পট্টায়ার টাইগার পার্কে বাঘ মামার সাথে কিছু স্মরণীয় মুহূর্ত...👇🏼👇🏼👇🏼
পট্টায়ার টাইগার পার্কে ঢুকেই রোমাঞ্চের শিহরণ বয়ে গেল শরীরজুড়ে। এত কাছ থেকে কখনো বাঘ দেখিনি, আর আজ তো তাকে ছুঁয়ে দেখার সুযোগ! প্রথমে একটু দ্বিধা, একটু ভয়—এই বিশাল, শক্তিশালী প্রাণী যদি হঠাৎ রেগে যায়? কিন্তু প্রশিক্ষকদের আশ্বাস আর বাঘ মামার শান্ত দৃষ্টি দেখে ধীরে ধীরে ভয় কেটে গেল।
একটা বড়সড়, সুঠাম দেহের বাঘ অলস ভঙ্গিতে শুয়ে ছিল ঘাসের ওপর। গা থেকে যেন রাজকীয় ভাব বেরিয়ে আসছে। আমি ধীরে ধীরে তার পাশে দাঁড়ালাম। প্রশিক্ষক বাঘ মামার পিঠে, লেজে বিশেষ করে পেছনের দিকটা হাত বোলানোর অনুমতি দিলেন। আচ্ছা, বাঘের গা ছুঁয়ে দেখার অনুভূতি কেমন হতে পারে? আমি হাত বাড়ালাম—ওফ! নরম হলেও শক্ত চামড়া, ঘন লোমে ঢাকা শরীর। সে যেন নির্বিকার, আমার স্পর্শ তার রাজসিক ভাবমূর্তিতে কোনো পরিবর্তন আনল না।
একসময় ছবি তোলার পালা এল। বাঘ মামা একটু মাথা উঁচু করল, আর আমি তার পাশে দাঁড়িয়ে পোজ দিলাম। এত কাছ থেকে তার গর্জন শোনার সৌভাগ্যও হলো, যদিও সেটা খুব শান্ত স্বরে ছিল। প্রশিক্ষক জানালেন, এই বাঘগুলো ছোটবেলা থেকেই মানুষের সংস্পর্শে বড় হয়েছে, তাই ওদের মধ্যে হিংস্রতার প্রবণতা কম।
অবশেষে টাইগার মামার সঙ্গে কাটানো এই কয়েকটা মুহূর্ত স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকল। ভয় আর রোমাঞ্চের এই মিশ্র অনুভূতি সত্যিই অবিস্মরণীয়!
আপনাদের কি এরকম কোন অভিজ্ঞতা আছে! আমার মতন আপনারাও কি কখনো এই অভিজ্ঞতা নিতে চান ! তাহলে কমেন্টে জানান 😀
কলকাতা থেকে ইটানগর (holongi বিমানবন্দর) যাওয়ার ফ্লাইট এক্সপেরিয়েন্স বেশ ভালো, বিশেষ করে যারা প্রথমবার অরুণাচল প্রদেশ যাচ্ছেন। এখানে আমি ফ্লাইটের পুরো অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি—
### **ফ্লাইট বুকিং ও প্রস্তুতি:** - কলকাতা থেকে ইটানগরের জন্য সরাসরি একটিমাত্র ফ্লাইট **Indigo ** পরিচালনা করে। - সময় লাগে আনুমানিক **1-1.5 ঘণ্টা**। - ফ্লাইট ভাড়া সাধারণত **₹4000-₹8000** এর মধ্যে থাকে, তবে অগ্রিম বুকিং করলে সাশ্রয়ী হয়। - চেক-ইন ও সিকিউরিটি চেকিং অন্যান্য অভ্যন্তরীণ ফ্লাইটের মতোই স্বাভাবিক।
### **ফ্লাইট এক্সপেরিয়েন্স:** - **উড্ডয়ন:** কলকাতা বিমানবন্দর থেকে উড়ান শুরু করার পর কিছুক্ষণের মধ্যেই সুন্দর মেঘের ভিউ দেখা যায়। - **আকাশ থেকে দৃশ্য:** আসামের ওপর দিয়ে যাওয়ার সময় ব্রহ্মপুত্র নদীর অসাধারণ দৃশ্য চোখে পড়ে। - **ল্যান্ডিং:** ইটানগরের কাছের **holongi বিমানবন্দর** বেশ নতুন ও কম ভিড় থাকে, তাই নামার পর ঝামেলা কম। - **পরিবেশ:** পাহাড়ের মাঝে এই ছোট বিমানবন্দরটি একদম শান্ত ও মনোমুগ্ধকর।
### **ল্যান্ডিংয়ের পর:** - ইটানগর থেকে বিমানবন্দর প্রায় **15-20 কিমি** দূরে, গাড়িতে 30-40 মিনিট লাগে। - বিমানবন্দরের বাইরে ট্যাক্সি সহজেই পাওয়া যায়, তবে ওখানকার ট্যাক্সি ইউনিয়ন একটু অন্যরকম বেস "Demanding Type" আগে থেকে বুকিং করলে সুবিধা হয়।
এই রুটে ফ্লাইট ভ্রমণ বেশ স্মরণীয়, বিশেষ করে শেষের দিকে পাহাড়ি ভিউ একদম মন ছুঁয়ে যায়। আপনি কি কোনো অরুণাচল প্রদেশের ফ্লাইট এক্সপেরিয়েন্স আছে থাকলে জানাতে পারেন!
