Hello friends, আমি মুন,
শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামীজি মহারাজের জীবনী, বাণী , ও ভারতীয় দর্শনশাস্ত্র, বিভিন্ন দেব দেবীর বিষয়ক ভিডিও আমার চ্যানেল মূল বিষয়বস্তু । চ্যানেল ভিডিওগুলো ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন । ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ্য থাকবেন , ঠাকুর ও মায়ের কৃপা সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক 🙏
------------------------------
Munayan Tube
🌸"সংসারে থেকেও ঈশ্বর লাভ সম্ভব" — সারদা মায়ের শিক্ষা🌸
🌺একদিন এক গৃহিণী সারদা মায়ের কাছে এসে বললেন,
"মা, সংসার জীবন এত ব্যস্ত আর ঝঞ্ঝাটময় — ঈশ্বরচিন্তা করবার সময়ই পাই না। আমি কি কখনো ঈশ্বর পাব?"🌸
🌺মা শান্তভাবে উত্তর দিলেন,
"কেন পাবেন না মা? নিশ্চয়ই পাবেন। যেমন তুমি তোমার স্বামী-সন্তানদের জন্য ব্যস্ত থাকো, তাদের খাওয়াও, পরাও, তাদের দুঃখ-সুখের কথা ভাবো — ঠিক তেমনি মনে মনে ভাবো, 'আমি যা করছি সব ঈশ্বরের ইচ্ছায় করছি, ঈশ্বরের সন্তুষ্টির জন্য করছি।' তাহলে সংসার করেও তুমি ঈশ্বরকে পাবে।"🌸
🌺তারপর মা আরও বলেছিলেন,
"কাজের মধ্যেই ঈশ্বর রয়েছেন। কাজকে অবহেলা কোরো না। মন দিয়ে কাজ করো। নিজের কায়া, মন ও বাক্যে পবিত্র হও। তাহলেই ঈশ্বর তোমার হৃদয়ে প্রকাশিত হবেন।"🌸
🌺এই কথা শুনে সেই গৃহিণীর চোখে জল এসে যায়। তিনি অনুভব করেন — সংসার আর ঈশ্বরচিন্তা আলাদা নয়, বরং একই পথের দুটি ধাপ।🌸
1 week ago | [YT] | 156
View 1 reply
Munayan Tube
🌺মায়ের দর্শন না পেলে জীবন ত্যাগ করব!”🌺
🌸যখন শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে পূজার দায়িত্বে নিযুক্ত হন, তখন তিনি মা কালীর প্রতি গভীর প্রেমে আচ্ছন্ন হয়ে যান। তিনি দিনের পর দিন, রাতের পর রাত একমনে মা কালীর দর্শনের আশায় কাঁদতেন।
তিনি বলতেন—
🌸“মা, তুমিই আমার সবকিছু। আমি তোর সন্তান। তুই যদি আমার সঙ্গে কথা না বলিস, দর্শন না দিস—তাহলে এই জীবন রেখে কী হবে?”
একদিন এই রকম আকুল আকুল প্রার্থনার পর তিনি ঠিক করেন—
🌸“আজ যদি মা দর্শন না দেন, তবে আমি তাঁর পায়ের তরবারি নিয়ে নিজের জীবন শেষ করে দেব।”
এই ভাবনায় তিনি মন্দিরের গর্ভগৃহে ছুটে যান, ভয়ঙ্কর আবেগে তরবারির দিকে হাত বাড়ান—ঠিক সেই মুহূর্তে…
আলোকোজ্জ্বল এক দৃশ্য! গর্ভগৃহ আলোয় ভরে ওঠে। তিনি দেখতে পান—মা কালী স্বয়ং সজীব রূপে তাঁর সামনে দাঁড়িয়ে আছেন!
🌸মা কালী কণ্ঠে মধুর সুরে বলছেন—
“রে, আমি আছি, তুই আমার সন্তান, আমি তোকে চিরকাল আগলে রাখবো।”
এই অভিজ্ঞতার পর থেকে রামকৃষ্ণের জীবন এক অন্যরকম মোড় নেয়। তিনি কেবল মা কালীকে দেখতেন, মা কালীকে খুঁজতেন সবকিছুতে।🌺
3 weeks ago | [YT] | 154
View 3 replies
Munayan Tube
https://youtu.be/qlV-vnWmZNI
3 weeks ago | [YT] | 6
View 1 reply
Munayan Tube
🌺"মা, আমাকে কিছু বলো!”🌺
🌸একদিন দক্ষিণেশ্বর কালীমন্দিরে শ্রী রামকৃষ্ণ গভীর ভক্তিভাবে ধ্যানমগ্ন হয়ে মা কালীর সামনে বসে আছেন। দীর্ঘ সময় ধ্যানের পরেও মা কোনো উত্তর দিচ্ছেন না। হঠাৎ তিনি কান্নায় ভেঙে পড়লেন।
তিনি কেঁদে কেঁদে বলছেন—
“মা! তুমি তো সত্য, চেতন, আনন্দময়ী। তুমি কেন আমার সঙ্গে কথা বলো না? মা, তুমি কি পাথরের মূর্তি? আমি কি তোমার ছেলে নই? তুমি কি আমার কথা শুনতে পাও না?”
এইভাবে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে তিনি মূর্ছিত হয়ে পড়েন। হঠাৎ অনুভব করেন, মা যেন সজীব হয়ে উঠেছেন। মনে হল, মা কালীর মুখ থেকে প্রেমভরা কণ্ঠে উত্তর আসছে—
“রে, আমি তোর সঙ্গেই আছি, তুই আমার সন্তান, আমি তোকে চোখে চোখে রাখছি।”
এরপর তাঁর মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ান, যেন সব কষ্ট স্নিগ্ধ জলের মতো ধুয়ে গেছে। 🌸
🌺🙏জয় ঠাকুর 🙏 🌺জয় মা ভবতারিণী🙏🌺
3 weeks ago | [YT] | 63
View 1 reply
Munayan Tube
https://youtu.be/99u4H7SM5xY
3 weeks ago | [YT] | 4
View 0 replies
Munayan Tube
🌺ঈশ্বর দর্শনের আকুলতা🌺
🌺----------------🙏----------------🌺
একবার এক যুবক শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এসে বললেন,
"ঠাকুর, আমি ঈশ্বরকে দেখতে চাই। আপনি বলুন, কিভাবে আমি ঈশ্বর দর্শন করতে পারি?"
ঠাকুর শান্তভাবে বললেন,
"আচ্ছা, তুমি আমার সঙ্গে নদীতে চলো।"
দুজনেই গঙ্গায় গেলেন। ঠাকুর যুবকটিকে নিয়ে জল গলায় গিয়ে দাঁড়ালেন। তারপর হঠাৎ ঠাকুর ছেলেটির মাথা চেপে ধরে জলেতে ডুবিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ছেলেটিকে ছেড়ে দিলেন। ছেলেটি তড়িঘড়ি করে উঠে শ্বাস নিলো।
ঠাকুর জিজ্ঞাসা করলেন,
"তুমি যখন ডুবে ছিলে, তখন সবচেয়ে বেশি কী প্রয়োজন বোধ করছিলে?"
ছেলেটি বলল,
"শ্বাস নেওয়া। আমি ভীষণভাবে বাতাস চাইছিলাম।"
ঠাকুর তখন মৃদু হেসে বললেন,
"ঠিক তেমন আকুলতা, তেমন তীব্র ইচ্ছা যদি ঈশ্বর দর্শনের জন্য হয়—তবে নিশ্চয়ই তুমি ঈশ্বরকে দেখতে পাবে।"
🙏 জয় ঠাকুর 🌸 জয় মা 🙏
3 weeks ago (edited) | [YT] | 134
View 4 replies
Munayan Tube
https://youtu.be/95Lfx-VCd30
3 weeks ago | [YT] | 3
View 0 replies
Munayan Tube
https://youtu.be/reakEE_05SE
3 weeks ago | [YT] | 2
View 0 replies
Munayan Tube
*এক বুড়ো মালির কথা*
*______🌺👣🌺______*
🌸১৯০৩ সাল থেকে স্বামী বিশুদ্ধানন্দ দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন ৷ ঠাকুরের সময়কার অনেক কর্মী তখনও কালীবাড়িতে কাজ করত ৷ তিনি দেখতেন ছিয়াত্তর-সাতাত্তর বছরের এক বুড়ো মালি খুরপি দিয়ে ঠাকুরের ঘর থেকে পঞ্চবটী-ঝাউতলা-বেলতলা পর্যন্ত পথটির আগাছা পরিষ্কার করত ৷
🌸 একদিন কৌতূহলবশত বিশুদ্ধানন্দ তাকে জিজ্ঞাসা করেন, "তুমি ঠাকুরকে দেখেছ ?"
সে উত্তর দিল — "তাঁরই তো আদেশ পালন করছি ৷ তিনি বলেছেন — কত ভক্ত আসবে ৷ তাই তাঁদের জন্য পথ পরিস্কার করছি ৷"
🌺 এর বেশি আর কিছু সে বলতে রাজি হলো না ৷ অনেক পীড়াপীড়ি করাতে পরে সে বলতে শুরু করলে এক অপূর্ব ঘটনা ৷
🌺 বললে, "গ্রীষ্মকালে একদিন রাত্রে ঘুম হচ্ছে না ৷ বাগানে বেড়াচ্ছি ৷ দেখি বেলতলার দিক থেকে একটা আলো আসছে ৷ খুব কৌতুহল নিয়ে এগিয়ে গিয়ে দেখলুম, তিনি ( ঠাকুর ) বেলতলায় সমাধিস্থ, আর তাঁর সারা শরীর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে ৷ সেখানে বেশিক্ষণ থাকতে না পেরে ভয়ে পালিয়ে এলুম ৷ পরদিন সকালে তাঁর কাছে গিয়ে কেঁদে তাঁর পা জড়িয়ে ধরলুম ৷ তিনি বললেন, 'কিরে ! ব্যাপার কি ? হঠাৎ তোর এত ভক্তি কেন ?'
🌸কিছু ভেবে না পেয়ে বললুম, 'আমায় কৃপা করুন ৷'তিনি আমার মনের কথা সব বুঝে আমাকে ধরে তুললেন ৷ তারপর বললেন, 'কাল যে-মূর্তি দেখেছিস তা-ই ধ্যান করবি ৷ আর এই রাস্তাটি পরিস্কার করবি, কত ভক্ত আসবে ৷' তাই আমি তাঁর সেই মূর্তি ধ্যান করি, আর রাস্তাটি প্রত্যহ সাফ করি ৷"
🌸ধন্য গরীব বৃদ্ধ মালি ! ঠাকুর তাঁকে কি অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখালেন এবং ধ্যানযোগ ও কর্মযোগের উপদেশ দিলেন ৷ মালি ঠাকুরের দর্শন ও কৃপা পেয়েছিল কেঁদে পা জড়িয়ে ধরে — ইহাই শরণাগতি, পূর্ণ নির্ভরতা ।🌺🌸
3 weeks ago | [YT] | 132
View 6 replies
Munayan Tube
https://youtu.be/dPoQp0YOGgo
4 weeks ago | [YT] | 0
View 0 replies
Load more