Love cooking and hanging out with friends. I enjoy trying cuisines from different places and countries—definitely a foodie, but lucky enough not to gain weight, haha!

Remember: you can eat, just make sure your food doesn’t eat you.

Subscribe for more amazing content!


Lets Go Asad

Madchef Dhanmondi - যেখানে খাবার মানেই পাগলামি, আর নামের সাথে কাজের একদম পারফেক্ট মিল!
আমি সম্প্রতি ধানমন্ডিতে অবস্থিত Mad Chef রেস্টুরেন্টে গিয়েছিলাম। ধানমন্ডি ব্রাঞ্চ থেকে ২-৩ টা আইটেম ট্রাই করেছিলাম। কিন্তু আমি সত্যিই হতবাক হয়েছি, কারণ স্বাদটা খুবই সাধারণ লেগেছে—একদম যেন সেদ্ধ মুরগির মাংসের ওপর হালকা সস। রাইসটাও খুব ভালো না, শুধু ওদের সটে মাশরুম আর ফ্রেঞ্চ ফ্রাইসটা একটু ভালো লেগেছে। বাকিটা মোটেও তেমন টেস্টি না, আর দামও বেশ চড়া

একটা রেস্টুরেন্টের খাবারের নাম যতই জটিল বা ফ্যান্সি হোক, তাতে স্বাদের কোনো গ্যারান্টি পাওয়া যায় না। আমার কাছে মনে হয়েছে এখানে কঠিন কঠিন নাম দিয়ে একটু স্ক্যামের মতো চেষ্টা করা হয়েছে, যেন নাম শুনে মানুষ ভাববে যে অনেক দারুণ কিছু হবে, কিন্তু আসলে স্বাদ বা গুণ সেটা ততটা ভালো না। মানে যাকে বলে, দর্শনধারী কিন্তু গুণবিচারি নয়।
আসলে সবার টেস্ট বাড তো আলাদা, তাই না? হয়তো আমার টেস্ট বাডটা ভালো না, আর সে কারণেই হয়তো আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারটা তেমন ভালো লাগেনি। কিন্তু আপনার টেস্ট বাড যদি আমার থেকে আলাদা হয়, আর আপনি যদি একটু পাগলামি ধরনের খাবার পছন্দ করেন, তাহলে আপনি ট্রাই করে দেখতেই পারেন। #madchefdhanmondi #Madchef

2 days ago | [YT] | 0