Assalamualaikum
I am Toufika Ferdousi.I am a housewife
Welcome all of you
My lifestyle vlog,Recipes,Beauty,Kitchen tips,Health tips,more tips
I will share with you,
As far I know,it’s the right time
I will try to highlight
All of you please support me
I want to move forward
Thank you all of you for being good.


Toufika's World

আলহামদুলিল্লাহ আমার ছোট্ট ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম 🥰

3 days ago | [YT] | 7

Toufika's World

আস্সলামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। সবাই কেমন আছেন 🥰

4 months ago | [YT] | 40

Toufika's World

আস্সালামু আলাইকুম। বলতে বলতে রোজ প্রায় শেষের দিকে। ভালো সময় গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবো কিনা এবং রোজা রাখতে পারবো কিনা একমাত্র আল্লাহ পাক জানেন। গত রমজানেও আমার আম্মা বলছিলেন আর রোজা পাবো কি না জানি না। সত্যি আমার আম্মা রোজা আসার আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন 🥲 আম্মার সাথে আর ইফতার করা হইলো, না আর কখনো পারবোও না। প্রতিটা মা হারা সন্তানরাই কেবল বুঝতে পারে এ কি কষ্ট 😪

হে আল্লাহর এই পবিত্র রোজার ওসিলায়, মহিমান্বিত রাত শবেকদরের ওসিলায় আমার কবরবাসি মা এবং সকল কবরবাসি গুনাহ মেহেরবানি করে মাফ করে দিন এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দান করুন 🤲😭

রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সগিরা।

9 months ago | [YT] | 33

Toufika's World

আস্সালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় ভাই বোন এবং বন্ধুরা। সবাই কেমন আছেন ❤️ ইউটিউবে আমার যাত্রা শুরু হয় কয়েক বছর আগে আর তখন আমি ছিলাম একেবারেই আনাড়ি এবং এখনো সেই আনাড়িই রয়ে গেছি। কেবল একটু আধটু এডিটিং জানি বলেই ভিডিও পোস্ট করতে পারি। ইউটিউবে আমার অগ্রগতি খুবই ধীর যার ফলে এই পর্যন্ত আসতে এতো টা সময় লেগেছে যেটা অনেকের ক্ষেত্রে এতটা সময় লাগে না। আমি অনেক আগেই বুঝতে পধরেছিলাম এখানে আমি সফলতা পাবো না তারপরও আঠার মতো লেগেছিলাম এই ভেবে যে, দেখি আর কয়েকদিন পর কি হয়, হইলেও তো হইতে পারে এর শেষ কোথায় ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝেই হতাশায় খুব ভেঙে পরতাম কিন্তু কাউকে কখনো বুঝতে দিতাম না। আপন মানুষরা খোঁচা দিয়ে কথা বলতো তখন নিজেই নিজেকে শান্তনা দিয়েছি অনুপ্রাণিত করেছি এছাড়াও আমার ভিডিওর কমেন্ট অনেক আপু ভাইয়ারা দারুন দারুণ উৎসাহ মূলক কমেন্ট করতো সে গুলো পড়েও অনেক অনুপ্রাণিত হয়েছি🙂 শখের বশে চ্যানেল খুললেও এক পর্যায়ে জিদ চেপে গেলো এখান থেকে ১০০ টাকা হলেও উপার্জন করবো ইনশাল্লাহ। বিনা পারিশ্রমিকেই শ্রম দিয়ে যাচ্ছিলাম দিনের পর দিন । অবশেষে আমার পরিশ্রম এবং জিদের কাছে সফলতা হার মেনেছে, আলহামদুলিল্লাহ অল্প করে হলেও সফলতা আমার কাছে ধরা দিচ্ছে আর এটাই আমার কাছে অনেক সুখকর এবং প্রশান্তির। অনেক পরিশ্রম আর কষ্টের পর যে সফলতা টা আসে না, সেটা এতো বেশি আনন্দের আর তৃপ্তির হয় যে এর পরিমাপ নির্ধারণ করা কোন ভাবে সম্ভব না।

