প্রিয় ভক্তবৃন্দ আপনাদের সকলকে প্রণাম জানাই 🙏ষটতিলা একাদশী ব্রতের মাহাত্মের ভিডিও আপলোড হয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দর্শন করতে পারেন এবং পারণের সময়সূচি ও বিধি নিয়ম সম্পর্কে জানতে পারেন হরে কৃষ্ণ রাধে রাধে 🙏 জয় পতিতপাবন গৌড়নিতাই কি জয় ❤️
বৃন্দাবন ধামের অত্যন্ত প্রিয়,মিষ্ঠি সবথেকে ছোট শ্রীবিগ্রহ শ্রী শ্রী রাধা রমন জি ❤️ যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বাল্য স্বরূপ যার কৃপার ফলে আমরা তার দর্শন লাভ করতে পারি তার লীলা শ্রবণ করতে পারি, সেই শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের আজ শুভ আবির্ভাব তিথি। জয় শ্রী রাধারমন লাল কি জয় ❤️ জয় গোপাল ভট্ট গোস্বামী জি কি জয় বৃন্দাবন ধাম কি জয় হরে কৃষ্ণ রাধে রাধে🙏
দুর্বাসুর নামে এক অসুর ছিলেন। কিন্তু সে অসুর হয়েও কৃষ্ণ ভক্ত ছিলেন। আর দুর্বাসুরের মা কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। দুর্বাসুরের বাবা, ভাই সকলে দেবতাদের হাতে মারা গিয়েছিলেন। এই জন্য, দুর্বাসুরের মা সবসময় চাইতেন, দেবতাদের স্বর্গ রাজ্য ধ্বংস হোক ও দেবতারা যেন মারা যায়।
একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন; তুই ত্রিদেবের তপস্যা করে (ব্রক্ষ্মা বিষ্ণু শিবের) অমরাত্ব বর লাভ করে, ত্রিলোক জয় করে আয় এবং আমি এই ত্রিলোকের রাজ মাতা হবো। এটা আমার তোর উপর আদেশ।
মায়ের কথা মত, দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। হাজার বছর তপস্যা করতে লাগলো কিন্তু সেই তপস্যা ভাঙ্গল না। তার সমস্ত মাংস পঁচে খসে উঁয়িপোকা ও অন্যান্য পোকামাকরে খেয়ে নিয়েছে, তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে গেছে তবুও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চরিত হচ্ছে। এই সময় দেবতারাও ভয় পেয়ে গেল দুর্বাসুরের তপস্যায়, তাই তারা তার তপস্যা ভাঙ্গার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়েও ব্যর্থ হল।
অবশেষে ত্রিদেব এসেছে - ব্রক্ষ্মা তাঁর কমন্ডুলের জল ছিঁটিয়ে দিয়ে রক্ত মাংস এক করে আগের রুপ দিলেন। এবং বর প্রার্থনা করতে বললেন। দুর্বাসুর বললেন" প্রভু আমি মাতৃ আজ্ঞার জন্য এ তপস্যা করেছি। আমার মা বলেছেন- অমরত্বের বর নিয়ে আসতে। তাই আমি এ কঠোর তপস্যা করেছি। আমি জানি" হে নাথ, আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন তাহলে আমার মা আমাকে দিয়ে আবারো খারাপ কাজ করাবে। তাই হে নাথ! আমাকে আপনারা এমন বর দেন যাতে আমি অমরও হতে পারি আবার আপনাদের সেবায়ও লাগতে পারি, এবং আমার দ্বারা যেন জগতের কারও অনিষ্ট না হয়।
দুর্বাসুরের কথায়, ত্রিদেবরা সন্তুষ্ট হয়ে বললেন " হে দুর্বাসুর! শুধু ত্রিদেব না, জগতের সকল দেব-দেবীর সেবায় তুমি লাগবে, তোমাকে আমরা এই আশীর্বাদ করলাম।
