Mushiur Rahman Murad

“ভারত–পাকিস্তান–বাংলাদেশের মুসলিম জনতা—
শুনুন!
মুর্শিদাবাদের মাটিতে নতুন বাবরি মসজিদ নির্মাণ এখন শুধু দাবি নয়—
এটা অঙ্গীকার, এটা শপথ, এটা সময়ের দাবি!
যে কেউ যত বাধাই দিক, জনতার ইচ্ছাকে আটকানোর ক্ষমতা কারও নেই।”

“আজ আবারও কিছু শক্তি পুরোনো ঘৃণার রাজনীতি ফিরিয়ে আনতে চায়।
যারা হিন্দুত্ববাদী উগ্র প্রচারণা দিয়ে সমাজকে বিভক্ত করতে চায়,
যারা গুজরাটের দুঃসহ ইতিহাসকে আড়াল করে নতুন অপপ্রচার তৈরির চেষ্টা করছে—
তাদের উদ্দেশে স্পষ্ট ঘোষণা—
এইবার নীরব থেকে কেউ অন্যায় মানবে না!”

“মুর্শিদাবাদের মানুষ আজ প্রস্তুত—
অধিকার রক্ষার আন্দোলনে,
ন্যায়ের দাবিতে মাথা উঁচু করে দাঁড়াতে,
ভয়–চাপ–অপপ্রচারকে প্রত্যাখ্যান করে
সংবিধান প্রদত্ত অধিকার আদায়ে দৃঢ় থাকতে!”

“এই মসজিদ নির্মাণ কেবল ধর্মীয় স্থাপনা নয়—
এটা জনগণের আত্মমর্যাদার প্রকাশ,
এটা ইতিহাসের ভুলকে সংশোধনের ন্যায়সংগত দাবি,
এটা সেই রাজনৈতিক প্রতিজ্ঞা যে—
বিশ্বাসের জায়গায় অন্যায় আর সহ্য করা হবে না।”

“বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম ভাইয়েরা—
মুছে ফেলবেন না এই অধ্যায়।
যেদিন মসজিদ সম্পূর্ণ হবে,
সেদিন এটি প্রমাণ করবে—
জনতা যখন এক হয়,
কোনো শক্তিই তাদের অধিকার রোধ করতে পারে না!”

“আজ দক্ষিণ এশিয়ার মুসলিম কণ্ঠ একসুরে—
ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অধিকার রক্ষার পক্ষে।
এটাই নতুন সময়ের বার্তা—
অন্যায়ের ওপর ন্যায়ের বিজয় হবেই,
জনতার সিদ্ধান্তই চূড়ান্ত।”

🖤🔥

1 week ago | [YT] | 5