Official YouTube Channel of Rakibul Islam Sojib Al-Faridee
আসসালামু আলাইকুম
আমার চ্যানেলে আপনাকে স্বাগতম🥰
ইসলামের প্রথম কথাটিই হচ্ছে জ্ঞান বিষয়ক "اقرأ" "Read" পড়ো!
আমরা মুসলিমগণই জন্ম দিয়েছি সভ্যতার! শুধু শিক্ষা নয়, বরং সুশিক্ষার আলো ছড়িয়েছি বিশ্বময়🌹যা আমাদের সোনালী ইতিহাস স্বাক্ষী। তবে আজ কেন আমরা পিছিয়ে থাকবো? তাই আসুন নিজে জ্ঞান অর্জন করি; সুশিক্ষিত পরিবার, সমাজ গড়ি। সেই সাথে প্রত্যেকেই প্রত্যেকের যায়গা থেকে, নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ইসলামের সু-মহান বাণী ছড়িয়ে দেই গোটা বিশ্বের বুকে...
Facebook-
Rakibul Islam Sojib Al-Faridee
[www.facebook.com/profile.php?id=100083026236644&am…
Rakibul Islam Sojib Al-Faridee
ঈদ মোবারক হাবিবী😍
7 months ago | [YT] | 14
View 2 replies
Rakibul Islam Sojib Al-Faridee
জীবনটা বড়ই নিঃসঙ্গ। একজন নিঃসঙ্গ মানুষের নিঃসঙ্গ প্রচেষ্টায় কেও একজন, যে কেউ একজনও যদি কিছুটা সহানুভুতি জাগায় ভালো লাগে, খুব ভালো লাগে। ঠিক তেমনই আমার নিঃসঙ্গ জীবনে কিছু প্রিয় মানুষের ভালবাসা, উৎসাহ আর উদ্দীপনায় জীবনের স্বাভাবিক থেমে যাওয়া গতি আবার গতিময় হয়। ''সালাম" হাজারো... তাদের প্রতি💝
✍️রাকিবুল ইসলাম সজীব আল-ফারিদী।
1 year ago | [YT] | 19
View 3 replies
Rakibul Islam Sojib Al-Faridee
আমার জান কুরবান হোক আপনার জন্য "হে আল্লাহর রসূল"💔
"ওরা ছুঁড়ে বি'দ্বে'ষের বা'ন
আমরা ছড়াই ভালবাসার ঘ্রাণ"
"শেখায়নি বি'দ্বে'ষ আল-কোরআন
সাম্য শিখিয়েছেন রসূলে জান"💝
| ✍️রাকিবুল ইসলাম সজীব আল-ফারিদী |
1 year ago | [YT] | 12
View 0 replies
Rakibul Islam Sojib Al-Faridee
চাইলে আপনিও লুফে নিতে পারেন☺️
সারা বছরকে রমজানে পরিণত করতে চান? করতে চান বিনা খরচে উমরাহ? আজই শুরু করুন অর্থ বুঝে কুরআন পড়া। বিস্তারিত দেখুন মন্তব্যের ঘরে।
1 year ago | [YT] | 8
View 0 replies
Rakibul Islam Sojib Al-Faridee
ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🥰
আল্লাহ তাআ'লা আমার ও আপনার ঈদ উদযাপন কবুল করুন🤲
1 year ago | [YT] | 23
View 4 replies
Rakibul Islam Sojib Al-Faridee
জীবনটা ছিল বড়ই এলোমেলো! আজ যদি ইসলাম নামক এত গোছালো একটা জীবনব্যবস্থা না থাকতো, তাহলে হয়তো কালের এই অশ্লীল চক্রে পড়ে অনেক আগেই হারিয়ে যেতাম। হারিয়ে যেতাম কোনো এক অন্ধকার গহ্বরে। যেখান থেকে হয়তো কোনোদিন আর আলোর নাগাল পেতাম না।
"ইসলাম" স্যালূট তোমায়; যার কারণে পেয়েছি জীবনের লক্ষে পৌঁছার বেষ্ট হাইওয়ে🥰
তাই প্রশান্ত চিত্তে বলি-
رضيت بالله ربا و بالإسلام دينا و بمحمد نبيا
I am satisfied with Allah as my Lord, with Muhammad as Messenger. and with Islam as Religion(code of life)
মহান আল্লাহকে আমার রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট😊
নবী মুহাম্মাদ صلى الله عليه وسلم-কে মহান আল্লাহর প্রেরিত দূত হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট🥰
ইসলামকে আমার ধর্ম, আমার জীবনাদর্শ, আমার জীবন বিধান হিসেবে পেয়েও আমি সন্তুষ্ট☺️
✍️রাকিবুল ইসলাম সজীব আল-ফারিদী।
1 year ago | [YT] | 14
View 0 replies
Rakibul Islam Sojib Al-Faridee
ফুলকে কে না ভালোবাসে?
