Bengali Travelogue

আমরা দুজন স্বামী - স্ত্রী। এটি আমাদের একটি ভ্রমণ সংক্রান্ত চ্যানেল। আমরা দুজনেই ভ্রমনবিলাসী, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে সেইসব জায়গার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং পরিচয় করাবো সেইখানকার জনজীবন - ভাবধারা - প্রকৃতি - বৈচিত্রের সাথে। আমাদের মাধ্যমে আপনারাও ভিন্ন ধারায় অন্বেষন করতে পারবেন বিশ্ব প্রকৃতিকে।


Bengali Travelogue

' স্বাধীনতা কেউ দেয় না,
অর্জন করে নিতে হয় '

--- নেতাজী সুভাষচন্দ্র বসু

সকলকে জানাই ৭৯ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন! 🇮🇳

ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। 🙏

4 months ago | [YT] | 9

Bengali Travelogue

https://youtu.be/oOlDgwNHJ8o

উত্তর সিক্কিম এর নতুন এবং অন্তিম পর্ব এসেছে।

আমি বেশ কিছু দিন অসুস্থ ছিলাম, যেহেতু ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিং আমি নিজেই করি সেইজন্য, চ্যানেলে ভিডিও আসতে একটু দেরি হলো। ভিডিও আসতে দেরি হওয়ার জন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী 🙏।

আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

6 months ago | [YT] | 4

Bengali Travelogue

যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজামহ্যম্।|

পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।।

Jai Hind!

7 months ago (edited) | [YT] | 5

Bengali Travelogue

কাশ্মীরের ( পেহেলগাঁও ) এর ঘটনাটি, যেটা ঘটেছে অত্যন্ত নৃশংস এবং হৃদয়বিদারক … এই মর্মান্তিক ঘটনার জন্য সত্যিই আমরা শোকাহত। সাধারণ নিরস্ত্র পর্যটকদের ওপর যেভাবে জঙ্গি আক্রমন হয়েছে তা অত্যন্ত ঘৃণ্য একটি কাজ … যেভাবে দিনের পর দিন জঙ্গি আক্রমণ বেড়ে চলেছে, এমন চলতে থাকলে সত্যিই ভবিষ্যৎ এ জীবনের নিশ্চয়তা কোথায় সেটা বোঝা দায় হয়ে উঠেছে !! এই ঘটনায় যে বা যারা নিজেদের আপনজনকে হারিয়েছেন তাদের যেই পরিস্থিতি বর্তমানে , তা বোঝার ক্ষমতা বোধহয় আমাদের কারোর নেই। যেই পরিমাণ ক্ষতি তাদের হয়েছে সেই ক্ষতিপূরণ হয়তো অর্থের বিনিময়ে মেটানো সম্ভবই না।
এমত অবস্থায় কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা থাকলেও সেই পরিকল্পনা আমরা আর বাস্তবায়িত করছি না , যতদিন পর্যন্ত কাশ্মীর পুনরায় আগের ছন্দে ফিরে আসছে।

8 months ago | [YT] | 11

Bengali Travelogue

শুভ নববর্ষ ১৪৩২

8 months ago | [YT] | 6

Bengali Travelogue

দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনাদের জন্য। বসন্ত প্রকৃতিকে যেমন রঙিন করে তোলে ঠিক তেমনই এই দোলপূর্ণিমার শুভ মুহূর্তে আপনাদেরও জীবন রঙিন হয়ে উঠুক এই কামনা করি। বড়োদের প্রণাম এবং ছোটোদের অনেক ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ঘোরার মধ্যে থাকুন।

Bengali Travelogue

9 months ago | [YT] | 10

Bengali Travelogue

https://youtu.be/FEu93iZPnFc
কোলকাতা থেকে একদিনেই ৪০০ বছর প্রাচীন মন্দিরে পূজা দিয়ে আসুন

11 months ago | [YT] | 7

Bengali Travelogue

নতুন বছরের শুভারম্ভ সকলের খুব ভালো কাটুক … সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন , আনন্দে থাকুন । জীবন থেকে সমস্ত বিষাদের গ্লানি মুছে গিয়ে নতুন বছরে নতুন ভাবে পরিপূর্ণতা লাভ করুক জীবন । গতবছরে যার যা ভুলত্রুটি, এই নতুন বছরে তার পরিসমাপ্তি ঘটুক … সকলের জীবন আনন্দ- ভালোবাসায় ভরে উঠুক।
Bengali Travelogue পরিবারের তরফ থেকে নতুন বছরে সকলকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।

1 year ago | [YT] | 10

Bengali Travelogue

দার্জিলিং ভ্রমণের নতুন একটি পর্ব এসেছে 👇
https://youtu.be/wag8xmJMtOk

1 year ago | [YT] | 6

Bengali Travelogue

আর.জি কর মেডিক্যাল কলেজের লেডি ডক্টর এর সাথে যে ঘৃণ্য অপরাধমূলক কাজটি হয়েছে তার তীব্র বিরোধিতা করি আমরা … এই জঘন্যতম কাজের সাথে যুক্ত ব্যক্তিদের চরম থেকে চরমতর শাস্তির প্রত্যাশা করে বেঙ্গলি ট্রাভেলগ পরিবার … সকলে একজোট না হলে এই সমস্যার সমাধান কোনোদিনও সম্ভব নয় … তাই জাতি-ধর্ম - বর্ণ - ছেলে - মেয়ে নির্বিশেষে সকলে একজোট হয়ে বৃহত্তর প্রতিবাদ গড়ে তুলতে হবে , যাতে ভবিষ্যতে কোনো মেয়ের সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় … দিন কিংবা রাত যখনই হোক না ক্যানো মেয়েরা যাতে সুরক্ষিত ভাবে ঘরে ফিরতে পারে সেই ব্যবস্থা আমাদের সকলকে করতে হবে … কোনো মাতাপিতাকে যেন আর কন্যাহারা না হতে হয় । আমরা এর বিচার চাই … সমাজের কোণায় কোণায় বুক চিতিয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়ানো অপরাধিদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমরা চাই ।

Bengali Travelogue...

1 year ago | [YT] | 7