My Name is Joy James Costa, an ex KAAD Scholar and a graduate from TUM (Technical University of Munich) - M.Sc. in Biomedical Engineering & Medical Physics. Currently working full time in Germany.

Bachelor Degree: B.Sc. in Biomedical Engineering
University: Khulna University of Engineering & Technology(KUET), Khulna, Bangladesh
College: Notre Dame College, Dhaka, Bangladesh

Hi everyone! I am really glad that at last, I have made my mind to set up a youtube channel where I will be uploading my journey towards Germany (Deutschland). It will be a matter of pleasure and satisfaction if you support me with keeping me in your prayers. This channel will not be in a position that can motivate you, nor I am thinking about it. I just want to share my experience, solving the difficulties what I have faced during the processing and my whole journey of my master's program in Germany. Representing my homeland Bangladesh towards the whole world through this channel will be my motto.


Joy James Costa

New video has been uploaded. Have a look. Link is in comment section.

1 month ago | [YT] | 5

Joy James Costa

Life Update

কিছু আপডেট দিয়ে রাখি, হয়ত কাজে লাগতে পারে!

১. জীবনের একটা বড় ডিসিশন নিয়েছি, নিজের প্রেয়সীর সাথে এংগেইজমেন্ট কম্পলিট করেছি এই অক্টোবরে!

২. জার্মান বি১ পাস করেছি এক বসায়। সামনে আশা করি ভাল কিছু উপহার দিতে পারব। তিন মাসের ব্রেক নিয়েছিলাম, এই বছর পুরোটাই অ ধারাবাহিক থেকেছি। কারণ ছিল অনেক গুলো, তার মধ্যে অন্যতম হল:

* জার্মানির স্টুডেন্ট ভিসা স্লো এবং রেজিস্ট্রেশন বন্ধ। মানে যাদের আগে রেজিষ্ট্রেশন করা ছিল, তাদের গুলা ক্লিয়ার করতেছে। নতুন করে রেজিস্ট্রেশন বন্ধ। এই অবস্থায় আমি কাউকে মিথ্যা আশা দিতে রাজি না। আর চ্যানেল করাই ছিল ইনফো দিয়ে হেল্প করা। যেহেতু এই জিনিস বন্ধ তাই স্কোপ কমে গেছে!

* আমার পি আর এবং সিটিজেনশিপ এর এপ্লিকেশিন সন্নিকটে। সবাই দোয়া করবেন যাতে প্রসেসটা ভাল মত করতে পারি। এজন্য ভাষা পরীক্ষা এবং নাগরিকত্ব পরীক্ষা দেওয়া লেগেছে। কাজের পাশে এইগুলো প্রিপারেশন নিতে গিয়ে অন্য দিকে সময় দেওয়া হয় নি!

*যেহেতু ইউটিউব থেকে আমার কোন ইনকাম হয় না, এবং আইনের মার প্যাচে আমি সেটা এখনো করি নি, পি আর টা হয়ে গেলে হয়ত মোটিভেশন আরো ভালো পাবে করার!

তবে মেদ্দা কথা ওই প্রথমটাই, মিথ্যা আশা আমি দিতে চাই না! সামনে দেখি কিছু করা যায় নাকি আপনাদের জন্য, স্পেশালি আমি যেভাবে কুয়েটে থাকা অবস্থায় টিউশনি করেছি, সেই টিউশনিতে আবার ফেরত আসতে চাই। ইঞ্জিনিয়ারড ওয়েতে বেসিক জার্মান শিখাতে চাই, শুধু A1 করাবো, এর উপর না। কারণ আমি B1 পাশ, আমি A1 এর ধাচে পুরো ব্যাসিকটা ভাল মত পড়াইতে চাই! দেখা যাক কেমন সফল হই! আমার দীর্ঘ ৫ বছরের টিউশনি লাইফে স্টুডেন্টরা আমার পড়ানোর স্টাইলকে ভালই এপ্রিশিয়েট করেছি, আশা করি আপনারাও করবেন!

ধন্যবাদ সকলকে!