দুর্বাসুর বললেন কিন্তু প্রভু কিভাবে আমি সবার সেবায় লাগবো ? ত্রিদেব বললেন," হে দুর্বাসুর তুমি দুর্বা ঘাসে পরিনত হবে এবং আমাদের সহ সকল দেবতার পূজায় তোমাকে প্রয়োজন হবে। আজ অক্ষয় তৃতীয়ায় তোমাকে এই অক্ষয় বর প্রদান করলাম। জগতে সবাই মারা যাবে কিন্তু তুমি দুর্বা ঘাস রুপি দুর্বাসুর কখনো মারা যাবে না। অমর হয়ে থাকবে তুমি এই ধরণীতে।
পূজা করতে দুর্বার পাতা লাগে তিনটি। এই তিনটি পাতায় ব্রহ্মআ ,বিষ্ণু,শিব অবস্থান করে। এই জগতে যত শুভ কাজ হবে এই ত্রিদেবকে ছাড়া সম্ভব নয়। তাই ভগবান বললেন "আজ থেকে যত শুভ কাজ হবে এই দুর্বা ছাড়া কোন আশীর্বাদ হবে না।"
কৃষ্ণভক্তি অত্যন্ত দূর্লভ- যে ব্যক্তি একটিবার অনুভব করে যে`` কৃষ্ণ ভক্তি কতটা চিন্ময় আনন্দের. সে এই জন্মেই তার মনুষ্য জীবনকে স্বার্থক করতে পারে। কেউ যেকোনো অবস্থায় মুহুর্তের মধ্যে চাইলেই ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেনা। ভগবানের ভক্ত হতে হলে আমাদের প্রথমে চারটি বিষয় থেকে বের হয়ে আসতে হবে। চারটি বিষয় শুধু বিষয়ই নয় চারটি অহংকার। আমি খুব স্মার্ট বা সুন্দরী, আমি খুব শিক্ষিত বা নামীদামী বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি খুব উচুঁ জাতের, আমার অনেক টাকা। এইসকল বিষয় ভগবানের ভক্ত হওয়ার পথে মারাত্মক বাঁধাস্বরুপ। তাই যতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারবো না ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই ভগবানের চরণের প্রতি আসক্তি লাভ করতে পারবো না। তারপর আরো একটি বিশেষ দিক চুম্বকের মত ভগবানের প্রতি আমাদেরকে আকৃষ্ট করে, যেমন পূর্ব জন্মের সুকৃতি বা কর্মফল। পূর্ব জন্মের কর্মফলে যদি কিছুটা হলেও ভক্তি সঞ্চিত থাকে তখন আমরা ঐ চারটি বিষয় থেকে নিজেকে সরিয়ে এনে, সরলভাবে ভগবানকে নিজেকে নিবেদন করলেই, ঐ মুহুর্ত থেকে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে শুরু করবো। এই দেহের বিনাশ অনিবার্য, আবার উচ্চকুলে জন্মে, পান্ডিত্য সব কিছুরই ক্ষয় আছে, শুধুমাত্র কৃষ্ণভক্তির ক্ষয় নেই। তাই আপনাদের চরণে আমার অনুরোধ যতদিন এই পৃথিবীতে আছেন কৃপা করে কৃষ্ণভক্তি করতে চেষ্টা করুন।হরেকৃষ্ণ রাধে রাধে 🙏
পুত্রদা একাদশী পারণের সময়সূচী :- 1 জানুয়ারি বৃহস্পতিবার 2026 পশ্চিমবঙ্গ:-6:17 AM 9:53 AM বাংলাদেশ:-6:49 AM 10:08 AM ইম্ফল:-5:58 AM 9:31 AM বৃন্দাবন:-7:09 AM 10:38 AM ভুবনেশ্বর:- 6:22 A.M 10:00 A.M গৌহাটি, আসাম:-6:10 AM 9:41 AM পাটনা:-6:35 AM 10:07 AM
হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দ আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কাটুক নতুন ভিডিও আগামীকাল আসবে চলেছে সেটি খুব ফাটাফাটি হতে চলেছে আপনাদের নতুন বছরের এই উপহার অবশ্যই ভালো লাগবে 🙏
