আচ্ছা অনেকগুলো প্রশ্ন তো দেখলাম। বেশিরভাগ টপিক ই জাবি এর গত বছরে আসা টপিক . এনালাইসিস এও তো সেগুলো বলেছি। অনেকে এনালাইসিস না দেখে শুধু মেডিকেল এর মতই পড়ে গিয়েছো। তাদের জন্য তো একটু আনকমন লাগবেই। কিছু শিফট এ হয়তো অন্য শিফট থেকে হার্ড আসবে, তাতে ওই শিফট এর কাট মার্ক কমবে। এতে সমস্যা না তেমন।
কিন্তু আমার এখনো প্রশ্ন , যারা আমার সাথে এড আছো, প্রশ্ন এনালাইসিস এর কথা কয়বার বলসি ভাই? কষ্ট করে বানায়ও দিচ্ছি। এখন দেখতেসি অনেকে ১ দিনে সাজেশন এর জন্য বিভিন্ন জায়গায় কোর্স কিনা নিয়ে দুশ্চিন্তা করছো। অনেকে আবার সেটা বুঝাচ্ছেও কোর্স কিনার জন্য তোমাদের। খুবই দুঃখজনক।
কিছুক্ষন পর রেজাল্ট দিবে।
রেজাল্ট যেমনই হোক জানিও ভাইয়াকে।
কিছুক্ষন পরেই অনলাইন, অফলাইন এ টক্সিসিটি শুরু হবে। একটু নিজেকে সামলে নিও । এই দিনই দিন না। সামনে আরো দিন আছে । যত বার মন খারাপ হবে ততবার সৃষ্টিকর্তার কাছে বেশি করে দোয়া করবে। এর চাইতেও সেরা সংবাদ এর ব্যবস্থা যেন করে দেন। সবই সময়ের খেলা। সময় সব বলে দেয় । মেডিকেলে চান্স না হলে ব্যর্থ হবা না তুমি, নিজে হতাশ হয়ে আশা হারায় ফেললে ওইদিন তুমি ব্যার্থ ।
আর যারা চান্স পাবে, অভিনন্দন । সামনের দিনেও পরিশ্রম করতে হবে । চেষ্টা থামানো যাবে না। কখনো অহঙ্কারি হওয়া যাবে না। বাদ বাকি ভালো কথা অন্যরা বলবেই, তাই আমি আর বললাম না।
সত্যি কথা বলি। প্রশ্ন আমার পছন্দ হয় নাই। অনেকে এই কথা শুনে আবার উল্টা মনে করবা।
প্রতিটা প্রশ্নেই সুপারফিশিয়াল প্রশ্ন থাকে। কিন্তু এই ব্যাচ এর প্রশ্নে অতিরিক্ত মাত্রায় সুপার্ফিশিয়াল প্রশ্ন দিসে। আর মানবিক গুণাবলীর ৫ নম্বর তো হুদাই লাগলো। মানে এই জিনিস টা ঢুকায়ে কেউ না পড়লেও ৫ নম্বর আনসার করার অবস্থায় থাকবে।কনফিউসন এর প্রশ্ন অন্যান্য বছর এর তুলনায় কম দিসে। আমরা বাহিরে থেকে প্রশ্ন দেখেছি, এক্সাম হল এ দেখলে প্রশ্ন হার্ড লাগবে স্বাভাবিক। কিন্তু গত বছর গুলোর চাইতে এই বছরের প্রশ্ন ভালো হয় নাই। পার্সোনাল অপিনিয়ন।
সমস্যা কাট মার্ক এর চাইতেও আসল সমস্যা হলো, মার্কস এর ডেন্সিটি বেড়ে যাবে। ০.২৫-০.৫ মার্কস এর জন্য ৪০০-৫০০ সিট পিছায় যায় শেষের দিকে। আর শুরুর দিকে ২-৩ মার্কস এর ভিতর একটা মেডিকেলের সিট শেষ হয়ে যাবে।
তুলনামূলক কঠিন , সহজ মিক্সড প্রশ্নে, কাট মার্ক ও কমে, আবার মার্কস এর ডেন্সিটি কমে যায়। আমাদের সময় ঢাকার মেডিকেল ৪ টায় মার্কস এর ব্যবধান প্রায় ১৫ এর মতন ছিল। যেটা একটা সুবিধা।
