #ঐক্য #ইমান #আল্লাহ #আশীর্বাদ #মহেলাদারুনকুরআন #এলেঙ্গা #কালিহাতী #টাঙ্গাইল #কুরআন #কুরআনশিক্ষা #ধর্মীয়শিক্ষা #শিশুশিক্ষা #ইসলাম #মাদ্রাসাপ্রজন্ম #পরকালেরসঞ্চয় #সামাজিকঐক্য #যুবসমাজ #স্থানীয়সমাজ #ভালক

1 month ago | [YT] | 5

আলোর সন্ধান

Amin ❤️

2 months ago | [YT] | 2