Travel, food, music and fun
Hey, welcome!!!
Thanks for showing your kind interest to this YouTube channel ExplorerShibaji. Shibaji has been a passionate traveler and foodie, loved the way life appeared to him. Shibaji started taking interest in content creation after watching some of the popular travel vlogs on YouTube and became enthusiastic about this hobby.
Whatever Shibaji tries to portrait in each video, are all real experiences and all opinions are his personal.
Shibaji always likes to interact with his followers, would love to hear from them, you are most welcome to follow him on Instagram(explorer_shibaji) or Facebook (shibaji.paul).
The official group and page for this channel on Facebook is "BHROMON HELPLINE", you are encouraged to join the group, where you can find like-minded travel enthusiasts and share your thoughts or travel experiences.
For any business related queries, please feel free to mail: shibaji.explorer@gmail.com


Explorer Shibaji

বাংলায় প্রথম আমরাই আয়োজন করতে চলেছি কৈলাশ মানস যাত্রা। এই বছর সেপ্টেম্বরে একটি গ্রুপ এর আয়োজন করা হচ্ছে আর আগামী বছর এপ্রিল এর শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর অব্দি প্রত্যেক মাসে অন্তত দুটি করে গ্রুপ যাত্রা করবে কৈলাস মানস সরোবর এ, প্রত্যেকটি গ্রুপ যাবে নেপাল হয়ে। পারমিট, ভিসা, সম্পূর্ণ আয়োজনের দায়িত্বে থাকছে Swapnodeep Tour & Trek, বিশদে জানার জন্য পোষ্টারের নম্বরে যোগাযোগ করতে পারেন।

3 weeks ago | [YT] | 3,746

Explorer Shibaji

এই চ্যানেলের কমিউনিটি সেকশন আজ থেকে খুলে দেওয়া হলো আপনাদের জন্য, এখানে এখন আপনারাও পোস্ট করতে পারবেন। আমাদের চ্যানেল সম্পর্কে আপনাদের মতামত, সাজেশন সেই সঙ্গে আপনাদের অভিজ্ঞতাও share করতে পারেন এখানে। আর হ্যাঁ, অবশ্যই গঠনমূলক সমালোচনাও। তবে অভদ্র, অসভ্য ভাষা প্রয়োগ থেকে বিরত থাকবেন, একান্ত অনুরোধ। আপনাদের দুর্দান্ত পোস্ট এর আশায় রইলাম।

1 month ago | [YT] | 1,126

Explorer Shibaji

এই চ্যানেলের কমিউনিটি সেকশন আজ থেকে খুলে দেওয়া হলো আপনাদের জন্য, এখানে এখন আপনারাও পোস্ট করতে পারবেন। আমাদের চ্যানেল সম্পর্কে আপনাদের মতামত, সাজেশন সেই সঙ্গে আপনাদের অভিজ্ঞতাও share করতে পারেন এখানে। আর হ্যাঁ, অবশ্যই গঠনমূলক সমালোচনাও। তবে অভদ্র, অসভ্য ভাষা প্রয়োগ থেকে বিরত থাকবেন, একান্ত অনুরোধ। আপনাদের দুর্দান্ত পোস্ট এর আশায় রইলাম।

1 month ago | [YT] | 1,136

Explorer Shibaji

1 month ago | [YT] | 1,566

Explorer Shibaji

Instagram এ Explorer Shibaji প্রোফাইলে ১ লক্ষ ফলোয়ার সম্পূর্ন হলো। আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে চান তাদের একান্ত অনুরোধ করব নিচের লিঙ্ক এ ক্লিক করে ফলো করতে পারেন।
www.instagram.com/explorer_shibaji?igsh=ejJtb3J6OT…

2 months ago | [YT] | 2,715

Explorer Shibaji

আহমেদাবাদ এ AirIndia AI171 এর মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত| আজ অনেক পরিবারের জীবনের গতিপথ বদলে গিয়েছে ওই কয়েক সেকেন্ড এ| নিহতদের আত্মার শান্তি প্রার্থনা করি| আহতরা সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি| এই ঘটনায় হতাহতের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই|

