Explore the forefront of cutting-edge technology, computer troubleshooting insights, and invaluable tips & tricks on our channel. Immerse yourself in the dynamic world of news and technology, spanning across computers, mobile devices, internet trends, and new applications. Uncover the latest and most powerful tech through comprehensive reviews and unboxings, providing you with a closer look at mobile innovations and technological advancements. Join our growing community to not only stay informed but also discover opportunities to earn money through online avenues. Embark on a journey with us as we delve into the realms of innovation, exploration, and the limitless possibilities of the digital landscape. Welcome to a space where curiosity meets practical knowledge, and where the future unfolds before your eyes.
Contact Us: 01827130171 (what'sapp)
Email: ranacomputerzone@gmail.com
Brilliant IT
Whether you're allowed to bring your baby to your visa appointment in Dubai depends on the specific visa center or embassy/consulate you are visiting. However, here are general guidelines:
✅ In Most Cases:
You can bring your baby with you.
Visa centers generally do not prevent parents from bringing infants or small children, especially if you are the primary caregiver.
🔍 What You Should Do:
Check the appointment confirmation email or website — sometimes they mention visitor rules.
Call or email the visa center/consulate where your appointment is scheduled. Explain your situation briefly (e.g., “I recently had a baby. May I bring my infant with me to the appointment?”).
Bring necessary baby items (diapers, food, etc.) in a small, manageable bag — security might restrict large bags.
If possible, take a stroller or baby carrier to keep your hands free.
❗ Note:
If you're visiting a VFS Global center, they usually allow children, but some embassies (like the US or Schengen embassies) may have tighter rules.
5 months ago | [YT] | 1
View 0 replies
Brilliant IT
নিজে নিজে কানাডার ভিসা করার সম্পূর্ণ পদ্ধতি …
আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
১. প্রাথমিক প্রস্তুতি
প্রথমে, আপনার ব্রাউজার (Chrome, Firefox, Safari) ওপেন করুন এবং সার্চ বারে "IRCC" লিখে সার্চ করুন। IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান এবং GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলুন। একাউন্ট খোলার সময় আপনাকে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সেভ করে রাখতে হবে। একাউন্ট ক্রিয়েট করার পর এই তথ্যগুলো দিয়ে আপনি লগইন করবেন।
২. অ্যাপ্লিকেশন শুরু
আপনার GCKey একাউন্টে লগইন করুন এবং "Start an application" বাটনে ক্লিক করুন। তারপর "Apply to come to Canada" ক্লিক করুন। ভিসা ক্যাটাগরি থেকে "Visitor Visa, Study and Work Permit" সিলেক্ট করুন। তারপর যে প্রশ্ন আসবে তার উত্তর দিন, যেমন "What is your current country/territory of residence?" এখানে "Bangladesh" সিলেক্ট করুন।