তবুও গন্ধ ফুরিয়ে গেলে
সেও অবহেলিত হয়ে যায়!
ঠিক তেমনই দুনিয়ার মানুষগুলাও;
প্রয়োজন ফুরিয়ে এলে
আপনাকে ছুড়ে ফেলবে দূর আস্তাকুঁড়ে।
যেমনটা অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পাওয়ার পর
সর্বপ্রথম তার হাতের লাঠিটা ফেলে দেয়!
অথচ সে ভুলেই যায় এই লাঠিই তার একমাত্র দুঃসময়ের সঙ্গী ছিল।
তাই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো-
"ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না"😥
সুতরাং আপনার সমস্ত ভালো কাজের প্রতিদান আপনার রবের কাছে চান। দুনিয়ার মানুষ দিলে কতটুকুই বা আর দিতে পারবে? যতটুকু দিবে তার চেয়ে বেশি খোঁটাই দেবে, কষ্ট দেবে। কিন্তু আপনার রব আপনার একটি ভালো কাজের প্রতিদান দশ গুন বাড়িয়ে দিবেন(সুবহানাল্লাহ)!
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَىٰ إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ
যে ব্যক্তি একটি ভালো কাজ করবে সে তার দশগুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না। (সূরাঃ আল আনআম, আয়াতঃ ১৬০)
অবশ্য তিনি চাইলে এর চাইতেও আরো বেশি দিতে পারেন। আল্লাহ তাআ'লা বলেন- فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنْكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا
অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন, বরং স্বীয় অনুগ্রহে আরো বেশি দেবেন। পক্ষান্তরে যারা বিরত থেকেছে এবং অহঙ্কার করেছে তিনি তাদেরকে দেবেন বেদনাদায়ক শাস্তি। এবং তারা আল্লাহকে ছাড়া আর কোনো সাহায্যকারী ও অভিভাবক পাবে না। (সূরাঃ আন নিসা, আয়াতঃ ১৭৩)
তাই আমাদের সকল চাওয়া হোক রবের তরে
তাঁরই প্রতিদানে ইহকাল পরকাল থাকুক ভরে🥰
✍️রাকিবুল ইসলাম সজীব আল-ফারিদী।
1 year ago | [YT] | 16
View 0 replies
Rakibul Islam Sojib Al-Faridee
"কতবার ভুলে যেতে চাইলাম,
কিন্তু প্রতিবার ভুলে যেতেই ভুলে গেলাম"
এই রোগে আক্রান্ত অনেক রোগী আমাদের আশে পাশে প্রতিনিয়ত মিছে কষ্ট বয়ে বেড়াচ্ছে।
ভুলে থাকাতে যে কত শান্তি এটা সে কখনো উপভোগ করতে পারবে না, যে কিনা ভুল মানুষের জন্য দুঃখ পুষে রাখে। এরপর সময়ে-অসময়ে তাকে স্বরণ করে খুব যত্ন করে কাঁদে।
যত জনের সাথে এ ব্যাপারে কথা হয়েছে তাদের প্রায় প্রত্যেকেই কোনো না কোনো রিলেশনে জড়িয়ে ছিল। এরপর কয়েকদিন ফাটিয়ে অভিনয় করে নতুন জনকে বেছে নিয়েছে।হারিয়ে গেছে দূর আকাশের মেঘলা রাতের চাঁদের মতন। তাকে আশেপাশে দেখেও কিছু বলার থাকে না। যেমনটা মেঘলা রাতে পূর্ণিমা চাঁদটা থাকতেও তার আলোয় স্নিগ্ধ হওয়া যায় না।
এদের মূল সমস্যা হলো- এরা ভুলেই যায় যে, এই চিন্তাটা তাদের না। এটার জন্য ফ্যামিলি মেম্বাররা রয়েছেন যারা একটা নির্দিষ্ট সময় এলে এরা চাইলেও আর এদেরকে একা রাখবেন না।
আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এমন কেউ কি আছে যে কিনা বৃদ্ধ/বৃদ্ধা হয়েছে বাপের বাড়িতেই; কেউ তাকে নিয়ে ভাবেই নি? এমনকি একজন বোবা, কানা, ল্যাংড়া তাদেরও পর্যন্ত বিয়ে হয়ে যায়। কিন্তু বার্তমান জেনারেশন যেন তা বুঝতেই চায় না। মনে করে আমার কেউ একজন বোধহয় লাগবেই!
