❤ Assalamu_alaikum.....❤❤
সকল প্রশংসা একমাত্র পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে 💕...
....Astagfirullah for my past..🥹🖤
... Alhamdulillah for my present...🤲😌🩶
......In sha Allah for my future...💝💖
please_subscribe_my_channel 🙏
....... Allah Hafiz......🦋❤️
Mobassera Khatun
খুব তাড়াতাড়ি আর একটা নতুন গল্প আস্তে চলেছে আপনারা রেডি তো ??☺️🫶🌺🥰
👻☠️💀
6 hours ago | [YT] | 7
View 6 replies
Mobassera Khatun
গল্পের নাম: "বহু বছরের জ্বীন"👻
সত্য ঘটনা অবলম্বনে।
লেখা: Mobassera Khatun (Sara)
পর্ব: ২ এবং শেষ পর্ব।
কিছুদিন পর আবার ঠিক রাত তিনটায় সেই একই মহিলা এলো।
মুখে একই নীরবতা।
বললেন,
“আপনাদের কেক আমাদের পরিবারের সবাই খুব মজা করে খেয়েছে।
আজ আমার বড় ছেলের জন্মদিন।”
জাফর কেক দিতে দিতে জিজ্ঞেস করল—
“তার নাম কী?”
মহিলা বললেন—
“দরশুক।”
জাফর হাসতে হাসতে আবার জিজ্ঞেস করল—
“ছোট ছেলের বয়স ২০০ বছর বললে… বড় ছেলের বয়স কত?”
মহিলা বললেন—
“৩০০ বছর।”
এইবার জাফর ভয়ে থমকে গেল।
মহিলা টাকা দিলেন এবং চলে গেলেন।
পরদিন জাফর সব বলল সালেহকে।
কিন্তু এইবার সালেহ হাসল না।
বরং বলল—
“ও আবার এলে আমাকে ডাকিস। আমি দেখতে চাই উনি কে।”
---
কয়েক মাস পর আবার মহিলা এলো—
ঠিক রাত তিনটায়।
দোকানদার জাফর আগে থেকেই সালেহকে ডেকে রেখেছিল।
মহিলা বললেন,
“আজ কারোর জন্মদিন নয়। শুধু কেকটা খুব ভালো লেগেছিল বলে আবার নিতে এলাম।”
সালেহ ধীরে জিজ্ঞেস করল—
“আপনি কি সত্যিই আমাদের সাথে মজা করেছিলেন?
এত বয়স কি করে সম্ভব?”
মহিলা শান্ত গলায় বললেন—
“আমি তো সত্যিই বলেছি।”
সালেহ জিজ্ঞেস করল—
“তাহলে আপনার নিজের বয়স কত?”
মহিলা বললেন—
“চার হাজার বছর।”
জাফর আর সালেহ দুজনেই কেঁপে উঠল।
সালেহ বলল—
“এটা অসম্ভব। কোনো মানুষের বয়স এত হতে পারে না।”
মহিলা ধীরে উত্তর দিলেন—
“আমি তো বলিনি আমি মানুষ।”
এটা বলেই তিনি মুখের নিকাব সরিয়ে দিলেন।
এবং দু’জন যা দেখল—
তারা সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল।
কারণ মহিলার মুখে কোনো মানবীয় আকৃতি নেই—
মুখের কোনো আকার আকৃতি নেই, মুখজুড়ে শুধু অসংখ্য চোখ।
ছোট বড়… চোখের পর চোখ…
সব একসাথে তাদের দিকে তাকিয়ে।
---
সকালে দোকানের মেঝেতে তারা জ্ঞান ফিরে পেল।
দেখল মহিলাটি কেক নিয়েছে, টেবিলের ওপর টাকাও রেখে গেছেন।
আর মহিলা চলে গেছেন।
তারা গ্রামবাসীদের সব বলল—
কেউই বিশ্বাস করল না।
শেষে CCTV ফুটেজ দেখানো হলো—
ক্যামেরায় একজনের মতো কিছু দেখা গেলেও পুরো মুখ ঝাপসা।
স্পষ্ট বোঝা যাচ্ছে না।
তাখনই দুজন বুঝল—
তিনি মানুষ নয়... জ্বীন ছাড়া আর কেউ নয়।
আর সেই ঘটনার পর তারা দুজন মাসের পর মাস জ্বরে ভুগেছে।
~🌸সমাপ্ত 🌸~
আশাকরি গল্পটা আপনাদের ভালো লেগেছে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন...
