Green Chillies Entertainment

Green Chillies Entertainment YouTube channel is the ultimate destination for all filmy enthusiasts, passionate Bengali Tollywood fans, and those who live for nonstop entertainment. Whether you're looking to stay updated with the latest Tollywood trends or dive deep into the lives of your favorite stars, we've got you covered. Our channel serves as your exclusive gateway to the vibrant world of Tollywood, offering everything from the hottest industry news, juicy gossip, and in-depth celebrity interviews to behind-the-scenes content and much more. For your daily dose of Tollywood magic and excitement, don’t forget to hit the subscribe button on our YouTube channel and stay entertained!


Green Chillies Entertainment

প্রায়শই নানা কারণে খবরের শিরোনামে থাকেন জীতু কমল। তবে এবার জিতু নয় খবরের পাতায় উঠে এলো জিতুর প্রাক্তন বাচ্চা বউ। ছোটপর্দার চেনা মুখ নবনীতা দাস। একাধিক সিরিয়ালে নবনীতাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। দু বছর আগে জিতু কমলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করে খবরের শিরোনামে চলে এসেছিলেন। এখন জিতু ও নবনীতার পথ আলাদা। দুজনেই ব্যস্ত নিজেদের কেরিয়ার গোছাতে। যদিও এখন ছোটপর্দা থেকে দূরেই রয়েছেন নবনীতা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব  অ্যাক্টিভ নবনীতা। 
থাইল্যান্ডে বোল্ড অবতারে ধরা দিলেন নবনীতা। পরনে লাল টুকটুকে  সুইম স্যুট।  ব্যকলেস এই সুইম স্যুটে তাঁর পিঠ দেখা যাচ্ছে। কখনও বালির মধ্যে বসে আবার কখনও বা রিসর্টের পুলের সামনে আবার কখনও বা ডাব খেতে খেতে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। নবনীতা এখন রয়েছেন থাইল্যান্ডের কোহ লান্টা-তে। সেখানেই ডিসেম্বরের ছুটি উপভোগ করছেন তিনি। নবনীতার এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। নেটিজেনরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন। কেউ বলেন লাল পরী আবার কেউ তাঁকে বলেন গর্জাস। তবে এর পাশাপাশি জিতু কমলকে টেনে ট্রোলডও করা হয় নবনীতাকে।

অভিনেত্রীর সোশ্যাল সাইটে চোখ রাখলেই বোঝা যায় ঘুরতে ভালোবাসেন তিনি। তাই মাঝেমধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন নবনীতা। কখনো গোয়া তো কখনো আবার মুম্বাই। তার ঝলক সমাজমাধ্যমে অনুরাগীদের সাথে শেয়ার করতেও ভোলেননা তিনি। গত বছর নতুন ফ্ল্যাট ও কিনেছেন নবনীতা, সেখানেই বর্তমানে নিজের মতো করে থাকেন তিনি। প্রসঙ্গত, টেলিপাড়ার খুবই পরিচিত মুখ নবনীতা দাস। একাধিক সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। নবনীতাকে শেষবারের মতো ছোটপর্দায় দেখা গিয়েছিল তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে। চলতি বছরেই নবনীতা মুম্বই গিয়েছিলেন। সেখানে তাজ প্যালেস থেকে বেশ কিছু ছবি শেয়ারও করেন অভিনেত্রী। সিরিয়াল করতে গিয়েই জিতু কমলের সঙ্গে প্রেম নবনীতার। সেই প্রেমই ২০১৯ সালের ৬ মে পরিণতি পায়। বেশ ভালই চলছিল তাঁদের সাংসারিক জীবন। টলিপাড়ায় পাওয়ার কাপল হিসাবেই পরিচিত ছিলেন জিতু ও নবনীতা। কিন্তু বিয়ের চার বছরের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। দেড় বছর হয়ে গিয়েছে জিতু ও নবনীতার ডিভোর্সের। তাঁরা এখন একেবারেই নিজেদের মতো করে জীবন চালাচ্ছেন। কেরিয়ারের দিকেই ফোকাস করছেন জিতু ও নবনীতা। অভিনেতাকে এখন দেখা যাচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে। তবে নবনীতা এখন অভিনয় থেকে দূরেই আছেন।

