~~~~<><>{সৌদি আরবের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন}<><>~~~~


RAHMAN SADIK

জনস্বার্থে শেয়ার করে দিন।

1 week ago | [YT] | 5

RAHMAN SADIK

I updated my channel logo today. This is the new logo for my channel.

1 month ago | [YT] | 3

RAHMAN SADIK

লোভে পাপ, পাপে চীনে পাচার!

মাত্র কয়েক সপ্তাহের অনলাইন পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়ার এক মেয়ের সঙ্গে চাইনিজ ছেলের বিয়ে! ভাষা জানে না, শুধু ট্রান্সলেটরে কথা। অথচ চীনা দূতাবাস নিজ নাগরিকদেরই এমন বিয়ে ও অনলাইন স্ক্যাম থেকে সতর্ক করেছে। তারা সরাসরি বলতে পারছেনা যে, তাদের নাগরিকরা মানব পাচারের সাথে জড়িয়ে যাচ্ছে! ইতোপূর্বে অনেকগুলো চক্রকে গ্রেফতার করা হয়েছে। এটি খুবই ভয়াবহ আকার ধারণ করছে।

বাস্তবে অনেক চাইনিজ পুরুষ বাংলাদেশ, নেপাল, পাকিস্তানসহ দরিদ্র দেশের মেয়েদের বিয়ে করে নিজেদের দেশে নিয়ে গিয়ে বয়স্ক পুরুষের কাছে বিক্রি করছে বা জোরপূর্বক দেহব্যবসা করাচ্ছে। এক সন্তাননীতির কারণে তাদের গ্রামগুলোতে নারী সংকট, এ কারণেই দরিদ্র দেশের মেয়েরা টার্গেট।

অনেকেই বেনামী অ্যাপের মাধ্যমে অল্প পরিচয়ে প্রেমে পড়ে প্রতারণার শিকার হচ্ছে। আগে এমন ঘটনায় কেউ পালাতে পারলেও অনেকেই এখনো বন্দি রয়েছে।

স্বল্প পরিচয়, অনলাইন প্রেম বা চাইনিজ বিয়ের ফাঁদে ভুলেও পা দেবেন না, এটি নারী পাচারের বড় চক্র! সতর্ক থাকুন।

মনে রাখবেন, লোভে পাপ, পাপে চীনে পাচার!

1 month ago | [YT] | 1

RAHMAN SADIK

একটু আগে আপনার মোবাইলে হয়তো

এই এলার্ট sms টা আসছে

এটা সৌদি সিভিল ডিফেন্সের সাধারণ অধিদপ্তর আজ সোমবার, ৩ নভেম্বর ২০২৫ তারিখে তাদের স্থির সাইরেন সিস্টেমের পরীক্ষা পরিচালনা করছে। সামনের দিনগুলোতে ভূমিকম্প বা বড় কোন বিপদের আগে এই Sms টি আপনার মোবাইলে আসবে।

এই পরীক্ষার উদ্দেশ্য হলো জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সরকারি জরুরি সতর্কবার্তায় কার্যকরভাবে সাড়া দেওয়ার প্রস্তুতি উন্নত করা।

জাতীয় প্রাথমিক সতর্কতা প্ল্যাটফর্ম দুপুর ১:০০ টায় নতুন আচরণভিত্তিক টোনে সতর্কবার্তা প্রচার করবে, এরপর ১:১০ টায় জাতীয় সতর্কতা টোন, এবং শেষে ১:১৫ টায় স্থির সাইরেন সিস্টেম সক্রিয় করা হবে।

1 month ago | [YT] | 1

RAHMAN SADIK

অনলাইনে epassport.gov.bd/ আবেদনপূর্বক আবেদনের প্রিন্ট কপি এবং জন্ম-নিবন্ধনের স্বাক্ষরিত মূলকপি ও অনলাইন ভেরিফায়েড কপি অথবা জাতীয় পরিচয়পত্র কপি নির্ধারিত ফি সহ জমা দিতে হবে। আবেদনের সময় মূল পাসপোর্ট ও ইকামা সঙ্গে নিয়ে আসতে হবে। অনলাইন আবেদনকালে বর্তমান ঠিকানা সৌদি আরব এবং জেদ্দা মিশন নির্বাচন করতে হবে। এনআইডি/জন্মনিবন্ধনে উল্লিখিত তথ্যের সাথে বর্তমান পাসপোর্টের তথ্যের মিল না থাকলে এনআইডি/জন্মনিবন্ধন সংশোধন করতে হবে অথবা এনআইডি/জন্মনিবন্ধন অনুযায়ী ই-পাসপোর্ট আবেদন জমা দিতে হবে। ই-পাসপোর্ট এনরোলমেন্টের জন্য অনলাইন এপয়েন্টমেন্ট নিতে হবে। এপয়েন্টমেন্ট না থাকলে ই-পাসপোর্ট আবেদন করা যাবেনা। লেবার ইকামাধারীর জন্য ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি সাধারণ ২১০ এবং জরুরী ৩১৫ সৌদি রিয়াল। অন্যান্য ইকামাধারীর ফি সাধারণ ৫২০ এবং জরুরী ৭২৫ সৌদি রিয়াল।