৩. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড
সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। নিচের তিনটি PDF ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে:
1. Application Form (IMM5257)
2. Family Information (IMM5245)
3. Schedule 1 (IMM5227)
আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. অ্যাপ্লিকেশন ফর্ম
2. ট্রাভেল হিস্ট্রি (ভিসা ও ইমিগ্রেশন এন্ট্রি এক্সিট সিল)
3. পাসপোর্ট কপি
4. ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি
5. সাম্প্রতিক ছবি
6. ট্রাভেল ইটিনারি, হোটেল রিজার্ভেশন, ইনভাইটেশন বা স্পন্সরশিপ
7. ফ্যামিলি ইনফরমেশন
8. শিডিউল ১ ফর্ম
9. ক্লায়েন্ট ইনফরমেশন বা কাভার লেটার
10. কর্মচারী সার্টিফিকেট বা অফিস আইডি কার্ড বা NOC
সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
৪. পেমেন্ট
ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।
অ্যাপ্লিকেশন ফি: 100 CAD
বায়োমেট্রিক্স ফি: 85 CAD
মোট: 185 CAD
৫. বায়োমেট্রিক্স
পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট ইমেইল আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেবে। বায়োমেট্রিক সম্পন্ন হলে আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে।
৬. রেজাল্টের জন্য অপেক্ষা
আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC পোর্টালে GCKey একাউন্ট চেক করুন। ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় VFS অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। ভিসা অনুমোদন হলে ২ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসাসহ ফেরত পাবেন।
৭. রিজেকশন ও পুনরায় আবেদন
যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয়, তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে। বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না, শুধু 100 CAD ভিসা ফি দিয়ে আবেদন করতে পারবেন।
এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে নিজে নিজে কানাডার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
Follow brilliantittv
11 months ago | [YT] | 0
View 0 replies
Brilliant IT
অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔
👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸
✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।
👉 কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ।
👉 এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽
✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖
🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।
✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵
✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।
✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।
✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়) এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।
✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে। If you want to apply with us please call: 01827130172 what's app
1 year ago | [YT] | 0
