Hello friends, আমি মুন,
শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামীজি মহারাজের জীবনী, বাণী , ও ভারতীয় দর্শনশাস্ত্র, বিভিন্ন দেব দেবীর বিষয়ক ভিডিও আমার চ্যানেল মূল বিষয়বস্তু । চ্যানেল ভিডিওগুলো ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন । ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ্য থাকবেন , ঠাকুর ও মায়ের কৃপা সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক 🙏
------------------------------



Munayan Tube

🌸 লীলামৃত🌸

🌺"ঠাকুর অন্ত প্রাণ রামচন্দ্র দত্ত পেশায় ছিলেন ডাক্তার
আর নেশাতে ছিলেন যাত্রা দলের পরিচালক।

যাত্রা লিখতেন বটে কিন্তু পেশাদার নট নটিদের নিয়ে অভিনয় এর নাম শুনলেই ঘৃণ্যই মুখ ফিরিয়ে নিতেন।

শ্রী রামকৃষ্ণের সঙ্গে রঙ্গ মঞ্চে যাননি, গিরিশের সাথে বন্ধুত্ব থাকলেও থিয়েটার থেকে একশো হাত দূরে নিজেকে সরিয়ে রেখেছিলেন ।

সেই গিরীশের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভালোবাসা তাঁর চোখ খুলে দিয়েছে।

তিনি আক্ষেপ করে এক সময় দেবেন্দ্র নাথ মজুনদারকে বলে ছিলেন -" আমি কি নির্বোধ প্রভু যেখানে পদার্পন করেছিলেন যেখানে পতিতাকে কৃপা করতে উদয় হয়েছেন , সেই স্থানকে আমি কলুষিত জ্ঞান করেছি"
দীন দয়াময় থিয়েটার দেখার ছল করে দীন কে দয়া করতে এসে ছিলেন।
মূর্খ আমি সে কথা বুঝতে পারিনি, দেবেন এই থিয়েটার লোক আর সামান্য থিয়েটারওলা থাকবে না প্রভুর কৃপায় তাঁরা হবে আমার আরাধ্য"।


সেই রামচন্দ্র দত্ত সর্ব প্রথম রামকৃষ্ণের নামকে মঞ্চে আনলেন । নাটকের নাম ছিল "লীলামৃত " ।

3 months ago | [YT] | 121

Munayan Tube

🙏🌸🌺সারদা মা একবার পুরী গিয়েছিলেন ।
পুরীতে প্রথম দিন গিয়ে একটা ঘিয়ের টিন এ ঠাসান দিয়ে ঠাকুরের ছবি রেখে, পুজো করে তাড়াতাড়ি

🌸জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছিলেন।

🌺ঘর দোর সব বন্ধ দেখে ফিরে এসে দেখেন ঠাকুরের ছবি টিনের নিচে নামানো আরও অনেকে ছিল তাঁরাও এসে দেখলো 🌺

সকলের মনে করলো ঘরে চোর ঢুকেছে, কিন্তু ঘরে কোথায় কোনও জিনিসের একটুও নড়চড় হয়নি।🌸

🌺অবশেষে দেখা গেলো বড় বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে, ঘিয়ের টিন ছিল কিনা তাই, পিঁপড়ে ধরেছিল ,

আর সেই পিঁপড়েই ঠাকুরের ছবিতে ধরে ছিল তাই, ঠাকুর নীচে নেমে বসেছেন।🌺


.... সদা জীবন্ত ঠাকুর 🙏🌸🌺

3 months ago | [YT] | 119

Munayan Tube

🙏🌺ঠাকুরের সত্য রক্ষা 🌺🙏
---------------------------------------------



🌺ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সব ত্যাগ করলেও সত্য কে কোনোদিন ত্যাগ করেনি।
সত্য রক্ষা তাঁর কাছে মহা ব্যাপার ছিল।
ঠাকুরের মুখ দিয়ে কোনো দিন মিথ্যে বের হতো না, 🌺