1 week ago | [YT] | 18

Green Chillies Entertainment

সামনেই বড়দিন। তার আগে থেকেই শুরু হয় প্রস্তুতি । বাড়িতে ছোটদের সঙ্গে ঘর গোছানো, আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজানো  এসবের মধ্যেও রয়েছে আলাদা আনন্দ। আর ক্রিসমাস মানেই যেটা সবার আগে মাথায় আসে তা হলো  রকমারি কেক, কুকিজ়। তাই ইতিমধ্যেই একরত্তিকে নিয়ে সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেত্রী ঋধিমা ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে, যেখানে ধীরকে সঙ্গে নিয়ে রীতিমতো ‘বেকিং ক্লাস’ শুরু করে দিয়েছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে পেছনে রয়েছে বিরাট বড় একটি ক্রিসমাস ট্রি, যেটি ইতিমধ্যেই সাজানো কমপ্লিট। লাল গেঞ্জি পরে ছেলের সঙ্গে কেক তৈরি করায় মন দিয়েছেন ঋদ্ধিমা। ওদিকে ছোট্ট ধীর পরে রয়েছে একটি লাল রঙের অ্যাপ্রন যেখানে বেশ সুন্দর করে লেখা তার নাম।

ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, "আমি আমার মায়ের সঙ্গে কুকিজ় বানিয়ে বড় হয়েছি। হাসতে হাসতে, কাচা ময়দার ডেলা চুরি করে খেতে খেতে, আর এমন সব স্মৃতি তৈরি করতে করতে যা আমি আজও মনে বয়ে নিয়ে বেড়াই"। অভিনেত্রী আরও লেখেন, "এখন আমি আমার খুদের সঙ্গেও এই একই কাজ করছি। প্রতিটি কুকিজে ধীরকে আনন্দের সঙ্গে চিনি ছড়িয়ে দিতে দেখলে ভীষণ আনন্দ লাগে। এটি শুধু একটা ট্রাডিশন নয়, এটা একটা এমন ভালোবাসা যেটা বছরের পর বছর আরও বেশি গভীর হয়ে ওঠে"। মায়ের সঙ্গে এই কাজ যে জমিয়ে উপভোগ করছেন গৌরব পুত্র তা বলার অপেক্ষা রাখে না।

1 week ago | [YT] | 11

Green Chillies Entertainment

সৌরভ দাশগুপ্তর সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন প্রযোজনা সংস্থার কাজ শুরু করেন যীশু। যীশু অবশ্য বহুদিন আগেই প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিচ্ছেদের আগে নীলাঞ্জনা শর্মার সঙ্গেই প্রযোজক হিসেবে কাজ করছিলেন যিশু সেনগুপ্ত কিন্তু চলতি বছরে স্ত্রীর সঙ্গে দুরত্ব তৈরি হওয়ায় সেই প্রযোজনা সংস্থা থেকে নিজেকে সরিয়ে দেন যিশু। প্রযোজক হিসেবে চলতি বছরেই শুরু করেন নতুন জার্নি। তাঁর সঙ্গে যুক্ত হন অভিনেতা সৌরভ দাসও। তাঁদের প্রযোজনা সংস্থার নাম ‘হোয়াই সো সিরিয়াস’। পুজোর সময় এই প্রযোজনা সংস্থার হাত ধরে এসেছিল নতুন মিউজিক ভিডিও। তখন এই পুরো ভিডিওটির সমস্ত দায়িত্ব সামলেছেন যিশু নিজেই। তখনই কানাঘুষো শোনা গিয়েছিল যে, এই প্রযোজনা সংস্থার ছত্রছায়ায় নতুন পূর্ণ দৈর্ঘ্যের ছবি আসতে চলেছে। এবার সেই খবর নিশ্চিত করা হল বলা যায়।
দর্শকের বরাবরের পছন্দ থ্রিলার। আর সেই পছন্দের কথা মাথায় রেখেই আসছে যিশু-সৌরভের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘খ্যাপা ভাস্কর’।


এই সিনেমায় টানটান গল্প থাকবে, যে চিত্রনাট্য তৈরি করেছেন সৌমিক দে। আর এই ছবির পরিচালনায় থাকছে অংশুমান প্রত্যুষ। এই ছবির অন্যতম মূল আকর্ষণ হল অভিনেতা সাগ্নিক চট্টোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই একেন বাবুর বেনারসে বিভীষিকা এবং অনুসন্ধান সিরিজে অসামান্য অভিনয় করে সকলের নজর কেড়েছেন। ক্ষ্যাপা ভাস্কর ছবিতে একজন নিরাপত্তা উপদেষ্টার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা। কলকাতার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে গোটা গল্পটি। সাগ্নিক ছাড়া এই সিনেমায় অভিনয় করবেন বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দা, জ্যামি বন্দ্যোপাধ্যায়, তৃণা সাহা এবং মৌমিতা পন্ডিত। এই সিনেমার হাত ধরে জুটি বাঁধতে চলেছে তৃনা ও কিঞ্জল এই সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন শোয়েব কবীর। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই ছবির শুটিং। সব ঠিক থাকলে নতুন বছরে এই ছবি মুক্তি পাবে বলে খবর।

