দিন দিন যেন সব কিছুই নরমালাইজ হয়ে যাচ্ছে, একের পর এক করাপশন ধরা পড়ছে। ওপেনলি সব কিছু হচ্ছে, কিন্তু কেউ কোন শাস্তি পাচ্ছে না। খুন, ধর্ষণ এগুলো যেন রোজকার সাধারন ঘটনা হয়ে যাচ্ছে। পলিটিক্যাল পার্টির হাত মাথায় থাকলে ধর্ষণ করেও বুক ফুলিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে। দিনে দুপুরে কোটি কোটি টাকা লুট হচ্ছে। সবাই চুপ। সবাই যেন মেনে নিয়েছে। এর জন্য দায়ী আমাদের বিচার ব্যবস্থা। স্লো প্রসেস। আপনারও কি মনে হয় ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমকে আবার নতুন করে ঢেলে সাজানো উচিত ? আর দ্বিতীয় কথাটা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টাটা বাধবে কে ?
কলকাতায় কার্নিভাল কেন করবেন না মুখ্যমন্ত্রী বলুন তো !! কলকাতাতেই তো সবচেয়ে বেশি বিধানসভার সিট। কলকাতা হাতে থাকলে গোটা রাজ্য হাতে থাকবে। উত্তরবঙ্গে আর কটাই বা সিট। আর মিডিয়াও জানে কোথায় টিআরপি আছে। লজ্জা লাগে না আমাদের বাঙালির। নির্লজ্জতায় ডুবে গেছি আমরা। কদিন আগে যখন কলকাতায় বন্যা হয়েছিল তখন কি দুঃখ !! অথচ সেই দুঃখের ১০ শতাংশও আমরা পাহাড়ের জন্য দেখাই না। ঠিকই আছে, যেমন জনগন তেমন সরকার। দেখতে থাকুন আর কি কি হয় !!
ভারতীয় নিউজ মিডিয়ায় যে বছরের পর বছর ধরে ঘুন ধরে আছে সেটা নিয়েই পরবর্তী কন্টেন্ট আসছে। এই ভিডিওটা পাব্লিশ হলে কেউ আমাকে তৃনমূলের দালাল, বিজেপির চামচা বা কংগ্রেসের গোলাম, এমন নানা উপাধি দিতে পারেন। সে দিন, কিন্তু সত্যটা যে বলতেই হবে। আসল কথা হচ্ছে আমরা সাধারন মানুষেরাই দিন দিন হিপোক্রিট হয়ে যাচ্ছি। সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। দেখবেন, মন ভরে গালাগালি দেবেন তবে অনুরোধ থাকবে অবশ্যই কথা গুলো ভেবে দেখবেন।
গত বছর পার্লামেন্টে দাঁড়িয়ে রাঘব চাড্ডা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলেন যে এয়ারপোর্টে জিনিস পত্রের দাম অতিরিক্ত। একটা জলের বোতল ১০০-২০০ টাকা, চা, কফি সব কিছুই ওভার প্রাইসড। আর এই ঘটনার সাথে আমাদের মত সাধারন মানুষেরা অনেকটা রিলেট করতে পারবে কারণ বহু মানুষ আছেন যারা কাজের সূত্রে বাইরে যান ফ্লাইটে করে এদিক ওদিক যেতে হয় এবং তাদেরকে প্রয়োজনে বাধ্য হয়ে বেশি দামে এই জিনিসগুলো কিনতে হয়। কিন্তু গত বছর পার্লামেন্টে রাঘব চাড্ডা এই প্রসঙ্গ তোলার পর কলকাতা এয়ারপোর্টে উড়ান যাত্রী ক্যাফে নামে একটি সস্তার ক্যাফে ওপেন করা হয়েছে যেখানে সমস্ত জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে। ১বোতল জল ১০টাকা, ১কাপ কফি ২০ টাকা। এভাবেই জনপ্রতিনিধিদের কাজ করা উচিত।
