When someone treats you like you’re just one of many options, help them narrow their choice by removing yourself from the equation. Sometimes you have to try not to care, no matter how much you do. Because sometimes you can mean almost nothing to someone who means so much to you. It’s not pride – it’s self-respect. Don’t expect to see positive changes in your life if you surround yourself with negative people. Don’t give part-time people a full-time position in your life. Know your value and what you have to offer, and never settle for anything less than what you deserve.
Rubayda Gulsan
😵💫
6 days ago | [YT] | 0
View 0 replies
Rubayda Gulsan
"যদি কোনদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কুড়াও..... "
6 days ago | [YT] | 0
View 0 replies
Rubayda Gulsan
মানুষের এই ইট-কাঠের জঙ্গল আর ধোঁয়ায় ঘেরা ঢাকায় কত অদ্ভুত সব সাধ জাগে নিত্য আমার!শোন, কোন একদিন তুমি হঠাৎ করেই একগুচ্ছ বেলুন কিনে দিও আমায়। আমি হিরে-জহরত চাইবো না, শুধু গুটিকয়েক গ্যাস বেলুন। তাতে লালচে আভায় আনন্দ ঝরবে,হলুদের সেই বসন্তের বিকেলের রোদ থাকবে, আর থাকবে চিরচেনা সবুজের স্নিগ্ধতায় একরাশ মায়া!
সেই রঙিন মায়া বেলুনগুলোর গায়ে হাত বুলিয়ে আমি জানলার ধারে গিয়ে দাঁড়াবো। তারপর এক একটি করে সুতোর বাঁধন আলগা করে দেবো। দেখবো, শহরের এই ধুলোবালি আর ক্লান্তির স্তর পেরিয়ে তারা কেমন অনায়াসে ডানা মেলছে আকাশের নীলিমায়।
আমি জানলা দিয়ে তাকিয়ে দূর থেকে দেখব বেলুনগুলোর দিকে! ওরা কেবল রাবার আর গ্যাস নয়, ওরা আসলে আমার অনেকগুলো না বলা ইচ্ছে। ওরা উড়ে যাবে ওই কপোতাক্ষের ওপারে, পেরিয়ে যাবে গ্রাম বাংলার অবারিত প্রান্তর, গভীর বন আর নাম না জানা কত নদী।
পুরো আকাশটা সেদিন আমাদেরই হবে। তুমি পাশে থেকো, হয়তো সেদিন কোনো এক নিস্তব্ধ বারান্দায় দাঁড়িয়ে আমরা দুজনে ভাগ করে নেবো এই রঙিন নিরুদ্দেশ যাত্রা। মাঝেমধ্যে ভাবি, মানুষের জীবনটাও যদি এমন এক সুতোয় বাঁধা রঙিন বেলুন হতো! যে বাঁধনটি কেউ আলগা করে দিলেই সমস্ত জাগতিক বোঝা ফেলে দিয়ে পাড়ি জমানো যেত দূরের কোনো নীল ধ্রুবতারার দেশে।
ইচ্ছে বেলুনের যাত্রা
রুবাইদা গুলশান
6 days ago | [YT] | 0
View 0 replies
Rubayda Gulsan
হৃদয়ে যদি একফোঁটা ঈমান বিরাজ করে, তবে নিশ্চিত যেনো তোমার হৃদয় বিগলিত হয়ে অশ্রুসিক্ত হবেই। তুমি যদি ইনসাফের পৃথিবী গড়তে চাও তবে তোমাকে সিরাতুল মুস্তাকীমের পথ অনুসরণ করতেই হবে।