Salman ahmed jisan.@@@

╔━💚━❖❤️❖━💚━╗

জানিনা কিভাবে তোমার দেখা পাবো,জানিনা কিভাবে তমাকে কাছে পাবো,জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।╔━💚━❖❤️❖━💚━╗

প্রিয় তুমি কি আমার জীবনের সেই গল্প হবে? যেই গল্পের শুরু থাকবে, কিন্তু কোনো শেষ থাকবে না।

╚━💚━❖❤️❖━💚━╝


Salman ahmed jisan.@@@

Alhamdulillah.
New chapter start on my life.may allah keep us happy and successful

1 month ago | [YT] | 15

Salman ahmed jisan.@@@

আমি চেষ্টা করেছি, সত্যি চেষ্টা করেছি সবার জন্য ভালো কিছু হতে। কিন্তু আজ পর্যন্ত কারো জীবনে আমার উপস্থিতি সুখের কারণ হতে পারেনি।

বরং আমার কারণে কষ্ট বেড়েছে, ব্যথা বেড়েছে। কখনো ইচ্ছে করে ছিল না কাউকে কাঁদাতে, কখনো চাইনি কারো জীবন কঠিন হয়ে যাক আমার কারণে। কারণে।

তবুও বাস্তবতা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আমি কারো জন্য সৌভাগ্য নয়, একরকম দুর্ভাগ্যই হয়ে উঠেছি..!😥💔

1 month ago | [YT] | 14

Salman ahmed jisan.@@@

বাবা ছেলেকে বললেন :

আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?

"যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।

পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে —

এটা তোর দায়িত্ব।''

“তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী করে ?

সে কাঁদে।

কার জন্য কাঁদে ?

শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,

সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।

তোর কাজ হলো —

এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।”

এরপর সে কাঁদবে মাত্র দুইবার :

১. মা হওয়ার আনন্দে,

২. তুই মারা গেলে, তোর শোকে।

মাঝখানে যত দুঃখ আসবে,

তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।”

“জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে ?

স্বামীর খারাপ ব্যবহারে।

আমি খুব রাগী,

তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।

বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।

এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।”

“আরেকটা কথা মনে রাখিস —

তোর বউয়ের মা-বাবাকে কখনো ‘শ্বশুর-শাশুড়ি’ বলিস না,

মা-বাবা বলিস।

তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।

ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।”

“সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।

তোর পাল্লায় তুই যা দিবি,

তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।”

---

বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,

এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি।❣️💕💞

2 months ago | [YT] | 11

Salman ahmed jisan.@@@

আজ আমার জন্মদিন। আজকের এই বিশেষ দিনটিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমাকে জীবন ও সুস্থতা দিয়েছেন। দোয়া করি, যত জীবন বেঁচে আছি, আল্লাহর রহমত নিয়ে বেঁচে থাকতে পারি। আসসালামু আলাইকুম।
*ঈদ মোবারক* 🌙
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

2 months ago | [YT] | 19

Salman ahmed jisan.@@@

হাঁটতে চাই না কারো আলোকিত শহরে,,, 💔
নিখোঁজ হয়ে থাকতে চাই আমার শহরে!!

3 months ago | [YT] | 16

Salman ahmed jisan.@@@

কষ্টের গভীরতা বোঝা যায়, যখন সবকিছু হারিয়ে যায়। 🌊

3 months ago | [YT] | 18

Salman ahmed jisan.@@@

❤️⭕ ⭕⭕:┊┊┊┊🍃 ⃝ ⃝ ⃝ ⃝ ⃝♥️⃝ ⃝ ⃝ ⃝ ⃝🍃2021
┊┊┊🍃 ⃝ ⃝ ⃝ ⃝ ⃝♥️⃝ ⃝ ⃝ ⃝ ⃝🍃2024
┊┊🍃 ⃝ ⃝ ⃝ ⃝ ⃝♥️⃝ ⃝ ⃝ ⃝ ⃝🍃2025।।।😎

4 months ago | [YT] | 25

Salman ahmed jisan.@@@

ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে।
মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।
মেয়েটি ভাবছে, আমি নীচে পড়ে যাচ্ছি এবং আমি বেয়ে উপরে উঠতে পারব না কারণ সাপটা আমাকে কামড়ে দেবে। কেন সে আরেকটু শক্তি দিয়ে আমাকে টেনে তুলছে না?

ছেলেটি ভাবছে, আমি খুবই ব্যথা অনুভব করছি। তথাপি আমি তাকে আমার সাধ্য মতো টেনে তুলছি। কেন সে নিজে চেষ্টা করে আরেকটু উঠছে না?

শিক্ষাঃ অপরপক্ষ কতোটা চাপে আছে তা আপনি কখনো জানবেন না, এবং আপনি কতোটা চাপে আছেন তা অপরপক্ষও কখনো জানবে না। এটাই জীবন, আপনার কাজ, পরিবার, অনুভূতি, বন্ধু যাই হোক না কেন একে অন্যকে বোঝার চেষ্টা করা উচিত। তাই ভিন্ন ভাবে ভাবতে শিখুন। একে অপরকে বুঝতে চেষ্টা করুন এবং সুসম্পর্ক গড়ে তুলুন।

সকল ভুল বোঝাবুঝির অবসান হোক, সুন্দর হোক সবার জীবন।

4 months ago | [YT] | 21

Salman ahmed jisan.@@@

❤️ভালোবাসার জন্য কখনো নিজের বন্ধুত্বকে মরতে দিও না… কারণ, জীবনের শেষে দেখবে বন্ধুরাই সাথে রয়ে গেছে, ভালোবাসা নয়…❤️তবুও একজনকে ভালোবাসি। জানিনা পাবো কিনা 😔

4 months ago | [YT] | 25

Salman ahmed jisan.@@@

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ঈদ মোবারক

4 months ago | [YT] | 31