অনেক মানুষ মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করে না । তারা মনে করে যে , দেহটি যখন শেষ হয়ে যায় , তখন সবকিছুই শেষ হয়ে যায় । এই নাস্তিক দর্শন মানবসভ্যতাকে ধ্বংস করছে । সম্পূর্ণভাবে দায়িত্ব - জ্ঞানশূন্য হয়ে মানুষ সবরকমের পাপকার্যে লিপ্ত হচ্ছে এবং শিক্ষার নাম করে তথাকথিত নেতারা এভাবেই মানবজীবনের সুন্দর সম্ভাবনাটিকে মানুষের কাছ থেকে অপহরণ করছে । প্রকৃতপক্ষে , এই জীবনটি যে পরবর্তী জীবনের প্রস্তুতি তা বাস্তব সত্য । বিভিন্ন যােনি ভ্রমণ করতে করতে বিবর্তনের মাধ্যমে চেতনার বিকাশের পর মানবজন্ম লাভ হয় এবং এই মানবজন্মের উদ্দেশ্য হচ্ছে পরবর্তী জীনবটিকে সর্বাঙ্গ সুন্দর ভাবে গড়ে তােলা । এই সম্বন্ধে গীতায পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, “যান্তি দেবব্রতা দেবান্ পিতৃন্ যান্তি পিতৃব্রতাঃ ভূতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদযাজিনােহপি মাম্”॥ গীতা ৯/২৫ “যারা দেবতাদের আরাধনা করে তারা দেবলােক প্রাপ্ত হয় ; যারা ভূত প্রেত পূজা করে ; তারা প্রেতযােনি প্রাপ্ত হয় ; যারা পিতৃপুরুষের পূজা করে , তারা পিতৃলােক প্রাপ্ত হয় ; আর যারা আমার আরাধনা করে , তারা আমার কাছে ফিরে আসে”।
গীতার দর্শন অনুযায়ী মানুষ মৃত্যুর পর দেবতাদের আলয় স্বর্গলােকে উন্নীত হতে পারে , পিতৃলােকে উন্নীত হওয়া যায় , এই পৃথিবীতে থাকা যায় অথবা ভগবানের আলয় ভগবৎ - ধামে ফিরে যাওয়া যায়।। ।। জয় শ্রীকৃষ্ণ।। -----জয় সনাতন ধর্ম----
প্রীয় ভক্ত আগামী 31 ডিসেম্বর বুধবার 2025 এই বছরের শেষ একাদশী পুত্রদা একাদশী মাহাত্ম্য কথা ও পারণের সময়সূচী নিয়ে ভিডিও আপলোড হযেছে আপনারা আমাদের ইউটুব চ্যেনেলে গিয়ে দেখতে পারেন 🙏 হরেকৃষ্ণ রাধে রাধে 🙏
Gour Nitai Vlogs
প্রিয় ভক্তবৃন্দ আপনাদের সকলকে প্রণাম জানাই 🙏ষটতিলা একাদশী ব্রতের মাহাত্মের ভিডিও আপলোড হয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দর্শন করতে পারেন এবং পারণের সময়সূচি ও বিধি নিয়ম সম্পর্কে জানতে পারেন হরে কৃষ্ণ রাধে রাধে 🙏 জয় পতিতপাবন গৌড়নিতাই কি জয় ❤️
#shattilaekadashikabhai #ekadashi
#harekrishna #radheradhe #gournitaivlogs
11 hours ago | [YT] | 57
View 1 reply
Gour Nitai Vlogs
বৃন্দাবন ধামের অত্যন্ত প্রিয়,মিষ্ঠি সবথেকে ছোট শ্রীবিগ্রহ শ্রী শ্রী রাধা রমন জি ❤️ যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বাল্য স্বরূপ যার কৃপার ফলে আমরা তার দর্শন লাভ করতে পারি তার লীলা শ্রবণ করতে পারি, সেই শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের আজ শুভ আবির্ভাব তিথি। জয় শ্রী রাধারমন লাল কি জয় ❤️ জয় গোপাল ভট্ট গোস্বামী জি কি জয় বৃন্দাবন ধাম কি জয় হরে কৃষ্ণ রাধে রাধে🙏
#radharaman #vrindavandham #krishnaleela #radhakrishna #devotion #spiritualknowledge
#gita #vrindavan #gournitaivlogs
1 day ago | [YT] | 75
View 2 replies
Gour Nitai Vlogs
দুর্বা ঘাস কেন পূজায় লাগে??
দুর্বাসুর নামে এক অসুর ছিলেন। কিন্তু সে অসুর হয়েও কৃষ্ণ ভক্ত ছিলেন। আর দুর্বাসুরের মা কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। দুর্বাসুরের বাবা, ভাই সকলে দেবতাদের হাতে মারা গিয়েছিলেন। এই জন্য, দুর্বাসুরের মা সবসময় চাইতেন, দেবতাদের স্বর্গ রাজ্য ধ্বংস হোক ও দেবতারা যেন মারা যায়।
একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন; তুই ত্রিদেবের তপস্যা করে (ব্রক্ষ্মা বিষ্ণু শিবের) অমরাত্ব বর লাভ করে, ত্রিলোক জয় করে আয় এবং আমি এই ত্রিলোকের রাজ মাতা হবো। এটা আমার তোর উপর আদেশ।
মায়ের কথা মত, দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। হাজার বছর তপস্যা করতে লাগলো কিন্তু সেই তপস্যা ভাঙ্গল না। তার সমস্ত মাংস পঁচে খসে উঁয়িপোকা ও অন্যান্য পোকামাকরে খেয়ে নিয়েছে, তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে গেছে তবুও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চরিত হচ্ছে। এই সময় দেবতারাও ভয় পেয়ে গেল দুর্বাসুরের তপস্যায়, তাই তারা তার তপস্যা ভাঙ্গার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়েও ব্যর্থ হল।
অবশেষে ত্রিদেব এসেছে - ব্রক্ষ্মা তাঁর কমন্ডুলের জল ছিঁটিয়ে দিয়ে রক্ত মাংস এক করে আগের রুপ দিলেন। এবং বর প্রার্থনা করতে বললেন।
দুর্বাসুর বললেন" প্রভু আমি মাতৃ আজ্ঞার জন্য এ তপস্যা করেছি। আমার মা বলেছেন- অমরত্বের বর নিয়ে আসতে। তাই আমি এ কঠোর তপস্যা করেছি। আমি জানি" হে নাথ, আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন তাহলে আমার মা আমাকে দিয়ে আবারো খারাপ কাজ করাবে। তাই হে নাথ! আমাকে আপনারা এমন বর দেন যাতে আমি অমরও হতে পারি আবার আপনাদের সেবায়ও লাগতে পারি, এবং আমার দ্বারা যেন জগতের কারও অনিষ্ট না হয়।
দুর্বাসুরের কথায়, ত্রিদেবরা সন্তুষ্ট হয়ে বললেন " হে দুর্বাসুর! শুধু ত্রিদেব না, জগতের সকল দেব-দেবীর সেবায় তুমি লাগবে, তোমাকে আমরা এই আশীর্বাদ করলাম।
দুর্বাসুর বললেন কিন্তু প্রভু কিভাবে আমি সবার সেবায় লাগবো ?