2 weeks ago | [YT] | 10

Green Chillies Entertainment

প্রথম বিদেশ সফর কাঞ্চন-শ্রীময়ীকন্যার। সফরের  আগেই সেই কথা জানিয়েছিলেন শ্রীময়ী। তাদের লাগেজ প্যাকিং থেকে শুরু করে বিমানবন্দরের ঝলক ও দেখিয়ে ছিলেন তিনি। শ্রীময়ী জানিয়েছিলেন সিঙ্গাপুরে যাচ্ছেন তারা । সিঙ্গাপুর ঘোরার পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্তের সাথেও দেখা করেন তারা। সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তর বিবাহ বার্ষিকীও সেলিব্রেট করেন কাঞ্চন ও শ্রীময়ী। তবে এই পুরো জার্নিতে যে ঘটনাটি সবথেকে বেশি দাগ কেটেছে অভিনেত্রীর মনে, সেটি হল ফ্লাইটে কৃষভি পেয়েছে একটি বিশেষ কার্ড, যেখানে তাকে যাত্রা পথের জন্য শুভকামনা জানানো হয়েছে ইন্ডিগোর তরফ থেকে। যদিও এই প্রথমবার নয়, এর আগেও ইন্ডিগোর তরফ থেকে খুদে পেয়েছিল শুভ কামনা তবে তখন সে ছিল মায়ের পেটে। পাশাপাশি দুটি গ্রিটিং কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রীময়ী লেখেন, "২০২৪ সালে আমি যখন indigo তে ফ্লাইটে চেপেছিলাম, তখন আমার মেয়ে আমার পেটে ছিল, তখনো আমাদের শুভেচ্ছাবার্তা জানানো হয়েছিল ফ্লাইটের তরফ থেকে। আগামী দিনে বাবা-মা হওয়ার জন্য শুভকামনা জানিয়েছিলেন তারা। ২০২৫ সালে আবার তারা শুভেচ্ছা জানালো কিন্তু এবার কৃষভি একেবারে সশরীরে আমাদের সঙ্গে রয়েছে। ওরা সরাসরি এসে ওকে সেই কার্ড দেয় যা দেখে ভীষণ খুশি আমার মেয়ে। সত্যি সময় কিভাবে জলের মতো বয়ে যায় ভাবাই যায় না।"
সবশেষে শ্রীময়ী লেখেন, "আমার এখনো সেই পুরোনো সময়ের কথা মনে পরে নস্টালজিক ফিল হচ্ছে, যখন আমরা ২০২৪ সালে এই ফ্লাইট এ গেছিলাম।ওই অনুভূতি আবার আমরা পেলাম"।

2 weeks ago | [YT] | 11

Green Chillies Entertainment

চলতি বছরে গাঁটছড়া বেঁধেছেন অনেক তারকাই। সেই খাতায় এবার নাম লেখালো সুচন্দ্রা বন্দোপাধ্যায়। তবে এই বিয়ে আর পাঁচটা বিয়ের থেকে একটু আলাদা। সুচন্দ্রা নাকি সমকামী বিয়ে সেরেছেন টেলি অভিনেত্রী রিয়া দত্তের সাথে। সোমবার সকাল থেকেই এই গুঞ্জনে তোলপাড় টেলিপাড়া। যদিও দুই অভিনেত্রী কারুরই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিয়ের ইঙ্গিতবাহী পোস্ট বা ছবি নেই। তবে তাদের নিয়ে এহেন গুঞ্জনের কারণ কী ?এবিষয়ে জানা গেছে, সুচন্দ্রা আদতে পাহাড়ি অঞ্চলের বাসিন্দা। শৈলশহরে তাঁর একটি ছোট হোমস্টে আছে।দিনকয়েক আগেও জরুরি প্রয়োজনে সেখানে ছুটিতে গিয়েছিলেন তিনি। সেই সময় রিয়াও নাকি শহরে ছিলনা এমনটাই দাবি কয়েকজনের। এছাড়াও রিয়াও নাকি মাঝেমধ্যেই পাহাড়ে যেতে ভালোবাসেন। 

