MOJTAHIDUL ISLAM

Mojtahidul Islam - a consolidated dreamer. He believes in a bright future. Every day is an opportunity to inspire someone. Successful people become successful by changing their mindset first.

His proven systems and strategies have changed the business landscape of today and have even set new standards for the field of online marketing altogether.

On this channel, he will be sharing his life’s work to enable more people to bring their ideas to life and to actually make money online. He will upload business ideas, growth strategies for digital businesses, tips and tricks for online entrepreneurs, marketing guidelines, and many more.

An inspiring channel for those who are seeking growth.

- Join our MasterMind Group -
dbclub.co/join



MOJTAHIDUL ISLAM

Consistency তখনই কাজ করে,
যখন Right কাজটা, Right ভাবে বারবার করা হয়।

13 hours ago | [YT] | 41

MOJTAHIDUL ISLAM

হয়তো প্রথম চেষ্টায় পারবেন না, তবে...

3 days ago | [YT] | 122

MOJTAHIDUL ISLAM

কোথায় ভুল হলো,
কেন হলো,
আর পরেরবার কীভাবে ঠিক করা যায়❓

এই সিম্পল Process-টাই Loss-কে "Lesson" বানায় ✅

5 days ago | [YT] | 102

MOJTAHIDUL ISLAM

একটা ভালো Idea তৈরি করে একটি সম্ভাবনা,
আর সেই সম্ভাবনাকে বাস্তবতার রূপ দেয়—
যে একটা জিনিস, তা হলো "Consistency" 🎯

1 week ago | [YT] | 128

MOJTAHIDUL ISLAM

প্রথমত, “Clear Data”। কারণ,
অনুমানের উপর বিজনেস চলে না। কোন প্রোডাক্ট সেল হচ্ছে, কোন অ্যাড কাজ করছে, কাস্টমার কোথা থেকে আসছে, কোথায় ড্রপ করছে এই সবকিছু যদি পরিষ্কারভাবে জানা থাকে, তাহলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। অন্যদিকে, ডেটা ক্লিয়ার না হলে আপনি শুধু টাকা খরচ করবেন, গ্রোথ আসবে না।

দ্বিতীয়ত, “Smart Offer”।
👉 ভালো প্রোডাক্ট থাকলেই হবে না, সেটা কীভাবে অফার করছেন সেটাই আসল। Pricing, ডেলিভারি, গ্যারান্টি এই সব মিলিয়ে কাস্টমার যেন মনে করে, “এই অফারটা মিস করা যাবে না।” কারণ একটা স্মার্ট অফারই পারে কাস্টমারের Hesitation ভাঙতে।

তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, “Consistent Execution”।
একদিন ভালো কাজ করে থেমে গেলে বিজনেস গ্রোথ হয় না। নিয়মিত অ্যাড চালানো, কন্টেন্ট দেওয়া, অর্ডার ফলো-আপ, কাস্টমার সাপোর্ট এই সবকিছুই কনসিস্টেন্ট-ভাবে করতে হয়। আর এখানেই বেশিরভাগ মানুষ হার মেনে যায়।

1 week ago | [YT] | 85

MOJTAHIDUL ISLAM

🎯 Right Direction মানে হলো :

👤 আপনি জানেন আপনার Customer কে,
❓ আপনি কী Problem solve করছেন, আর
🚀 কোন পথে গেলে Long-term Growth হবে।

1 week ago | [YT] | 76

MOJTAHIDUL ISLAM

তাঁদের আলোর স্পর্শে জ্বলে উঠুক আমাদের প্রতিটি অর্জন।

2 weeks ago | [YT] | 63

MOJTAHIDUL ISLAM

Start Today ✅
Improve Tomorrow 🚀

2 weeks ago | [YT] | 71

MOJTAHIDUL ISLAM

আমাদের স্বপ্ন গুলোই ঠিক করে লাইফে আমরা কতদূর এগোবো,

আর স্বপ্নগুলো তখনই বাস্তবায়ন করা সম্ভব হয়- যখন আমরা Action নেই, Consistently চেষ্টা করতে থাকি।

যেমনটা করেছেন—

🚀 ইলন মাস্ক – বারবার ব্যর্থ হলেও কনসিস্টেন্ট কাজ করে Tesla ও SpaceX-কে গ্লোবাল পাওয়ারহাউসে নিয়ে গেছেন।

✨ জেফ বেজোস – একটা অনলাইন বুকস্টোর থেকে শুরু করে কনসিস্টেন্ট গ্রোথ মাইন্ডসেট দিয়ে Amazon-কে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানিতে পরিণত করেছেন।

🔥 জ্যাক মা – ৩০+ চাকরিতে রিজেক্টেড হওয়ার পরও থামেননি; নিজের স্বপ্নে কনসিস্টেন্ট ছিলেন, আর সেখান থেকেই এসেছে Alibaba।

2 weeks ago | [YT] | 100

MOJTAHIDUL ISLAM

The real journey of an Entrepreneur 💡

2 weeks ago | [YT] | 52