দেখা হবে নতুন এক গল্পে।
আল্লাহ হাফেজ 🤗🌺
1 day ago (edited) | [YT] | 15
View 50 replies
Mobassera Khatun
গল্পের নাম: "বহু বছরের জ্বীন"
সত্য ঘটনা অবলম্বনে।
লেখা : মুবাশশিরা খাতুন (সারা)
পর্ব: ১
দুটি গ্রামের সীমানা যেখানে মিলেছে, ঠিক সেখানেই ছিল ছোট্ট একটি কেকের দোকান।
চারপাশে অদ্ভুত নীরবতা—দিনের বেলা সাধারণ,
কিন্তু রাত হলে পুরো এলাকা যেন জনমানবহীন মরুভূমি।
তবুও দোকানটি ২৪ ঘণ্টা খোলা থাকত।
একদিন ঠিক রাত তিনটার দিকে দরজায় শব্দ হলো।
দোকানদার জাফর অবাক হয়ে দরজা খুলতেই দেখল—একজন বোরখা পরা মহিলা।
তিনি শান্ত গলায় বললেন,
“শুনেছি আপনার দোকানের কেক খুব ভালো। একটা কেক দেবেন?”
এই সময়ে একজন মহিলা কেক নিতে এসেছে—জাফর নিজেও বিশ্বাস করতে পারল না।
মহিলা বললেন,
“আমার ছোট ছেলের জন্মদিন। কেক নিতে এলাম।”
জাফর জিজ্ঞেস করল—
“আপনার ছেলের নাম?”
মহিলা বললেন—
“কুরতুক।”
নামের অদ্ভুতত্বে জাফর মনে মনে ভাবল—এ কেমন নাম?
তবুও কিছু বলল না।
আবার জিজ্ঞেস করল—
“আজ তার কততম জন্মদিন?”
মহিলা বললেন—
“২০০ তম।”
এই কথা শুনে জাফর অবাক হয়ে বলল—
“আমি এত ভালোভাবে কথা বলছি… আপনি মজা করছেন কেন?”
মহিলা শান্তভাবে বললেন—
“আমি কোনো মজা করছি না।”
জাফর ভেবেছিল তার মাথায় সমস্যা আছে।
সকালে ম্যানেজার সালেহকে সব বললে দুজনে বসে খুব হাসাহাসি করল।
---
কিছুদিন পর আবার ঠিক রাত তিনটায় সেই একই মহিলা এলো...
বাকিটা পরের পর্বে ইনশাআল্লাহ.......
2 days ago | [YT] | 14
View 64 replies
Mobassera Khatun
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 💐
আমার প্রিয় পুচকু আপুরা এবং ভাইয়ারা 🥰
আশাকরি আপনারা সবাই খাওয়া দাওয়া করে লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকছেন আর আমার মতো ফোন টিপছেন 🐸🥲
কি আর করবেন সময় টাই এরকম 😩
আমাদের কোনো দোষ নেই 🫢
তো আমি আপনাদের একটা কথা বলতে চাই যে—
গত কিছুদিন আগে আমি জ্বীনের সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প আপনাদের জন্য পোস্ট করেছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই বেশ আগ্ৰহ দেখিয়েছেন বেশ ভালো লেগেছে আমার 🥰
একই রকম রহস্যময় গল্প আর একটা রেডি করেছি আপনারা চাইলে আমি অবশ্যই আপনাদের জন্য পোস্ট করব ইনশাআল্লাহ 😌
🌸গল্পটির নাম : "বহু বছরের জ্বীন" 👻
আপনাদের উত্তরটা কমেন্ট বক্সে দেখতে চাই যে আপনারা গল্পটা পড়তে চান নাকি চান না ??
