Celebrity vedio


Celebrity Era

Nadia (actress) & Salman wedding (Akd)

1 year ago | [YT] | 6

Celebrity Era

বিয়ের মৌসুম চলছে নাকি🤔🤔

এবার বিয়ে করলেন অভিনেত্রী চমক❤️

1 year ago | [YT] | 5

Celebrity Era

Why couples still choose to stay together though they are in unhappy relationships?

2 years ago | [YT] | 1

Celebrity Era

দীপা

2 years ago | [YT] | 4

Celebrity Era

কার অভিনয় বেশি ভালো?

2 years ago | [YT] | 0

Celebrity Era

লেখাটা পড়ে মনে হলো এটা সব মেয়েদের মনের কথা 🙂
আমার বাবা যে বাড়িটা করেছেন, সেটা তিনতলা। সেখানে আমার পছন্দে করা একটা রুমও নেই। তাকে যখনি বলতাম, এটা এমন না, অন্যরকম করো, তিনি একদিন বলেই ফেললেন, এটা তো তোমার বাড়ি না। তোমার বাড়ি তোমার পছন্দে করে নিও। এখানে মাঝে মাঝে বেড়াতে আসবে, সেটুক সময়ের জন্য অমন না হলেও চলবে।
আমি চুপ করে গিয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতেও একটা বাড়ি করা হয়েছে, সেটাও চারতলা। কিন্তু বিয়ের পর থেকে স্বামীর চাকরির জন্য ঢাকাবাসী হওয়ায় ওই বাড়িতে অতিথি হিসেবেই যাওয়া হয়। ওখানে আসলে আমার বলে কিছু নেই। এরপরের বিষয়টা আরো মারাত্মক। যেখানে আমি থাকি, সেই বাসাটাও পুরোপুরি আমার হয়ে ওঠেনি। দুয়েকটা মতের অমিল হয়ে গেলে দুয়েকবার বাসা থেকে বের করে দেবো অথবা যেখান থেকে এসেছ, সেখানে চলে যাও, কোনো সমস্যা নাই, এইরকম কথা শুনে ফেলেছি! ভালোবাসার গল্পের আড়ালে এসব হুট করে বলা কথাটাও কানে ঝুলে থাকে, সরে যায় না। বিষয়টা আসলে কী দাঁড়াচ্ছে তাহলে, এতবড় পৃথিবীতে আমি বা আমার মত অনেক মেয়েই আশ্রিত। নিজের বলে কিচ্ছু নেই।

আমার আজীবন স্বপ্ন, আমার একটা বাড়ি হবে। সেই বাড়িটা আমার মনের মতো করে সাজানো হবে। বাড়ির সামনে বাগানবিলাসের ঝোপ হবে। ড্রয়িংরুমের এক কোণে পা ছড়িয়ে বই পড়ার মতো একটা ডিভান থাকবে৷
একটা মস্ত আকাশ থাকবে ছোট্ট ছাদের ছাউনি হিসেবে, জোছনা রাতে সেখানে ঝুলবে তারাদের শামিয়ানা।
আমার পরে সেই বাড়ি উত্তরাধিকার সূত্রে আমার মেয়ে পাবে। ওর হাত দিয়ে ওর মেয়ে! যেন ওদের কেউ বলতে না পারে যে, বের করে দিবো! অথবা পায়ের নিচের মাটিটা কখনো হালকা না লাগে।

2 years ago | [YT] | 5

Celebrity Era

2 years ago | [YT] | 5

Celebrity Era

পূজার কালেকশন
হ্যান্ড প্রিন্ট হাফ সিল্ক শাড়ি পাঞ্জাবি হাফ সিল্ক ধুফিয়ান
Inbox my fb page for order.

2 years ago | [YT] | 5

Celebrity Era

আমার মায়ের প্রিয় একটা কবিতা🥰

৷৷ আসমানী
-- জসীমউদ্দীন
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি।
পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালি তার গা বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয় নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল্-বিল্-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না-খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।

2 years ago (edited) | [YT] | 5

Celebrity Era

চার পিস & পুতুল নিয়ে একটি সেট, খুচরা নেওয়ার ব্যবস্থা নেই।

Color: Picture As Show
Size: Hight-12.5" W-11"
Matarial: Pu Leather

Inbox my fb page for order.

2 years ago | [YT] | 3