Welcome to Meheraj Amin.This is online based Educational YouTube channel. You will find Land issues in this channel.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
Hi,
I am Meheraj Laskar ( Diploma)
Address:- Diamond harbour, South 24 paraganas, West Bengal.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আমার এই ইউটিউব চ্যানেলে যে সকল বিষয়ে শিখতে পারবেন:-
◇ জমি বা ভূমির সঠিক পরিমাপ।
◇ জমির দলিল,খতিয়ান,নক্সা বা ম্যাপ।
◇ জমি বিষয়ক যে কোনো সমস্যার সমাধান ও আইনি পরামর্শ।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
■ জমি সংক্রান্ত যে কোন বিষয়ে সহযোগীতা এবং পরামর্শ পেতে মেসেজ বা ফোন করতে পারেন।
📲 8116436464 (WhatsApp)
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
Thank you .


Meheraj Amin

ডায়মন্ড হারবার এর দুর্গাপুজোর রোড ম্যাপ।
#hilightseveryonefollowers #photochallenge #durgapuja #festival #loveyou #foryouシpage
#diamondharbour #দুর্গাপুজো #সরিষা #sarisha #map

5 days ago | [YT] | 46

Meheraj Amin

ইস্কুল জীবনে দুঃখ আনন্দে যার গান অজান্তেই গুনগুন করতাম তখন জানতাম না যে এই মহান মানুষের গাওয়া গান। কেমন যেন কান্না পাচ্ছে!
এটা সত্যি মেনে নেওয়ার মতন না 💔
কিন্তু মৃত্যু যে চিরন্তন সত্য এটা মেনে নিতেই হবে!
Rip Legend🙏🙏😥😥

1 week ago | [YT] | 26

Meheraj Amin

2 weeks ago | [YT] | 35

Meheraj Amin

এই SMS আমার অনেক দিন থেকে আসছে। আপনাদের এমন এসএমএস আসলে কোনো লিংকে ক্লিক করবেন না। এড়িয়ে যাবেন।
#hilightseveryonefollowers #FraudAlert #SMS #foryou #ScamAlert #highlights #photochallenge #meherajamin

2 weeks ago (edited) | [YT] | 18

Meheraj Amin

প্রতারকদের পাল্লায় পড়ে ১৩ লক্ষ টাকা খোয়ালেন রাজারহাটের যুবক
দু'ধরনের কাজের অফার। এক, ইউটিউব চ্যানেলে রিভিউ লেখা। দুই, গুগলে গিয়ে শহরের ভালো রেস্তরাঁর রিভিউ। দু'টি ক্ষেত্রেই রিভিউ প্রতি মিলবে ১৫০ টাকা কমিশন৷ প্রতারকদের এই ফাঁদে পা দিয়ে ১৩ লক্ষ টাকা খোয়ালেন রাজারহাটের এক যুবক। বাড়িতে বসে বেশি টাকা রোজগারের টোপ গিলে তিনি তাঁদের কথায় বিনিয়োগ করেছিলেন। পরে বুঝতে পারেন, প্রতারকদের খপ্পরে পড়েছেন। রিভিউয়ের কমিশন, বিনিয়োগের মুনাফা তো দূরের কথা, মূল টাকাই ফিরে পাননি! এ নিয়ে তিনি বৃহস্পতিবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

টেলিগ্রাম গ্রুপে শেয়ার বাজারে বিনিয়োগের নামে প্রতারণা বেড়েই চলেছে। অনেকে সচেতন হচ্ছেন। তাই প্রতারকরা প্রথমে বিনিয়োগের কথা না বলে

সোশ্যাল মিডিয়ায় রিভিউ, বাড়িতে বসে ‘ওয়ার্ক ফ্রম হোমে'র টোপ দিচ্ছেন। কাউকে কাউকে কাজের জন্য প্রথমে কিছু টাকাও পেমেন্ট করছেন। তারপরই প্রতারকরা তাঁদের 'ব্যবসা'য় বিনিয়োগ করতে বলছেন। অল্পদিনেই বেশি মুনাফার লোভে সেই ফাঁদে পা দিচ্ছেন তরুণ প্রজন্মের ছেলে-মেয়ে থেকে প্রবীণরা। বিধাননগর কমিশনারেট এলাকায় অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। কমিশনারেটের পক্ষ থেকে বারংবার সচেতন করা হচ্ছে। কিন্তু, তা সত্ত্বেও প্রতারকদের টোপ গিলছেন বহু মানুষ

প্রথমে তাঁকে রিভিউয়ের কাজ দেওয়া হয়েছিল। তারপর তাঁকে বলা হয়, ২০০০ টাকা বিনিয়োগ করলে কয়েকদিনের মধ্যেই ২৮০০ টাকা মিলবে। পরের দিন তাঁকে বলা হয়, ৫ হাজার টাকা বিনিয়োগ করলে রিভিউ প্রতি কমিশন ১৫০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়ে যাবে। তারপর দু’লক্ষ, তিন লক্ষ,

পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের ওই যুবককেও প্রথমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়েছিল।

পাঁচ লক্ষ টাকা করে বিনিয়োগ করতে বলা হয়। ওই যুবকও বিনিয়োগ করে বসেন। পরে টাকা তুলতে গেলে তিনি বুঝতে পারেন, প্রতারকদের ফাঁদে পড়েছেন। তখন মাথায় হাত। তারপরই পুলিসের দ্বারস্থ হন তিনি। পুলিসের দাবি, যে কোনও কাজ বা বিনিয়োগে সতর্ক হতে হবে। তা না হলে খোয়াতে হতে পারে সর্বস্ব।
সংগৃহীত : বর্তমান পত্রিকা

1 month ago | [YT] | 54

Meheraj Amin

৭৯ বছর আগে এই সুন্দর সকাল ভারতবাসীরা উপভোগ করতেন না! অনেক রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। ১৫ আগস্ট—শুধু একটি তারিখ নয়, এ দিন আমাদের দেশের আত্মমর্যাদার প্রতীক। স্বাধীনতার সাথে আমরা পেয়েছি শুধু রাজনৈতিক অধিকার নয়, নিজের ঘর, নিজের মাটি, নিজের জমি রাখার অধিকারও। যাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের দালালি করতো! তারা আজ আমাদের কাগজ দেখতে চায়, আমাদের দেশ প্রেমের প্রমাণ চায়। স্বাধীনতার ৭৯ বছরে ইতিহাস আমাদের শেখায়—অধিকার মানে দায়িত্বও আছে। এই মাটিই আমাদের অস্তিত্ব, এই মাটিই আমাদের ঘর।
আজকের এই দিনে আসুন আমরা শহীদদের ত্যাগকে স্মরণ করি, দেশের প্রতি ভালোবাসা অটুট রাখি, আর ঐক্য ও অগ্রগতির পথে এগিয়ে যাই।
শুভ স্বাধীনতা দিবস! 🎉✨🇮🇳🇮🇳🇮🇳

1 month ago | [YT] | 169

Meheraj Amin

সংগৃহীত : বর্তমান পত্রিকা (৯)
তারিখ : ৯ আগস্ট ২০২৫
#landdepartment #westbengal #blro #mutation

1 month ago | [YT] | 42