আজ যে গন্তব্য অন্যের জন্য গড়েছ ,সেই একই গন্তব্যে তোমাকেও যেতে হবে। শুধু দিনের পার্থক্য শুধু। যে পরিমাণ মানুষের চোখ বেয়ে অশ্রুধারা নেমেছে জেনে রেখ তা দোয়া, তা শুভকামনা। আসমানের মালিক চাইলে সব পারেন। তিনি যা চেয়েছেন তাই হয়েছে। তিনি সবাইকে চিনিয়ে দিয়েছেন এ যুগের উসমানের সাথে। মৃত্যু তো হবেই-যদি সে-ই মৃত্যু আসে শহীদের রক্তের মর্যাদা নিয়ে তাহলে আর তা সাফল্যে এসে গেলো। সুন্দর মৃত্যুই এ জীবনের কাম্য। যে মাটি দিয়ে সৃষ্ট মানুষ , অবশেষে ফিরে গেল মাটির বুকে। মহান আল্লাহর সান্নিধ্যে নিয়ে ইনসাফের লড়াইয়ে জিতে গেলো। যারা শহীদ হয় তাঁদেরকে মৃত বলা নিষেধ। তাঁদেরকে রিজিক দেয়া হয়। জান্নাতের সবুজ পাখির উদরে তাঁদের রুহ থাকে। এই পাখিগুলো জান্নাতের যেখানে খুশি উড়ে বেড়ায় এবং জান্নাতের ফলমূল আহার করে। এরপর তারা আরশের নিচে ঝুলন্ত কিছু স্বর্ণের ঝাড়বাতিতে (প্রদীপ) এসে বিশ্রাম নেয়। মহান আল্লাহ তাআলা তাদের কাছে জানতে চান তারা আর কিছু চায় কি না। তখন শহীদরা মহান আল্লাহর কাছে আবারও দুনিয়াতে ফিরে গিয়ে তাঁরই পথে আবারও শহীদ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন, কারণ তারা শাহাদাতের অসামান্য মর্যাদা সচক্ষে দেখতে পান।
এ দুনিয়া তো নিকৃষ্ট-একটা মাছির ডানার চেয়েও তা নিম্নমানের। এই নিম্নমানের পৃথিবীতে আমি উচ্চমানের আবাস কখনো চাইনি। এই দুনিয়া থেকে রাজকীয় বিদায় চেয়েছি। এই রাজকীয় বিদায় মহান আল্লাহর কাছ থেকে পেতে চেয়েছি। সুন্দর মৃত্যু কি সহজে আসে? আসে না। চাইতে হয়। তার জন্য উত্তম কাজ করতে হয়। এই উত্তম কাজ কতটুকু করতে পারি আমরা? আমরা তো ব্যক্তিগত চাওয়ায় ব্যস্ত। এই দুনিয়া আমার চলার পথের খানিক বিশ্রামাগার। এই বিশ্রামাগারকে আজীবন আমার করতে ব্যস্ত হৃদয়।
আমি শহীদ হাদীর কবরে মাটি দেয়া দেখছিলাম। প্রতিটি মাটি আমাকে স্মরণ করাচ্ছিল-অহংকার করার মত কোন কিছুই কারো নেই-কাউকে ভয় পাওয়ার কিছু নেই-কোন মানুষকে হিংসা করার কিছু নেই! যা আছে তা কেবল তোমার মালিককে সন্তুষ্ট করার জন্য কাজ করে যাওয়া আর সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মৃত্যুই সুন্দর। যে মৃত্যুর মধ্যে দিয়ে এতোদিন যাঁকে না দেখে ভালোবাসলাম,ভয় করলাম তাঁর পরম সান্নিধ্যে যাওয়া যায়। মৃত্যুকে ভয় পাইনি শুধু ভয় লাগে কী নিয়ে দাঁড়াব!
চিনে রাখলাম তাঁদেরকে যারা এই মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়ল , যারা তাঁকে হেয় করল এবং মহান আল্লাহর কাছে একান্ত দোয়া - যারা ইনসাফ প্রতিষ্ঠার বিরোধী, সত্যকে সত্য বলার সাহস রাখে না, সত্য-মিথ্যাকে এক করে ফেলে এমন মানুষদের থেকে ,এমন বন্ধুত্ব থেকে, এমন যেকোন সম্পর্ক থেকে আমাকে হেফাজত করুন এবং তার আর আমার মধ্যকার পূর্ব-পশ্চিমের মধ্যকার সম দূরত্ব তৈরি করে দিন এবং উসমান হাদীকে শহীদ হিসেবে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আর আল্লাহ যেন আখেরাত ও দুনিয়ায় নিরাপত্তা দান করেন। (আমিন)
--রুবাইদা গুলশান
আমাদের জীবন হোক সত্য ও ন্যায়ের সাথে।
আমাদের জীবন হোক হক্ক কথার সাথে।
আমাদের জীবন হোক আল্লাহ ও রাসূলের হুকুম আহকাম মেনে চলে। আলহামদুলিল্লাহ
1 month ago | [YT] | 0
View 0 replies
Rubayda Gulsan
ভালোবাসার অনুভূতি উপেক্ষা করে কী হবে? এ তো আমার শহরের কোলাহলের চেয়েও সত্য!
