Here I will share videos about village people life, farmer life, harvesting, threshing, crop production, village ceremonies, fishing etc.

#Dailyvlog#villagevlog#Ruralvlog#Farming#cultivation#Fishingvlog#lifestyle


RLAPV

নিশি অবসানপ্রায়, ওই পুরাতন
বর্ষ হয় গত!
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত।
বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত।


আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন
অন্তরে আমার,
সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন
ভুলিব আবার।
তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখিপাতে
অধমের করিয়ো বিচার।
আজি নব-বরষ-প্রভাতে
ভিক্ষা চাহি মার্জনা সবার।


আজ চলে গেলে কাল কী হবে না-হবে
নাহি জানে কেহ,
আজিকার প্রীতিসুখ রবে কি না-রবে
আজিকার স্নেহ।
যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে,
অন্ধকারে ঢেকে যায় গেহ —
আজ এসো নববর্ষদিনে
যতটুকু আছে তাই দেহো।
সকলকে শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা১৪৩২ সাল।

7 months ago | [YT] | 8

RLAPV

সকলকে ১লা বৈশাখ ও শুভ বাংলা নববর্ষ ১৪৩২ সালের শুভেচ্ছা রইলো।

7 months ago | [YT] | 0

RLAPV

সুন্দর চিন্তা ভাবনা মানব জীবনকে সহজ ও সুন্দর করে দেয়।
আমার ভিডিওগুলো যারা ফুল ওয়াচ করবেন শুধু তাঁরাই কমেন্টের শেষে FW লিখে যাবেন। আমিও আপনার ভিডিও ফুল ওয়াজ করে দেব ।তবে প্রতারণা করবেন না।ধন্যবাদ।

8 months ago (edited) | [YT] | 14

RLAPV

৫০০ সাবসক্রাইবার পূর্ণ হওয়ায় সকল সাবসক্রাইবার জানাই আন্তরিক শুভেচ্ছা।পাশে আছেন পাশে থাকবেন।ধন্যবাদ ।

9 months ago | [YT] | 9

RLAPV

5মিনিট 41 সেকেন্ডের ভিডিও ১০০ ভিউ হয়েছে এভারেজ ওয়াচ টাইম দেখুন । দেখেন ২মিনিট ১৩ সেকেন্ড করে।

9 months ago | [YT] | 6

RLAPV

আমার আইডিতে আপনাকে স্বাগতম।

10 months ago | [YT] | 36

RLAPV

যারা যারা সাবসক্রাইব করেছেন তারা কমিউনিটিতে নক দিয়েন।এটা আমার নতুন চ্যানেল।আগের Rurallife and personalvlog চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তাই যারা আগে আমাকে সাপোর্ট করেছিলেন।তারা অবশ্যই আমার পাশে থাকবেন।আর সাপোর্ট করবেন।আর আমিও আপনাদের পাশে থাকবো।শুভ রাত্রি।

10 months ago (edited) | [YT] | 13

RLAPV

Happy new year 2025

11 months ago | [YT] | 16

RLAPV

নদীর মাছ শিকার

1 year ago | [YT] | 1