বাংলা গান। বাঙালির প্রাণ ছুঁয়ে। হৃদয়ে দোলা দেয়। নিজের অজান্তেই ছন্দ ও সুরের তালে নেচে ওঠে মন। কখনো সুখের, কখনো দুখের, কখনো বিরহ, কখনো ভালোবাসায় আপ্লুত করে। বাঙালির বারো মাসের তেরো পার্বণে থাকে রঙবাহারি গান। আমরা প্রত্যেকের প্রতিটা পার্বণকে মাথায় রাখবো। ভালোবেসে স্মরণ করবো।
দিন বদলায়। রঙ পাল্টায়। সময়ের সাথে রুচিরও পরিবর্তন আসে। পুরোনো গানগুলোকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই। আমরা চলতি সময়ে বিশ্বাসী। তবে শেকড়কে ভুলে গিয়ে নয়। আমরা পুরোনোকে নতুন করে সাজাতে চাই। রূপ, রস গন্ধ দিয়ে।
চলার পথে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা থাকবে। মাথা পেতে নেব সবই। কথায় আছে, ‘লোকো নিন্দা পুষ্প চন্দন’।

তুষার কান্তি সরকার
কলকাতা
১৩/০৫/২০২৫