নিউ টাউন থেকে আমার বাড়ি লেক গার্ডেন্সে আসতে গেলে গলার কাঁটা হয়ে দাঁড়ায় চিংড়িঘাটার ট্রাফিক। তাই সব সময় মাথায় চলে অন্য কোন রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা!; সেরকমই একদিন বিকেলে বাড়ি ফেরার সময়, নিউ টাউন সেক্টর ফাইব হয়ে না এসে আমি চলে গেলাম সেক্টর ফাইভ হয়ে ধাপার দিকে। এই রাস্তাটা এমনই যে কখন নিউটনের বড় বড় আকাশচুম্বি বাড়ি ছেড়ে গ্রামের খরের বাড়ি চলে আসবে আশপাশ তাকিয়ে না গেলে সেটা ধরা বেশ মুশকিল। হ্যাঁ অবশ্যই কলকাতার তারমেক রাস্তা এখানে পাব না, এবং রাস্তাগুলো যথেষ্টই নুড়ি পাথরের ভরা। তবে কিছুটা গেলেই সামনে পড়বে বাসন্তী হাইওয়ে। এই দিন যখন বেরিয়েছিলাম তখন ঘড়িতে বিকেল পাঁচটা, সূর্যাস্ত হতে আর হয়তো এক আঙুল বাকি, গুগল ম্যাপসে বাসন্তী হাইওয়ে দেখাচ্ছে আর ৫০০ লিটার মত, সেই সময় আশপাশটা খেয়াল করলাম গ্রামের সীমানা পেরিয়ে চারিদিকে জঙ্গল, আশেপাশে বেশ কয়েকটা খাল গেছে, আর সেই খানের উপরে দাঁড়িয়েছে কিছু কংক্রিটের স্ট্রাকচার, দেখলে মনে হবে কোন রাজপ্রাসাদের উচু পিলার ভেঙেচুরে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা ছিল সত্যিই অপ্রত্যাশিত। তাই দাঁড়িয়ে পটাপট নিয়েছিলাম কটা ছবি তুলে। তবে বাতাসটা একেবারেই স্বাস্থ্যকর ছিল না, সেই খালের জল ছিল কুচকুচে কালো সঙ্গে অতি তীব্র ঝাঁঝালো গন্ধ। যাইহোক বাইক নিয়ে বাসন্তী হাইওয়ে দিয়ে যখন বাড়ি ফিরলাম, google ম্যাপস বললো সেক্টর ফাইভ নিউ টাউন রাস্তা থেকে মাত্র এক কিলোমিটার বেশি লেগেছে। সঙ্গে জানলাম যে ওই জায়গাটা ঠিক কি ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বিধান চন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওই জায়গাটাতেই তিনি উদ্বোধন করেছিলেন জল পরিশোধন কেন্দ্র। কলকাতার নোংরা জল গিয়ে ওখানে পরিশুদ্ধ হবে। গুগল ম্যাপস এর স্যাটেলাইট ইমেজ দেখতে পেলাম রাস্তার ঠিক পাশেই দুটো সিলিন্ডার আকৃতির ট্যাংক জঙ্গলে ভরে রয়েছে। ওটাই ছিল সেপ্টিপ ট্যাংক। তবে পরে যে এই প্রকল্প বাস্তবায়িত হয়নি সেটা এখন দেখে বোঝা যাচ্ছে। তো এই নিয়েই ছিল আজকের পোস্ট, অচেনা রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে যে কত কিছুর সাথে পরিচয় হয়, এটাই তার জলজ্যান্ত প্রমান।
World of SD
Kolkata's own Marine drive ❣️
2 months ago | [YT] | 1
View 0 replies
World of SD
নিউ টাউন থেকে আমার বাড়ি লেক গার্ডেন্সে আসতে গেলে গলার কাঁটা হয়ে দাঁড়ায় চিংড়িঘাটার ট্রাফিক। তাই সব সময় মাথায় চলে অন্য কোন রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা!; সেরকমই একদিন বিকেলে বাড়ি ফেরার সময়, নিউ টাউন সেক্টর ফাইব হয়ে না এসে আমি চলে গেলাম সেক্টর ফাইভ হয়ে ধাপার দিকে। এই রাস্তাটা এমনই যে কখন নিউটনের বড় বড় আকাশচুম্বি বাড়ি ছেড়ে গ্রামের খরের