A large number of deprived communities in Bangladesh struggled to pay for critical health costs, very few had insurance to fight health emergencies, and that one critical illness could deplete the entire family’s financial health. More than 5 million have already been pushed into poverty because of healthcare-related costs.

This is why, in 2019 we initiated Mastulaid to offer a more compassionate solution to those fighting critical illnesses and to empower individuals and communities to help those in need.

The more healthcare financing options need to be accessible to all, that health emergencies arrive more often than we think. Which is why, we are going beyond creating a platform, to building innovations that can help a day labor to save his new-born as well as a doctor who can no longer pay for his wife’s treatment.


Mastulaid

একমাত্র কর্মক্ষম বাবুলের সড়ক দুর্ঘটনায় আজ তার পুরো পরিবার নিরুপায়। বাবু বাজার ব্রিজের উপর থেকে ভ্যান চালিয়ে যাবার পথে বড় ট্রাকে এসে বাবুলের ডান পা দুমড়ে মুচড়ে দিয়ে যায়। ধার দেনা করে কয়েকটি ওটি করা সম্ভব হলেও অর্থের অভাবে বাবুল পাচ্ছে না তার জন্য পর্যাপ্ত চিকিৎসা। থাকার মত তাদের জায়গাটুকুও নেই, ভেড়ির ডালে মানবেতর জীবন যাপন করতেন তাদের পরিবার, হঠাৎ এমন দুর্ঘটনা বাবুলের পরিবারে নিয়ে এসেছে নিদারুন বিপর্যয়। আপনার একটু সহযোগিতাই পারে বাবুলকে সুস্থ করে তুলতে। তাই আপনার যাকাত সাদাকার অর্থ দিয়ে বাবুলের পরিপূর্ণ চিকিৎসায় এগিয়ে আসুন।

1 year ago | [YT] | 1

Mastulaid

আমার পা পাঁচ ভাঙ্গা দিছে,
আমাকে বাঁচান।

টাঙ্গাইলে পরিবার নিয়ে বসবাস করেন নরেনের। নরেন কৃষি কাজ করে কোনো রকম সংসার চালান, এমন অনেক দিন যায় মানুষের কাছে ভিক্ষা করে খেতে হয়। এই আর্থিক সংকটের সময়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দুই পা ভেঙে যায় নরেন মিয়ার স্ত্রীর। দুই সন্তান নিয়ে অনেক কষ্টে কোন রকম দিন কাটায় এমন অবস্থায় তার স্ত্রীর চিকিৎসার খরচ তাদের পক্ষে বহন করা অসম্ভব প্রায়। আমাদের সকলের সহযোগিতায় নরেনের স্ত্রী আবারো সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠতে পারবে। আপনার যাকাত সাদাকার অর্থ দিয়ে নরেনের স্ত্রীর সুস্থতায় এগিয়ে আসুন।

#রোগী-৯৮
✅রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন -
✅যোগাযোগ ও বিকাশ/নগদ (পেমেন্ট) – 01321146611
✅বিকাশ/নগদ(সেন্ডমানি) - 01321-146612

1 year ago | [YT] | 0

Mastulaid

আপনার সহযোগিতায় পারে ছোট্ট শিশু সাবিয়ানকে সুস্থ করতে।

বাড়ির সামনের পুকুরে যাওয়ার পথে বাসার সামনের রোডে ফুপির হাত ছুটে দৌড় দেওয়ায় হঠাৎ ট্রাকের নিচে পড়ে যায় সাবিয়ান। ছটফট করতে থাকা শিশুটিকে নিয়ে তৎক্ষণাৎ চিটাগং মেডিকেলে নিয়ে গেলে হাসপাতাল কতৃপক্ষ সাবিয়ানের অবস্থা গুরুত্বর দেখে ঢাকা পঙ্গুতে পাঠিয়ে দেন। ছোট ছোট চার ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে অতিকষ্টে জীবন অতিবাহিত করতেন সাবিয়ানের বাবা। অটো রিকশা চালিয়ে যে সল্প আয় করতেন তা দিয়ে কোন রকম সংসার চলতো তাদের। সাবিয়ানের দুর্ঘটনার পর অন্ধকার নেমে আসে তাদের পরিবারে। নিজেদের যা ছিল সব শেষ করে ঋণ-ধার করে অসহায় পরিবার সাবিয়ানকে নিয়ে পরে আছে হাসপাতালের বেডে। সাবিয়ানের মা অসহায় হয়ে সবার কাছে সাহায্যর আবেদন জানিয়েছেন।

আপনাদের একটু সহযোগীতায় পারে সাবিয়ানকে স্বাভাবিক জীবনে এনে দিতে।

রোগী - ৯৪
রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন -
যোগাযোগ ও বিকাশ/নগদ (পেমেন্ট) – 01321146611
বিকাশ/নগদ(সেন্ডমানি) - 01321146612
mastulaid.com/fundraiser/save-sabiyan-94

1 year ago | [YT] | 1