জন্ম নিবন্ধনের স্বাক্ষরিত মূলকপি ও অনলাইন ভেরিফাইড কপি অথবা জাতীয় পরিচয়পত্রের কপি অবশ্যই নিয়ে আসতে হবে।

E-Passport (নবজাতক): নবজাতকের EPP এর জনা পিতা-মাতার পাসপোর্টের ফটোকপিসহ মূল পাসপোর্ট এবং ইকামা, শাহাদা মিলাদ, নবজাতকের 32 সাইজের রঙ্গিন ছবি, (জন্মনিবন্ধন সনদ, পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি) সাথে আনতে হবে।

MRP রি-ইস্যুঃ ই-পাসপোর্ট চালু হওয়ার পর সরকারী সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি কার্যক্রম সীমিত করা হয়েছে। জন্ম-নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সাথে তথ্যগত গড়মিল হলে কেবলমাত্র জরুরি ক্ষেত্রে এমআরপি রিইস্যু আবেদন গ্রহণ করা হবে।

পাসপোর্ট ডেলিভারিং এমআরপি এবং ই-পাসপোর্ট ডেলিভারি নেওয়ার সময় পুরানো পাসপোর্ট ও মানি রিসিট অবশ্যই সাথে আনতে হবে।

অন্যান্য সেবাঃ ট্রাভেল পারমিট প্রদান, প্রত্যায়ন ও সত্যায়ন এবং জন্মনিবন্ধন কার্যক্রম Email:fspojeddah@gmail.com

শ্রম কল্যাণ সংক্রান্ত সেবাঃ

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের "সদস্যপদ নিবন্ধন" ও প্রবাসী কার্ড বিতরণ। নিবন্ধন ফি ১৩০ রিয়াল। স্পেশাল এক্সিট প্রোগ্রামের (SEP) আওতায় আবেদন প্রক্রিয়াকরণ। হুরুব প্রাপ্তদেরকে আইনী সহায়তা প্রদান; বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রক্রিয়াকরণ: শ্রম বিরোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনী সেবা প্রদান: মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ। অন্যান্য আইনী সেবা/আইনগত পরামর্শ প্রদান ইত্যাদি।

সোনালী ব্যাংকের সেবাঃ

একাউন্ট খোলাঃ দেশে সোনালী ব্যাংকের যে কোন শাখায় একাউন্ট খোলা হয়। একাউন্ট খুলতে আবেদনকারীর পাসপোর্ট ও ইকামার কপি, দুই কপি ফটো এবং নমিনীর পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি ও এক কপি ফটো লাগে।

ওয়েজ আর্নারর্স ডেভেলপমেন্ট বঙঃ সর্বাধিক লাভজনক ৫ বছর মেয়াদী বন্ড করা যায়। বন্ড করার জন্য যে সমস্ত কাগজপত্রের

প্রয়োজন। ১. বন্ডের হিসাবে টাকা পাঠানোর স্লিপ, ২. বৈধ পাসপোর্ট ও ইকামার ফটোকপি ৩. ভোটার আইডি কার্ডের ফটোকপি, ৪. পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, ৫. বাংলাদেশে ব্যাংক হিসাব নম্বর, ৬. জব সার্টিফিকেট, ৭. অঙ্গীকারনামা এবং নমিনীর এক কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটো কপি। Email: sbrjed a gmail.com

যোগাযোগঃ 8002440051 রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা হতে রাত ০৯টা (ছুটির দিন ব্যতীত)

1 month ago | [YT] | 2

