╔━💚━❖❤️❖━💚━╗
জানিনা কিভাবে তোমার দেখা পাবো,জানিনা কিভাবে তমাকে কাছে পাবো,জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।╔━💚━❖❤️❖━💚━╗
প্রিয় তুমি কি আমার জীবনের সেই গল্প হবে? যেই গল্পের শুরু থাকবে, কিন্তু কোনো শেষ থাকবে না।
╚━💚━❖❤️❖━💚━╝
Salman ahmed jisan.@@@
❤️⭕ ⭕⭕:┊┊┊┊🍃 ⃝ ⃝ ⃝ ⃝ ⃝♥️⃝ ⃝ ⃝ ⃝ ⃝🍃2021
┊┊┊🍃 ⃝ ⃝ ⃝ ⃝ ⃝♥️⃝ ⃝ ⃝ ⃝ ⃝🍃2024
┊┊🍃 ⃝ ⃝ ⃝ ⃝ ⃝♥️⃝ ⃝ ⃝ ⃝ ⃝🍃2025।।।😎
3 weeks ago | [YT] | 21
View 31 replies
Salman ahmed jisan.@@@
ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে।
মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।
মেয়েটি ভাবছে, আমি নীচে পড়ে যাচ্ছি এবং আমি বেয়ে উপরে উঠতে পারব না কারণ সাপটা আমাকে কামড়ে দেবে। কেন সে আরেকটু শক্তি দিয়ে আমাকে টেনে তুলছে না?
ছেলেটি ভাবছে, আমি খুবই ব্যথা অনুভব করছি। তথাপি আমি তাকে আমার সাধ্য মতো টেনে তুলছি। কেন সে নিজে চেষ্টা করে আরেকটু উঠছে না?
শিক্ষাঃ অপরপক্ষ কতোটা চাপে আছে তা আপনি কখনো জানবেন না, এবং আপনি কতোটা চাপে আছেন তা অপরপক্ষও কখনো জানবে না। এটাই জীবন, আপনার কাজ, পরিবার, অনুভূতি, বন্ধু যাই হোক না কেন একে অন্যকে বোঝার চেষ্টা করা উচিত। তাই ভিন্ন ভাবে ভাবতে শিখুন। একে অপরকে বুঝতে চেষ্টা করুন এবং সুসম্পর্ক গড়ে তুলুন।
সকল ভুল বোঝাবুঝির অবসান হোক, সুন্দর হোক সবার জীবন।
1 month ago | [YT] | 17
View 37 replies
Salman ahmed jisan.@@@
❤️ভালোবাসার জন্য কখনো নিজের বন্ধুত্বকে মরতে দিও না… কারণ, জীবনের শেষে দেখবে বন্ধুরাই সাথে রয়ে গেছে, ভালোবাসা নয়…❤️তবুও একজনকে ভালোবাসি। জানিনা পাবো কিনা 😔
1 month ago | [YT] | 22
View 19 replies
Salman ahmed jisan.@@@
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ঈদ মোবারক
1 month ago | [YT] | 28
View 29 replies
Salman ahmed jisan.@@@
😭সামনে ঈদ অনেকের খুশির দিন ☺️আর আমার মত অনেক আছে জাদের ঈদের আনন্দ কি সেই ফিলিংস বা খুশি কি তা জানিনা 😟মা বাবা পরিবার ছাড়া ঈদের আনন্দ কি সেই অনুভূতি টা কেমন আমার জানা নেই😟সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন🤲🤲😭আল্লাহ তাদের যেন। জান্নাত নসিব করেন 🤲
1 month ago | [YT] | 22
View 27 replies
Salman ahmed jisan.@@@
Jumma Is A Wonderful DAY
“To Pray”
“To Love”
“To Care”
“To Smile”
“To Relax”
And
“To Thank ALLAH”
For All He Gives To Us
Jumma Mubarak.জুম্মা একটি চমৎকার দিন
“প্রার্থনা করতে”
“ভালবাসার জন্য”
“যত্ন নিতে”
“হাসতে”
“আরাম করতে”
এবং
“আল্লাহকে ধন্যবাদ”
তিনি আমাদের যা দেন তার জন্য
জুম্মা মোবারক।
1 month ago | [YT] | 22
View 4 replies
Salman ahmed jisan.@@@
ঈদের সালামি দিতে বসেছি....🙃
অবিবাহিত = 100 টাকা.....😁
বিবাহিত=70 টাকা....🤧
প্রেম চলিতেছে=5000টাকা....🙄
সিঙ্গেল=500 টাকা....🥳
ছ্যাকা খোরদের=300 টাকা....🤨
প্রেম করতে চায় কিন্তু পারে না তাদের জন্য=20 টাকা....🤣
কেউ ধাক্কা ধাক্কি করবেন না....সবাই লাইনে দাঁড়ান.....🤣🤣🤣😁
গতবছর ধাক্কা ধাক্কি করে আমার ফোনের ডিস-প্লে ভেঙ্গে গেছে 😁😁
1 month ago | [YT] | 24
View 52 replies
Salman ahmed jisan.@@@
একাকীত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি পাশে চাও সে তোমার পাশে নেই।💔
1 month ago | [YT] | 23
View 32 replies
Salman ahmed jisan.@@@
💔প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে🥀 আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও। 🥀💔
💔💔সালমান আহমদ জিসান💔
1 month ago | [YT] | 21
View 17 replies
Salman ahmed jisan.@@@
জীবনের Success কি??
এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি :
যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের "Success"!
যখন হাঁটতে শিখলাম মনে হল এটাই success!
যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success!
এরপর স্কুলে গেলাম, শিখলাম first হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াই success!
এরপর বুঝলাম, না, আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই success!
ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই success!
এখানেই শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই success, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে।
আরো পরে বুঝলাম যে, পড়া শেষে ভালো চাকরী পাওয়া এবং অনেক রোজগার করাটাই success।
এরপর বুঝলাম, নিজের টাকায় একটি ছোট বাড়ি করাই success।
পরে বুঝলাম, সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success!
আবার ভুল ভাঙল, এরপর দেখলাম ভাল দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল success।
বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালো ভাবে বড় করাটাই success, ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই success, মেয়ে হলে একটা ভালো ফ্যামেলীর ভালো চাকুরীর ছেলের সাথে বিয়ে দেওয়াটাই success।
এরপর এলো আমার রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক investment করে utilization করতে পারাই success!
এরপর যখন সবাই মিলে একাকী কবরে রেখে মাটি চাপার প্রস্তুতি নিল, মরার একটু আগেই বুঝলাম, পৃথিবীতে success বলে কোন কিছুই স্থায়ী লক্ষ্য নেই!
পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরী করা একটা competition। যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্খা, যা কখনো পূর্ণ হবার নয়।
তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতি মূহুর্ত আনন্দের সঙ্গে সুস্থ থাকা ও অন্যের জন্য কাজ করতে পারাই success এর মূল লক্ষ্য হলে অনেক ভালো হতো!
কিন্তু এটা বুঝতে অনেক দেরী করে ফেলেছি।
জীবন কে খুঁজুন, জীবন কে বুঝুন!
নিজেকে ভালবাসুন।
অন্যদের সম্মান দিন, ভালবাসুন। বিশেষ করে যাদের ভালবাসার খুবই প্রয়োজন।
শেষ অবধি ভালবাসাপূর্ণ, আনন্দঘন আর সুস্থ একটি জীবনযাত্রা সম্পন্ন করতে পারাই সফলতা!!😌
Self Confiden
1 month ago | [YT] | 21
View 21 replies
Load more