ত্রিদেব বললেন," হে দুর্বাসুর তুমি দুর্বা ঘাসে পরিনত হবে এবং আমাদের সহ সকল দেবতার পূজায় তোমাকে প্রয়োজন হবে। আজ অক্ষয় তৃতীয়ায় তোমাকে এই অক্ষয় বর প্রদান করলাম। জগতে সবাই মারা যাবে কিন্তু তুমি দুর্বা ঘাস রুপি দুর্বাসুর কখনো মারা যাবে না। অমর হয়ে থাকবে তুমি এই ধরণীতে।
পূজা করতে দুর্বার পাতা লাগে তিনটি। এই তিনটি পাতায় ব্রহ্মআ ,বিষ্ণু,শিব অবস্থান করে। এই জগতে যত শুভ কাজ হবে এই ত্রিদেবকে ছাড়া সম্ভব নয়। তাই ভগবান বললেন "আজ থেকে যত শুভ কাজ হবে এই দুর্বা ছাড়া কোন আশীর্বাদ হবে না।"
জয় জয় শ্রীশ্রীত্রিদেবের জয়।
#gita #sanatan #harekrishna #radheradhe #geeta #krishakatha #devotion #iskcon #vrindavandham #krishnaconsciousness #spiritualknowledge #gournitaivlogs
2 days ago | [YT] | 42
View 1 reply
Gour Nitai Vlogs
এই বছরের সেরা ছবি ❤️
#harekrishna #radheradhe #gournitaivlogs
4 days ago | [YT] | 127
View 1 reply
Gour Nitai Vlogs
আজ রাধামাধবের পুষ্যাঅভিষেক মহোৎসব 🌼
হরেকৃষ্ণ রাধে রাধে 🙏
6 days ago | [YT] | 113
View 3 replies
Gour Nitai Vlogs
কৃষ্ণভক্তি অত্যন্ত দূর্লভ- যে ব্যক্তি একটিবার অনুভব করে যে`` কৃষ্ণ ভক্তি কতটা চিন্ময় আনন্দের. সে এই জন্মেই তার মনুষ্য জীবনকে স্বার্থক করতে পারে।
কেউ যেকোনো অবস্থায় মুহুর্তের মধ্যে চাইলেই ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেনা।
ভগবানের ভক্ত হতে হলে আমাদের প্রথমে চারটি বিষয় থেকে বের হয়ে আসতে হবে।
চারটি বিষয় শুধু বিষয়ই নয় চারটি অহংকার।
আমি খুব স্মার্ট বা সুন্দরী,
আমি খুব শিক্ষিত বা নামীদামী বিশ্ববিদ্যালয়ে পড়ছি,
আমি খুব উচুঁ জাতের, আমার অনেক টাকা। এইসকল বিষয় ভগবানের ভক্ত হওয়ার পথে মারাত্মক বাঁধাস্বরুপ।
তাই যতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারবো না ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই ভগবানের চরণের প্রতি আসক্তি লাভ করতে পারবো না।
তারপর আরো একটি বিশেষ দিক চুম্বকের মত ভগবানের প্রতি আমাদেরকে আকৃষ্ট করে, যেমন পূর্ব জন্মের সুকৃতি বা কর্মফল।
পূর্ব জন্মের কর্মফলে যদি কিছুটা হলেও ভক্তি সঞ্চিত থাকে তখন আমরা ঐ চারটি বিষয় থেকে নিজেকে সরিয়ে এনে, সরলভাবে ভগবানকে নিজেকে নিবেদন করলেই, ঐ মুহুর্ত থেকে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে শুরু করবো।
এই দেহের বিনাশ অনিবার্য, আবার উচ্চকুলে জন্মে, পান্ডিত্য সব কিছুরই ক্ষয় আছে, শুধুমাত্র কৃষ্ণভক্তির ক্ষয় নেই।
তাই আপনাদের চরণে আমার অনুরোধ যতদিন এই পৃথিবীতে আছেন কৃপা করে কৃষ্ণভক্তি করতে চেষ্টা করুন।হরেকৃষ্ণ রাধে রাধে 🙏
#harekrishna #radheradhe #geeta #vrindavan #vrindavandham #mayapurdham #krishnaleela #krishnaconsciousness #iskcon #gournitaivlogs
1 week ago | [YT] | 138
View 4 replies
Gour Nitai Vlogs
আগামীকাল পুত্রদা একাদশী আপনাদের সকলকে একাদশী আগাম শুভেচ্ছা জানাই হরেকৃষ্ণ রাধে রাধে🙏
তিন ঠাকুর দর্শন মাঘী পূর্ণিমা কবে 2026 :-
https://youtu.be/NnzbwA02UoU