1 month ago | [YT] | 9

Joy James Costa

আমি একজন থাম্বনেইল ডিজাইনার খুজতেছি। পেইড, সমস্যা নাই। যারা আগ্রহী কাইন্ডলি একটু এই ইমেইলে ইমেইল করেন - jjcosta1415007bmekuet@gmail.com

সাথে একটা নিজের ডিজাইন করা থাম্বনেইল দিয়ে দিয়েন।

ধন্যবাদ!

4 months ago | [YT] | 0

Joy James Costa

সবাই কেমন আছেন! আশা করি ভুলে যান নাই, গিয়ে থাকলেও সমস্যা নাই।

হয়ত আপনারা লক্ষ করেছেন যে, আমি ভিডিও দেওয়া কমায় দিছি। মাসে দেড় মাসে একটা। এটার কিছু ব্যাক্তিগত কারণ আছে:

১. জার্মানির ভিসা প্রসেসিং এ এখন দুই বছরের বেশী সময় লাগতেছে, যেটার জন্য মানুষের কাছে এখন জার্মানি একটা সেকেন্ড থার্ড ফোরথ অপশন বাইরে আসার জন্য। যেটা আমার কন্টেন্ট এর ভ্যালু অনেক বেশী কমায় দিছে, গুরুত্ব লোপ পাইছে। যেহেতু বাজার নাই এখন জার্মানির তাই আস্তে আস্তে এটার প্রোডাকশন কমবেই এটাই স্বাভাবিক।

২. আপনারা জানেন, আমার সামনে বেশ কিছু কঠিন পথ পার হতে হবে। সামনে আমার পি আর এর এপ্লাই এর সময় চলে আসতেছে, এটার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে + ফুল টাই জব চালাইতে হচ্ছে। এর সাথে তাল মিলায়ে চলাটা কষ্ট হয়ে যাচ্ছে।

৩. কন্টেন্ট এর ডাইভারসিটি নিয়ে আমি অনেক ভেবেছি। সময় ইফোরটের দিয়ে আমি যেটা ব্যাক পাই সেটা আসলে খুবই মাত্রায় লস প্রযেক্ট মনে হয়েছে। কারণ:

* ইউটিউব এখন চায়, আমি প্রতি সপ্তাহে মিনিমাম একটা Shorts বানাই, তাইলে সে আমাকে আরো ভালো রিচ দিবে, নাইলে সম্ভব না। মিনিমাম যেহেতু তার মানে সপ্তাহে আরো বেশী করলে আরো ভালো।
* আমার মনে হইছে ইউটিউবের এলগোরিদমের কাছে আমার ইফোরট বন্দী, মানে ইউটিউব চাইলেই আমার ইফোরটকে একদম ০ বানায় দিতে পারবে যেটা খুবই আনসারটেইন মনে হয়
*ইউটিউব থেকে আমার ইনকাম কিছুই না, আমি আড়াই বছরে যা কামাইছি তা আমি কাজ করে এক সপ্তাহে কামাই। তার উপর আমি যাই কামাই না কেন, সেটা আমি উঠাইতে পারি না, কারণ জার্মানির আইন অনুযায়ী আমি যেই ভিসা ক্যাটাগরিতে আছি সেটায় এটলিস্ট নিরদিষ্ট একটা সময়ের আগ অবধী সেকেন্ড জব/ফ্রিলান্সিং সম্ভব না, ইউটিউবিং এখানে ফ্রিলান্সিং।

৪. আমার কাছে মনে জার্মানির ইকোনমির অবস্থা বেশ খারাপ এখন। শুধু শুধু মানুষকে মধু দেখায় একটা মানুষ এসে যদি খারাপ থাকে সেটা আমি চাই না, এজন্য চটকদার ভিডিও থেকে দূরে থাকি।

সব মিলায়ে আমার মনে হয় জার্মান as a বাজার কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে বেশ নিম্নগামী থিম। এজন্য পিভট করার কথা ভাবতেছি, কিন্তু কিভাবে করবো সেটা বুঝে উঠতে পারতেছি না। তবে জানাতে ভুলবেন না - এত বড় ওয়েটিং টাইমের পরো কেন আপনারা জার্মানির জন্য অপেক্ষা করে আছেন?