তিলোত্তমার ন্যায় বিচারের জন্য দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পদযাত্রা চলছে এবং চলবে। আগামী ২২শে আগস্ট সন্ধ্যা ৬ টার সময় পাটুলি থেকে গাঙ্গুলি বাগানের উদ্দেশ্যে আমরা বাংলার সমস্ত ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা এই পদযাত্রায় সামিল হচ্ছি আপনাদের পক্ষেও সম্ভব হলে পায়ে পা মেলান। তিলোত্তমার ন্যায় বিচারের জন্য 🙏
সবই চলবে নিজের গতিতে, সময় থেমে থাকে না, হারিয়ে যায় আকস্মিক ভাবে কিছু মানুষ নরপিশাচ দের বলি হয়ে, মনে রাখে কয়েকটা দিন,মোমবাতি মিছিল,নীরবতা, তারপর ঘুরে ফেরে,মানুষের মুখে মুখে ক্ষণিকের জন্য, কেউই সেই ভাবে মনে রাখে না,যেমন মনে রাখে নি অভয়ার কথা,শুধু অভয়া, আরও কতো মেয়ে??কতো শত নারী, অযাচিত ভাবে মানুষরুপী জানোয়ারের হাতে নিপীড়িত হয়ে হারিয়ে ফেললো তাদের শৈশব,তাদের যৌবন,তাদের সুন্দর ভবিষ্যত। আর কয়েক ঘন্টা পরে আমাদের দেশে পালিত হবে স্বাধীনতা দিবস, কিসের স্বাধীনতা, মেয়েরা তো স্বাধীন হতে পারলো না, নিজের কাজের জায়গায়,পাশের বাড়িতে,রাস্তায়,কোথাও না। লজ্জা,চরম লজ্জা, একজন পুরুষ মানুষ হয়ে এই লজ্জা লুকোনোর জায়গা নেই। কবে হবে বোধোদয় ?? নরপিশাচ গুলোর মনে পরে না সেই মুহূর্তে তাদের ঘরেও মা- বোন - স্ত্রী আছে। মনে পরে না বলেই তারা নরপিশাচ। R G কর এর অভাগা মেয়েটা মানবসেবার ব্রত নিয়েছিল,একটি ডাক্তার চলে গেলো, সমাজের এই পিশাচ গুলোর কর্মকাণ্ডে বাকরুদ্ধ, শাস্তি চাইলেও কম চাওয়া হবে কারণ যেভাবে অভাগীটি কষ্ট ভোগ করতে হয়েছে তা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠবে, দুই চোখ দিয়েই বেরোচ্ছিল র*ক্ত, মুখে র*ক্ত, যৌনা*ঙ্গে ক্ষত, মুখে আঘা*তের চিহ্ন, নখে আঘা*তের চিহ্ন, পায়ে আঘা*তের চিহ্ন, পেটে আঘা*তের চিহ্ন, হাতে আঘা*তের চিহ্ন, ঠোঁটে আঘা*তের চিহ্ন, ভেঙেছে হাড়! এই নরপিশাচ গুলোর দরকার এমন শাস্তি যাতে পিশাচগুলো তাদের রূপটা কে নিজের খোলসের মধ্যেই বদ্ধ রাখে ভয়তে চরম ভয়তে। .
কিভাবে আপনারা সল্প খরচায়, খুব সহজেই বিদেশি বিমানের টিকিট বুক করবেন দেখে নিন!!
কিছু দিন আগেই আমি ঘুরে এসেছি Thailand থেকে। সেই সংক্রান্ত একটা ভিডিও পোস্ট করেছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথম এপিসোডে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে থাইল্যান্ড এর রাজধানী ব্যাংকক এর বিমান যাত্রা। সেই ভিডিওতে আমাকে অনেকেই জানতে চেয়েছে যে আমি কিভাবে অনেক সস্তায় ফ্লাইট টিকিট বুকিং করেছিলাম?
