aysha siddika mim

মঙ্গলবারে আল্লাহ তায়ালা কি সৃষ্টি করছেন আসুন জেনে নিন।

"নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর সমুন্নত হয়েছেন।" (সূরা আ‘রাফ: ৫৪)

এখন হাদিসে প্রতিটি দিনে আল্লাহ কী সৃষ্টি করেছেন তা ব্যাখ্যা এসেছে। রাসূলুল্লাহ (সা.)-এর এক হাদিসে (মুসলিম শরীফে বর্ণিত, কিতাবুল জুমুআ) উল্লেখ আছে:

1. শনিবার: জমিন সৃষ্টি।


2. রবিবার: পর্বতমালা সৃষ্টি।


3. সোমবার: বৃক্ষরাজি সৃষ্টি।


4. মঙ্গলবার: অপ্রীতিকর জিনিস (রোগ-বালা, অকল্যাণকর বিষয়) সৃষ্টি।


5. বুধবার: নূর সৃষ্টি।


6. বৃহস্পতিবার: পশুপাখি ছড়িয়ে দেওয়া।


7. শুক্রবার: আদম (আ.) সৃষ্টি।



📌 তাহলে মঙ্গলবার আল্লাহ তায়ালা রোগ-বালা, অকল্যাণকর বিষয়াদি সৃষ্টি করেছেন।

1 month ago | [YT] | 15