লেখাপড়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন জিনিস তৈরি করা আমার শখ। ইতোমধ্যেই কাগজ ও পুঁতি দিয়ে বিভিন্ন গৃহসজ্জা সামগ্রী তৈরি করেছি, ট্রাই করেছি বিভিন্ন খাবারের রেসেপিও। বন্ধুবান্ধব বিশেষ করে আমার বাবা মা আমাকে এসব কাজে উৎসাহ দিয়েছেন এবং প্রশংসা করেছেন।
অবশেষে আমার এসব কাজে সংরক্ষণ এবং উৎসাহী বন্ধুবান্ধব ও পাঠক দর্শকদের মধ্যে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেই এবং নিজে নিজেই খুলে ফেলি। আশা করি, আপনাদের মধ্যেও অনেক সৃজনশীল লোক রয়েছেন এবং ইউটিউব চ্যানেল খুলে তাদের একটিভিটি শেয়ার করবেন।
পড়াশুনার পাশাপাশি এই চ্যানেলে রেসেপি ছাড়াও আমার বিভিন্ন একটিভিটি তুলে ধরার চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা ও উৎসাহ আমাকে প্রেরণা যোগাবে এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেবে বলে আমি বিশ্বাস করি।