ভিডিওতে আমি যতটা পেরেছি আপনাদেরকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি তার বাইরেও কিছু কিছু বেপার রয়েছে সেই বিষয় গুলো আপনারাও মাথায় রাখলে আগামী দিনে আপনাদের ও Domestic বা International টিকিট কাটার সময় খুবই হেল্প হবে।
কি কি মাথায় রাখবেন বিষয়গুলো দেখে নিন....
১. অনলাইন প্ল্যাটফর্মে যান (Visit an Online Platform):
"স্কাইস্ক্যানার", "কায়াক", "গুগল ফ্লাইটস" মেক মাই ট্রিপ, বা আপনার পছন্দের অন্যান্য ফ্লাইট বুকিং সাইটে ঢু মেরে দেখুন। আপনার যাত্রার স্থান, গন্তব্য, এবং ভ্রমণের তারিখ দিয়ে বিভিন্ন Application বা ওয়েবসাইট গুলোতে Compare করে দেখুন আর সস্তা বিকল্প বেছে নিন।
২. বিমান বুকিং এর তথ্য (Filght Bokking Details )
বিমান বুকিং এর সময় আপনার জরুরী কিছু সরকারি তথ্য যেমন নাম, বয়স, জন্ম তারিখ, phone number, email ID, প্রভৃতি দিতে লাগবে Domestic fight বুকিং এর ক্ষেত্রে তবে International fight এর ক্ষেত্রে ম্যান্ডেটরি আপনাদের পাসপোর্ট এর আইডি নাম্বার এবং পাসপোর্ট এর expire date এগুলো দিতে হয়।
৩. ব্যাগ সংক্রান্ত নিয়ম (Flight baggage policy)
প্রতিটি বিমানের একটা নির্দিষ্ট ফ্লাইট পলিসি থাকে যেমন তার মধ্যে সবথেকে বড় বিষয় হলো ব্যাগেজ। ছোট বা low cost career flight গুলোতে ৫ থেকে ৭ কেজির একটাই ব্যাগ আপনাকে সঙ্গে রাখতে দেবে, আবার অন্যান্য একটু ভালো বিমান কোম্পানি সেখানে cabin baggage 7kg এবং checking baggage কোথাও 15kg কোথাও 21kg ও দেয় সেক্ষেত্রে টিকিটের মূল্য কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর আপনার ফ্লাইটে কোন ফ্রি সিট পলিসি আছে কিনা সেটাও একটু দেখে নেবেন যদি ফ্রি সিট থাকে তাহলে সেই সিটটি নিলে আপনার এক্সটা খরচা বাঁচবে।
৪. পেমেন্ট করুন (Make Payment): পেমেন্ট করার সময় দেখে নেবেন কোন অ্যাপ্লিকেশনে কোন কুপন কোড বা পেমেন্ট মেথডে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ব্যাংকিং কী কী অফারে আপনাকে বেশি ছাড় দিচ্ছে। সেই কার্ড বা কুপন কোড ব্যবহার করে আপনি আপনার পেমেন্ট প্রসেসিং করে ফেলবেন।
বুকিং সফল হয়ে গেলে আপনার কাছে ইমেইল আইডিতে এবং ফোন নাম্বারে টেক্সট মেসেজ বা ভার্চুয়াল কপি আসবে এটা থেকেই আপনাকে পরবর্তী সময়ে web checking এর মাধ্যমে Boarding pass সংগ্রহ করতে হবে।
৫. সঠিক টিকিট কাটার সময় (Best Time To Buy Flight Ticket)