পুত্রদা একাদশী পারণের সময়সূচী :-
1 জানুয়ারি বৃহস্পতিবার 2026
পশ্চিমবঙ্গ:-6:17 AM 9:53 AM
বাংলাদেশ:-6:49 AM 10:08 AM
ইম্ফল:-5:58 AM 9:31 AM
বৃন্দাবন:-7:09 AM 10:38 AM
ভুবনেশ্বর:- 6:22 A.M 10:00 A.M
গৌহাটি, আসাম:-6:10 AM 9:41 AM
পাটনা:-6:35 AM 10:07 AM
#putradaekadashikabhai #ekadashi #harekrishna #radheradhe #gournitaivlogs
1 week ago | [YT] | 192
View 1 reply
Gour Nitai Vlogs
হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দ আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কাটুক নতুন ভিডিও আগামীকাল আসবে চলেছে সেটি খুব ফাটাফাটি হতে চলেছে আপনাদের নতুন বছরের এই উপহার অবশ্যই ভালো লাগবে 🙏
#harekrishna #happynewyear2026 #radheradhe #newyear #devotion #radhakrishna #vrindavan #vrindavandham #geeta #gournitaivlogs
1 week ago | [YT] | 152
View 3 replies
Gour Nitai Vlogs
অনেক মানুষ মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করে না । তারা মনে করে যে , দেহটি যখন শেষ হয়ে যায় , তখন সবকিছুই শেষ হয়ে যায় ।
এই নাস্তিক দর্শন মানবসভ্যতাকে ধ্বংস করছে । সম্পূর্ণভাবে দায়িত্ব - জ্ঞানশূন্য হয়ে মানুষ সবরকমের পাপকার্যে লিপ্ত হচ্ছে এবং শিক্ষার নাম করে তথাকথিত নেতারা এভাবেই মানবজীবনের সুন্দর সম্ভাবনাটিকে মানুষের কাছ থেকে অপহরণ করছে । প্রকৃতপক্ষে , এই জীবনটি যে পরবর্তী জীবনের প্রস্তুতি তা বাস্তব সত্য । বিভিন্ন যােনি ভ্রমণ করতে করতে বিবর্তনের মাধ্যমে চেতনার বিকাশের পর মানবজন্ম লাভ হয় এবং এই মানবজন্মের উদ্দেশ্য হচ্ছে পরবর্তী জীনবটিকে সর্বাঙ্গ সুন্দর ভাবে গড়ে তােলা ।
এই সম্বন্ধে গীতায পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন,
“যান্তি দেবব্রতা দেবান্ পিতৃন্ যান্তি পিতৃব্রতাঃ
ভূতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদযাজিনােহপি মাম্”॥ গীতা ৯/২৫
“যারা দেবতাদের আরাধনা করে তারা দেবলােক প্রাপ্ত হয় ; যারা ভূত প্রেত পূজা করে ; তারা প্রেতযােনি প্রাপ্ত হয় ; যারা পিতৃপুরুষের পূজা করে , তারা পিতৃলােক প্রাপ্ত হয় ; আর যারা আমার আরাধনা করে , তারা আমার কাছে ফিরে আসে”।
গীতার দর্শন অনুযায়ী মানুষ মৃত্যুর পর দেবতাদের আলয় স্বর্গলােকে উন্নীত হতে পারে , পিতৃলােকে উন্নীত হওয়া যায় , এই পৃথিবীতে থাকা যায় অথবা ভগবানের আলয় ভগবৎ - ধামে ফিরে যাওয়া যায়।।
।। জয় শ্রীকৃষ্ণ।।
-----জয় সনাতন ধর্ম----
#geeta #harekrishna #radheradhe #sanatan #krishnaleela #iskcon #gita #gournitaivlogs
1 week ago | [YT] | 142
View 4 replies
Gour Nitai Vlogs
প্রীয় ভক্ত আগামী 31 ডিসেম্বর বুধবার 2025 এই বছরের শেষ একাদশী পুত্রদা একাদশী মাহাত্ম্য কথা ও পারণের সময়সূচী নিয়ে ভিডিও আপলোড হযেছে আপনারা আমাদের ইউটুব চ্যেনেলে গিয়ে দেখতে পারেন 🙏 হরেকৃষ্ণ রাধে রাধে 🙏
#putradaekadashi #ekadashi #putradaekadashikabhai #harekrishna #radheradhe #radhakrishna #krishnaleela #devotion #iskcon #gournitaivlogs
2 weeks ago | [YT] | 152
View 2 replies
Load more