RAHMAN SADIK

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ সৌদি আরবের চলমান পরিস্থিতি নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর ও আপনাদের কোন পরিস্থিতিতে কী করনীয় সেই ব্যাপারে কিছু আলোচনা করব।তাই সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল।

সময়
সৌদি আরবের সময় সন্ধ্যা (৭:০০) ঘটিকা
এবং
বাংলাদেশ সময় রাত (১০:০০) ঘটিকা।

2 months ago | [YT] | 4

RAHMAN SADIK

তাকামুল সার্টিফিকেট টেস্টের সরকার অনুমোদিত ১১টা ট্রেনিং সেন্টারের নাম ও ঠিকানা দেওয়া হল।

১/বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,নিশিন্দারা বগুড়া।
২/নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,কুখাপাড়া রেলগেইট নীলফামারীর
৩/রাজশাহী কারীগরি প্রশিক্ষন কেন্দ্র,সপুরা রাজশাহী।
৪/টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,নাগরজালপাই,টাঙ্গাইল।
৫/সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,আলমপুর সিলেট।
৬/ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,মাসকান্দা ময়মনসিংহ।
৭/কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,কুটিবাড়ী কুমিল্লা।
৮/বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,সি এন্ড বি রোড বরিশাল।
৯/কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,নাছিরাবাদ,চট্রগ্রাম।
১০/জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,মিরপুর ২ ঢাকা।
১১/কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,মিরপুর ঢাকা।

#bangladesh #everyone #subscriber

3 months ago | [YT] | 3

RAHMAN SADIK

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা কনস্যুলার টীম এর

খামিস মুশাইত সফর

০৫-০৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার ও শনিবার (সময়: সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)

স্থানঃ ইন্তেরা আহাদ মুনিরা (বাঙ্গালি মার্কেটের সন্নিকটে হাদিকা সংলগ্ন)।

কনস্যুলার সেবাসমূহ

E-Passport: অনলাইনে epassport.gov.bd/ আবেদনপূর্বক আবেদনের প্রিন্ট কপি এবং অনলাইন জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র কপি নির্ধারিত ফি সহ জমা দিতে হবে। অনলাইন আবেদনকালে বর্তমান ঠিকানা সৌদি আরব এবং জেদ্দা মিশন নির্বাচন করতে হবে। এনআইডি/জন্মনিবন্ধনে উল্লিখিত তথ্যের সাথে বর্তমান পাসপোর্টের তথ্যের মিল না থাকলে এনআইডি/জন্মনিবন্ধন সংশোধন করতে হবে অথবা এনআইডি/জন্মনিবন্ধন অনুযায়ী ই-পাসপোর্ট আবেদন জমা দিতে হবে। ই-পাসপোর্ট এনরোলমেন্টের জন্য অনলাইন এপয়েন্টমেন্ট নিতে হবে। (ট্যুর তারিখের ০২ দিন পূর্বে অনলাইনের এপয়েন্টমেন্ট বুক করা যাবে)। এপয়েন্টমেন্ট না থাকলে ই-পাসপোর্ট আবেদন করা যাবেনা। লেবার ইকামাধারীর জন্য ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি সাধারণ ২১০ এবং জরুরী ৩১৫ সৌদি রিয়াল। অন্যান্য ইকামাধারীর ফি সাধারণ ৫২০ এবং জরুরী ৭২৫ সৌদি রিয়াল।