আমি নিজেও আমার প্রশ্নে ৩ টার মতন সহজ ভুল করসি। এমন প্রশ্নে যদি সহজ ভুল গুলো করতাম আমার rank পিছায় যেতো অনেক।
২. অনেক ভালো প্রিপারেশন নেয়া মানুষের প্রতি এমন প্রশ্ন ইনজাস্টিস। ২/৩ দিন যারা পড়সে, তারাও প্রচুর প্রশ্ন পেরে যাবে।
এই এক্সাম টায় আসলে যারা জানা জিনিস দাগিয়ে আসতে পেরেছে ঠিকঠাক , তারাই সুবিধা টা পাবে। বেশি পড়ালেখা করে এই এক্সাম এ লাভ হয় নাই তেমন।
তাই এখন একটা কথাই বলব, পড়ার সাথে এফিসিয়েন্সি বাড়াতে হবে। যেটা আগে থেকেও বলে আসছি।
আমার সকালে একটা এক্সাম আছে। এক্সাম দিয়ে এসেই আবার কাজ শুরু করছি।
এবার এট লিস্ট কথা দাও, যা যা বলবো, একটু ঠাণ্ডা মাথায় সেগুলো করবা। মেডিকেল এর পর সবাই বিপর্যস্ত থাকে। যারা একটু ঠাণ্ডা মাথায় কাজের জিনিস পড়ে যেতে পারে , তারাই চান্স পেয়ে যায়।
মেডিকেলের এনালাইসিস গুলো দেখসো না? এবারও সেম এনালাইসিস ভার্সিটি এর জন্য দিব। ভার্সিটি এনালাইসিস আরো সোজা রে ভাই। পারবা। শুধু কথা দাও যে, যেই কাজ গুলো করতে বলব, ১ মাস পরিশ্রম করবা বেশি করে।
যাদের এক্সাম ভালো হয়নি। মনে হচ্ছে যে চান্স হবে না। তাদের জন্য বলি, অনেকে বলছো সব কিছু শেষ।
আমি এটার উত্তর এ বেশি কিছুই বলব না। তুমি এখন এডমিশনের সময় যে পরিশ্রম করছো , একটু ধৈর্য ধরে যদি এর ৭০% পরিশ্রম ও চালিয়ে যেতে পারো সামনের দিনগুলোতে, আমি এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে, আগামী ২ বছর পর তোমার লাইফ এ কোনো রিগ্রেট থাকবে না মেডিকেল এক্সাম নিয়ে।
২ বছর পর আজকের দিনের মন খারাপ দেখে নিজের উপর হাসিই পাবে।
আমার সাথে অনেক বন্ধুর চান্স পায়নি। কিন্তু ওরা এই ২ বছরে পরিশ্রম করেছে বেশ। এখন সত্যি বলতে প্রত্যেক ফিল্ড এ বেশ ভালো করছে। ওদের লাইফে এখন কোনো রিগ্রেট নাই।
তোমরা এখনো অনেক ছোট, মনে হচ্ছে ডাক্তার হওয়াই জীবনের সব। না রে ভাই । ২ বছর পর দেখবে আরও হাজারটা সুযোগ আছে লাইফ এ। জীবন থেমে থাকে না। আরো বেটার অপশন আছে। কিন্তু হ্যাঁ, অনেকদিনের স্বপ্ন ভেঙে গেলে খারাপ লাগে।
কিন্তু জীবনের সব শেষ হয় না। জ্বলন্ত কয়লা থেকে আবারো তুমি উঠে দাঁড়াবে।
জীবনে কখনোই চেষ্টা থামাতে নেই। যত বেশি করে, যত দিন ধরে চেষ্টা করবা, Reward তত বড়।
এই সময় ও চলে যাবে, নতুন সময় আসবে, যেই সময় টা তোমাদের হবে।