নিন্দকদের দাবি, তাঁর সমাজমাধ্যমের অনেক ছবি বা ভিডিয়োয় পাহাড়ি অঞ্চলের দৃশ্য দেখা গিয়েছে। তার সঙ্গে নাকি সুচন্দ্রার হোমস্টের সাদৃশ্য রয়েছে।এমনকি দুজনে একসাথে ছবি না ছাড়লেও, তারা যে পরস্পরকে ফলো করে, এবং একে অপরের পোস্টে লাইক দেন  সেই বিষয়টি কারও নজর এড়ায়নি। তবে তাদের বিয়ের গুঞ্জনের সত্যতা এখনো পাওয়া যায়নি। তবে গুঞ্জনের পালে হাওয়া লাগতেই মুখ খুলেছেন সুচন্দ্রা। প্রথমত, সমকামী বিয়ের জল্পনাকে ‘বালখিল্য গুঞ্জন’ বলে তোপ দেগেছেন অভিনেত্রী। পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে সুচন্দ্রা সাফ জানিয়েছেন, অকারণ গুঞ্জনে কোনওরকম মন্তব্য করতে নারাজ তিনি।  

বর্তমানে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে নায়িকা অপর্ণার মায়ের চরিত্রে আছেন তিনি। ধারাবাহিকে তার অভিনয়ও বেশ প্রশংসিত।

2 weeks ago | [YT] | 8

Green Chillies Entertainment

গত শনিবার ফুটবলের ঈশ্বরকে একটাবার চোখের দেখা দেখতে  ভিড় জমান বহু মানুষ।   কিন্তু সেই উন্মাদনার মাঝেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। অভিযোগ ওঠে, বহু দর্শক নিজের পকেটের টাকা খরচ করে এলেও মাঠে মেসিকে ঠিকমতো দেখার সুযোগ পাননি। প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ।  সেই অনুষ্ঠানে লিওনেল মেসির সাথে ছবি তুলতে দেখা যায় শুভশ্রীকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করেন অভিনেত্রী। আর সেই কাজ করেই যেন মহা অপরাধ করে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে ধেয়ে আসতে শুরু করে  একেরপর এক কটাক্ষ। অভিযোগ, মোটা টাকা দিয়ে টিকিট কেটেও প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বকাপজয়ী ফুটবল তারকাকে সামনে থেকে দেখার সুযোগ পাননি সাধারণ দর্শক। অথচ ‘তারকা’ তকমার জোরেই নাকি অনায়াসে মেসির কাছে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। রবিবার সোশাল মিডিয়ায় স্ত্রীর পাশে দাঁড়িয়ে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছিলেন রাজ। রাতে তিনি পুলিশের দ্বারস্থ হন। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন তারকা বিধায়ক।
সোশ্যাল মিডিয়ার পোস্টে রাজ লেখেন, 'শুভশ্রী একজন মা, একজন অভিনেত্রী, একজন বন্ধু আবার কারও ফ্যান। আপনারা কতটুকু চেনেন ওকে অভিনেত্রী বলে কি মেসি ভক্তে হতে পারে না ? 

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের জবাব শুধু দিয়েই ক্ষান্ত হননি রাজ। স্ত্রীকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, তার যোগ্য জবাব দেওয়ার জন্য এবার টিটাগড় থানায় অভিযোগ দায়ের করলেন তারকা বিধায়ক। শুভশ্রীকে যেভাবে নোংরা কুৎসিত ভাবে আক্রমণ করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান রাজ। এদিন থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যম কে তিনি বলেন, 'একজন নারীকে যেভাবে কুৎসা,  নোংরা ইঙ্গিত করা হচ্ছে। তার শারীরিক গঠন, বাচ্চাকাচ্চা নিয়ে অপমান করছে তাদের চিহ্নিত করে ব্যাবস্থা নেওয়া হোক'। ব্যাক্তিগত আক্রমণটা কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও। রাজ আরও বলেন, 'শুধু শুভশ্রী বলে নয় পথে ঘাটে যে কোনও মেয়েকে যদি এইভাবে আক্রমণ করা হয় তাহলে তখনও আমি একইভাবে প্রতিবাদ জানাব। দর্শকরা হাজার হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে পাননি। তা অত্যন্ত দুঃখজনক কিন্তু তা বলে শুভশ্রীকে ব্যক্তিগত আক্রমণ করা যায় না।' সবশেষে রাজ বলেন, 'আমার সামনে যদি এমন কথা কেউ বলে বা কারও বলার সাহস থাকে তাহলে বলে দেখাক। আমি তার জিভ, চোখ দু’টোই তুলে নিতে পারি।'