2 months ago | [YT] | 2,605

Explorer Shibaji

"If I am not wrong, you must be Explorer Shibaji?" Flight এর ককপিট এর পিছনেই যে টয়লেট থাকে তার সামনে অপেক্ষমান আমি খানিক অবাকই হলাম বটে।

ফ্লাইট তখন শ্রীনগর থেকে ল্যান্ড করেছে চন্ডিগড়, ৩০ মিনিটের সার্ভিস layover, প্লেন থেকে নামতে হবে না, একই ফ্লাইট ৩০ মিনিট পর উড়বে কলকাতার উদ্যেশ্যে। কিছু যাত্রী নেমে গেলেন চণ্ডীগড়, কিছু উঠলেন। সন্ধ্যে সাড়ে সাতটায় চণ্ডীগড় এ বেশ আলো।

নিজেকে হাল্কা করতে দাঁড়িয়ে ছিলাম লু এর লাইনে, মেয়ে, মা তারপর আমি। শ্রীনগর থেকে যে পাইলট নিয়ে এলেন, তিনি নেমে গিয়েছেন, নতুন যিনি এসেছেন তিনি ককপিট এর দরজায় খানিকটা হেলান দিয়ে আয়েশ করে কফি বা চা এ চুমুক দিচ্ছিলেন আর আমাকে গভীর ভাবে নিরীক্ষণ করছিলেন। চোখে চোখ পড়তেই, কফির কাপে চোখ নামিয়ে চুমুক দিলেন।

মেয়ে বেরিয়ে এলো, মা ঢুকলো, কফির কাপে চুমুক এর আওয়াজ, কিছু যাত্রীর শোরগোল, ব্যাগ তোলা, নামানোর আওয়াজ, এয়ারহস্টেস মেয়ে দুটির চাপা কথা আর হাসির মধ্যে শুনতে পেলাম সেই বাক্য "If I am not wrong, you must be Explorer Shibaji?"
বক্তা একটু অবাক, আমি বেশি অবাক, মাথা উপর নিচে নাড়িয়ে হাল্কা সম্মতি দিতেই আমাদের নতুন পাইলট পরিষ্কার বাংলায় বললেন, "আরেকজন কোথায়?" মুখ ঘুরিয়ে 2B সিট এর দিকে ইশারা করলাম, পৃথ্বী পড়ছিল, ডাকলাম, দুই জনের শুভেচ্ছা বিনিময় হলো।
হাত বাড়িয়ে এগিয়ে এলেন আমাদের পাইলট, করমর্দন পর্ব শেষ হতে বললেন "আমরা, মানে আমি আর আমার ছেলে আপনাদের ভিডিও খুব দেখি, you are doing a very good job". এর আগে আরেকটি ফ্লাইট এ, খুব সম্ভবত মনিপুর যাবার সময়, এয়ারহস্টেস রা আমাদের আলাদা করে সম্মান জানিয়েছিল, আপনাদের সঙ্গে share করেছিলাম সেই কথা, আর ছবি। এবার ফ্লাইট কমান্ডার স্বয়ং আমাদের গুণমুগ্ধ জেনে যারপরনাই খুশী, বেশ একটা গদগদ ভাব।
"আরে ভেতরে আসুন, আমার অফিসটা একবার দেখে যান", ডেকে নিলেন ককপিটে, এই প্রথম এইরকম বড় ফ্লাইট এর ককপিটে ঢুকলাম, ছোট্ট জায়গা, বোধহয় হাজার একটা সুইচ, বেশ জটিল একটা কন্ট্রোলিং সিস্টেম, সেটাই স্বাভাবিক, খুব স্বল্প কথায় বোঝালেন কিভাবে কাজ করে এই ব্যবস্থা। ছোট বেলায়, ফেলুদার কোনও এক গল্পে পড়েছিলাম, ফেলুদাকে পাইলট ককপিট এ ডেকে নিয়েছিলেন, যখন পড়েছিলাম তখন বোধহয় আমার বয়স ছিল ১৫-১৬, আজ ৫২ তে এসে একটা শিহরণ হলো, মনে হচ্ছিল, যে কাজ টা করে এত মানুষের মধ্যে এত পজিটিভিটি ছড়াতে পেরেছি, সেটা শুধুই বোধহয় টাকা কামানোর জন্য নয়, একটা মৃদু ভালোলাগা আচ্ছন্ন করেছিল আমার মনকে। একেই বোধহয় বলে, "job satisfaction"।
"একটা ছবি নিয়ে নিন, তবে আমাকে নেবেন না, ইউনিফর্ম এ আছি তো"। চট করে আইফোন বার করে বসে পড়ে ছবি তুলে নিলাম আপনাদের জন্য। এই সব ছোট ছোট ভালো লাগা, অভিজ্ঞতা, আমাদের চলার পথে যা সঞ্চয় করি, কোনো মনিমুক্তর থেকে কম কিছু নয়।
আপনাদের অনেকের সাথে এভাবেই দেখা হয়, কথা হয়, একই রকম ভাবে এক অদ্ভুত ভালোলাগায় আচ্ছন্ন হই প্রত্যেকবার, কোথাও বার বার মনে হয়, নাহ, ক্লান্ত হওয়া চলবে না, এই ভালোলাগার স্বাদ হারাতে চাই না এত তাড়াতাড়ি। তাই চলবে, এবং চলতে থাকবে "এক্সপ্লোরার শিবাজী" তার আপন ছন্দে।
মাঝে মধ্যে সময় সুযোগ পেলেই এই রকম লিখব, ভাগ করে নেব আমাদের চলার অভিজ্ঞতা আপনাদের সাথে।