সব পড়া ভুলে যাচ্ছি শুনো এটা স্বাভাবিক। ভয় পাওয়ার কিছুই নাই। অতিরিক্ত টেনশন এ ব্রেন ওভার্থিংক করে। এজন্যই এমন লাগে। প্রশ্ন পেয়ে অনেক কিছুই মনে পরে যাবে। শুরুতেই সহজ প্রশ্ন দাগায় ফেলবো। মাথা কাজ করবে তাইলে ভালো ।
আমারও আগের রাতে এমন ফিল হইসে। আমি পথ করসি এমন বাজে রাত। তোমাদেরও কেটে যাবে সেরা একটা এক্সাম হবে ইনশা আল্লাহ 💚
Tasdid Islam Turab
আচ্ছা অনেকগুলো প্রশ্ন তো দেখলাম। বেশিরভাগ টপিক ই জাবি এর গত বছরে আসা টপিক . এনালাইসিস এও তো সেগুলো বলেছি। অনেকে এনালাইসিস না দেখে শুধু মেডিকেল এর মতই পড়ে গিয়েছো। তাদের জন্য তো একটু আনকমন লাগবেই। কিছু শিফট এ হয়তো অন্য শিফট থেকে হার্ড আসবে, তাতে ওই শিফট এর কাট মার্ক কমবে। এতে সমস্যা না তেমন।
কিন্তু আমার এখনো প্রশ্ন , যারা আমার সাথে এড আছো, প্রশ্ন এনালাইসিস এর কথা কয়বার বলসি ভাই?
কষ্ট করে বানায়ও দিচ্ছি।
এখন দেখতেসি অনেকে ১ দিনে সাজেশন এর জন্য বিভিন্ন জায়গায় কোর্স কিনা নিয়ে দুশ্চিন্তা করছো। অনেকে আবার সেটা বুঝাচ্ছেও কোর্স কিনার জন্য তোমাদের। খুবই দুঃখজনক।
3 days ago | [YT] | 211
View 76 replies
Tasdid Islam Turab
কিছুক্ষন পর রেজাল্ট দিবে।
রেজাল্ট যেমনই হোক জানিও ভাইয়াকে।
কিছুক্ষন পরেই অনলাইন, অফলাইন এ টক্সিসিটি শুরু হবে। একটু নিজেকে সামলে নিও । এই দিনই দিন না। সামনে আরো দিন আছে । যত বার মন খারাপ হবে ততবার সৃষ্টিকর্তার কাছে বেশি করে দোয়া করবে। এর চাইতেও সেরা সংবাদ এর ব্যবস্থা যেন করে দেন। সবই সময়ের খেলা। সময় সব বলে দেয় । মেডিকেলে চান্স না হলে ব্যর্থ হবা না তুমি, নিজে হতাশ হয়ে আশা হারায় ফেললে ওইদিন তুমি ব্যার্থ ।
আর যারা চান্স পাবে, অভিনন্দন । সামনের দিনেও পরিশ্রম করতে হবে । চেষ্টা থামানো যাবে না। কখনো অহঙ্কারি হওয়া যাবে না। বাদ বাকি ভালো কথা অন্যরা বলবেই, তাই আমি আর বললাম না।
সবার সাথেই আছি আমি ইনশা আল্লাহ ।
1 week ago | [YT] | 368
View 57 replies
Tasdid Islam Turab
সত্যি কথা বলি।
প্রশ্ন আমার পছন্দ হয় নাই। অনেকে এই কথা শুনে আবার উল্টা মনে করবা।
প্রতিটা প্রশ্নেই সুপারফিশিয়াল প্রশ্ন থাকে। কিন্তু এই ব্যাচ এর প্রশ্নে অতিরিক্ত মাত্রায় সুপার্ফিশিয়াল প্রশ্ন দিসে। আর মানবিক গুণাবলীর ৫ নম্বর তো হুদাই লাগলো। মানে এই জিনিস টা ঢুকায়ে কেউ না পড়লেও ৫ নম্বর আনসার করার অবস্থায় থাকবে।কনফিউসন এর প্রশ্ন অন্যান্য বছর এর তুলনায় কম দিসে। আমরা বাহিরে থেকে প্রশ্ন দেখেছি, এক্সাম হল এ দেখলে প্রশ্ন হার্ড লাগবে স্বাভাবিক। কিন্তু গত বছর গুলোর চাইতে এই বছরের প্রশ্ন ভালো হয় নাই। পার্সোনাল অপিনিয়ন।
