প্রিয় অভিভাবক (Priyo Ovivabok)

প্রিয় ভিওয়ার্স, #Alirubel71 এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, আমাদের চ্যানেল এর ভিডিও দেখার জন্য। অপনাদের দ্বারাই চ্যানেল সামনের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলের ভিডিও ভাইরাল করতে আপনাদের সাহায্য অনেক অনেক প্রয়োজন। আমাদের চ্যানেলের ক্যাটাগরিতে আছে
#sylhettoukbd
#freemotion
#vlogs
#freemotionbyrubel
#freemotionbyfirozhasan
#freeemotion
#freemotionbyrakib
#vlogs
#blogger
#videography
#Biography
#motorace
#accident
#drive
#chocolatebikers
#Brta
#tech
#newstv
#live-streaming
#funny
#emotional_seen
#sad_seen
#tiktok_Video
#facebook_Tips_tricks
#facebookIncome
#howtofacebookincome
#howtoyoutubeincome
#facebook_Policy_Issues
#game
#emotion
#femon
#supp
#Support_Humanity
ফেইসবুকে যোগাযোগ করুনঃ
www.facebook.com/rubel.ahmadshagor?mibextid=ZbWKwL
✅হোয়াটএপ্স 01796-612342
আমাদের জন্য সবাই দুয়া করবেন।আপনাদের জন্য মন থেকে দুয়া রইল।
ধন্যবাদ ইউটিউব কমিউনিটি
প্রতি সপ্তাহে 1দিন ভিডিও পাবেন
#emotional_feeling
#Alirubel71
#YouTubenube
#prioovivabok
#priyoovivabok
#prioovivavok


প্রিয় অভিভাবক (Priyo Ovivabok)

Hlw everyone ❤️আজকে দেশে ঠান্ডা কেমন।🇬🇧আজকে -১ ডিগ্রি।সবাই সবার জন্য দুয়া করবেন 🤲🤲🤲🤲

11 months ago | [YT] | 1

প্রিয় অভিভাবক (Priyo Ovivabok)

আজ সিলেটের ডাক পত্রিকার নিউজ
ঢাকা বিমান বন্দর থেকে ৪২ জন সিলেটি সদ্য ভিসা পাওয়া কানাডা যাত্রীকে ফেরৎ দিল ঢাকা বিমানবন্দর।তাদের অপরাধ ফ্রেশ পাসপোর্ট কীভাবে ভিসা দিল কানাডা।

কানাডা যাচাই বাচাই করে ভিসা দিল, আটকালো ঢাকা। সত্যিই আজিব আমাদের বিমান বন্দরের অফিসার ।আমরা প্রত্যেকটা জায়গায় এমন কিছু গর্দভদের বসিয়ে রেখেছি যাদের মধ্যে নেই কোনো পেশাদারিত্ব, নেই দেশপ্রেম এবং তাদের কোনো জবাবদিহিতার আওতায় ও পড়তে হয়না। এই ৪২ জন যদি কিছু টাকা হাতে ধরিয়ে দিত তাহলে স্বর্ন চুর অফিসাররা ঠিকই ছেড়ে দিত।তাদের টিকেটও হলো ইমিগ্রেশন হলো বিমানে ওঠার সময় আটকানো হল এটা বুঝলাম না তাদের ভিসাতে সমস্যা হলে আরো অনেক আগেই আটকানো সুযোগ ছিল কারণ হচ্ছে টিকেট কনফার্ম করার সময় ভিসার ফটোকপি দেওয়া লাগে।
আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিমান প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি।💌

2 years ago | [YT] | 0

প্রিয় অভিভাবক (Priyo Ovivabok)

বাসে একজন নারী দাঁড়িয়ে থাকলে— বেশিরভাগ পুরুষই উঠে সেই নারীকে জায়গা করে দেন।

লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় একজন পুরুষই বলে ওঠেন— তার পেছনের নারীটিকে অগ্রাধিকার দেওয়া হোক।

দোকানের বেশিরভাগ পুরুষ সেলসম্যান আরেকজন পুরুষকে শান্তস্বরে বলেন, 'ভাই, এই মহিলাটিকে আগে বিদায় করে দিই। আপনি একটু বসুন।'

