Hello friends, আমি মুন,
শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামীজি মহারাজের জীবনী, বাণী , ও ভারতীয় দর্শনশাস্ত্র, বিভিন্ন দেব দেবীর বিষয়ক ভিডিও আমার চ্যানেল মূল বিষয়বস্তু । চ্যানেল ভিডিওগুলো ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন । ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ্য থাকবেন , ঠাকুর ও মায়ের কৃপা সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক 🙏
------------------------------
Munayan Tube
🌸 রামকৃষ্ণ দেব ও সারদা মা : এক অপূর্ব কাহিনি 🌸
দক্ষিণেশ্বরের কালীমন্দির। সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। গঙ্গার জলে তখনও আরতির প্রতিফলন নাচছে। রামকৃষ্ণ দেব মা কালীর সামনে বসে আছেন—চোখ অর্ধনিমীলিত, মুখে শিশুর মতো হাসি।
সেই সময় সারদা মা ধীরে ধীরে এসে পাশে বসলেন। তাঁর চোখে গভীর শান্তি, অথচ অন্তরে এক মায়াময় সংশয়।
সারদা মা:
— আপনি সারাদিন মা মা করেন, মানুষজন আসে যায়, আপনার কথা শোনে। কিন্তু আমার কী কর্তব্য? আমি কী করব?
রামকৃষ্ণ দেব মৃদু হেসে তাকালেন।
রামকৃষ্ণ দেব:
— তুমি তো মা-ই! সবাই তোমার সন্তান।
সারদা মা (নম্র কণ্ঠে):
— আমি তো কিছুই জানি না। না শাস্ত্র, না বিদ্যা।
রামকৃষ্ণ দেব:
— বিদ্যা দিয়ে কী হবে? যার হৃদয় পবিত্র, তার কাছেই ভগবান থাকেন। তুমি সেই পবিত্রতার আধার।
কিছুক্ষণ নীরবতা। বাতাসে ধূপের গন্ধ।
সারদা মা:
— আপনার এই ভাব লোকে বোঝে না। আপনাকে পাগল বলে।
রামকৃষ্ণ দেব (হেসে):
— মা, পাগল না হলে কি ভগবানকে পাওয়া যায়? এই পাগলামিই তো আসল জ্ঞান।
তারপর একদিন গভীর রাতে—
রামকৃষ্ণ দেব হঠাৎ সমাধি থেকে উঠে সারদা মায়ের দিকে তাকালেন।
রামকৃষ্ণ দেব:
— জানো, তোমার মধ্যে মা কালীর শক্তি আছে। একদিন মানুষ তোমার কাছে আসবে, শান্তি চাইবে।
সারদা মা (আতঙ্কিত হয়ে):
— না না, এসব কথা বলবেন না। আমি তো আপনার সেবা করতে এসেছি।
রামকৃষ্ণ দেব (গম্ভীর স্বরে):
— সেবাই তো সাধনা। মনে রেখো—
কারও দোষ দেখো না। সবাইকে আপন মনে করো।
বছর কেটে গেল। রামকৃষ্ণ দেব দেহত্যাগ করলেন।
কিন্তু তাঁর কথা সারদা মায়ের অন্তরে অমলিন রইল।
জয়রামবাটিতে বসে তিনি বলতেন—
> “আমি তো কিছু জানি না। আমি শুধু সবাইকে মা বলে ডাকি।”
রামকৃষ্ণ দেবের সেই বাণী তাঁর জীবনে সত্য হয়ে উঠল।
তিনি সত্যিই হলেন বিশ্বজননী—
ধর্ম, জাত, বর্ণের ঊর্ধ্বে উঠে সকলের মা।
5 days ago | [YT] | 23
View 4 replies
Munayan Tube
জয় মা 🙏
4 weeks ago | [YT] | 11
View 4 replies
Munayan Tube
https://youtu.be/A5dHUjHvHWc
2 months ago | [YT] | 1
View 2 replies
Munayan Tube
শুভ চতুর্থী 🙏✨ সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো সবার খুব আনন্দে কাটুক 🙏
2 months ago | [YT] | 6
View 8 replies
Munayan Tube
https://youtu.be/2jXJWLCDxNo
6 months ago | [YT] | 6
View 2 replies
Munayan Tube
🌸 লীলামৃত🌸
🌺"ঠাকুর অন্ত প্রাণ রামচন্দ্র দত্ত পেশায় ছিলেন ডাক্তার
আর নেশাতে ছিলেন যাত্রা দলের পরিচালক।