ফ্লাইটে টিকিট কাটার জন্য সর্বদা কোনো একটি অ্যাপ্লিকেশনে টিকিটের মূল্য চেক করবেন না তাহলে ফ্লাইট এর টিকিট আপনাকে বেশি দেখাবে। ফ্লাইট টিকিট মোটামুটি দু থেকে তিন মাস আগে কাটলে সবথেকে ভালো। ফ্লাইট টিকিট সব সময় চেষ্টা করবেন রাত্রে বেলা, ভোরবেলা, দুপুরবেলা বা অফ টাইমে কাটার।
৬. বিশেষ সময়ে বিশেষ ছাড় (Upto 50 Off Offer)
বিভিন্ন বিমান কোম্পানির বিশেষ বিশেষ কিছু সময়ে জন্য ১৫% ,২০% থেকে কখনো ৫০% পর্যন্ত ছাড় দেয়। তাই একটু খোঁজ রাখবেন অনলাইন বা অফলাইনে কখন সেই অফার গুলো তারা দেয়।
এই ব্যাপার গুলো একটু অনুসরণ করলে আপনি ও অনেক কম খরচে ফ্লাইট বুক করতে পারবেন।
আপনারা কিভাবে ফ্লাইট বুকিং করেন এবং কত কম খরচায় ফ্লাইট বুকিং করেছেন সেই সংক্রান্ত কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন।।
জীবনে প্রথমবার একা বিদেশ যাত্রা করবো তাও আবার দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড মতন রাষ্ট্রে। যেখানে রয়েছে প্রতি পদে প্রতিকূলতা একজন বাঙালির কাছে প্রধানত ভাষার সমস্যা, খাদ্যাভ্যাসের সমস্যা। পৃথিবীতে রয়েছে ১৯৫ টা দেশ তবে এই দেশটি ঘুরে দেখার ইচ্ছা আমার ছোট বেলা থেকেই ছিল। আর THE BEACH সিনেমাটি দেখার পর থেকে সেই ইচ্ছা আরো প্রবল হয়ে উঠেছিল। আমি বিদেশের মাটিতে ঘুরে বেরিয়েছি ব্যাংকক শহরের অলিগুলি থেকে শুরু করে প্রাচীন সব রাজপ্রাসাদে, অট্টালিকা, বড় বড় শপিংমলে অন্যদিকে জীবনের সেরা মুহূর্ত কাটিয়েছি ফুকেটের মতন ছোট-ছোট নাম না জানা দ্বীপ, শুধু তাই নয় উপভোগ করেছি পাটায়া শহরের জীবন্ত রাতের বিখ্যাত নাইট লাইফ, চেখে দেখেছি থাইল্যান্ডের বিখ্যাত সব থাই খাবার, এছাড়াও করেছি এমন কিছু দুঃসাহসিক কাজ যা কখনো আমি ভাবি দুঃস্বপ্নেও ভাবিনি! অনেক কিছুই শিখেছি, আবার অনেক কিছুই দেখেছি, কিছু জায়গায় ঠকেছি, যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি।
এই যাত্রাপথে কোথাও গিয়ে মনে হয়েছে বাঙালি মানেই কি ভীতু! এটা যে সম্পূর্ণ মিথ্যা! মানুষ পারেনা এমন কোন কাজ নেই, আমাদের দৈনন্দিন জীবনে বেড়াজালের গণ্ডি থেকে না বেরোলে হয়তো তা বুঝতে পারতাম না কখনো। সেই সমস্ত রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছি আমার থাইল্যান্ড সিরিসে। আমার ভিডিও ভালো লাগলে চোখ রাখুন কলকাতর পুলক Youtube চ্যানেল এবং Facebook পেজে। 🙏 🙏🙏
নববর্ষ মানেই পুরনো সবকিছু ভুলে নতুন করে পথচলার একটি সুযোগ। নববর্ষ আপনার জীবনে নিয়ে আসুক:
অফুরন্ত সুখ-শান্তি, অফুরন্ত সমৃদ্ধি, অফুরন্ত সুস্থতা, অফুরন্ত সাফল্য, অফুরন্ত ভালোবাসা, এবং অফুরন্ত আনন্দ। নতুন বছরে আপনার সকল স্বপ্ন ও লক্ষ্য পূরণ হোক।।
Kolkatar Pulak
বাঘের গা ছুঁয়ে দেখার অনুভূতি কেমন হতে পারে?
