Triple Dot Gaming BD

Please subscribe my channel
❤from Bangladesh 🇧🇩


Triple Dot Gaming BD

আজকে আমি discuss করতে যাচ্ছি Future-এ আমাদের lifestyle কেমন হতে পারে। আর আমি বেশি দূরের Future-এর কথা বলতেছি না। Maybe 10-15 বছর পরে? হয়তো তখন Smartphone অন্য কোনো Advanced Device যেমন Apple-এর Vision Pro-এর মতো Device replace করে ফেলবে।
Imagine তুমি just ঘুম থেকে উঠে fresh হইছো। তোমার চোখের সামনে Solo Leveling-এর Sung Jinwoo-এর মতো তোমার Daily task গুলো ভাসতেছে। মানে তোমার চোখের সামনে অলটাইম একটা AI Assistant তোমাকে Guide করতেছে। তোমাকে কোন Exercise করতে হবে, কি খেতে হবে, মানে কোনটা তোমার জন্য best etc. Cool, right?
তোমার এখন আর ছোটখাটো বিষয়গুলো মনে রাখতে হবে না। তুমি always full focused আর Tension free থাকতে পারবে। ছোটখাটো ব্যাপারগুলো তোমার AI friend দেখে নেবে। Life কতটা easy হয়ে যাবে, তাই না?
এখনকার কথাই চিন্তা করে দেখো, AI-এর মাধ্যমে আমরা কতকিছু জানতে আর করতে পারি, আর তখন তো এসব all time আমাদের চোখের সামনে থাকবে। ধরো তোমার PC-তে কোনো problem হইছে, তুমি দেখেই বুঝে যাবে কি হইছে, exactly কোথায় problem হইছে, এটা কি তুমি নিজেই ঠিক করতে পারবা নাকি shop-এ নিয়ে যেতে হবে। এখনও এসব ফোনে ChatGPT-এর মাধ্যমে করা যায়, but তখন আরো easy হয়ে যাবে। তোমাকে তখন আর ছবি তুলে ChatGPT-কে দেখাতে হবে না যে কোথায় problem।
আবার ধরো তুমি বাইকে করে কোথাও যাচ্ছো। কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবে অথবা কোন রাস্তা ফাঁকা আছে, রাস্তার কোথায় ভাঙা, কোথায় পিচ্ছিল, কোন জায়গা দিয়ে গেলে কি হবে—তা সব তোমার চোখের সামনে ভাসবে।
কিন্তু কোনো কিছুই কখনও ১০০% perfect হয় না। লাইফের পুরাতন problem গুলো কমার সাথে সাথে অনেক নতুন problem create হবে। Like smartphone-এর কথা চিন্তা করে দেখো। আগে তো ফোন just কথা বলার জন্য use করা হত, আর এখন ফোনে কতকিছু করা যায়। Playstore-এর maximum app-ই free, right? কিন্তু install করার পরে Ad আর Ad।
ধরো, তুমি presentation বানানোর জন্য research করতেছো। হঠাৎ তোমার সামনে Ad pop-up ভেসে উঠলো—“Daraz Flash Sale! মাত্র ৩০ সেকেন্ড বাকি!” কাজের mood-টাই নষ্ট। তো সারারাত ধরে presentation বানিয়ে পরের দিন তুমি সবার সামনে তোমার presentation দিচ্ছো। Presentation-এর মধ্যে তোমার সামনে আবার pop-up আসলো—“এই এলাকাতে Foodpanda-তে ৫০% ছাড়! এখনই অর্ডার করুন।” তোমার পুরা vision blocked। সামনে screen-এ তোমার presentation দেখতে পারছো না আর এই Ad ১৫ সেকেন্ডের আগে close করা যাবে না।
তারা যদি এই Ad system নাও include করে, তাহলেও তারা profit করার জন্য কোনো না কোনো annoying way খুঁজে নিবে।
যেমন—Sony তাদের Console PS5 production cost-এর চেয়েও অনেক loss করে sell করে, যাতে price টা কম রাখা যায় আর বেশি বেশি customer পাওয়া যায়। তোমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে—এতে তাদের লাভ কি? আর এখন আমি এটারই answer দিব। PS5 কিনলেই তুমি তাতে তোমার ইচ্ছামতো Game খেলতে পারবে না। তোমাকে টাকা দিয়ে Game কিনতে হবে। তারপরে তাদের কিছু Playstation exclusive Games আছে, যা খেলার জন্য তোমাকে আবার আলাদা করে Subscription নিতে হবে। তো তারা এভাবে তাদের Console loss করে sell করেও অনেক টাকা profit করতেছে।
Just imagine তুমি রাতে হেঁটে বাড়ি যাচ্ছো। বাড়ির সামনের অল্প একটু রাস্তা অন্ধকার। তোমার Night Vision আছে, মানে তুমি অন্ধকারে সব দেখতে পারতেছো। রাস্তার বেশিরভাগ জায়গায়ই Road light আছে আর তুমি অন্ধকারেও দেখতে পারতেছো, এজন্য তোমার কাছে কোনো Torch নেই। তুমি পথের অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতেছো, হঠাৎ তোমার সামনে একটা Notification ভেসে উঠলো—“Your premium subscription for this month has expired. Please renew to use these premium features.” মানে তোমার Subscription শেষ হয়ে গেছে।
আমি কিন্তু এসব এমনিতেই বলতেছি না। অনেক ব্র্যান্ড কিন্তু এসব বাস্তবেই করতেছে।
Mercedes-এর নাম তো সবাই শুনেই থাকবে—German Car Brand। তাদের কিছু Luxury car আছে যাতে built-in Massage chair আছে, সিটও গরম করা যায়। এই feature গুলো কিন্তু গাড়ি বানানোর সময় থেকেই গাড়িতে আছে। কিন্তু তারা এটা lock করে রাখছে। যদি use করতে চাও তবে তাদের Subscription নিতে হবে।
তো Future-এ আমাদের লাইফ অনেক easy হয়ে যাবে, but অনেক নতুন নতুন Problem-ও Create হবে। Nothing is Perfect.
These are my personal opinion. So, don’t take these seriously. I’m just practicing my writing skills.

4 months ago | [YT] | 0

Triple Dot Gaming BD

নতুন ভিডিও এসে গিয়েছে যারা যারা দেখনি এখনি গিয়ে দেখো https://youtu.be/Qtxo1rbvPLM?si=HGFur...

1 year ago (edited) | [YT] | 0