2 months ago | [YT] | 5,219

Explorer Shibaji

অনিবার্য কারণ বশত: আজ দশম তথা অন্তিম ধাঁধা প্রকাশিত হল না। আগামীকাল মানে 6th June, 2025 রাত ঠিক 9 pm এ বসবে 'ধাঁধার আসর।

2 months ago | [YT] | 432

Explorer Shibaji

যারা পূর্ব আফ্রিকা ট্যুর করতে চাইছেন আমাদের সঙ্গে তারা পোস্ট এ উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে পারেন। গতকাল আমাদের চ্যানেলে লাইভ এ বিশদে আলোচনা করেছি এই বিষয়ে। লাইভ টিও দেখে নিতে পারেন। লাইভ এর লিঙ্ক: youtube.com/live/f7k0OrRVytQ?feature=share

3 months ago | [YT] | 992

Explorer Shibaji

জানি আপনারা অধীর আগ্রহে আমাদের পূর্ব আফ্রিকা গ্রুপ ট্যুর এর খবরের জন্য অপেক্ষা করছেন, আগামী ২৮শে মে রাত আটটায় আমাদের YouTube চ্যানেল এক্সপ্লোরার শিবাজীতে লাইভ অনুষ্ঠানে এই সংক্রান্ত সব তথ্য জানাবো|
আপাতত একটি দারুন খুশির খবর জানাচ্ছি, কলকাতার স্বনামধন্য ট্রাভেল কোম্পানি Travel Live, যারা শুধু আন্তর্জাতিক ট্যুর অর্গানাইজ করে থাকেন, তাদের সঙ্গে আমরা গাঁটছড়া বেঁধেছি সম্প্রতি| Travel Live এর তত্ত্বাবধানেই আমাদের পরবর্তী আন্তর্জাতিক গ্রুপ ট্যুর গুলির আয়োজিত হবে|
আপনারা নিশ্চয়ই জানেন, Travel Live এর advisor এবং Brand Ambassador হলেন আমাদের সবার প্রিয় অভিনেতা শ্রী সব্যসাচী চক্রবর্তী এবং তার স্ত্রী শ্রীমতি মিঠু চক্রবর্তী|
সব কিছু বিশদে জানাচ্ছি ২৮শে মে, রাত ঠিক আটটায়, লাইভ অনুষ্ঠানে|

3 months ago | [YT] | 1,965