✨ বাংলা ইউটিউবের ইতিহাসে একেবারেই নতুন চমক! ✨ এই দুর্গাপূজায় প্রথমবারের মতো আমরা নিয়ে আসছি AI আর মানুষের সম্মিলিত সৃজনশীলতায় গড়া মহাসিরিজ – “দেবী দুর্গতিনাশিনী”। 🔥 সিরিজের প্রথম পর্ব শীঘ্রই আসছে প্রাচীন পথে! @Prachin_path গত এক মাস ধরে আমাদের পুরো টিম দিন-রাত এক করে এই প্রোজেক্টকে প্রাণ দেওয়ার চেষ্টা করেছে—প্রতিটি ফ্রেম, প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতিকে আপনাদের কাছে পৌঁছে দিতে। 🙏 আপনারা যেমন ভালোবাসা দিয়েছেন এতদিন, এবারও চাই আপনাদের সেই অফুরন্ত ভালোবাসা ও সমর্থন। এই যাত্রার সঙ্গী হোন, কারণ এবার দুর্গোৎসব শুরু হবে ইউটিউবের পর্দাতেই!
Mithun Adhikary
দিন দিন যেন সব কিছুই নরমালাইজ হয়ে যাচ্ছে, একের পর এক করাপশন ধরা পড়ছে। ওপেনলি সব কিছু হচ্ছে, কিন্তু কেউ কোন শাস্তি পাচ্ছে না। খুন, ধর্ষণ এগুলো যেন রোজকার সাধারন ঘটনা হয়ে যাচ্ছে। পলিটিক্যাল পার্টির হাত মাথায় থাকলে ধর্ষণ করেও বুক ফুলিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে। দিনে দুপুরে কোটি কোটি টাকা লুট হচ্ছে। সবাই চুপ। সবাই যেন মেনে নিয়েছে। এর জন্য দায়ী আমাদের বিচার ব্যবস্থা। স্লো প্রসেস। আপনারও কি মনে হয় ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমকে আবার নতুন করে ঢেলে সাজানো উচিত ? আর দ্বিতীয় কথাটা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টাটা বাধবে কে ?
2 weeks ago | [YT] | 1,316
View 72 replies
Mithun Adhikary
বাংলাকে UP বিহার হতে দেব না… কিন্তু দিল্লি হলে ক্ষতি কি !!
1 month ago | [YT] | 868
View 26 replies
Mithun Adhikary
আমার পাড়ায় একটা বিড়াল মারা গেছে… পরে শুনলাম ও নাকি SIR আতঙ্কে ছাদ দিয়ে ঝাঁপ দিয়েছিল 😿😿
2 months ago | [YT] | 1,145
View 91 replies
Mithun Adhikary
কন্যা সন্তানের বাবা হয়েছি 😍🙏
2 months ago | [YT] | 4,357
View 312 replies
Mithun Adhikary
কলকাতায় কার্নিভাল কেন করবেন না মুখ্যমন্ত্রী বলুন তো !!
কলকাতাতেই তো সবচেয়ে বেশি বিধানসভার সিট। কলকাতা হাতে থাকলে গোটা রাজ্য হাতে থাকবে। উত্তরবঙ্গে আর কটাই বা সিট। আর মিডিয়াও জানে কোথায় টিআরপি আছে।
লজ্জা লাগে না আমাদের বাঙালির। নির্লজ্জতায় ডুবে গেছি আমরা। কদিন আগে যখন কলকাতায় বন্যা হয়েছিল তখন কি দুঃখ !! অথচ সেই দুঃখের ১০ শতাংশও আমরা পাহাড়ের জন্য দেখাই না। ঠিকই আছে, যেমন জনগন তেমন সরকার। দেখতে থাকুন আর কি কি হয় !!