অনলাইন জন্ম নিবন্ধনের প্রিন্ট কপি অথবা জাতীয় পরিচয়পত্রের কপি অবশ্যই নিয়ে আসতে হবে।

E-Passport (নবজাতক): নবজাতকের EPP এর জন্য পিতা-মাতার পাসপোর্টের ফটোকপিসহ মূল পাসপোর্ট এবং ইকামা, শাহাদা মিলাদ, নবজাতকের 3R সাইজের রঙ্গিন ছবি, (জন্মনিবন্ধন সনদ, পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি) সাথে আনতে হবে।

MRP রি-ইস্যুঃ ই-পাসপোর্ট চালু হওয়ার পর সরকারী সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি কার্যক্রম সীমিত করা হয়েছে।

পাসপোর্ট ডেলিভারিঃ এমআরপি এবং ই-পাসপোর্ট ডেলিভারি নেওয়ার সময় পুরানো পাসপোর্ট ও মানি রিসিট অবশ্যই সাথে

আনতে হবে।

MRP নবায়নঃ শুধুমাত্র জরুরী ইকামা নবায়নের জন্য ১/২ বছর নবায়ন করা হয়। তবে এরুপ নবায়ন করে বাংলাদেশ/আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না।

অন্যান্য সেবাঃ ট্রাভেল পারমিট প্রদান, প্রত্যায়ন ও সত্যায়ন এবং জন্মনিবন্ধন কার্যক্রx Email (spyjeddah@gmail.com

শ্রম কল্যাণ সংক্রান্ত সেবাঃ

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের "সদস্যপদ নিবন্ধন" ও প্রবাসী কার্ড বিতরণ: নিবন্ধন ফি ১৩০ রিয়াল। স্পেশাল এক্সিট প্রোগ্রামের (SEP) আওতায় আবেদন প্রক্রিয়াকরণ; হুরুব প্রাপ্তদেরকে আইনী সহায়তা প্রদান; বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রক্রিয়াকরণ: শ্রম বিরোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনী সেবা প্রদান: মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ; অন্যান্য আইনী সেবা/আইনগত পরামর্শ প্রদান ইত্যাদি

সোনালী ব্যাংকের সেবাঃ

একাউন্ট খোলাঃ দেশে সোনালী ব্যাংকের যে কোন শাখায় একাউন্ট খোলা হয়। একাউন্ট খুলতে আবেদনকারীর পাসপোর্ট ও ইকামার কপি, দুই কপি ফটো এবং নমিনীর পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি ও এক কপি ফটো লাগে।

ওয়েজ আর্নারর্স ডেভেলপমেন্ট বন্ডঃ সর্বাধিক লাভজনক ৫ বছর মেয়াদী বন্ড করা যায়। বড় করার জন্য যে সমস্ত কাগজপত্রের

প্রয়োজনঃ ১. বন্ডের হিসাবে টাকা পাঠানোর স্লিপ, ২. বৈধ পাসপোর্ট ও ইকামার ফটোকপি ৩. ভোটার আইডি কার্ডের ফটোকপি, ৪. পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, ৫. বাংলাদেশে ব্যাংক হিসাব নম্বর, ৬. জব সার্টিফিকেট, ৭. অঙ্গীকারনামা এবং নমিনীর এক কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটো কপি। Email: sbrjed@gmail.com

যোগাযোগঃ 8002440051 রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা হতে রাত ০৯টা (ছুটির দিন ব্যতীত)

3 months ago | [YT] | 8

RAHMAN SADIK

জরুরি নোটিশ

4 months ago (edited) | [YT] | 2

RAHMAN SADIK

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ
সব কিছুর জন্য আল্লাহর দরবারে লক্ষ-লক্ষ,কোটি-কোটি শুকরিয়া।আলহামদুলিল্লাহ।

4 months ago | [YT] | 5