স্কুলের যেসব শিক্ষক ছেলেদের গরু-ছাগলের মতো পেটান, সেসব শিক্ষকও মেয়েদের বেলায় সহানুভূতিশীল হন।

কোনো পুরুষকে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের কথা বলতে বললে— সেই পুরুষটি একজন নারীরই নাম বলবেন।

কিন্তু কট্টর নারীবাদ পুরুষের এই ব্যাপারগুলোকে শ্রদ্ধা করে না, বরং অস্বীকার করে। তারা ভাবে— পুরুষ মানেই ধর্ষক, নির্যাতনকারী, দেহপ্রেমী ইত্যাদি। তারা মনে করে, পুরুষ রাস্তাঘাটে বেরই হয় নারীদের ধর্ষণ করতে। এরকম একচোখা চিন্তাকে আমি মনেপ্রাণে ঘৃণা করি।

এটা ভুলে গেলে চলবে না— সব পুরুষের মধ্যেই একজন 'বাবা' বাস করেন।❤️।❤️

2 years ago | [YT] | 1

প্রিয় অভিভাবক (Priyo Ovivabok)

সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম✅ ঈদ মোবারক
#ঈদ_মোবারক
#Eid_Mubarak
#Freemotion_Ali

2 years ago (edited) | [YT] | 1

প্রিয় অভিভাবক (Priyo Ovivabok)

আসছে আমাদের নতুন ভিডিও আগামীকাল
#দেশি_খাবারের_আয়োজন
#ভাইরাল

2 years ago | [YT] | 3

প্রিয় অভিভাবক (Priyo Ovivabok)

বাড়িতে চোর ঢুকেছে!
গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে।
গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
কিন্তু, না। কুকুর চুপচাপ বসে আছে।
কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিলো।
সে কুকুরের কাছে এসে বললো ভাই, একটাকিছু করো,
চোর তো গুদাম ঘরের তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে।
গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইলো।
হঠাৎ গাধা চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি।
হাড্ডির সাথে মাংসও আছে।
গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেনা।
এ কি দেখছে সে ?
বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে ?
তাও আবার চোরের মত বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর
কাছ থেকে ? ছিঃ! ছিঃ! ছিঃ!
এদিকে চোরেরা তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।
গাধা আর চুপ থাকতে পারলোনা,
সে গগনবিদারী চেঁচামেচি শুরু করে দিলো।
তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেলো।
মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে
দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর গাধা
লাফাচ্ছে। মালিক ভাবলো হয়তো গাধাকে জ্বিনে
ধরেছে অথবা পাগল হয়ে গেছে । তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশকয়েকটা
আঘাত করল। এতে গাধা খুবই ব্যথিত হলো ।
এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা
করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর
ধরা যার দায়ীত্ব ছিলো, সে ঘুষ খেয়ে চুপ থেকেছে।
আর গাধা অন্যের দায়ীত্ব মাথায় নিয়ে অপরাধী
হয়েছে।
অগত্যা গাধা মনে মনে ভাবছে- দায়ীত্বশীলরা নষ্ট হয়ে
গেলে করার কিছুই থাকেনা। এ সময় কিছু করতে
যাওয়া বোকামী ছাড়া আর কিছুনা।
গল্পটা এখানেই শেষ।
কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু।
আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি,
তাদের অবস্থাও ঐ গাধার মত।কথা বলে অপরাধী হচ্ছি।
আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে।
তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে-
ততদিন আমাদের মত গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া
আর কোন উপায় নাই ।
তবে একথা সত্য যে, চোরের দশদিন সাধুর একদিন ।
কথায় বলে
পাপ বাপকেও ছাড়ে না,,,,,,,,🙏@ collect

সাথে থাকুন  @Sbangla Tv Gallery Media 
 @Sylhet Uttor Bangla 
 @Our Islam bd 
 @Bangladeshi Food Reviewer   @Ever green bd   @Sylheti Natok 

2 years ago | [YT] | 3