View 0 replies
Brilliant IT
আজ আমাদের রাতে সিঙ্গাপুর + মালয়শিয়া টুর শুরু হচ্ছে। এ টুরের সর্বকিছু আমি নিয়মিত আবডেট করব আমার আমার ইউটিউব ও ফেসবুকের পেইজে। এই টুরের থেকে আপনি জানতে পারবেন এই দুই দেশের খরচ কত + কোথায় কোথায় ঘুরবেন + বাজেটের মধ্যে কিভাবে খাওয়া দাওয়া করবেন + মানুষের লাইফষ্টাইল + কি কি ডকুমেন্ট লাগে ভিসা করতে আরো অনেক কিছু।
Youtube Channel Link:
youtube.com/@Brilliantit
Facebook Page Link:
www.facebook.com/brilliantittv?mibextid=ZbWKwL
1 year ago | [YT] | 2
View 1 reply
Brilliant IT
💥 1 লক্ষ টাকার প্যাকেজ মাত্র ২০০ টাকায় 💥
অফার দাম মাত্র ২০০ টাকায় পুরো প্যাকেজ 🔥
🔷💠লিংক গুলো গুগুল ড্রাইভে(Google Drive)থাকবে🔷💠
📁📁 এগুলোর এক্সেস লাইফটাইম থাকবে📁📁
সময় এসেছে নিজেকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজের স্কিল বিল্ড করার।
শিক্ষার পাশাপাশি অনলাইনে ডিজিটাল স্কিল বিল্ড করলে কেমন হয়? অবশ্য ভালো।
কারন পড়ালেখা শেষ করে চাকুরির কোন নিশ্চয়তা নেয়, কিন্তু আপনি স্কিল ডেভেলপ করে সারা জিবন ইনকাম করতে পারবেন।
আর যারা বেকার তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ।
তাই আমরা আপনাদের জন্য দারুন অফার নিয়ে এসেছি কেও মিস করবেন না ❤️
01. ⏩ ৫০০+ ডিজিটাল মার্কেটিং কোর্স
2. ⏩ ৫০০০+ হাজার পিডিএফ বই
3. ⏩ ৪৫০জিবি++ গ্রাফিক্স কালেকশন
4. ⏩ প্রয়োজনীয় পিসি সফটওয়্যার
5. ⏩ ২৫০+ ওয়ার্ড ফাইল
6. ⏩ হাজার হাজার ই-বুক কালেকশন
7. ⏩ প্রয়োজনীয় প্রিমিয়াম মোবাইল এপ্স
⏬ ৫০০+ ডিজিটাল মার্কেটিং কোর্স এ যা থাকবে:
▶️10Minute school সকল কোর্স
▶️ঘুরি লানিং সকল কোর্স
▶️MSB ACADEMY সব কোর্স
▶️Creative IT সকল কোর্স
▶️SkillUper সব কোর্স
▶️Bongo Academy জুবায়ের
▶️ E-Shikhon সকল কোর্স
▶️SR LIKHON এর সকল কোর্স
▶️ Khalid Farhan এর সকল কোর্স
▶️Problem Ki সব কোর্স
▶️Jhankar Mahbub সব কোর্স
▶️Arif Notes সব কোর্স
কোর্স সমূহের নমুনা:-
✅গ্রাফিক্স ডিজাইন
✅ডিজিটাল মার্কেটিং
✅এফিলিয়েট মার্কেটিং
✅এস ই ও ফুল কোর্স
✅ফাইবার সাকসেস কোর্স
✅সিপিএ মার্কেটিং
✅ফে'সবুক মার্কেটিং
✅ডাটা এন্ট্রি ফুল কোর্স
✅পাওয়ার পয়েন্ট ফুল কোর্স
✅মাইক্রোসফট এক্সেল কোর্স-
✅লোগো ডিজাইন
✅মোশন গ্রাফিক্স কোর্স
✅ভিডিও এডিটিং ফুল কোর্স
✅ইউটিউব থেকে আয় কোর্স
✅ফে'স*বুক হ্যা*কিং
✅ইথি*ক্যাল হ্যা*কিং
✅ওয়াই*ফাই হ্যা*কিং
✅অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট
✅অ্যান্ড্রয়েড গেমস ডেভলপমেন্ট
✅ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
✅ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
✅কনটেন্ট রাইটিং কোর্স
✅গুগোল টপ রেংকিং কোর্স
✅স্পোকেন ইংলিশ কোর্স
⏩৫০০০+ হাজার পিডিএফ বই
বুক পিডিএফ অফার সমূহ:
♥️ ইংরেজী শিখার ৬০+বুকস এবং ২০০+ ভিডিও
♥️৮৫০+ ইসলামিক বই
♥️৩০০০+ গল্প নাটক উপন্যাস এর বই
♥️১৩০০+ পিডিএফ বই
⏩৪৫০জিবি++ গ্রাফিক্স কালেকশন
গ্রাফিক্স প্যাকেজটিতে যা যা আছে :★
✅১৬ ডিসেম্বর/১৭ ই মার্চ/
✅২১ফেব্রুয়ারি/২৬ শে মার্চ
✅স্কুল ও কোচিং
✅ইসলামিক ব্যাকরাউন্ড
✅ভিজিটিং কার্ড ডিজাইন
✅আইডি কার্ড ডিজাইন
✅ক্রেস্ট ডিজাইন
✅রাজনৈতিক ব্যানার পোস্টার ডিজাইন
✅ওয়াজ,মাহফিলের পোস্টার ডিজাইন
✅ঈদ মোবারক পোস্টার ডিজাইন
✅লোগো ডিজাইন
✅বাংলা টাইপোগ্রাফি
