Hello. I am Sampa Karar from Howrah, India. I have learned music from a very young age but never got a chance to share my songs with everyone. I shall share different kinds of songs that are Rabindra Sangeet, Najrulgiti, Aadhunik sung by me here.
If you like my songs do like, subscribe and share with your friends.
youtube.com/@sampakararmelody
For business enquiry:
sampakarar1974@gmail.com
Sampa Karar Melody
প্রথমেই সব বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমার channel এ 1000 subscribers পূরন হয়েছে।😍সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। যেভাবে আপনারা আমার পাশে থেকে মনোবল বাড়িয়েছেন,ভালোবাসা দিয়েছেন,আশা করি ভবিষ্যতেও এইভাবেই আমার পাশে থাকবেন।
যারা এখনও পর্যন্ত আমার channel টি subscribe করেন নি,তারা please channel টি subscribe করে নেবেন।আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো গান উপহার দিতে পারবো।
সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন,আর সুরে থাকবেন। ❤️❤️
1 week ago | [YT] | 9
View 14 replies
Sampa Karar Melody
শুভ বিজয়া দশমীতে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। বড়োদের জানাই আমার প্রনাম, ও ছোটদের আমার আন্তরিক ভালোবাসা।সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং সুরে থাকুন।
2 weeks ago | [YT] | 4
View 6 replies
Sampa Karar Melody
https://youtu.be/drjghCSswSk
এই গানটা আমি কিছুদিন আগে গেয়েছিলাম। গান গাইতে আমি ভালোবাসি ,তাই গাই। আর গান আমি অনেকদিন ধরে শিখেছি ।কিন্ত কিছু মানুষ আছে,যারা নিজেদের জীবনে এতটাই frustrated যে comment box এসে নিজেদের মনের জ্বালা মেটাতে আসে। এইসব comment করে উনি ওনার নীচ মনের পরিচয় দিয়েছেন। গানটির মধ্যে কিছু অশ্লীলতা তো আমি খুঁজে পেলাম না।
ওনার comment টা আমি এখানে দিলাম।
এই comment টা উনি আমাকে অপমান করার জন্য করেছেন, সেটা তো বুঝলাম কিন্ত তার সাথে উনি "গান"টাকেও অপমান করলেন। আর যে সব শিল্পীরা এই গানটি গেয়েছেন তাদের সবাইকেই অপমান করলেন।
1 month ago | [YT] | 5
View 6 replies
Sampa Karar Melody
আজ 79 তম স্বাধীনতা দিবস।আমার youtube family-র সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন।
আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা বীরের মতো লড়াই করে শহীদ হয়েছিলেন তাদের জন্য রইলো আমার সশ্রদ্ধ শতকোটি প্রনাম। দেশের জন্য তাঁদের এই আত্মবলিদান আমরা যেন কখনও না ভুলি। ❤️🙏🙏🇮🇳🇮🇳
2 months ago | [YT] | 4
View 3 replies
Sampa Karar Melody
অনেক দিন পর একটা গান আজ post করলাম। যদিও এই গানটা অনেক আগেই video করা ছিল; যখন আমার কাছের মানুষ গুলো ঠিক ছিল, আমার কাছে ছিল। এখন আমি মানসিক ভাবে বিদ্ধস্ত। গান গাওয়ার মতো অবস্হায় এখনও নেই। আমি চেষ্টা করছি নতুন গান গাওয়ার। আপনারা দূর থেকে যেভাবে আমার পাশে থেকেছেন, মনে সাহস দিয়েছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ।
https://youtu.be/K-IpQoUdRXc
3 months ago | [YT] | 5
View 6 replies
Sampa Karar Melody
একজন প্রিয় মানুষকে হারানোর 12 দিনের মধ্যে আবার একজন প্রিয় মানুষকে হারিয়ে ফেললাম।