আলহামদুলিল্লাহ আজ আমার 1ook subscriber পূরণ হয়েছে আর সব কিছু সম্ভব হয়েছে আল্লাহ পাকের অসীম কৃপা আর আপনাদের ভালোবাসায়। এই হলো আমার ইউটিউব জার্নি। আপনাদের ভালবাসায় আমি আজও এই প্ল্যাটফর্মে টিকে আছি। ইনশাল্লাহ আগামী পথ চলায়ও আশা করছি এভাবেই সবাই কে পাশে পাবো। সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া🤲 আর ভালোবাসা❤️ ভলো থাকবেন।

★★★ আমার আম্মা বেঁচে থাকলে কতোইনা খুশি হইতেন আর আমি পাইতাম পরিপূর্ণ আনন্দ 😭😭😭

10 months ago (edited) | [YT] | 53

Toufika's World

মনস্টার প্ল্যান্ট ডেকোরেশন আইডিয়া এবং দুর্দান্ত স্বাদের কড়াইতে বাদাম পায়া রেসিপি লিংক নিচে দিলাম প্লিজ দেখবেন অনেক ভালো লাগবে 👉https://youtu.be/l09zMrBX0Xw?si=lMsyV...

1 year ago | [YT] | 41

Toufika's World

লইট্যা শুটকি ভুনা এটা একবার বানিয়ে খেলে বার বার খেতে ইচ্ছে করবে। রেসিপি টি দেখার জন্য লিংকে চাপ দিন 👇
youtube.com/shorts/kwD8xuCSLi...

1 year ago (edited) | [YT] | 19

Toufika's World

আস্সলামু আলাইকুম। সবাই কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে মনের দিক দিয়ে ভলো নেই কারণ দেশের এই পরিস্থিতিতে ভালো থাকা যায় না। বাংলাদেশের বিরূপ পরিস্থিতিতে এই কয় দিন নেটওয়ার্ক একদম ছিল না যা ফলে ভিডিও দিতে পারিনি এবং কারো ভিডিও দেখতেও পারিনি তাই সবার সাথেই যোগাযোগ বন্ধ আছে। সবাইকে অনেক মিস করেছি। এখন কিছুটা নেট পাচ্ছি বাট স্পিড একদমই নেই। ইনশাল্লাহ এই সবস্যা শিঘ্রই ঠিক হয়ে যাবে তখন হয়তো নিয়মিত ভিডিও দিতে পারবো। সবাই ভালো থাকবেন, অনেক দোয়া রইলো 🤲

1 year ago (edited) | [YT] | 34

Toufika's World

আস্সলামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোন এবং বন্ধুরা🙂 আশা করছি সবাই অনেক ভালো আছেন। মহান আল্লাহ পাকের অসীম কৃপা, দয়া আর আল্লাহর রহমতে আমার চ্যানেলটি এরই মধ্যে ৫০ হাজার পরিবারের অন্তর্ভুক্ত। এতটা পথ আসা আমার একার পক্ষে কখনোই সম্ভব ছিল না যদি না আপনারা আমাকে সাপোর্ট করতেন, আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে সবসময় অনুপ্রেরণা যুগিয়েছে । আমি মনে করি সকল প্রসংশা আপনাদের প্রাপ্য 🌺
মন থেকে সকলের প্রতি দোয়া 🤲 ভালোবাসা ♥️

1 year ago (edited) | [YT] | 99

Toufika's World

আস্সালামু আলাইকুম 🙂 সবাই কেমন আছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে মোবারক বাদ জানাচ্ছি। দোয়া করি সবাই সবসময় হাশি খুশি আর সুস্থ থাকেন 🤲🤲❤️

1 year ago | [YT] | 30

Toufika's World

আস্সালামু আলাইকুম। আমার সকল প্রাণ প্রিয় ভাই ভাই ,আপু এবং বন্ধুরা আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন 🙂সর্ব প্রথম মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সেই সাথে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট করছেন বলেই আমি এতো দূর আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমার ৩০ হাজার সাবস্ক্রাইব হয়েছে আর এই জন্য আমি অনেকে খুশি😇 আশা করছি আগামীতেও আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন আমিও সবার সাথে সবসময় আছি ইনশাল্লাহ 🤲 সকলের সুস্বাস্থ্য কামনা করছি ❤️

1 year ago | [YT] | 45