2 weeks ago | [YT] | 11

Green Chillies Entertainment

বর্তমানে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ  অনিশ্চিত তাই বিকল্প পথ বেছে নিচ্ছেন বহু অভিনেতা অভিনেত্রীরাই। যেমন কেউ ব্লগিং করছেন তো কেউ দোকান খুলেছেন, কেউ আবার নিজের পছন্দমত কাজ বেছে নিচ্ছেন। সেই একই পথে পা বাড়ালেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী। অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে ছোটপর্দায় দেখতে অভ্যস্ত দর্শক। ‘মা’ ধারাবাহিকে ফুলকির বড়বেলার চরিত্রে তাঁকে এখনও মনে রেখেছে দর্শক। তার পরে বিভিন্ন ওয়েব সিরিজ়, মিউজ়িক ভিডিয়োয় তাঁকে দেখেছেন অনুরাগীরা। মাঝে ছোটপর্দায় সে ভাবে দেখা যায়নি তাঁকে। প্রশ্ন ঘুরছিল, অভিনেত্রী কোথায়? জানা গিয়েছে এরই মধ্যে নতুন ব্যবসা খুলেছেন প্রিয়াঙ্কা। ছোট থেকে ব্যবসায়ী পরিবেশেই বড় হয়েছেন অভিনেত্রী। বাবার কয়লার বড় ব্যবসা। ইটভাটাও ছিল। সুতরাং ছোট থেকেই ব্যবসা করার ইচ্ছা প্রিয়াঙ্কার। ফলে অনেক দিন ধরেই পরিকল্পনা করছেন। গয়নার সংস্থা খুলেছেন। তাও আবার স্বল্প মূল্যে  ভালো গয়নার ।  অথবা সোনা অতিরিক্ত দাম বলে তিনি রুপোর সঙ্গে হীরের মেলবন্ধন করে গয়না তৈরি করার কাজ করেন। মাত্র ২০০০ টাকা থেকেই শুরু হয়ে যায় এই গয়নার দাম। নিজস্ব ডিজাইনার দিয়ে তিনি এই

গয়নাগুলি তৈরি করেন বলে জানিয়েছেন এক সংবাদমাধ্যমকে। আপাতত বাড়িতেই ব্যবসা শুরু করলেও আগামী দিনে বড়বাজারে শো রুম তৈরি করার ইচ্ছে রয়েছে অভিনেত্রীর। তবে ব্যবসা শুরু করলেও অভিনয় জগত থেকে নিজেকে একেবারেই সরিয়ে রাখতে নারাজ অভিনেত্রী। বহু মানুষ রয়েছেন যারা একসঙ্গে একাধিক কাজ করছেন আর তাই প্রিয়াঙ্কাও চান নিজের ব্যবসার পাশাপাশি অভিনয়কেও সমানতালে এগিয়ে নিয়ে যেতে। 

প্রসঙ্গত, কলকাতার পাশাপাশি প্রিয়াঙ্কার বেশিরভাগ সময় কাটে মুম্বাইতে। সেখানেই আপাতত বিভিন্ন কাজের অডিশন দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই মারাঠি ইন্ডাস্ট্রির একটি কাজের সুযোগ পেয়েছেন প্রিয়াঙ্কা, তাই বোঝাই যাচ্ছে ব্যবসা এবং অভিনয় দুটোকেই সমান সময় দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।

2 weeks ago | [YT] | 6

Green Chillies Entertainment

বহু প্রতীক্ষার পর সাতপাকে বাঁধা পড়তে চলেছে আর্য-অপর্ণা। কিন্তু আদৌ কি এই বিয়ে সম্পন্ন হবে? কারণ বিয়ের মণ্ডপে আর্যর সাথে দেখা যাচ্ছে তার প্রথম স্ত্রী রাজনন্দিনীকে। চিরদিনই তুমি যা আমার ধারাবাহিকে চলছে এখন জমজমাটি পর্ব। ধারাবাহিকের গল্পে ইতিমধ্যেই বিয়ের তোড়জোড় শুরু। এরইমধ্যে আবার পূর্ব জন্মের স্মৃতি মনে পড়তে চলেছে অপর্ণার। কয়েকদিন আগে ধারাবাহিকে দেখা যায় ঘুমের ঘোরে এক নববধূকে স্বপ্নে দেখে অপর্ণা। আবার সেই একই স্বপ্ন দেখে আর্যও।  কেন সে বারবার এরকম দেখছে? কিছুতেই উত্তর খুঁজে পায় না। আজও অপর্ণার মনে রাজনন্দিনীকে নিয়ে নানা প্রশ্ন ঘোরে। কিছুদিন ধরেই টলিপাড়ার অন্দরে‌ খবর ছিল এবার দেখা যেতে চলেছে রাজনন্দিনীর চরিত্রটিকে। জানা গিয়েছিল, আর্যর প্রথম স্ত্রীর চরিত্রে থাকতে পারেন অভিনেত্রী পায়েল দে। এবার সেই জল্পনা সত্যি হল। 

অপর্ণার হাত ধরেই রাজনন্দিনী এলো। ধারাবাহিকের প্রোমোয় দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে আর্য-অপর্ণা।  সাতপাকে ঘুরছে তারা। এদিকে, আর্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে গিয়ে রাজনন্দিনীকে চোখের সামনে দেখতে পায় অপু। এই চরিত্রে এবার দেখা মেলে পায়েল দের। আর্যর সঙ্গে সাতপাকে ঘুরতেও দেখা যায় তাকে। তবে শেষমেষ কিন্তু আর্যর সাথে অপর্ণার বিয়ে সম্পন্ন হয়। এই প্রোমো দেখে দর্শক মহলে উত্তেজনার পারদ আরও বেড়েছে। আর্য-অপুর বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। তাই বিয়ের ঝলক সামনে আসতেই দারুণ খুশি তাঁরা। এমনকী পায়েল দেকেও নতুন চরিত্রে দেখার জন্য উৎসাহী দর্শক।‌ ওই পর্বের পরে যে টিআরপি তালিকায় বেশ পরিবর্তন আসবে, তা অনুমান করছে দর্শক মহল।

2 weeks ago | [YT] | 31

Green Chillies Entertainment

শুক্রবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান মেসি। শনিবার শহরে ঠাসা কর্মসূচি ছিল আর্জেন্টিনার ফুটবল তারকার। সেইমতো শনিবার সকালে  নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছন মেসি। ফুটবলের রাজপুত্রকে একবার চোখে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন গোটা কলকাতাবাসী। কিন্তু  আয়োজক-সহ অন্যান্যদের ভিড়ে এবং ছবির বায়নাক্কায় কার্যত ঢাকা পড়ে যান মেসি। হাসিমুখে গ্যালারির উদ্দেশে হাত নাড়লেও সেটা দেখতে পাননি দর্শক। কারণ কিংবদন্তি ফুটবলারকে ঘিরে রেখেছিল অন্তত ৫০জনের ভিড়। এদিকে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভের আঁচ করতে পেরেই সম্ভবত নির্ধারিত সময়ের আগে তাঁকে মাঠ থেকে বের করে নেন আয়োজকরা। তার পর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারেননি ভক্তরা। কেউ মাঠে বোতল ছুঁড়ে, কেউ বা চেয়ার-ব্যারিকেড ভেঙে, পোস্টার পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করা শুরু করেন।

সেই অনুষ্ঠানে বাংলা সিনে জগতের হয়ে প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ পান  শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আগেভাগেই ‘লেডি সুপারস্টার’-এর উপস্থিতির কথা জানা গিয়েছিল। নির্ধারিত সময়ে ‘ফুটবলের রাজপুত্র’কে স্বাগত জানাতে মাঠে পৌঁছন অভিনেত্রী। সাক্ষাত সারার পর মেসি, সুয়ারেজের মধ্যমণি ফটোশিকারিদের ক্যামেরায় হাসিমুখে পোজও দিতে দেখা যায় শুভশ্রীকে। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করা সেই  হাসিখুশি ছবি দেখে মেসি ভক্তদের রাগের পারদ আরও চড়ল। কারও কটাক্ষ, ‘জনতার টাকায় আপনারা ফুটেজ খাচ্ছেন’, তো কেউ বা আবার শুভশ্রীকে ‘সময়জ্ঞানে’র পাঠ পড়ালেন। তাঁদের মন্তব্য, ‘যুবভারতী যখন রণক্ষেত্র, তখম এমতাবস্থায় মেসির সঙ্গে ছবি দিয়ে কেন অনুরাগীদের দুঃখ বাড়াচ্ছেন?’ কেউ কেউ আবার শুভশ্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন, ‘আপনি ফুটবল খেলা দেখেন বা বোঝেন?’ একাংশ আবার উদ্যোক্তা এবং অভিনেত্রীকে একসঙ্গে কাঠগড়ায় রেখে তোপ দাগলেন, ‘জনতার চাঁদায় ফূর্তি হচ্ছে!’ এহেন নানা মন্তব্যের ভিড় নেটভুবনে।

2 weeks ago | [YT] | 6

Green Chillies Entertainment

আবারো বড়ো পর্দায় মধুমিতা সরকার । 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে এখন জমিয়ে অভিনয় করছেন তিনি। তার এবং নীল ভট্টাচার্যের রসায়ন ইতিমধ্যেই দর্শক মনে নিজের জায়গা করে নিয়েছে। এরইমধ্যে দর্শকের পছন্দের ঘরানা থ্রিলার গল্প নিয়ে বড়ো পর্দায় মধুমিতা। রহস্যের আঁচ পেলেই দর্শকের ছবি দেখার ইচ্ছেও বাড়ে। বাংলা ছবির রহস্য ভাণ্ডারে জুড়ছে আরও এক ছবি, নাম অটোবি। পরিচালনায় সৌমাভ ব্যানার্জি। ডিকে ভারতী এবং সিদ্ধি বিনায়ক ক্রিয়েশন প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মধুমিতা সরকার। এছাড়া এই সিনেমায় দেখা যাবে ইনায়া চৌধুরী, সাহেব চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক।


দুই বোনের গল্প নিয়ে তৈরী হওয়া এই সিনেমায় মধুমিতার চরিত্রের নাম ডিম্পেল। আর ইনিয়ার চরিত্রের নাম তানিয়া। অন্যদিকে আরিয়ানকে দেখা যাবে মধুমিতার স্বামী 'সঞ্জীব'-এর চরিত্রে। একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে এবং জঙ্গলের গাইডের চরিত্রে থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
গল্পের শুরু হয় অতীতের এর পারিবারিক দুর্ঘটনা দিয়ে, যেখানে দুই বোন—ডিম্পল এবং তানিয়া—তাদের চোখের সামনে বাবা-মায়ের ভয়াবহ মৃত্যু দেখে।এই মানসিক আঘাত দুই বোনকে পরস্পরের সঙ্গে জুড়ে রাখে। একটা সময় ডিম্পেল তানিয়ার প্রতি খুব রক্ষণশীল হয়ে ওঠে। এইভাবেই কেটে যায় বহু বছর তারপর হঠাৎ একদিন ডিম্পল ঝারগ্রাম পুলিশ স্টেশন থেকে একটি ফোন পায় যারা জানান তানিয়া বেশ কিছুদিন ধরে নিখোঁজ হয়ে গিয়েছে। তানিয়াকে নাকি শেষবার দেখা গিয়েছে চামসুট্টি জঙ্গলের সামনে, যে জায়গাটি আত্মহত্যার জায়গা নামে পরিচিত স্থানীয়দের কাছে।খুব স্বাভাবিকভাবেই বোনকে খুঁজতে সেই জঙ্গলে দৌড়ে যায় ডিম্পল, যেখানে শাকিব নামের এক বাংলাদেশের সাংবাদিকের সঙ্গে পরিচয় হয় তার। শাকিবকে সঙ্গে নিয়ে বোনকে খুঁজতে জঙ্গলের ভেতর ঢুকে ডিম্পল, তারপর থেকেই হঠাৎ করে সেই সকলকে সন্দেহ করতে শুরু করে।


একটা সময় নিজের ছোটবেলার ভয়ংকর স্মৃতির মুখোমুখি হতে হয় তাকে। বোনকে খুঁজতে গিয়ে কোন সমস্যায় পড়তে হবে দিদিকে? অতীতের কোন ভয়ানক স্মৃতি তাড়া করে বেড়াবে তাকে? সবটাই জানা যাবে এই সিনেমাটি মুক্তি পেলে।

2 weeks ago | [YT] | 11