✅ক্যালেন্ডার ডিজাইন
✅আলপনা ডিজাইন
✅মগ ডিজাইন
✅ফেসবুক পোস্টার ডিজাইন
✅বাংলা ফন্ট, আরবি ফন্ট,ইংলিশ ফন্ট
✅ক্যাশ মেমো ডিজাইন
✅হালখাতা ডিজাইন
✅বাংলা টাইফোগ্রাফি ডিজাইন
✅বিবাহ ক্যালিগ্রাফি
✅দোকানের প্রয়োজনীয় ফাইল
✅গ্রাফিক্স আইকন প্যাক
✅দুর্গাপূজা
✅বাংলা ইংরেজি প্রিমিয়াম ফন্ট
✅প্রফেশনাল সিভি ডিজাইন
✅ভিজিটিং কার্ড ডিজাইন
✅মেমো ডিজাইন
✅আইডি কার্ড ডিজাইন
✅সার্টিফিকেট ডিজাইন
✅জন্ম স্বরণিকা
✅হালখাতা ডিজাইন
✅ভর্তি ফরম
⏩প্রয়োজনীয় পিসি সফটওয়্যার:
✅Adobe Photoshop
✅Adobe Illustrator
✅Adobe all software
✅Video editing software
✅Filmora 9
✅Bijoy 52
✅Microsoft Office 2010
✅Bangla font
✅Auto cad 2007
✅IDM
⏩২৫০+ ওয়ার্ড ফাইল:
✅সিভি
✅আবেদনপত্র
✅অভিজ্ঞতা সনদ
✅ওয়ারিশ সার্টিফিকেট
✅চারিত্রিক সনদ ফ্যামিলি সার্টিফিকেট
✅বিভিন্ন প্রত্যায়নপত্র
✅মৃত্যু সনদ
✅মাসিক অথবা বাৎসরিক আয়ের সনদ
✅অনাপত্তি সনদ
✅ক্ষমতা অর্পণ সনদ
✅পুনঃবিবাহ না হওয়ার সনদ
✅অনুমতি পত্র
✅একই ব্যক্তি সনদ
✅নমুনা স্বাক্ষর এর প্রত্যয়ন পত্র
✅যোগদানপত্র
✅রিজাইন লেটার
✅বিভিন্ন ফর্ম
✅মানি রিসিট
✅বিভিন্ন ভর্তি ফরম
✅স্কুলের প্রশ্ন পত্র ফরমেট
✅মেরেজ সার্টিফিকেট
✅কাবিননামা
✅দোকান অফিস ভাড়া
✅বন্ধক
✅জমি বিক্রির দলিল
✅বায়নাপত্র
✅জমি বিক্রি
✅ফ্ল্যাট বিক্রি
✅গাড়ি বিক্রির চুক্তিনামা
✅অংশীদারি চুক্তিনামা
✅আম-মোক্তারনামা
✅বিভিন্ন হলফনামা
✅সারা-বিশ্বের ৬৯+ দেশের ৩১৩৪ টি এর বেশি ভেরিফিকেশনাল ফুল ইডিটেবল PSD সোর্সফাইল
🔰এগুলো বিভিন্ন ওয়েবসাইটে প্রতিটা PSD টেমপ্লেট $30-$50 USD সেল হয়। তাই আর দেরি না করে এগুলো সংগ্রহ করুন।
🟠 ২০০ টাকায় কিভাবে কোর্স গুলো দিচ্ছেন/এত কম দামে কিভাবে সম্ভব❓
🟢 আসলে ২০০ টাকার উপর ভিত্তি করে এই কোর্সগুলো করা হয়নি। এগুলো বিভিন্ন ইনস্টিটিউট এর পেইড কোর্স। যার প্রতি কোর্স মূল্য কম করে হলেও ৩/৪ হাজার টাকা এর ওপরে ছিল।
আমরা সেইসব ইনস্টিটিউট এর স্টুডেন্টদের থেকে লাইভ রেকর্ডেড ভিডিওগুলো সংগ্রহ করেছি।
🟢 এই অফার খুবই সীমিত সময়ের জন্য, তাই অফার থাকতে কোর্সগুলো কিনে নিন।
প্রতিটি প্যাকেজের মুল্য মাত্র ২০০ টাকা
👉 ভিডিও কোর্সগুলোর বৈশিষ্ট্য:-
✅ কোর্সগুলো সফল, দক্ষ ও প্রফেশনাল ফ্রিল্যান্সার দিয়ে তৈরি; তাই কোর্সের মান নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।
✅ প্রতিটি কোর্স ধারাবাহিক পর্ব আকারে সাজানো এবং বাংলা ভাষায় তৈরি। তাই যে কেউ সহজে বুঝবে।
✅ কোর্সগুলো লাইভ রেকর্ডেড ভিডিও হওয়ায় এইখানে প্রতিটি ক্লাস শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়, যেইখানে আপনি আপনার প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন।
✅ প্রতিটি কোর্স পূর্ণাঙ্গ কোর্স, একদম নতুন থেকে শুরু করে এডভান্স লেভেল পর্যন্ত।
✅ কোর্সগুলোর মধ্যে প্রতিটি কাজ প্রেকটিক্যালি দেখিয়ে দেয়া হয়, যাতে আপনি সহজে বুঝতে পারেন, কোন অংশ ভাল করে না বুঝলে আপনি বার বার টেনে টেনে দেখার সুযোগ পাচ্ছেন।
✅ কোর্স শেষে ইনকাম কিভাবে করবেন সবকিছু ভিডিও দেওয়া আছে।
আপনি এই কোর্স গুলো ভালোভাবে শিখতে পারলে ইনশাআল্লাহ ইনকাম করতে পারবেন (গ্যারান্টি)⭐⭐⭐⭐⭐
মূলত কাদের জন্য এই কোর্স :
=====================
⦿ যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন
⦿ যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা চায়
⦿ যারা ফ্রিল্যান্সিং শুরু করেও সফলতা পাচ্ছে না
⦿ যারা স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতে চায়
⦿ যারা অনলাইনে সফল ক্যারিয়ার গড়তে চায়
✅ কিভাবে পাবেন, ২০০ টাকা সেন্ড মানি করে আপনার জিমেইল দিবেন ১ থেকে ২ মিনিটের মধ্যে আপনার জিমেইলে কোর্সগুলোর গুগল ড্রাইভ লিংক পেয়ে যাবেন।
⭕ পেমেন্ট মেথডঃ বিকাশ, নগদ, রকেট
Whatsapp: 01760-208500
1 year ago | [YT] | 4
View 0 replies
Brilliant IT
Brilliantit complete 4k Subscribers today. Thanks everyone who supports us
2 years ago | [YT] | 5
View 1 reply
Brilliant IT
2 years ago | [YT] | 4
View 1 reply
Brilliant IT
3 years ago | [YT] | 2
View 0 replies
Brilliant IT
Romantic love story...🥰🥰
স্বামীঃ Sorry তোমাকে বিয়ের পর কিছুই দিতে পারিনি.....!!😔 তুমি আমার সাথে সুখে আছো তো......?? 🙄🙄
স্ত্রীঃ কি দাওনি শুনি...??🤔🤔 আমার তো কোনো কিছুরই অভাব নাই,...!!🙂
স্বামীঃ একটা ভালো শাড়ী দিতে পারিনি.....!!! 😔
স্ত্রীঃ শাড়ী পড়লে আমার গা খছখছ করে......!!!😷😷
স্বামীঃ দামি কোনো গহনাও দিতে পারিনি.......!!!😐😐
স্ত্রীঃ এতো ভারি গহনা পরলে আমার দম বন্ধ হয়ে যায় ...!!!🥺
স্বামীঃ মোটা চালের ভাত খেতে কষ্ট হয় না......???😑😑😑
স্ত্রীঃ মোটা চালের ভাত খেলে মোটা হয়, আর চিবুতে সুবিধা পাগল....!!!😊😊
স্বামীঃ রোজ রোজ ডাল ভাত খেতে তোমার ভালো লাগে,....??🥺🥺🥺
স্ত্রীঃ ডালে প্রচুর পরিমাণ প্রোটিন আছে .....!!!😋😋😋
স্বামীঃ দামি গাড়িতে চড়তে ইচ্ছে করে না......???🤔🤔🤔
স্ত্রীঃ গাড়িতে চড়লে আমার মাথা ঘুরে বমি পায়.....!!!🤮🤮🤮
স্বামীঃ সুন্দর একটা বাড়ির স্বপ্ন দেখো না.......???🙂🙂
স্ত্রীঃ স্বপ্ন দেখার কি দরকার,,?? এটাই তো আমার স্বপ্নের সুন্দর বাড়ি......!!!🥰🥰🥰
স্বামীঃ পুড়ানো টিনের ছাদ ভালো লাগে থাকতে ....??🤐🤐
স্ত্রীঃ বৃষ্টির শব্দ শুনতে পাওয়া যায় .....অসাধারণ অনুভূতি হয়....!!! 😘😘😘
স্বামীঃ বিবর্ণ রংচটা দেয়াল...!!😶😶
স্ত্রীঃ ভালোবাসার দিয়ে রাঙিয়ে নিবো.....যে রং কখনোই উঠবে না ইনশাল্লাহ......!!! 🤗🤗🤗
স্বামীঃ ছোট্ট বাসা দম বন্ধ লাগে না তোমার........?? 🤔🤔🤔
স্ত্রীঃ জানালা তো আছে.... জানালা খুলে দিলেই মৃদু হাওয়া প্রশান্তির পরশ বুলিয়ে দেয়.....!! 😇😇😇😇😇
স্বামীঃ তোমার বান্ধবীদের বিলাসিতা দেখে আফসোস হয় না.......???🤧🤧🤧🤧
স্ত্রীঃ আমার কোনো বান্ধবী নেই.... আর থাকলেই বা কি.... দরকার নেই আমার দুনিয়ার এত বিলাসিতার.....বিলাসিতার জন্য তো জান্নাত আছে....!!! ☺️☺️☺️☺️☺️
স্বামীঃ তোমার সাথে এসব বিষয়ে কথাতে কখনোই পেরে উঠা যায় না...... আচ্ছা তুমি কি আমার সাথে সত্যিই সুখী....?? 😒😒
স্ত্রীঃ আবার (চোখ রাঙিয়ে)😡
স্বামীঃ Sorry sorry আর কখনোই হবে না....এজন্যই তো তোমাকে এতো ভালোবাসি...!!😍😍😍😍😍😍
স্ত্রীঃ আমিও ভালোবাসি.....!!!অনেক ভালোবাসি তোমাকে...!!!😇😇😇😇
3 years ago | [YT] | 6
View 0 replies
Brilliant IT
অনুপ্রেরণা....
সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।
১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!
৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়
চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।
- Collected
3 years ago | [YT] | 8
View 0 replies
Load more