আমার চ্যানেল 'MathVars' - এ তোমাকে স্বাগত জানাই । চ্যানেলটি মূলত অংকের উপর । চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো অংকের সমস্ত টপিকের conception দেওয়া ( কোন topic কে ভালোভাবে study করা এবং সেই সম্পর্কিত যাবতীয় Question solve ও practice)। ক্লাস ভিত্তিক অংক শেখানো বা suggestion দিয়ে পরীক্ষা ভালো নাম্বার পাওয়ানো আমার কোন উদ্দেশ্য নয়, বরং ছাত্র-ছাত্রীদের প্রতি আমার মূল কর্তব্য হল তাদেরকে 'MATH' subject-টিকে ভালোভাবে শেখানো, ভালো করে concept clear করা, কোন টপিক নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা ও সর্বোপরি অঙ্কের ভিত শক্ত করা।
বর্তমানে আধুনিক সমাজের ছাত্রছাত্রীরা বেশি করে mobile addict হয়ে পড়েছে যার ফলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কমেছে, যা নতুন প্রজন্মের জন্য একপ্রকার হুমকিস্বরূপ। প্রত্যেক স্টুডেন্টদের জীবনে প্রথম ও সর্বোপরি মূল কর্তব্য হল পড়াশোনা, যা করলে তারা আগামী দিনে ভালো সাফল্যবান ব্যক্তিতে পরিণত হবে এবং সাফল্যবান ব্যক্তি বা ভালো চাকরি পেতে গেলে অংক এক বিশালাকার ভূমিকা পালন করে। তাই বাংলার সমস্ত ছাত্র-ছাত্রীরা যাতে এই গুরুত্বপূর্ণ সাবজেক্টিকে আয়ত্ত করতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত।