Bengali Explorer Koushik

Exploring Beauty of Nature of different tourist destinations with valuable information .
Please subscribe our channel and press Like button and bell icon and give your valuable comments in the videos. Your support is very much important for the growth of our channel .

Our Channel name is changed to 'Bengali Explorer Koushik' from 'Explorer's Pursuit' .

এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দর্শনীয় স্থানের প্রাকিতিক সৌন্দর্য তথ্য সহকারে তুলে ধরার প্রচেষ্টা করা হচ্ছে ৷ আপনাদের অনুরোধ করবো এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও বেল বাটন টেপার জন্য এবং ভিডিও গুলোতে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য ৷
আপনাদের সমর্থন খুব জরুরি এই চ্যানেলের উন্নতির জন্য ৷
আমাদের চ্যানেলের নাম পরিবর্তন হয়েছে। এখনকার নাম 'Bengali Explorer Koushik' , যেটা আগে ছিল 'Explorer's Pursuit' ।

Owner : Koushik Banerjee

#travelwithkoushikbanerjee
#longvideo
#travel
#travelvlog
#BengaliExplorerKoushik
#bengalivlog


Bengali Explorer Koushik

কলকাতার বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে একটু এগিয়ে ইডেন গার্ডেনসের উল্টো দিকে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় তৈরি অস্থায়ী বাসযোগ্য স্থানে এখন সাধু সন্তরা আছেন আগামী গঙ্গাসাগর মেলা উপলক্ষে। আলাপ হলো অনেকের সাথে। সেই উপলক্ষে ভিডিও এসেছে আমাদের চ্যানেলে ।
সবাই ভালো থাকবেন 🙏

12 hours ago | [YT] | 4

Bengali Explorer Koushik

যেকোনো নতুন জিনিস পেলে মন ভালো হয়ে যায়। আমরা পেয়ে গেলাম নতুন ইংরেজি বছর 2026, সাদরে বরণ করে নিলাম তাকে আজ ভোর রাতে নানা রকম উৎসবের মধ্যে দিয়ে। আমরা আশা করবো এই নতুন বছর আমাদের নানা রকম সুখবর নিয়ে আসবে।

বিগত বছরের ভুল ভ্রান্তি গুলো দূরে ঠেলে ফেলে রেখে সবার একই চেষ্টা থাকবে, নতুন বছরের দিনগুলোতে সব কিছু ভালো যাতে হয় সেই মতো কাজ করা। কারো স্বপ্ন পূরণ হবে, কারো হয়তো অপূর্ণ রয়ে যাবে। তবু ভালো কিছু করা, ভালো কিছু হওয়া ইত্যাদিকে লক্ষ্য রেখে মানুষ এগিয়ে যাবে সামনের দিকে।

আশা রাখবো সুস্থ থাকবে এই সমাজ, সুস্থ থাকবে এই জগৎ, নিজেদের মধ্যে বন্ধন আরো দৃঢ় হবে, বেঁচে থাকবে মানবিকতা।

Happy New Year 2026 to all my friends, social media family members, my sisters, my brothers, elderly persons who are always supporting me by their good wishes.

#highlightseveryone
#friendlyᥫᩣシ
#newyear2026
#happynewyear2026
#highlight

5 days ago | [YT] | 5

Bengali Explorer Koushik

কয়েকদিন বাদে কল্পতরু উৎসব। এই উৎসবে শুধু কি কাশীপুর উদ্যানবাটিই যাবেন, সেখান থেকে বেরিয়ে পায়ে হেঁটে দেখে নিন কাশীপুরের আরো কতগুলো দর্শনীয় স্থান, যেগুলো ঠাকুরের পদস্পর্শ ধন্য।

এই বিষয়ে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ( Bengali Explorer Koushik ) প্রকাশিত হয়েছে আজ সকালে । দেখে নিলে উপকৃত হবেন।

ভিডিও করা, লেখা ও ছবি, তিনটের ওপরই গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। ভালো লাগলে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নিয়ে ও নতুনরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ৷

#highlights #followerseveryone #temple

1 week ago (edited) | [YT] | 5

Bengali Explorer Koushik

কখনো কখনো মনে হয় হেরে যাবো কি,
দেখার তো অনেক কিছুই এখনো বাকি,
মনকে সাহস জোগাই অসুস্থতা আসুক,
সাথে তোমার ভ্রমণও চলুক।

আসলে মন বলে এটাই তোমার বেঁচে থাকার পথ,
শরীর বলে একটু ধীরে চলুক তোমার রথ,
আমি বলি শরীর বিশেষজ্ঞ যাই না বলুক,
আমার ভ্রমন ও কাহিনী লেখা একই সাথে চলুক।

তবু ভাবি আমি একা এই জগতে,
কিন্তু মনে হয় এই বিরাট পরিবার আছে আমার সাথে,
জীবনে কঠিন সময় মাঝে মধ্যে আসবেই,
তাই আশা করি, সুসময়ও ফিরে পাবোই।

( হঠাৎ মনে হওয়া কথা ভাগ করে নেওয়া - কলমে কৌশিক )

🌹💐💝❤️

2 weeks ago | [YT] | 4

Bengali Explorer Koushik

কিছুদিন আগে অশোকনগর এর কাছে সেনডাঙার কেওটসাহা গ্রামে কমলালেবুর বাগান সম্বন্ধে পোষ্ট করেছিলাম। আজ থাকছে এই বাগান সংলগ্ন নার্সারির কিছু ছবি। এই নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা কেনা যায়।

যাদের ভালো লাগে আমার লেখা ও ছবি, তারা এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন, যা প্রকাশিত হয়েছে আগেই। ভিডিও লিংক আর দেওয়া হবে না।

ভিডিও করা, লেখা ও ছবি, তিনটের ওপরই গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। ভালো লাগলে পাশে থাকবেন।

3 weeks ago (edited) | [YT] | 8

Bengali Explorer Koushik

কি ভাবছেন, কোথায় দাঁড়িয়ে আছি। ভাবছেন হয়তো দার্জিলিং, সিটং, ভুটান ইত্যাদি যে সমস্ত জায়গায় কমলালেবুর বাগান আছে, সেখানে দাঁড়িয়ে আছি।
ভাবছেন তো 😊 । একদিনের সফরে এই বাগান দেখতে যাওয়া। তাহলে চিন্তা করুন এটা কি করে সম্ভব।

হ্যাঁ, এটা এখন সম্ভব 🥰 । সেই জিনিস করে দেখিয়েছেন এক ব্যক্তি, যিনি অশোকনগরের সেনডাঙ্গার কাছে ক্যাওসা গ্রামে থাকেন। তার বাবা কৃষক ছিলেন। উনি ধান চাষ করতেন। তার ছেলে একটু পরিকল্পনা করে বাবার পর শুরু করলেন বিভিন্ন ফলের চাষ, যার মধ্যে লেবু গাছ অন্যতম। সমতলে লেবু চাষ, তাও পাহাড়ী লেবুর সমতুল্য ও স্বাদ, তার চেয়ে ভালো হবে, এটা বেশ চ্যালেঞ্জিং ছিল নারায়ণবাবুর কাছে। ওনার পুরো নাম নারায়ণ মন্ডল। উনি সেই অসম্ভবকে সম্ভব করেছেন তার বুদ্ধিমত্তা ও অতুলনীয় প্রয়াসের মাধ্যমে।

জানেন বেশ আনন্দ পেয়েছি। প্রকৃতি আমাকে টানে। অশোকনগর রোড স্টেশন থেকে আধঘণ্টার পথ পেরিয়ে অটো যেখানে নামিয়ে দিল সেটা কেওটসাহা গ্রামে ( ব্যাঙ্কের মোড় ) । শিয়ালদহ স্টেশন থেকে বনগাঁ লাইনে বনগাঁ লোকাল, গোবোরডাঙা লোকাল, হাবরা লোকাল ধরে চলে আসুন অশোকনগর রোড স্টেশন।

অটো থেকে নেমেই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। সবুজ আর সবুজ। ধান চাষ, কপি চাষ ইত্যাদি হচ্ছে। সামান্য হাঁটলেই ( মিনিট তিন বা চার ) সুধীর বাবুর নার্সারি, নারায়ণ বাবুর বাবার নামে করা।

দুপুর অবধি নারায়ণ বাবু তার বাগান ঘুরিয়ে দেখালেন।
অজস্র লেবুগাছে লেবু দেখলাম, যেটা প্রধান আকর্ষণ। বিভিন্ন প্রজাতির লেবু গাছ আছে। এছাড়া বিভিন্ন প্রজাতির আম গাছ, সারা বছর ফলে বড় জাম, সবেদা, কুল, কি নেই। বিভিন্ন ধরনের গাছ ‌। খুব ভালো লাগলো একটা দিন এখানে কাটিয়ে।

এখানে এসে কেউ কেউ তার গাছ থেকে পেরে ফল খাওয়ার চেষ্টা করছেন, পাতা বা ডালপালা ছিঁড়ছেন। যার জন্য চারিদিকে লাগানো আছে স্টিকার ৫০০ টাকা ফাইন হবে এসব করলে । সম্প্রতি এখানে ঢোকার টিকিট মূল্য করেছেন প্রতিজন ১০ টাকা করে।

এই বাগান থেকে সামান্য দূরে ওনার নার্সারি আছে। সেখানে প্রায় সব ধরনের গাছের চারা কিনতে পাওয়া যায় বিভিন্ন দামে। আপনারা টবেও এই গাছ লাগিয়ে ফল খেতে পারবেন। ওনারা বলেও দেন গাছ বড় করার জন্য কি কি করতে হবে।

এখন শীতে ভিড় হচ্ছে ওনার বাগানে। ওনার এই প্রয়াসকে সাধুবাদ জানাই। অশোকনগর তথা সারা বাংলা, দেশ বিদেশে ওনার নাম ছড়িয়ে পড়েছে।
এছাড়া অশোকনগর এর খেশ বিখ্যাত। এছাড়া এখানে তৈলখনি আবিস্কার হয়েছে ও তেল উৎপাদনের কাজ চলছে।

একটা দিন পরিবার বা বন্ধুদের সাথে কাটিয়ে আসতে পারেন কলকাতা থেকে মাত্র ৫৬ কিমি দূরে এই লেবু 🍋 বাগানে। ট্রেনে শিয়ালদহ স্টেশন থেকে অশোক নগর রোড মোটামুটি এক ঘণ্টার পথ। গাড়ি নিয়েও যাওয়া যায়।

লেখাতে কিছুটা নিজের অনুভূতি, অভিজ্ঞতা তুলে ধরা যায়, কিন্তু নিজের চোখে দেখলে আলাদা অনুভুতি ও আনন্দ পাওয়া যায়। সচক্ষে দেখে আসতে পারেন এই কর্মকাণ্ড।
ভালো থাকবেন 🙏

1 month ago | [YT] | 10

Bengali Explorer Koushik

🌹 আবারো বেরিয়ে পড়া একদিনের ছোট্ট সফরে। এই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেবো খুব শীঘ্রই । আমাদের চ্যানেলের দিকে খেয়াল রাখবেন। ভিডিও প্রকাশিত হওয়ার কোনো পোস্ট থাকবে না 🌹

1 month ago | [YT] | 8

Bengali Explorer Koushik

আমার সাবস্ক্রাইবার সংখ্যা 4600 হয়ে গেল। ধন্যবাদ সব সাবস্ক্রাইবার বন্ধুদের ।

কিন্তু আমার শেষ প্রকাশিত লং ভিডিও তে ভিউজ মাত্র 14, তাও শেষ 41 ঘন্টায়।

জানি না কত জনের কাছে নোটিফিকেশন যায়।
একটা পোস্ট ও করেছিলাম। সেটাও কত জনের কাছে গেছে জানি না।

অথচ এই ভিডিও তে আছে জলাধার, পাহাড়ী জলরাশি, মন ভালো করা প্রকৃতি, আছে প্রায় ১২০০ বছরের পুরোনো ( কথিত আছে ) এক জাগ্রত শক্তি পীঠ, মহানায়ক উত্তমকুমারের স্মৃতি বিজরিত বাড়ি ইত্যাদি।
জানি না কেন এই ধরনের ভিডিও আপনাদের আকৃষ্ট করছে না। এই ষাট বছর বয়সেও আমার ভ্রমনের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার প্রয়াসে ব্রতী। কিন্তু এই ধরনের ভিডিও তে ভিউজ ও কোনো কমেন্ট না পাওয়াতে ভাবছি, ভবিষ্যতে নতুন ভিডিও সংক্রান্ত আর কোনো পোস্ট করবো না।

কিছু মানুষ যারা পাশে থাকতে পছন্দ করেন, তারা এমনিই ভিডিও দেখবেন ও কমেন্ট করবেন।

আমার তন্ত্র ও তান্ত্রিক সংক্রান্ত ভিডিও গুলোতে কমেন্ট এর বন্যা বয়ে গিয়েছিল। তাই ওগুলো তে কমেন্ট অফ করে দিয়েছি। শুধু তাই নয়, আমাকে অনেক জ্ঞান এর কথাও শুনতে হয়েছিল যে কেন এই ধরনের ভিডিও করি। তাই ভেবেছিলাম ভবিষ্যতে আর তন্ত্র সংক্রান্ত ভিডিও করবো না। কিন্তু মানুষের রুচি যখন এই সব ভিডিও দেখার পক্ষে, তখন আবার এই তন্ত্র ও তান্ত্রিকদের নিয়ে ভিডিও করবো ও কমেন্ট অফ থাকবে এই সব ভিডিও র। ভ্রমণের সময় যা চোখে পড়বে, তার ভিডিও করবো, অবশ্যই ইউটিউবের নিয়ম ও পদ্ধতি মেনে।

যাই হোক এটা ১ রাত ২ দিনের ভ্রমণ নিয়ে এই ভিডিও।
নীচে ভিডিও লিংক আর একবার দিয়ে দিলাম।

ভিডিও লিংক : https://youtu.be/xH6jiSuQESg

1 month ago (edited) | [YT] | 5

Bengali Explorer Koushik

নাড়াজোল রাজবাড়ী গিয়েছিলাম 08.11.2025 , শনিবারে ।
আগে থেকে ঠিক ছিল না, এখানে যাবো।
প্রায় ৬০০ বছরের পুরোনো এই রাজবাড়ীর আজ ভগ্নদশা। এখানে ২৫০ টি কক্ষ আছে। এছাড়া কিছুটা দূরে আছে হাওয়া মহল। আছে দুর্গাদালান। আছে দুর্গামন্দির । বাংলা ও ইওরোপীয় স্থাপত্য এর মিশ্রণে তৈরি রাজপ্রাসাদের কারুকার্য গুলো এখনো স্পষ্ট বোঝা যায়।
নাড়াজোল রাজবাড়ী সূচনা করেন উদয় নারায়ণ ঘোষ।
পরবর্তীতে তিনি সদগোপ সম্প্রদায়ের স্বজাতিদের এখানে নিয়ে আসেন।
এই বাড়ীর কিছু অংশে এখনো অনেকে থাকেন।
নাড়া কথাটির মানে ধান গাছের অবশিষ্টাংশ। জোল কথাটি জলার অপভ্রংশ। শিলাবতী, কংসাবতী, পারাং ঘেরা এই জায়গা বছরের অধিকাংশ সময় জলে নিমজ্জিত থাকতো।
হাওড়া থেকে লোকাল ট্রেনে পাঁশকুড়া স্টেশন। এখানে থেকে টোটো নিয়ে ঘুরতে পারেন। আবার চন্দ্রকোণা যাওয়ার বাসে উঠে, দাসপুর বাজার নেমে, টোটোতে ঘুরতে পারেন।
এই রাজবাড়িটি বহু বিখ্যাত ব্যক্তিদের পদধূলিতে ধন্য হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষ চন্দ্র বসু, সরোজিনী নাইডু, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম এবং ক্ষুদিরাম বসুর মতো ব্যক্তিত্বরা।

সর্ট ভিডিও এর তিনটে পর্ব নিয়ে এর সিরিজ, যা আগেই প্রকাশিত। গ্রাম বাংলার এই ইতিহাস, এই রাজবাড়ীর ভিডিও দেখলে, আপনাদের ভালোই লাগবে।

ভিডিও লিংক :
পর্ব ১ : youtube.com/shorts/mD_Pj8tNrP...

পর্ব ২ : youtube.com/shorts/yzmBj08dYM...

পর্ব ৩ : youtube.com/shorts/_Fp-URUbIt...

1 month ago | [YT] | 4

Bengali Explorer Koushik

ভিডিও লিংক : https://youtu.be/xH6jiSuQESg
কালকের উপহার থাকলো কলকাতার কাছে নতুন অফবিট টুরিস্ট স্পট | ১ রাত ২ দিনের ভ্রমণ ৷ খরচ সাধ্যের মধ্যে ৷ থাকবে পাহাড়ী জলরাশি, প্রবহমান নদী, জলাধার, মন্দির, খাদান ৷
এই ভিডিও প্রকাশিত হবে কাল রাত (7.00 PM ) সাতটার সময় ৷



ভিডিও লিঙ্ক উপরে দেওয়া আছে ৷

আপনাদের অবগতির জানাই যে প্রত্যেক ভিডিওর সাথে একটি জয়েন ( Join ) বাটন আছে , যেটা আপনাকে সামান্য টাকার বিনিময়ে, আমাদের চ্যানেলের মেম্বারশিপ (Membership ) নিতে বলবে ৷ এটা নিলে আমাদের বিশেষ উপকার হয় ৷

1 month ago | [YT] | 1