বাড়ি চলে আসবে আশপাশ তাকিয়ে না গেলে সেটা ধরা বেশ মুশকিল। হ্যাঁ অবশ্যই কলকাতার তারমেক রাস্তা এখানে পাব না, এবং রাস্তাগুলো যথেষ্টই নুড়ি পাথরের ভরা। তবে কিছুটা গেলেই সামনে পড়বে বাসন্তী হাইওয়ে। এই দিন যখন বেরিয়েছিলাম তখন ঘড়িতে বিকেল পাঁচটা, সূর্যাস্ত হতে আর হয়তো এক আঙুল বাকি, গুগল ম্যাপসে বাসন্তী হাইওয়ে দেখাচ্ছে আর ৫০০ লিটার মত, সেই সময় আশপাশটা খেয়াল করলাম গ্রামের সীমানা পেরিয়ে চারিদিকে জঙ্গল, আশেপাশে বেশ কয়েকটা খাল গেছে, আর সেই খানের উপরে দাঁড়িয়েছে কিছু কংক্রিটের স্ট্রাকচার, দেখলে মনে হবে কোন রাজপ্রাসাদের উচু পিলার ভেঙেচুরে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা ছিল সত্যিই অপ্রত্যাশিত। তাই দাঁড়িয়ে পটাপট নিয়েছিলাম কটা ছবি তুলে। তবে বাতাসটা একেবারেই স্বাস্থ্যকর ছিল না, সেই খালের জল ছিল কুচকুচে কালো সঙ্গে অতি তীব্র ঝাঁঝালো গন্ধ। যাইহোক বাইক নিয়ে বাসন্তী হাইওয়ে দিয়ে যখন বাড়ি ফিরলাম, google ম্যাপস বললো সেক্টর ফাইভ নিউ টাউন রাস্তা থেকে মাত্র এক কিলোমিটার বেশি লেগেছে। সঙ্গে জানলাম যে ওই জায়গাটা ঠিক কি ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বিধান চন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওই জায়গাটাতেই তিনি উদ্বোধন করেছিলেন জল পরিশোধন কেন্দ্র। কলকাতার নোংরা জল গিয়ে ওখানে পরিশুদ্ধ হবে। গুগল ম্যাপস এর স্যাটেলাইট ইমেজ দেখতে পেলাম রাস্তার ঠিক পাশেই দুটো সিলিন্ডার আকৃতির ট্যাংক জঙ্গলে ভরে রয়েছে। ওটাই ছিল সেপ্টিপ ট্যাংক। তবে পরে যে এই প্রকল্প বাস্তবায়িত হয়নি সেটা এখন দেখে বোঝা যাচ্ছে। তো এই নিয়েই ছিল আজকের পোস্ট, অচেনা রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে যে কত কিছুর সাথে পরিচয় হয়, এটাই তার জলজ্যান্ত প্রমান।
8 months ago | [YT] | 2
View 2 replies
World of SD
This 21st Jan I celebrated my FuZiyama's second anniversary, my first machine love 💝
#fz25 #yamaha
11 months ago | [YT] | 2
View 0 replies
World of SD
How strong are your cravings for this type of weather !!
Puri Beach, 2019
Video: youtu.be/4LwntP1tRSI?si=DLlTcawq_GzpLkqQ
1 year ago | [YT] | 0
View 0 replies
World of SD
দিবারাত্রির মাঝে থমকে
-আচিপুর বারুদ ঘর মাঠ
Video Link: https://youtu.be/5HC6XvH08Mo
1 year ago | [YT] | 2
View 0 replies
World of SD
কলকাতার দূর্গা পুজো অনেক দেখলাম, এবার চলো কল্যানী
Stills Kalyani Bike Ride via Mogra Delhi Road
Video Link: https://youtu.be/lCgU35FsBvA
2 years ago | [YT] | 4
View 0 replies
World of SD
ট্রাইপড ডুবি
That's how I was devoted getting a perfect timelapse.
Bakkhali Video: https://youtu.be/M4czQb2S4uc
2 years ago | [YT] | 4
View 0 replies