যাত্রা লিখতেন বটে কিন্তু পেশাদার নট নটিদের নিয়ে অভিনয় এর নাম শুনলেই ঘৃণ্যই মুখ ফিরিয়ে নিতেন।
শ্রী রামকৃষ্ণের সঙ্গে রঙ্গ মঞ্চে যাননি, গিরিশের সাথে বন্ধুত্ব থাকলেও থিয়েটার থেকে একশো হাত দূরে নিজেকে সরিয়ে রেখেছিলেন ।
সেই গিরীশের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভালোবাসা তাঁর চোখ খুলে দিয়েছে।
তিনি আক্ষেপ করে এক সময় দেবেন্দ্র নাথ মজুনদারকে বলে ছিলেন -" আমি কি নির্বোধ প্রভু যেখানে পদার্পন করেছিলেন যেখানে পতিতাকে কৃপা করতে উদয় হয়েছেন , সেই স্থানকে আমি কলুষিত জ্ঞান করেছি"
দীন দয়াময় থিয়েটার দেখার ছল করে দীন কে দয়া করতে এসে ছিলেন।
মূর্খ আমি সে কথা বুঝতে পারিনি, দেবেন এই থিয়েটার লোক আর সামান্য থিয়েটারওলা থাকবে না প্রভুর কৃপায় তাঁরা হবে আমার আরাধ্য"।
সেই রামচন্দ্র দত্ত সর্ব প্রথম রামকৃষ্ণের নামকে মঞ্চে আনলেন । নাটকের নাম ছিল "লীলামৃত " ।
6 months ago | [YT] | 121
View 2 replies
Munayan Tube
🙏🌸🌺সারদা মা একবার পুরী গিয়েছিলেন ।
পুরীতে প্রথম দিন গিয়ে একটা ঘিয়ের টিন এ ঠাসান দিয়ে ঠাকুরের ছবি রেখে, পুজো করে তাড়াতাড়ি
🌸জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছিলেন।
🌺ঘর দোর সব বন্ধ দেখে ফিরে এসে দেখেন ঠাকুরের ছবি টিনের নিচে নামানো আরও অনেকে ছিল তাঁরাও এসে দেখলো 🌺
সকলের মনে করলো ঘরে চোর ঢুকেছে, কিন্তু ঘরে কোথায় কোনও জিনিসের একটুও নড়চড় হয়নি।🌸
🌺অবশেষে দেখা গেলো বড় বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে, ঘিয়ের টিন ছিল কিনা তাই, পিঁপড়ে ধরেছিল ,
আর সেই পিঁপড়েই ঠাকুরের ছবিতে ধরে ছিল তাই, ঠাকুর নীচে নেমে বসেছেন।🌺
.... সদা জীবন্ত ঠাকুর 🙏🌸🌺
6 months ago | [YT] | 119
View 6 replies
Munayan Tube
🙏🌺ঠাকুরের সত্য রক্ষা 🌺🙏
---------------------------------------------
🌺ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সব ত্যাগ করলেও সত্য কে কোনোদিন ত্যাগ করেনি।
সত্য রক্ষা তাঁর কাছে মহা ব্যাপার ছিল।
ঠাকুরের মুখ দিয়ে কোনো দিন মিথ্যে বের হতো না, 🌺
🌺🌸কালীঘাটের হালদার পুরোহিত একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কে লাথি মেরেছিল,
এই ঘটনা পাছে প্রকাশ হলে লোকে হালদার এর অনিষ্ট করে এই জন্য তিনি এই ঘটনা গোপন করতে চেয়েছিলেন, কিন্তু তাঁর মনে হলো কথায় কথায় এই ঘটনা বেরিয়ে যেতে পারে কিন্তু, যদি কারোর কাছে সত্য তে তিনি আবদ্ধ হন। তবে এই কথা তাঁর মুখ দিয়ে বের হবে না এই উদ্দেশ্যে ভাগ্নে হৃদয় কে বললেন তুই আমাকে বল এই কথা কাউকে বলবেন না, হৃদয় প্রথমে রাজি হয়নি কিন্তু পরে ঠাকুর তাঁকে জোর করে তিনবার এই কথা বলিয়ে নিলেন এবং বললেন, আর ও কথা আমার মুখ দিয়ে বের হবে না, ঠাকুর হালদার এর কল্যাণের জন্য নিজেকে এই রূপ সত্যে আবদ্ধ করে নিলেন । 🌺🌸
🙏🌺জয় ঠাকুর🙏🌺
6 months ago | [YT] | 125
View 5 replies
Munayan Tube
https://youtu.be/eTb4ReO_6pI
6 months ago | [YT] | 3
View 0 replies
Munayan Tube
https://youtu.be/svlOcWPRl0k
6 months ago | [YT] | 2
View 0 replies
Load more