পট্টায়ার টাইগার পার্কে বাঘ মামার সাথে কিছু স্মরণীয় মুহূর্ত...👇🏼👇🏼👇🏼
পট্টায়ার টাইগার পার্কে ঢুকেই রোমাঞ্চের শিহরণ বয়ে গেল শরীরজুড়ে। এত কাছ থেকে কখনো বাঘ দেখিনি, আর আজ তো তাকে ছুঁয়ে দেখার সুযোগ! প্রথমে একটু দ্বিধা, একটু ভয়—এই বিশাল, শক্তিশালী প্রাণী যদি হঠাৎ রেগে যায়? কিন্তু প্রশিক্ষকদের আশ্বাস আর বাঘ মামার শান্ত দৃষ্টি দেখে ধীরে ধীরে ভয় কেটে গেল।
একটা বড়সড়, সুঠাম দেহের বাঘ অলস ভঙ্গিতে শুয়ে ছিল ঘাসের ওপর। গা থেকে যেন রাজকীয় ভাব বেরিয়ে আসছে। আমি ধীরে ধীরে তার পাশে দাঁড়ালাম। প্রশিক্ষক বাঘ মামার পিঠে, লেজে বিশেষ করে পেছনের দিকটা হাত বোলানোর অনুমতি দিলেন। আচ্ছা, বাঘের গা ছুঁয়ে দেখার অনুভূতি কেমন হতে পারে? আমি হাত বাড়ালাম—ওফ! নরম হলেও শক্ত চামড়া, ঘন লোমে ঢাকা শরীর। সে যেন নির্বিকার, আমার স্পর্শ তার রাজসিক ভাবমূর্তিতে কোনো পরিবর্তন আনল না।
একসময় ছবি তোলার পালা এল। বাঘ মামা একটু মাথা উঁচু করল, আর আমি তার পাশে দাঁড়িয়ে পোজ দিলাম। এত কাছ থেকে তার গর্জন শোনার সৌভাগ্যও হলো, যদিও সেটা খুব শান্ত স্বরে ছিল। প্রশিক্ষক জানালেন, এই বাঘগুলো ছোটবেলা থেকেই মানুষের সংস্পর্শে বড় হয়েছে, তাই ওদের মধ্যে হিংস্রতার প্রবণতা কম।
অবশেষে টাইগার মামার সঙ্গে কাটানো এই কয়েকটা মুহূর্ত স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকল। ভয় আর রোমাঞ্চের এই মিশ্র অনুভূতি সত্যিই অবিস্মরণীয়!
আপনাদের কি এরকম কোন অভিজ্ঞতা আছে!
আমার মতন আপনারাও কি কখনো এই অভিজ্ঞতা নিতে চান ! তাহলে কমেন্টে জানান 😀
#pattayathailand #pattayatigerPark #tigerKingdom #thailand
11 months ago | [YT] | 18
View 4 replies
Kolkatar Pulak
অরুনাচলের পথে !!
কলকাতা থেকে ইটানগর (holongi বিমানবন্দর) যাওয়ার ফ্লাইট এক্সপেরিয়েন্স বেশ ভালো, বিশেষ করে যারা প্রথমবার অরুণাচল প্রদেশ যাচ্ছেন। এখানে আমি ফ্লাইটের পুরো অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি—
### **ফ্লাইট বুকিং ও প্রস্তুতি:**
- কলকাতা থেকে ইটানগরের জন্য সরাসরি একটিমাত্র ফ্লাইট **Indigo ** পরিচালনা করে।
- সময় লাগে আনুমানিক **1-1.5 ঘণ্টা**।
- ফ্লাইট ভাড়া সাধারণত **₹4000-₹8000** এর মধ্যে থাকে, তবে অগ্রিম বুকিং করলে সাশ্রয়ী হয়।
- চেক-ইন ও সিকিউরিটি চেকিং অন্যান্য অভ্যন্তরীণ ফ্লাইটের মতোই স্বাভাবিক।
### **ফ্লাইট এক্সপেরিয়েন্স:**
- **উড্ডয়ন:** কলকাতা বিমানবন্দর থেকে উড়ান শুরু করার পর কিছুক্ষণের মধ্যেই সুন্দর মেঘের ভিউ দেখা যায়।
- **আকাশ থেকে দৃশ্য:** আসামের ওপর দিয়ে যাওয়ার সময় ব্রহ্মপুত্র নদীর অসাধারণ দৃশ্য চোখে পড়ে।
- **ল্যান্ডিং:** ইটানগরের কাছের **holongi বিমানবন্দর** বেশ নতুন ও কম ভিড় থাকে, তাই নামার পর ঝামেলা কম।
- **পরিবেশ:** পাহাড়ের মাঝে এই ছোট বিমানবন্দরটি একদম শান্ত ও মনোমুগ্ধকর।
### **ল্যান্ডিংয়ের পর:**
- ইটানগর থেকে বিমানবন্দর প্রায় **15-20 কিমি** দূরে, গাড়িতে 30-40 মিনিট লাগে।
- বিমানবন্দরের বাইরে ট্যাক্সি সহজেই পাওয়া যায়, তবে ওখানকার ট্যাক্সি ইউনিয়ন একটু অন্যরকম বেস "Demanding Type" আগে থেকে বুকিং করলে সুবিধা হয়।
এই রুটে ফ্লাইট ভ্রমণ বেশ স্মরণীয়, বিশেষ করে শেষের দিকে পাহাড়ি ভিউ একদম মন ছুঁয়ে যায়। আপনি কি কোনো অরুণাচল প্রদেশের ফ্লাইট এক্সপেরিয়েন্স আছে থাকলে জানাতে পারেন!