আমাদের বন্ধুত্বের সম্পর্ক 27 বছর।ভেবেছিলাম আরও অনেক বছর এই ভাবে একসাথে কাটাতে পারবো। কিন্ত এত তাড়াতাড়ি যে তুমি আমাদের ছেড়ে চলে যাবে একবারও ভাবি নি। অনেক সুখ-দুঃখের কথা
আমরা শেয়ার করতাম। সবসময় হাসি ঠাট্টা তামাশায় মাতিয়ে রাখতে তুমি আমাদের। একসাথে আমরা অনেক জায়গায় বেড়াতেও গেছি। আজ সেই সবকিছুই স্মৃতি। আর যে তোমায় কোনোদিন দেখতে পাবো না এটা মেনে নিতে পারছি না। 😔😔
তুমি আমাদের ছেড়ে চলে গেছো হয়তো অনেক দূরে, কিন্ত সারাজীবন তোমাকে আমরা কেউ ভুলতে পারবো না। যেখানেই তুমি থাকো খুব ভালো থাকো। পরের জন্ম বলে যদি কিছু থাকে আবার তোমাকে বন্ধু রুপে পেতে চাই। অনেক না বলা কথা যে বাকি রয়ে গেছে। 😓😓
3 months ago | [YT] | 4
View 4 replies
Sampa Karar Melody
অনেকেই হয়তো জানে না তাই তাদের জানানোর জন্য আবার এই post করছি।এখনও হঘতো আমি কিছুদিন নতুন কোনো গান post করতে পারবো না।কারন এই মুহুর্তে পরিবারের সবাইকে ঠিক রাখার দায়িত্ব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যাকে আমি হারিয়েছি ,তার কাছে আমি শুধুমাত্র পুত্রবধু ছিলাম না ,তার কাছে আমি ছিলাম কন্যাসম।
তিনি ছিলেন আমাদের অভিভাবক।
এই সময়ে কারোর গান বা video কিছুই দেখতে পারছি না,তা সত্ত্বেও তোমরা যেভাবে আমার পাশে থেকে মনের জোর বাড়িয়েছো তার জন্য আমি তোমাদের মন থেকে ধন্যবাদ
জানাতে চাই। এইভাবে সবসময় আমার পাশে থেকো।সবাই খুব ভালো থেকো বন্ধুরা, আর প্রিয়জনদের খেয়াল রেখো।
4 months ago | [YT] | 7
View 8 replies
Sampa Karar Melody
তোমরা এখন আমার family র মতো হয়ে গেছো।তাই মনো হলো তোমাদের সাথে share করি। অনেক চেষ্টার পরেও আমার, father in law কে ফেরাতে পারলাম না।ভীষণ ক্লান্ত, বিদ্ধস্ত হতাশ লাগছে।বাবা বলে আমার জীবনে আর কেউ থাকলো না।
না ফেরার দেশে উনি যেন খুব ভালো থাকেন।
4 months ago | [YT] | 6
View 6 replies
Sampa Karar Melody
নমস্কার। পরিবারের খুব কাছের একজন মানুষের অসুস্থতার কারনে মানসিক দিক দিয়ে খুব বিপর্যস্ত হয়ে আছি। কারোর video দেখতে পারছি না। আমি তার জন্য সত্যিই দুঃখিত। হয়তো কিছুদিন নতুন কোনো গান post করতে পারবো না। আশা করি আমার বন্ধুরা আমার পাশে থাকবেন।
বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ
যতদিন নতুন কোনো গান post করতে পারছি ততদিন আমার পুরানো গানগুলো একটু শুনবেন ,তাহলে আমার ছোট্ট channel-টি ক্ষতিগ্রস্ত হবে না।
সব বন্ধুরা খুব ভালো থাকবেন।
4 months ago (edited) | [YT] | 9
View 9 replies
Sampa Karar Melody
আমার গান যাদের ভালো লাগছে তারাই শুধুমাত্র subscribe করুন। এটা শুধু আমার সঙ্গে নয়, অনেকের সাথেই হচ্ছে; subscribe করে দু - চার দিন পর নিজের প্রয়োজন মিটে গেলে subscribe তুলে নিচ্ছেন। আমার মনে হয় এতে কারোরই লাভ হয় না। আমরা যে ফিল্ডে আছি সেখানে একে অপরের সহযোগিতা খুব প্রয়োজন, তা না হলে কেউই
grow করতে পারবে না।
আর একটা কথা; আপনার যদি গান ভালো না লাগে আপনি skip করে যান অহেতুক সময় নষ্ট করে negative comment করবেন না।
আর সেটা শুধুই আমার ক্ষেত্রে নয়, করোর
Channel-এ গিয়েই কাদা ছড়াবেন না।
4 months ago | [YT] | 5
View 9 replies
Load more