বৃষ্টির সময় কিংবা বৃষ্টি শেষে ভেজা রাস্তায় বাইক চালানোর কিছু সতর্কতা
১) যতটুকু সম্ভব কম গতিতে চালান তাতে ব্যালেন্স ভালো থাকবে, পড়ে গেলেও ব্যাথা কম পাবেন। জীবনের মূল্য সময়ের চেয়ে অনেক বেশি।
২) টায়ার প্রেশার কমিয়ে নিন,পারলে রেকোমেন্ড টায়ার প্রেশার থেকেও প্রেশার কমিয়ে দিন যাতে চাকার গ্রিপ এবং ব্রেকিং ভালো হয়।
৩) বৃষ্টির ভিতর হঠাৎ করে কোনো ব্রেক জোরে প্রেস করা থেকে বিরত থাকুন তাতে চাকা স্লিপ খাবে। দুটো ব্রেক আস্তে আস্তে প্রেস করুন
৪) ভেজা রাস্তায় পিচ্ছিল জাতীয়/ময়লা স্হানে রাইড পরিহার করুন। শর্টকাট নিতে গিয়ে অনেকেই পিচ্ছিল স্হানে পিছলিয়ে যেতে পারেন।
৫) বেশি পানি জমা স্থান পরিহার করুন, আপনি জানেন না সেই পানির নিচে কোথায় গর্ত আছে বা কোথায় ড্রেন আছে।
৬) বৃষ্টিতে হেলমেট এর গ্লাস পুরোপুরি বন্ধ করে চালাবেন না, তাতে সামনের রাস্তার ছোটো ছোটো জিনিষ দেখা যায় না আর অনেকটা আন্দাজের উপর বাইক চালাতে হয়।
৭) বৃষ্টির ভিতর দৃষ্টিক্ষমতা কমে যায় তাই,সর্বদা হেডলাইন অন করে রাখবেন, যাতে সবাই আপনাকে দেখতে পায়।
৮) বৃষ্টির সময় রাইড করাকালীন নুরি পাথর ও বালি এরিয়ে চলুন। তাতে স্লিপ করার সম্ভাবনা কমে যাবে।
৯) বৃষ্টিকালীন হাইওয়েতে রাইড করলে অবশ্যই সেইফটি গিয়ার পরিধান করুন
emperor sourov
বৃষ্টির সময় কিংবা বৃষ্টি শেষে ভেজা রাস্তায় বাইক চালানোর কিছু সতর্কতা
১) যতটুকু সম্ভব কম গতিতে চালান তাতে ব্যালেন্স ভালো থাকবে, পড়ে গেলেও ব্যাথা কম পাবেন। জীবনের মূল্য সময়ের চেয়ে অনেক বেশি।
২) টায়ার প্রেশার কমিয়ে নিন,পারলে রেকোমেন্ড টায়ার প্রেশার থেকেও প্রেশার কমিয়ে দিন যাতে চাকার গ্রিপ এবং ব্রেকিং ভালো হয়।
৩) বৃষ্টির ভিতর হঠাৎ করে কোনো ব্রেক জোরে প্রেস করা থেকে বিরত থাকুন তাতে চাকা স্লিপ খাবে। দুটো ব্রেক আস্তে আস্তে প্রেস করুন
৪) ভেজা রাস্তায় পিচ্ছিল জাতীয়/ময়লা স্হানে রাইড পরিহার করুন। শর্টকাট নিতে গিয়ে অনেকেই পিচ্ছিল স্হানে পিছলিয়ে যেতে পারেন।
৫) বেশি পানি জমা স্থান পরিহার করুন, আপনি জানেন না সেই পানির নিচে কোথায় গর্ত আছে বা কোথায় ড্রেন আছে।
৬) বৃষ্টিতে হেলমেট এর গ্লাস পুরোপুরি বন্ধ করে চালাবেন না, তাতে সামনের রাস্তার ছোটো ছোটো জিনিষ দেখা যায় না আর অনেকটা আন্দাজের উপর বাইক চালাতে হয়।
৭) বৃষ্টির ভিতর দৃষ্টিক্ষমতা কমে যায় তাই,সর্বদা হেডলাইন অন করে রাখবেন, যাতে সবাই আপনাকে দেখতে পায়।
৮) বৃষ্টির সময় রাইড করাকালীন নুরি পাথর ও বালি এরিয়ে চলুন। তাতে স্লিপ করার সম্ভাবনা কমে যাবে।
৯) বৃষ্টিকালীন হাইওয়েতে রাইড করলে অবশ্যই সেইফটি গিয়ার পরিধান করুন
7 months ago | [YT] | 4
View 0 replies
emperor sourov
হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে দন্যবাদ।আমি একটা বাইক কিনবো তাই আপনাদের কাছে সাজেশন চাইছিলাম কি বাইক কিনবো ।
ইনসালআল্লাহ আজকে বাইক কিনতে যাবো।কি বাইক কিনব টা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।রাত ৯ টায় ভিডিও আপলোড হবে।আবার ও সবাইকে দন্যবাদ।
8 months ago | [YT] | 2
View 0 replies