লাগবে যে এটা না বলি নি, কিন্তু সেটার সময়টাও তো হওয়া লাগবে না-কি? আসলে এদেরকে আর কী দোষ দেবো; বর্তমান পরিবেশটাই এমন করে তোলা হয়েছে।
সামান্য কিছু অর্থের বিনিময়ে পাপের অসমাপ্ত ভান্ডার কিনে নিচ্ছে। সঠিক জ্ঞানের অভাবে মহান রবের পথ থেকে তার বান্দাদেরকে ফিরিয়ে রাখছে। যেমন আল্লাহ তাআ'লা বলেন- وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ
একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং সেটাকে ঠাট্টা-বিদ্রূপ, ক্রীড়া কৌতুক হিসেবে গ্রহণ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। (সূরাঃ লোকমান, আয়াতঃ ৬)
আজকাল নাটক সিনেমাগুলোতে এসব বিষয়কে এত বেশি আকর্ষণীয় আর চিত্তাকর্ষক করে তোলা হয়েছে যে, এটা দেখে যে কেউ নিজেকে তিরস্কার করতে থাকবে। এবং পরক্ষণেই মনে জাগবে কাউকে খুব করে কাছে পাওয়ার। একজন তার লাগবেই, হোক বৈধ বা অবৈধ। অথচ আল্লাহ তাআ'লা এর মূলেই কুঠারাঘাত করে বললেন- وَلَا تَقْرَبُوا الزِّنَا ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। (সূরাঃ বনী ইসরাঈল, আয়াতঃ ৩২)
এখানে আল্লাহ তাআ'লা বললেই পারতেন ব্যভিচার করো না; কিন্তু তিনি বললেন ব্যভিচারের নিকটবর্তী হইয়ো না। অর্থাৎ এর আগে এই মিথ্যে ছলনাময় রিলেশনশীপের নামে নোংরামিতে যেও না। কারণ, এর কাছে গেলে বাকীটা হতে বেশি সময় লাগবে না।
তাই আসুন "valentines day" এর নামে নোংরা দিবসটাকে না বলি🚫
1 year ago | [YT] | 20
View 0 replies
Rakibul Islam Sojib Al-Faridee
আলহামদুলিল্লাহ🥰
বাংলার আনাচে-কানাচে থেকে আগমন শুরু করে দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানগণ। পবিত্র হজ্বের পরে অন্যতম জনসমাগমমূলক মুসলিম ঐক্যের আরেকটি নিদর্শন। যদিও আবশ্যক কেউই মনে করেন না; তবে এর দ্বারা ইসলাম বি'দ্বে'ষীদের অন্তরে জ্ব'লন শুরু হয়ে যায় বলে এর বিশেষ গুরুত্ব রয়েছে।
তবে এটি তখনই আমাদের মাঝে প্রভাব ফেলবে যখন এর দ্বারা প্রকৃত ঐক্যের বহিঃপ্রকাশ ঘটবে। এবং ফিতবা বা বিশৃঙ্খলার শিকল টেনে ধরা যাবে। কারণ- وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ
বস্তুতঃ ফে'তনা ফ্যা'সাদ বা দা'ঙ্গা-হা'ঙ্গা'মা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। (সূরাঃ আল বাকারা, আয়াতঃ ১৯১)
তাছাড়া আমাদের ঐক্যে ফাটল ধরলে ইসলাম বি'দ্বে'ষীদের হাসির খোরাক জোগায়। এই কথাটা আমরা কেউই বুঝতে চাই না যে, এক মুসলিম অপর মুসলিমের জন্য কখনোই ক্ষতির কারণ নয়; বরং এতে ইসলাম বি'দ্বে'ষীদের কাজে সহায়তা হয়।
তাই আমাদের উচিৎ ঈমানদাররা যখন কোনো অন্যায়ে জড়ায় তখন তাতে আমাদেরকেই ভাইয়ের ভুমিকা পালন করে সংশোধন করে দেওয়া। এবং উভয় পক্ষকে নিজের পক্ষ মনে করে নিরোপেক্ষভাবে সমাধা করা। যেমন আল্লাহ তাআ'লা বলেন-
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
বাংলা অনুবাদঃ মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। অতএব, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে-যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।
(সূরাঃ আল হুজরাত, আয়াতঃ ১০)
তবে মূল কথা হলো-
فَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا ۖ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ- অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে। (সূরাঃ আল মু'মিনূন, আয়াতঃ ৫৩)
তবুও ঐক্যের ডাক দিয়েই যাবো প্রতিনিয়ত🙏
✍️রাকিবুল ইসলাম সজীব আল-ফারিদী।
1 year ago (edited) | [YT] | 13
View 0 replies
Rakibul Islam Sojib Al-Faridee
আপনি কারো "দুঃখ" শব্দের 'বিসর্গ' না হয়ে;
তার "আনন্দ" শব্দের 'দন্ত ন' হয়েই থাকুন না 🤗
✍️রাকিবুল ইসলাম সজীব আল-ফারিদী।
1 year ago (edited) | [YT] | 20
View 2 replies
Load more