#ArunachalPradesh #Itanagar #indigo
11 months ago | [YT] | 17
View 0 replies
Kolkatar Pulak
মহা কুম্ভ মেলার পবিত্র স্নান 🙏🏼
.
.
.
#mahakumbh2025 #kumbhmela
11 months ago (edited) | [YT] | 40
View 3 replies
Kolkatar Pulak
থাইল্যান্ডের সব থেকে রোমাঞ্চকর ভিডিও 😍
.
.
.
আসছে আগামীকাল সন্ধ্যা ৮.৩০
#Phuket #phiphiisland #thailand
1 year ago | [YT] | 16
View 2 replies
Kolkatar Pulak
বাংলার সমস্ত কনটেন্ট ক্রিয়েটর নামছি রাস্তায়!
তিলোত্তমার ন্যায় বিচারের জন্য দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পদযাত্রা চলছে এবং চলবে। আগামী ২২শে আগস্ট সন্ধ্যা ৬ টার সময় পাটুলি থেকে গাঙ্গুলি বাগানের উদ্দেশ্যে আমরা বাংলার সমস্ত ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা এই পদযাত্রায় সামিল হচ্ছি আপনাদের পক্ষেও সম্ভব হলে পায়ে পা মেলান। তিলোত্তমার ন্যায় বিচারের জন্য 🙏
1 year ago (edited) | [YT] | 29
View 3 replies
Kolkatar Pulak
বাঘ মামার সাথে একটু কেত মেরে এলাম 💪🏼😝
.
.
.
#tigerpark #pattaya #tigerparkpattaya #thailand
1 year ago | [YT] | 27
View 4 replies
Kolkatar Pulak
সত্যি কি আমরা স্বাধীন 🇮🇳 !!
সবই চলবে নিজের গতিতে, সময় থেমে থাকে না, হারিয়ে যায় আকস্মিক ভাবে কিছু মানুষ নরপিশাচ দের বলি হয়ে, মনে রাখে কয়েকটা দিন,মোমবাতি মিছিল,নীরবতা, তারপর ঘুরে ফেরে,মানুষের মুখে মুখে ক্ষণিকের জন্য, কেউই সেই ভাবে মনে রাখে না,যেমন মনে রাখে নি অভয়ার কথা,শুধু অভয়া, আরও কতো মেয়ে??কতো শত নারী, অযাচিত ভাবে মানুষরুপী জানোয়ারের হাতে নিপীড়িত হয়ে হারিয়ে ফেললো তাদের শৈশব,তাদের যৌবন,তাদের সুন্দর ভবিষ্যত। আর কয়েক ঘন্টা পরে আমাদের দেশে পালিত হবে স্বাধীনতা দিবস, কিসের স্বাধীনতা, মেয়েরা তো স্বাধীন হতে পারলো না, নিজের কাজের জায়গায়,পাশের বাড়িতে,রাস্তায়,কোথাও না। লজ্জা,চরম লজ্জা, একজন পুরুষ মানুষ হয়ে এই লজ্জা লুকোনোর জায়গা নেই। কবে হবে বোধোদয় ?? নরপিশাচ গুলোর মনে পরে না সেই মুহূর্তে তাদের ঘরেও মা- বোন - স্ত্রী আছে। মনে পরে না বলেই তারা নরপিশাচ। R G কর এর অভাগা মেয়েটা মানবসেবার ব্রত নিয়েছিল,একটি ডাক্তার চলে গেলো, সমাজের এই পিশাচ গুলোর কর্মকাণ্ডে বাকরুদ্ধ, শাস্তি চাইলেও কম চাওয়া হবে কারণ যেভাবে অভাগীটি কষ্ট ভোগ করতে হয়েছে তা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠবে, দুই চোখ দিয়েই বেরোচ্ছিল র*ক্ত, মুখে র*ক্ত, যৌনা*ঙ্গে ক্ষত, মুখে আঘা*তের চিহ্ন, নখে আঘা*তের চিহ্ন, পায়ে আঘা*তের চিহ্ন, পেটে আঘা*তের চিহ্ন, হাতে আঘা*তের চিহ্ন, ঠোঁটে আঘা*তের চিহ্ন, ভেঙেছে হাড়! এই নরপিশাচ গুলোর দরকার এমন শাস্তি যাতে পিশাচগুলো তাদের রূপটা কে নিজের খোলসের মধ্যেই বদ্ধ রাখে ভয়তে চরম ভয়তে।
.