3 months ago | [YT] | 2,236
View 136 replies
Mithun Adhikary
আপনি এখানে নিজের মতামত জানাতে পারেন। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়া হবে।
3 months ago | [YT] | 217
View 15 replies
Mithun Adhikary
ভারতীয় নিউজ মিডিয়ায় যে বছরের পর বছর ধরে ঘুন ধরে আছে সেটা নিয়েই পরবর্তী কন্টেন্ট আসছে। এই ভিডিওটা পাব্লিশ হলে কেউ আমাকে তৃনমূলের দালাল, বিজেপির চামচা বা কংগ্রেসের গোলাম, এমন নানা উপাধি দিতে পারেন। সে দিন, কিন্তু সত্যটা যে বলতেই হবে। আসল কথা হচ্ছে আমরা সাধারন মানুষেরাই দিন দিন হিপোক্রিট হয়ে যাচ্ছি। সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। দেখবেন, মন ভরে গালাগালি দেবেন তবে অনুরোধ থাকবে অবশ্যই কথা গুলো ভেবে দেখবেন।
3 months ago | [YT] | 983
View 44 replies
Mithun Adhikary
গত বছর পার্লামেন্টে দাঁড়িয়ে রাঘব চাড্ডা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলেন যে এয়ারপোর্টে জিনিস পত্রের দাম অতিরিক্ত। একটা জলের বোতল ১০০-২০০ টাকা, চা, কফি সব কিছুই ওভার প্রাইসড। আর এই ঘটনার সাথে আমাদের মত সাধারন মানুষেরা অনেকটা রিলেট করতে পারবে কারণ বহু মানুষ আছেন যারা কাজের সূত্রে বাইরে যান ফ্লাইটে করে এদিক ওদিক যেতে হয় এবং তাদেরকে প্রয়োজনে বাধ্য হয়ে বেশি দামে এই জিনিসগুলো কিনতে হয়। কিন্তু গত বছর পার্লামেন্টে রাঘব চাড্ডা এই প্রসঙ্গ তোলার পর কলকাতা এয়ারপোর্টে উড়ান যাত্রী ক্যাফে নামে একটি সস্তার ক্যাফে ওপেন করা হয়েছে যেখানে সমস্ত জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে। ১বোতল জল ১০টাকা, ১কাপ কফি ২০ টাকা। এভাবেই জনপ্রতিনিধিদের কাজ করা উচিত।
3 months ago | [YT] | 1,698
View 32 replies
Mithun Adhikary
আগামীকাল আসছে @Prachin_path এর স্পেশাল সিরিজ "দেবী দুর্গতিনাশিনী"র প্রথম পর্ব "মধু কৈটভ বধ"...
3 months ago | [YT] | 373
View 2 replies
Mithun Adhikary
✨ বাংলা ইউটিউবের ইতিহাসে একেবারেই নতুন চমক! ✨
এই দুর্গাপূজায় প্রথমবারের মতো আমরা নিয়ে আসছি AI আর মানুষের সম্মিলিত সৃজনশীলতায় গড়া মহাসিরিজ – “দেবী দুর্গতিনাশিনী”।
🔥 সিরিজের প্রথম পর্ব শীঘ্রই আসছে প্রাচীন পথে! @Prachin_path
গত এক মাস ধরে আমাদের পুরো টিম দিন-রাত এক করে এই প্রোজেক্টকে প্রাণ দেওয়ার চেষ্টা করেছে—প্রতিটি ফ্রেম, প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতিকে আপনাদের কাছে পৌঁছে দিতে।
🙏 আপনারা যেমন ভালোবাসা দিয়েছেন এতদিন, এবারও চাই আপনাদের সেই অফুরন্ত ভালোবাসা ও সমর্থন।
এই যাত্রার সঙ্গী হোন, কারণ এবার দুর্গোৎসব শুরু হবে ইউটিউবের পর্দাতেই!
3 months ago | [YT] | 899
View 18 replies
Load more