সমস্যা কাট মার্ক এর চাইতেও আসল সমস্যা হলো, মার্কস এর ডেন্সিটি বেড়ে যাবে। ০.২৫-০.৫ মার্কস এর জন্য ৪০০-৫০০ সিট পিছায় যায় শেষের দিকে।
আর শুরুর দিকে ২-৩ মার্কস এর ভিতর একটা মেডিকেলের সিট শেষ হয়ে যাবে।
তুলনামূলক কঠিন , সহজ মিক্সড প্রশ্নে, কাট মার্ক ও কমে, আবার মার্কস এর ডেন্সিটি কমে যায়। আমাদের সময় ঢাকার মেডিকেল ৪ টায় মার্কস এর ব্যবধান প্রায় ১৫ এর মতন ছিল। যেটা একটা সুবিধা।
আমি নিজেও আমার প্রশ্নে ৩ টার মতন সহজ ভুল করসি। এমন প্রশ্নে যদি সহজ ভুল গুলো করতাম আমার rank পিছায় যেতো অনেক।
২. অনেক ভালো প্রিপারেশন নেয়া মানুষের প্রতি এমন প্রশ্ন ইনজাস্টিস। ২/৩ দিন যারা পড়সে, তারাও প্রচুর প্রশ্ন পেরে যাবে।
এই এক্সাম টায় আসলে যারা জানা জিনিস দাগিয়ে আসতে পেরেছে ঠিকঠাক , তারাই সুবিধা টা পাবে।
বেশি পড়ালেখা করে এই এক্সাম এ লাভ হয় নাই তেমন।
তাই এখন একটা কথাই বলব, পড়ার সাথে এফিসিয়েন্সি বাড়াতে হবে। যেটা আগে থেকেও বলে আসছি।
সামনের এক্সাম গুলোর জন্যও ব্যাপারটা সত্য। মাথায় রেখো।
1 week ago | [YT] | 294
View 43 replies
Tasdid Islam Turab
www.facebook.com/share/v/185k8pFQGA/
যারা AFMC নিয়ে গাইডলাইন খুঁজছিলে।
মারিফুল ভাইয়ার কাছ থেকে শুনে নাও।
ভাইয়া AFMC থেকে পড়েছেন 💚
1 week ago | [YT] | 60
View 5 replies
Tasdid Islam Turab
আমার সকালে একটা এক্সাম আছে। এক্সাম দিয়ে এসেই আবার কাজ শুরু করছি।
এবার এট লিস্ট কথা দাও, যা যা বলবো, একটু ঠাণ্ডা মাথায় সেগুলো করবা। মেডিকেল এর পর সবাই বিপর্যস্ত থাকে। যারা একটু ঠাণ্ডা মাথায় কাজের জিনিস পড়ে যেতে পারে , তারাই চান্স পেয়ে যায়।
মেডিকেলের এনালাইসিস গুলো দেখসো না? এবারও সেম এনালাইসিস ভার্সিটি এর জন্য দিব। ভার্সিটি এনালাইসিস আরো সোজা রে ভাই। পারবা। শুধু কথা দাও যে, যেই কাজ গুলো করতে বলব, ১ মাস পরিশ্রম করবা বেশি করে।
1 week ago | [YT] | 413
View 68 replies
Tasdid Islam Turab
যাদের এক্সাম ভালো হয়নি। মনে হচ্ছে যে চান্স হবে না। তাদের জন্য বলি, অনেকে বলছো সব কিছু শেষ।
আমি এটার উত্তর এ বেশি কিছুই বলব না। তুমি এখন এডমিশনের সময় যে পরিশ্রম করছো , একটু ধৈর্য ধরে যদি এর ৭০% পরিশ্রম ও চালিয়ে যেতে পারো সামনের দিনগুলোতে, আমি এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে, আগামী ২ বছর পর তোমার লাইফ এ কোনো রিগ্রেট থাকবে না মেডিকেল এক্সাম নিয়ে।
