ছোটবেলায় "সময়ের মূল্য" রচনা মুখস্থ করে পরীক্ষায় লিখে দিতাম, তখন বুঝতাম না "সময়ের মূল্য" আসলে কী। এখন বুঝতে পারি—সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার চলে গেলে সময় আর ফিরে আসে না।
আজকাল কিছু কনটেন্ট একেবারে আবর্জনা—Daily vlogs, কুরুচিপূর্ণ TikTok ইত্যাদি। অথচ আশ্চর্যের বিষয় হলো এসব আবর্জনাদেরই আবার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার/সাবসক্রাইবার! যারা এগুলো দেখে তারা আসলেই ননসেন্স, তাদের রুচি দেখে মনে হয় তাদের রুচিতে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে।
Tamim Mahmud
অনেক সময় বিভিন্ন ভিডিও বা পোস্টে দেখি —
কেউ কেউ কমেন্টে লেখে,
“যারা আল্লাহকে ভালোবাসেন, লাইক দিন।”
“যারা নবীকে ভালোবাসেন, লাইক দিন।”
...ইত্যাদি।
আমি জানি না, তারা কোন উদ্দেশ্যে এমন কমেন্ট করে —
লোক দেখানোর জন্য, নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।
যদি লোক দেখানোর জন্য করে, তাহলে সেটা রিয়া (দেখানোর ইবাদত), আর রিয়া হলো ইসলামে একটি বড় গুনাহের কাজ।
আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেও হয়,
তবুও এটি সঠিক পদ্ধতি নয়। কারণ, এমন কমেন্ট দেখে অনেক অমুসলিম ইসলাম নিয়ে হাসাহাসি ও ঠাট্টা করে।
আল্লাহর ইবাদত করাই হলো আল্লাহর প্রতি ভালোবাসার প্রকৃত প্রমাণ।
আর নবী মুহাম্মদ (সা:) কে অনুসরণ করাই হলো নবীর প্রতি ভালোবাসার প্রকৃত প্রমাণ।
1 day ago | [YT] | 8
View 7 replies
Tamim Mahmud
একসময় যাদের সবচেয়ে বিশ্বস্ত ভাবতাম, তারাই বিশ্বাস ভেঙে দিল।
এখন যতই কাউকে ভালো মনে হোক না কেন, মনে হয়— একদিন হয়তো সেও বদলে যাবে।
3 days ago | [YT] | 8
View 7 replies
Tamim Mahmud
এই ভিডিওটা সবাই দেখবেন।
3 days ago | [YT] | 3
View 6 replies
Tamim Mahmud
🌟 স্বপ্ন দেখা সহজ
📝 স্বপ্নে পৌঁছানোর জন্য পরিকল্পনা করাও সহজ...
কিন্তু,
🌑 স্বপ্নকে বাস্তবায়ন করা — সবচেয়ে কঠিন।
তবুও,
✨ এই কঠিন পথেই তো সবচেয়ে সুন্দর গন্তব্য খুঁজে পাওয়া যায়। 🌌
4 days ago | [YT] | 9
View 7 replies
Tamim Mahmud
আপনি না থেমে একটানা কতগুলো Knuckle Push-Up দিতে পারেন? আমি ৩০টা দিতে পারি।
মাটিতে মুষ্টি দিয়ে ভর দিয়ে Knuckle Push-Up দিতে হয়।
6 days ago | [YT] | 4
View 6 replies
Tamim Mahmud
আচ্ছা। এখন আর কাউকে মেনশন দেওয়া যায় না কেন? আগে তো এরকম ছিলো না। কেউ জানেন এখন কিভাবে মেনশন দেয়?
1 week ago | [YT] | 9
View 16 replies
Tamim Mahmud
কিছু মানুষের কাজকর্ম সত্যি অনেক খারাপ লাগে। তাদেরকে কিছু বলার প্রয়োজন নেই, শুধু নীরবে দূরে সরে যাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। 🙂
1 week ago | [YT] | 7
View 5 replies
Tamim Mahmud
ছোটবেলায় "সময়ের মূল্য" রচনা মুখস্থ করে পরীক্ষায় লিখে দিতাম, তখন বুঝতাম না "সময়ের মূল্য" আসলে কী। এখন বুঝতে পারি—সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার চলে গেলে সময় আর ফিরে আসে না।
1 week ago | [YT] | 4
View 3 replies
Tamim Mahmud
হতাশ…! আমি হতাশ। এই সিঙ্গেল জীবনের অবশান কবে হবে, তা ভেবে ভেবে মনটাই ক্লান্ত 😝😝
1 week ago | [YT] | 7
View 5 replies
Tamim Mahmud
আজকাল কিছু কনটেন্ট একেবারে আবর্জনা—Daily vlogs, কুরুচিপূর্ণ TikTok ইত্যাদি। অথচ আশ্চর্যের বিষয় হলো এসব আবর্জনাদেরই আবার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার/সাবসক্রাইবার! যারা এগুলো দেখে তারা আসলেই ননসেন্স, তাদের রুচি দেখে মনে হয় তাদের রুচিতে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে।
@RakibHossainvlogs এটা একটা আবর্জনা, এরকম আরও অনেক আবর্জনা আছে।
2 weeks ago | [YT] | 6
View 6 replies
Load more