#rgkar #wewantjustice #rgkarcase #15thaugust2024
1 year ago (edited) | [YT] | 38
View 2 replies
Kolkatar Pulak
কলকাতা থেকে ব্যাংকক মাত্র ৬ হাজার টাকায় 💥
কিভাবে আপনারা সল্প খরচায়, খুব সহজেই বিদেশি বিমানের টিকিট বুক করবেন দেখে নিন!!
কিছু দিন আগেই আমি ঘুরে এসেছি Thailand থেকে। সেই সংক্রান্ত একটা ভিডিও পোস্ট করেছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথম এপিসোডে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে থাইল্যান্ড এর রাজধানী ব্যাংকক এর বিমান যাত্রা। সেই ভিডিওতে আমাকে অনেকেই জানতে চেয়েছে যে আমি কিভাবে অনেক সস্তায় ফ্লাইট টিকিট বুকিং করেছিলাম?
ভিডিওতে আমি যতটা পেরেছি আপনাদেরকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি তার বাইরেও কিছু কিছু বেপার রয়েছে সেই বিষয় গুলো আপনারাও মাথায় রাখলে আগামী দিনে আপনাদের ও Domestic বা International টিকিট কাটার সময় খুবই হেল্প হবে।
কি কি মাথায় রাখবেন বিষয়গুলো দেখে নিন....
১. অনলাইন প্ল্যাটফর্মে যান (Visit an Online Platform):
"স্কাইস্ক্যানার", "কায়াক", "গুগল ফ্লাইটস" মেক মাই ট্রিপ, বা আপনার পছন্দের অন্যান্য ফ্লাইট বুকিং সাইটে ঢু মেরে দেখুন। আপনার যাত্রার স্থান, গন্তব্য, এবং ভ্রমণের তারিখ দিয়ে বিভিন্ন Application বা ওয়েবসাইট গুলোতে Compare করে দেখুন আর সস্তা বিকল্প বেছে নিন।
২. বিমান বুকিং এর তথ্য (Filght Bokking Details )
বিমান বুকিং এর সময় আপনার জরুরী কিছু সরকারি তথ্য যেমন নাম, বয়স, জন্ম তারিখ, phone number, email ID, প্রভৃতি দিতে লাগবে Domestic fight বুকিং এর ক্ষেত্রে তবে International fight এর ক্ষেত্রে ম্যান্ডেটরি আপনাদের পাসপোর্ট এর আইডি নাম্বার এবং পাসপোর্ট এর expire date এগুলো দিতে হয়।
৩. ব্যাগ সংক্রান্ত নিয়ম (Flight baggage policy)
প্রতিটি বিমানের একটা নির্দিষ্ট ফ্লাইট পলিসি থাকে যেমন তার মধ্যে সবথেকে বড় বিষয় হলো ব্যাগেজ। ছোট বা low cost career flight গুলোতে ৫ থেকে ৭ কেজির একটাই ব্যাগ আপনাকে সঙ্গে রাখতে দেবে, আবার অন্যান্য একটু ভালো বিমান কোম্পানি সেখানে cabin baggage 7kg এবং checking baggage কোথাও 15kg কোথাও 21kg ও দেয় সেক্ষেত্রে টিকিটের মূল্য কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর আপনার ফ্লাইটে কোন ফ্রি সিট পলিসি আছে কিনা সেটাও একটু দেখে নেবেন যদি ফ্রি সিট থাকে তাহলে সেই সিটটি নিলে আপনার এক্সটা খরচা বাঁচবে।
৪. পেমেন্ট করুন (Make Payment):
পেমেন্ট করার সময় দেখে নেবেন কোন অ্যাপ্লিকেশনে কোন কুপন কোড বা পেমেন্ট মেথডে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ব্যাংকিং কী কী অফারে আপনাকে বেশি ছাড় দিচ্ছে। সেই কার্ড বা কুপন কোড ব্যবহার করে আপনি আপনার পেমেন্ট প্রসেসিং করে ফেলবেন।
বুকিং সফল হয়ে গেলে আপনার কাছে ইমেইল আইডিতে এবং ফোন নাম্বারে টেক্সট মেসেজ বা ভার্চুয়াল কপি আসবে এটা থেকেই আপনাকে পরবর্তী সময়ে web checking এর মাধ্যমে Boarding pass সংগ্রহ করতে হবে।
