Tasty food videos that help you cook like a pro.

Videos about healthy eating and diet tips that will help you lose weight or manage your own health.


Twin's Mom Lata

আসসালামু আলাইকুম,বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে ভিডিও ছাড়তাম সময় টা চেঞ্জ করেছি সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও আপলোড করব। সবাইকে আমার ভিডিও দেখার অনুরোধ রইলো। ইনশাআল্লাহ সবার ভিডিওতে রেগুলার দেখার চেষ্টা করব আপনারা সবাই পাশে থাকবে🙏🙏 https://youtu.be/AT-zZHaRL0I?si=NC7Yg...

1 year ago | [YT] | 3

Twin's Mom Lata

আসসালামু আলাইকুম, ১৯-৬-২৪ তারিখে শনিবার ভোর চারটা চল্লিশে আমার বড় বোন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।সবাই আমার বোনের রুহের মাগফেরাত কামনা করছি। মানসিক এবং শারীরিকভাবে অনেক ভেঙে পড়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন। এজন্য নিয়মিত ভিডিও ছাড়তে পারছিনা। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে নিয়মিত হওয়ার চেষ্টা করব সবাই পাশে থাকবেন।

1 year ago | [YT] | 7

Twin's Mom Lata

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক বড় বিপদের মধ্যে সময় পার করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই পাশে থাকবেন ধন্যবাদ।

1 year ago | [YT] | 5

Twin's Mom Lata

আসসালামু আলাইকুম, আমার ফেসবুক পেজলিংক 👉www.facebook.com/profile.php?id=61556377739969&mib… ঘুরে আসার আমন্ত্রণ রইল। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ।

1 year ago | [YT] | 1

Twin's Mom Lata

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গ্রামের বাড়িতে, প্রচুর নেট সমস্যা নিয়মিত ভিডিও দেখতে পাচ্ছি না। ইনশাআল্লাহ দুই-একদিনের মধ্যেই নিয়মিত হতে পারব সবাই পাশে থাকবেন 🙏🙏

1 year ago | [YT] | 5

Twin's Mom Lata

আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আযহা ঈদ মোবারক 🕌

1 year ago | [YT] | 5

Twin's Mom Lata

আসসালামু আলাইকুম,একটু ভিন্নভাবে রাজকীয় স্বাদে বেগুন ভাজা। https://youtu.be/EjfwN1vVMXY?si=hIGka...

1 year ago (edited) | [YT] | 7

Twin's Mom Lata

আসসালামু আলাইকুম, https://youtu.be/HRQduZONOpE?si=YzUOI...

1 year ago | [YT] | 3

Twin's Mom Lata

আসসালামু আলাইকুম, আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন। অনেকদিন যাবত আমি কোন ভিডিও আপলোড করতে পারছি না। আরো অনেক কয়দিন লেগে যাবে আমার পায়ের প্লাস্টার খুলে দিতে। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই আমার পাশে থাকবেন। আমি ভিডিও আপলোড করতে না পারলেও আপনাদের ভিডিওগুলো আমি নিয়মিত দেখছি। অসুস্থ হয়ে গেলে মানুষ একটাই অসহায় হয়ে পড়ে অসুস্থ না হলে সেটা বোঝা যায় না। তার মধ্যে দুটো বাচ্চা নিয়ে এক হাতে সব সংসার সামলাতে হয়। বাহিরের ঘরের সব কাজ নিজেকেই করতে হয় আর এখন আমি অসুস্থ হয়ে থাকাতে সব কিছু এলোমেলো। যারা আমাকে এই অসুস্থর সময়ে সবাই মনে রাখবেন তারাই আমার প্রকৃত বন্ধু। ইনশাআল্লাহ সবার পাশে আমি আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনার সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।

1 year ago | [YT] | 7

Twin's Mom Lata

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন?আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্ট ভালোবাসায় আমার চ্যালেনের প্রথম ধাপ ১ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হল। আমি কয়েকদিন যাবত অসুস্থ। যারা আমার ইউটিউবের ফ্রেন্ড অনেকেই আমার জন্য দোয়া করেছেন। আর যারা আমার জন্য দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে মন চাইছে না। তাদের জন্য সব সময় আমার সাপোর্ট ভালবাসা থাকবে। আমি কয়দিন যাবৎ হয়তোবা নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না। তবে সবার ভিডিও আমি নিয়মিত দেখব ইনশাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা আমার যেসব আগের ভিডিও দেয়া আছে অবশ্যই আপনাদের দেখার আমন্ত্রণ রইল ফুল ওয়াচ টাইম সহ। কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করবেন না🙏 কারণ যখন যার ভিডিও দেখবেন ফুল ওয়াচ টাইম করে দেখার চেষ্টা করবেন। আমার কথায় কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ।

1 year ago | [YT] | 7