২ বছর পর আজকের দিনের মন খারাপ দেখে নিজের উপর হাসিই পাবে।
আমার সাথে অনেক বন্ধুর চান্স পায়নি। কিন্তু ওরা এই ২ বছরে পরিশ্রম করেছে বেশ। এখন সত্যি বলতে প্রত্যেক ফিল্ড এ বেশ ভালো করছে। ওদের লাইফে এখন কোনো রিগ্রেট নাই।
তোমরা এখনো অনেক ছোট, মনে হচ্ছে ডাক্তার হওয়াই জীবনের সব। না রে ভাই । ২ বছর পর দেখবে আরও হাজারটা সুযোগ আছে লাইফ এ। জীবন থেমে থাকে না। আরো বেটার অপশন আছে। কিন্তু হ্যাঁ, অনেকদিনের স্বপ্ন ভেঙে গেলে খারাপ লাগে।
কিন্তু জীবনের সব শেষ হয় না। জ্বলন্ত কয়লা থেকে আবারো তুমি উঠে দাঁড়াবে।
জীবনে কখনোই চেষ্টা থামাতে নেই। যত বেশি করে, যত দিন ধরে চেষ্টা করবা, Reward তত বড়।
এই সময় ও চলে যাবে, নতুন সময় আসবে, যেই সময় টা তোমাদের হবে।
শুধু চেষ্টা আর আশা হারিও না।
1 week ago | [YT] | 238
View 17 replies
Tasdid Islam Turab
মনের মধ্যে এখন কি অবস্থা চলছে ?
2 weeks ago | [YT] | 68
View 68 replies
Tasdid Islam Turab
যারা রাতে বা আগামীকাল সকালে এক্সাম দিতে চাচ্ছিলে, তার অফলাইন কপি ও অনলাইন কপি এর লিঙ্ক আমি আগেই টেলিগ্রাম এ দিয়ে দিয়েছি।
তারপরও নতুন করে ড্রাইভ দিচ্ছি আর অনলাইন লিঙ্ক দিচ্ছি।
অফলাইন কপি ও সল্ভ শিটঃ drive.google.com/drive/folders/16sboMzNsq8oFSQeo8W…
Online Exam Link:
Link1: testmoz.com/q/15057464
Link 2: testmoz.com/q/15059924
2 weeks ago | [YT] | 30
View 0 replies
Tasdid Islam Turab
সব পড়া ভুলে যাচ্ছি
শুনো এটা স্বাভাবিক। ভয় পাওয়ার কিছুই নাই। অতিরিক্ত টেনশন এ ব্রেন ওভার্থিংক করে। এজন্যই এমন লাগে। প্রশ্ন পেয়ে অনেক কিছুই মনে পরে যাবে।
শুরুতেই সহজ প্রশ্ন দাগায় ফেলবো। মাথা কাজ করবে তাইলে ভালো ।
আমারও আগের রাতে এমন ফিল হইসে। আমি পথ করসি এমন বাজে রাত। তোমাদেরও কেটে যাবে
সেরা একটা এক্সাম হবে ইনশা আল্লাহ 💚
2 weeks ago | [YT] | 262
View 13 replies
Tasdid Islam Turab
আচ্ছা যাদের টেস্টমোজ লোড নিতে প্রবলেম করছে , তারা
RTDS ওয়েবসাইট এ গিয়ে সকালের এক্সাম টা দাও
www.rtdslive.com/
রাতে এসে এই এক্সাম টা দিও।
সারাদিন টেস্টমজ এর লিংক ওপেন থাকবে।
দুই সেট প্রশ্ন আলাদা একদম ।
তো দুইটা এক্সাম দিতে পারবে
Confidence Boost Exam -1
@10 AM
Submit within 11.00 AM
Link 1: testmoz.com/q/15057442
2 weeks ago | [YT] | 43
View 2 replies
Load more