৫. সঠিক টিকিট কাটার সময় (Best Time To Buy Flight Ticket)
ফ্লাইটে টিকিট কাটার জন্য সর্বদা কোনো একটি অ্যাপ্লিকেশনে টিকিটের মূল্য চেক করবেন না তাহলে ফ্লাইট এর টিকিট আপনাকে বেশি দেখাবে। ফ্লাইট টিকিট মোটামুটি দু থেকে তিন মাস আগে কাটলে সবথেকে ভালো। ফ্লাইট টিকিট সব সময় চেষ্টা করবেন রাত্রে বেলা, ভোরবেলা, দুপুরবেলা বা অফ টাইমে কাটার।
৬. বিশেষ সময়ে বিশেষ ছাড় (Upto 50 Off Offer)
বিভিন্ন বিমান কোম্পানির বিশেষ বিশেষ কিছু সময়ে জন্য ১৫% ,২০% থেকে কখনো ৫০% পর্যন্ত ছাড় দেয়। তাই একটু খোঁজ রাখবেন অনলাইন বা অফলাইনে কখন সেই অফার গুলো তারা দেয়।
এই ব্যাপার গুলো একটু অনুসরণ করলে আপনি ও অনেক কম খরচে ফ্লাইট বুক করতে পারবেন।
আপনারা কিভাবে ফ্লাইট বুকিং করেন এবং কত কম খরচায় ফ্লাইট বুকিং করেছেন সেই সংক্রান্ত কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন।।
1 year ago | [YT] | 21
View 2 replies
Kolkatar Pulak
বাঙালি মানেই কি ভীতু!
জীবনে প্রথমবার একা বিদেশ যাত্রা করবো তাও আবার দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড মতন রাষ্ট্রে। যেখানে রয়েছে প্রতি পদে প্রতিকূলতা একজন বাঙালির কাছে প্রধানত ভাষার সমস্যা, খাদ্যাভ্যাসের সমস্যা। পৃথিবীতে রয়েছে ১৯৫ টা দেশ তবে এই দেশটি ঘুরে দেখার ইচ্ছা আমার ছোট বেলা থেকেই ছিল। আর THE BEACH সিনেমাটি দেখার পর থেকে সেই ইচ্ছা আরো প্রবল হয়ে উঠেছিল। আমি বিদেশের মাটিতে ঘুরে বেরিয়েছি ব্যাংকক শহরের অলিগুলি থেকে শুরু করে প্রাচীন সব রাজপ্রাসাদে, অট্টালিকা, বড় বড় শপিংমলে অন্যদিকে জীবনের সেরা মুহূর্ত কাটিয়েছি ফুকেটের মতন ছোট-ছোট নাম না জানা দ্বীপ, শুধু তাই নয় উপভোগ করেছি পাটায়া শহরের জীবন্ত রাতের বিখ্যাত নাইট লাইফ, চেখে দেখেছি থাইল্যান্ডের বিখ্যাত সব থাই খাবার, এছাড়াও করেছি এমন কিছু দুঃসাহসিক কাজ যা কখনো আমি ভাবি দুঃস্বপ্নেও ভাবিনি! অনেক কিছুই শিখেছি, আবার অনেক কিছুই দেখেছি, কিছু জায়গায় ঠকেছি, যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি।
এই যাত্রাপথে কোথাও গিয়ে মনে হয়েছে বাঙালি মানেই কি ভীতু! এটা যে সম্পূর্ণ মিথ্যা! মানুষ পারেনা এমন কোন কাজ নেই, আমাদের দৈনন্দিন জীবনে বেড়াজালের গণ্ডি থেকে না বেরোলে হয়তো তা বুঝতে পারতাম না কখনো।
সেই সমস্ত রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছি আমার থাইল্যান্ড সিরিসে। আমার ভিডিও ভালো লাগলে চোখ রাখুন কলকাতর পুলক Youtube চ্যানেল এবং Facebook পেজে। 🙏 🙏🙏
#thailand #bangkok #Phuket #pattaya #Solo
1 year ago | [YT] | 39
View 12 replies
Kolkatar Pulak
শুভ নববর্ষ ১৪৩১!
নববর্ষ মানেই পুরনো সবকিছু ভুলে নতুন করে পথচলার একটি সুযোগ। নববর্ষ আপনার জীবনে নিয়ে আসুক:
অফুরন্ত সুখ-শান্তি,
অফুরন্ত সমৃদ্ধি,
অফুরন্ত সুস্থতা,
অফুরন্ত সাফল্য,
অফুরন্ত ভালোবাসা,
এবং অফুরন্ত আনন্দ।
নতুন বছরে আপনার সকল স্বপ্ন ও লক্ষ্য পূরণ হোক।।
1 year ago | [YT] | 15
View 4 replies
Load more