@Alhamdulillah-e2y @Abu_bakar_musa @ArtwithFarnas @arshishinegallery @Bd-Factswala @blbulbulofficial5.0 @Mykitchenhousebd @ISLAMISBETTERLIFE @Cute..Girl..Nahida..44 @Thewayofdeen-00 @DinerDishari09 @raj-786_ytwo @esarulsekh879 @supertest6417 @mdhasan-z8q @MijuFF @FerdousiRoss100k @FoodstorybySakib @Fatema-o4r @FARZANAAKTER-k8g @Sultan4797 @OurLittlegirl-y5m @Sheulysgarden @GulshanBabra-gp1ju @HayainHijabs @SahedKhan-bv7px @Hafsamahua @Habiba298-w2p @Islamic_dairy_100k @Tarannum-d4z @atikulislam-lv4wt @samitakitanvirtoravlogs725 @jannatul_Islam_100K @jahidul21-m2g @Ms.JannatJahan @jannatul-b7v2k @RafiyaKhatun-8w @Kazimohua6960 @playtime-lm1py @mkinghasan7127 @NOBON21 @nafisakhatun03 @Wajiha-tj5fv @MirZisha768 @Quran-verses2025 @QueenAlinaQueenAlina @IbrahimSk-j9l @Quenkhadija @qeeun-j9p @Hijabiqueen141 @suchana_U @Samimasultana-o7h @Taspiya_5 @The_Secret_of_life-p7c @Tarannum-d4z @MdToriqul-l7b @happykhanusablog9999 @UmmeHafsa-20 @SiriaUddin @ahmedisku-r8n @Ataur_Islamic_100K @Bossbabyvlog1 @sinthiajannat-k3c @nur.wisdom @AbidaYasmin123p9t @Zara-y-12k @Mehenaz-a2j @Sultana-l3o @hridoyar_kotha @lovebirdgup @MOHAMMAD_SúHâiL_ST_100K @mohammedrahat5077 @Mortuza-898 @Mohammed-e6z3n@SOHAN1227@SahanaBegum-s1g @সারা-09@TelawahOfficial @JannatulMarjan-s1b @Jannatul-fardous-1M @DinerDishari09@DinerPath64 @FaisalSuruby @sadiasultana-g6i @ashadulislam7538_run_by_afrin @Musafir8420 @মাআমারমা-ঠ৫ফ @💖 মায়ার ছোঁয়া 💖 @MdSalmanbb3 @আফরিন3959 @আমাতুল্লাহ-৩ @ABUBOKKOR8-100k @JaraIslam-p5w @জয়াইসলাম-ম৩ঢ @MuhammadBinQuasemKhalifah @sehezadisoniya @shafiyah-j6b @taslimamaya112 @RubelJunaed @নূরেরপথ_100k @muniyaislam-1 @FerarPathik @borshabristy-wc4jq @DinerBani4183 @JubayaJui @BinteJalil-f6r @Zara-y-12k
Mention দেওয়ার সময় বোঝা যায় না কাকে দিলাম আর কাকে রাখলাম তাই যাদেরকে mention দিতে পারিনি আমি দুঃখিত 😌
3 days ago (edited) | [YT] | 27
View 95 replies
Mobassera Khatun
মেহেনাজ চেক করে নাও তোমার মেনশন এর অপশন হয়তো অফ করা আছে 😌
তাই মেনশন দেওয়া যায় না 😇
ওটা অফ থাকলে অন করে দাও। ব্যাস..!!!
1 week ago | [YT] | 11
View 40 replies
Load more