🌺🌸কালীঘাটের হালদার পুরোহিত একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কে লাথি মেরেছিল,
এই ঘটনা পাছে প্রকাশ হলে লোকে হালদার এর অনিষ্ট করে এই জন্য তিনি এই ঘটনা গোপন করতে চেয়েছিলেন, কিন্তু তাঁর মনে হলো কথায় কথায় এই ঘটনা বেরিয়ে যেতে পারে কিন্তু, যদি কারোর কাছে সত্য তে তিনি আবদ্ধ হন। তবে এই কথা তাঁর মুখ দিয়ে বের হবে না এই উদ্দেশ্যে ভাগ্নে হৃদয় কে বললেন তুই আমাকে বল এই কথা কাউকে বলবেন না, হৃদয় প্রথমে রাজি হয়নি কিন্তু পরে ঠাকুর তাঁকে জোর করে তিনবার এই কথা বলিয়ে নিলেন এবং বললেন, আর ও কথা আমার মুখ দিয়ে বের হবে না, ঠাকুর হালদার এর কল্যাণের জন্য নিজেকে এই রূপ সত্যে আবদ্ধ করে নিলেন । 🌺🌸



🙏🌺জয় ঠাকুর🙏🌺

3 months ago | [YT] | 125

Munayan Tube

🌸"সংসারে থেকেও ঈশ্বর লাভ সম্ভব" — সারদা মায়ের শিক্ষা🌸


🌺একদিন এক গৃহিণী সারদা মায়ের কাছে এসে বললেন,
"মা, সংসার জীবন এত ব্যস্ত আর ঝঞ্ঝাটময় — ঈশ্বরচিন্তা করবার সময়ই পাই না। আমি কি কখনো ঈশ্বর পাব?"🌸

🌺মা শান্তভাবে উত্তর দিলেন,
"কেন পাবেন না মা? নিশ্চয়ই পাবেন। যেমন তুমি তোমার স্বামী-সন্তানদের জন্য ব্যস্ত থাকো, তাদের খাওয়াও, পরাও, তাদের দুঃখ-সুখের কথা ভাবো — ঠিক তেমনি মনে মনে ভাবো, 'আমি যা করছি সব ঈশ্বরের ইচ্ছায় করছি, ঈশ্বরের সন্তুষ্টির জন্য করছি।' তাহলে সংসার করেও তুমি ঈশ্বরকে পাবে।"🌸

🌺তারপর মা আরও বলেছিলেন,
"কাজের মধ্যেই ঈশ্বর রয়েছেন। কাজকে অবহেলা কোরো না। মন দিয়ে কাজ করো। নিজের কায়া, মন ও বাক্যে পবিত্র হও। তাহলেই ঈশ্বর তোমার হৃদয়ে প্রকাশিত হবেন।"🌸

🌺এই কথা শুনে সেই গৃহিণীর চোখে জল এসে যায়। তিনি অনুভব করেন — সংসার আর ঈশ্বরচিন্তা আলাদা নয়, বরং একই পথের দুটি ধাপ।🌸

4 months ago | [YT] | 156

Munayan Tube

🌺মায়ের দর্শন না পেলে জীবন ত্যাগ করব!”🌺


🌸যখন শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে পূজার দায়িত্বে নিযুক্ত হন, তখন তিনি মা কালীর প্রতি গভীর প্রেমে আচ্ছন্ন হয়ে যান। তিনি দিনের পর দিন, রাতের পর রাত একমনে মা কালীর দর্শনের আশায় কাঁদতেন।

তিনি বলতেন—

🌸“মা, তুমিই আমার সবকিছু। আমি তোর সন্তান। তুই যদি আমার সঙ্গে কথা না বলিস, দর্শন না দিস—তাহলে এই জীবন রেখে কী হবে?”

একদিন এই রকম আকুল আকুল প্রার্থনার পর তিনি ঠিক করেন—

🌸“আজ যদি মা দর্শন না দেন, তবে আমি তাঁর পায়ের তরবারি নিয়ে নিজের জীবন শেষ করে দেব।”

এই ভাবনায় তিনি মন্দিরের গর্ভগৃহে ছুটে যান, ভয়ঙ্কর আবেগে তরবারির দিকে হাত বাড়ান—ঠিক সেই মুহূর্তে…

আলোকোজ্জ্বল এক দৃশ্য! গর্ভগৃহ আলোয় ভরে ওঠে। তিনি দেখতে পান—মা কালী স্বয়ং সজীব রূপে তাঁর সামনে দাঁড়িয়ে আছেন!

🌸মা কালী কণ্ঠে মধুর সুরে বলছেন—

“রে, আমি আছি, তুই আমার সন্তান, আমি তোকে চিরকাল আগলে রাখবো।”

এই অভিজ্ঞতার পর থেকে রামকৃষ্ণের জীবন এক অন্যরকম মোড় নেয়। তিনি কেবল মা কালীকে দেখতেন, মা কালীকে খুঁজতেন সবকিছুতে।🌺

4 months ago | [YT] | 154