"উজ্জীবন পরিচিতি"
এ দেশের মানুষের প্রাণের সংস্কৃতির শাশ্বত ইসলামি মূল্যবোধের সংস্কৃতি | আদর্শবাদী এই সোনালী সংস্কৃতির উচ্চকিত চেতনা ছড়িয়ে দিতেই ১৯৮০ সালে শিল্পী তারেক মনোয়ারের হাত ধরে প্রতিষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক সংগঠন "উজ্জীবন শিল্পীগোষ্ঠী" | বাংলাদেশ ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠন হিসাবে উজ্জীবনরে নাম পরিচিত |
সংগঠনটি বর্তমানে ৬ টি বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে নিয়মিত কর্মসূচির বাস্তবায়ন করে চলছে বিভাগগুলো হচ্ছে : সংগীত, থিয়েটার, শিশু, কিশোর, তেলাওয়াত ও আবৃত্তি |
উজ্জীবন শিল্পীগোষ্ঠীর ছায়াতলে গড়ে ওঠা বহু সাংস্কৃতিক কর্মী জাতীয়ভাবে ভূমিকা রেখে চলেছেন। তাঁদের অনেকেই খ্যাতিমান হয়েছেন নিজ-নিজ অঙ্গনে, যার মধ্যে রয়েছেন কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, ক্বারী, গীতিকার, ইসলামি চিন্তাবীদ, আবৃত্তিকার, নাট্যকার, অভিনেতা, আবার কেউবা সংগঠক।