1 month ago | [YT] | 0
View 0 replies
Rubayda Gulsan
আমার না বলা কথাগুলো আকাশছুঁয়ে গেল
তবুও এখনো যেন বইয়ের সেই প্রথম পৃষ্ঠায় আসতেই পারলাম না। বইয়ের মুখবন্ধের প্রতিটি লাইনে আটকে আছি যেন।
তোমাকে আর বলা হল না । কিছুই না। এমনকি কোন কোন দিন তরকারিতে বেশি লবণ হয়ে যাওয়ার গল্পটাও বলতে পারিনি।
রুবাইদা গুলশান
1 month ago | [YT] | 0
View 0 replies
Rubayda Gulsan
1 month ago | [YT] | 0
View 0 replies
Rubayda Gulsan
ফিরে এলে? এসো।
কাছের মানুষ, অথচ এই ফেরা কি ফেরা?
ঘরের ভেতরে কোনো উচ্ছ্বাস নেই, নেই কোনো ভাঙচুর।
কেবল একটি নিথর শূন্যতা। কেন? যতটা ধাক্কা প্রয়োজন ছিল, সেটুকুও কেন এলো না বুকে?
যেন একটা পুরোনো, ব্যবহৃত মুদ্রা
যার আর কোনো মূল্য নেই
আলতো করে পড়ে রইলো মেঝের ওপর।
নিঃশব্দ। এই অসাড়তা,
তবে কি আমারই অর্জন?
অথচ তোমাকে ছুঁয়ে আমি কতখানি বদলে গেলাম? বদল?
সে তো একটা মিথ্যে শব্দ।
আমি কি তবে ছিলাম না কখনোই কারও কাছের?
নাকি এই কাছের হওয়াটাই ছিল ভুল?
এভাবেই বলি তবে নিজের ভেতরেই নিজেকে আটকে রেখেছিলাম, কল্পনার এক জীর্ণ পালঙ্কে। অনেকক্ষণ।
সত্যিই কি এটাই ছিল?
আসলে, অনুভব করার মতো কিছু কি বাকি আছে?
মাঝে মাঝে মনে হয় , কোথা হতে একটা পুরনো খবরের কাগজ উড়ে এসে দেওয়ালে ধাক্কা খেলো। ধাক্কা খেলো, কিন্তু কোনো দাগ ফেললো না।
আচ্ছা! আমি তোমাকে ছুঁয়ে কতখানি পাল্টে গেলাম? এই প্রশ্নটা কি বড্ড বেশিই অবান্তর?
আমি আসলে পাল্টাইনি। পাল্টে গেছে পরিবেশ। আর সময়।
আমি কি ছিলাম না কখনোই কারও কাছের?
হয়তো ছিলাম না।
এসব নিয়ে এখন মাথা ঘামানোর মানে হয়তো নেই!
তাই হঠাৎ হঠাৎ ভাবি , মানুষ কি মানুষের কাছের হতে পারে?
বদল
রুবাইদা গুলশান
2 months ago | [YT] | 0
View 0 replies
Rubayda Gulsan
হারাতে বসেও আবার পেয়ে গেলে!! সে যেতে যেতে আবার গন্তব্য এ ফিরলো! নির্জন বটের তলায় একা দাঁড়িয়ে সে! অপেক্ষায় ঘুম এসেও কোথায় হারায় সে!
3 months ago | [YT] | 0
View 0 replies
Rubayda Gulsan
আসবে একদিন
এই শহরে শব্দের মিছিলে
তোমার পা'য়ের শব্দ ম্লান হয়ে যায়।
এই শহর ভীষণ দু:খী
যেন বছরের পর রয়েছে একলা।
তুমি দেখ
এই শহরে সবুজ পল্লব গুমড়ে কাঁদে
তাকিয়ে থাকে আকাশপানে, কবে ভিজবে বৃষ্টির ছাঁটে
আমি ধুলো মাখি গা'য়ে, ঘরে ফিরি ক্লান্ত চোখে।
আয়নায় দেখি অন্য আমিকে
যে আমিকে দেখো নি কখনো তুমি।
এ শহর প্রতিদিন স্বপ্ন বেচে ফিরে ঘরে
স্বপ্ন ভাসে লক্ষ চোখের মনির ঘরে।
পথ চলতে চলতে ফিক করে হেসে উঠি
দেখি জারুল ফুলও হাসছে দুলে দুলে
এই পৃথিবীর রঙয়ের মেলায়।
তুমিও যেন ভুল করে
নির্ঘুম স্মৃতির জগৎ ঘিরে
ভাবছ বসে আসবে একদিন এ শহরে।
রুবাইদা গুলশান
4 months ago | [YT] | 0
View 0 replies
Load more