লম্বা পোস্ট হয়ে গেল। ক্ষমাপ্রার্থী, ধন্যবাদ!

9 months ago | [YT] | 25

Joy James Costa

ইনফো চাই!

কেউ কি বলতে পারেন, একটা ভিডিও ইনফোগ্রাফিক সহ সুন্দর করে এডিট করে দিতে কি পরিমাণ পারিশ্রমিক দিতে হয়?

কমেন্টে একটু জানাবেন দয়া করে!

1 year ago | [YT] | 6

Joy James Costa

পরামর্শ চাই!

কমেন্টের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে চ্যানেলে। সবার কমেন্ট আগে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন এত বেশী কমেন্ট আসে যে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না। তাও দেওয়ার ট্রাই করি।

এমন কি করা যেতে পারে যাতে কমেন্টের রিপ্লাই না পেলেও আপনারা খুশী হবেন?

আমি ভাবতেছিলাম: প্রতি মাসে একটা করে পোস্ট করবো কমিউনিটি ট্যাবে, আপনারা কমেন্ট করলে আমি সেটার রিপ্লাই দিব প্রতিটার একটা ফিক্সড সময়ের জন্য, ধরেন ৪ ঘন্টার মধ্যে যে যে কমেন্ট করবে সব রিপ্লাই দিব।

তবে ফিলটারিং করে ৭০% কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি!

পাশে থাকার জন্য ধন্যবাদ!

1 year ago | [YT] | 26

Joy James Costa

আবস্থা মনে হচ্ছে এখন আস্তে আস্তে ভালোর দিকে, তাই এখন ভিডিও স্যুট এবং আপলোড করা শুরু করবো!

স্কুল কলেজ ভারসিটির মত আমার তথ্য চ্যানোলও ছুটিতে ছিল। কাজ কর্ম শুরু করতেছি অতিশীঘ্রই!

পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ!

1 year ago | [YT] | 38

Joy James Costa

জিতে গেছি পোলাপাইন 😍😍

নতুন আগামীর বাংলাদেশ আমাদের। আমরা ভাল বাংলাদেশ গড়ব। আমি কথা দিচ্ছি আমি আমার হাইয়েস্ট ট্রাই করবো 😎😎😎

দেশ স্বাধীন!

1 year ago | [YT] | 40

Joy James Costa

কালকের জন্য সকল সাধারণ সংগ্রামী ছাত্র ছাত্রীদের জানাই - নিজেকে সেইফ রাখবেন, নিজেকে সেইফ রাখবেন, নিজেকে সেইফ রাখবেন।

দূর প্রবাসে থেকে খুব বেশী কিছু করার থাকে না এরকম মুহুর্তে। আমার প্রার্থনায় আপনারা সবসময় থাকবেন। ন্যায় কে ন্যায় বলতে হবে, অন্যায় কে অন্যায়। ছাত্রছাত্রীরা পড়াশুনার সময় একটা জিনিস আমরা সবসময় শিখি: রেজাল্টের কথা চিন্তা না করে পড়াশুনা করে যাওয়া উচিত, নিজের সর্বোচ্চ দিয়ে দেওয়া উচিত, বাকিটা লাক, আল্লাহ, ভগবান ঈশ্বরের ইচ্ছা। ছাত্রছাত্রীরা তাই করবে, করেছে, করছে।

United Firmly!

1 year ago (edited) | [YT] | 18

Joy James Costa

ওয়াই ফাই কিভাবে সবার সাথে শেয়ার করবেন? মোবাইল নেট বন্ধ করে দিছে সরকার আবারো।
"মোবাইল নেটওয়ার্ক আবার বন্ধ হয়ে গেছে। সবাই দয়া করে আপনার ওয়াই-ফাই রাউটারের সেটিংসে গিয়ে নিরাপত্তা অপশনটি 'None' বা 'নেই' করে দিন যাতে রাস্তায় থাকা লোকেরা ইন্টারনেট ব্যবহার করতে পারে।"

United Firmly!

1 year ago | [YT] | 21