আসুন নামাজ আদায় করি

ASSALAMUALAIKUM WA RAHMATULLA

WELCOME MY CHANNEL

মুসলমানদের জন্য সালাত বা নামাজ সুনির্দিষ্ট ফরজ ইবাদত ও ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ঈমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারায়—যে অবস্থায় সম্ভব নামাজ ছাড়া যাবে না। একজন মুমিন ঘরে-বাইরে, পথে-ঘাটে, দেশে-বিদেশে, সাগরে-মহাকাশে যেখানেই অবস্থান করে, তাকে নামাজ পড়তেই হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘...নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্যকর্তব্য।’ (সুরা নিসা: ১০৩)


নামাজ দীনের গুরুত্বপূর্ণ বিধান

যে নামাজ পড়ে না তার ঈমান খুবই দুর্বল। ইসলামে তার হিস্যা খুব সামান্যই। নামাজ না পড়াকে মহানবী (স.) কুফরি কাজ ও অবিশ্বাসীদের স্বভাব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক হাদিসে এসেছে, যার ভেতর নামাজ নেই, তার ভেতর দীনের কোনো হিস্যা নেই। (মুসনাদে বাজ্জার: ৮৫৩৯
নামাজ মুমিন ও কাফেরের পার্থক্যকারী


OUR CONTACT . WHATSAPP+919609781384

Business Support Sponsorship
Only WhatsApp Connect +919609781384


আসুন নামাজ আদায় করি

আমাদের মাদ্রাসার বাৎসরিক জলসাতে সমস্ত গ্রামবাসী মুসলমান ভাই ও বোনেদের খাস করে আসার জন্য দাওয়াত করা হইল আপনার সকলে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ।

11 months ago | [YT] | 4

আসুন নামাজ আদায় করি

আজ ৬ই ডিসেম্বর বাবরি মসজিদের শাহাদাতের দিন। আমরা কোনদিন ভুলবো না বরং আমাদের পরবর্তী প্রজন্মকে চেতনা জাগিয়ে দেব যে আমাদের মধ্যে একতা না থাকার কারণে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো ওরা জোর করে দখল করে নিয়েছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যবদ্ধতা দান করুক।

1 year ago | [YT] | 2