এমন হাই সিকিউরিটি এরিয়াতে আগুনলাগাটা কোন কাকতালীয় ঘটনা হতে পারে না। অবশ্যই সাবোটাইজ।
3 weeks ago | 76
গুপ্তচরবৃত্তি বিরুদ্ধে শাস্তিমূলক আইন হওয়া জরুরি। সাপ হাসিনা এবং দোসররা ভেগেছে কিন্তু বিষাক্ত বীজ রেখে গেছে। সেই আলামত দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
3 weeks ago | 71
আফগানিস্তান এবং বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে "র" কাজ করছে।
3 weeks ago | 212
দুশক্রিত কারিদের চিহ্নিত করে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে এদের জন সপক্ষে ফাসি দিতে হবে এরা দেশ ও জাতির জন্য কেন্সার।
3 weeks ago | 1
দাদা বাংলাদেশের সামরিক বাহিনীর অফিসারদের দেখে মনে হচ্ছে ১৭৫৭ সালের পলাশীর পান্তর দেখছি।দেশপ্রেমিক কোনো অফিসার বর্তমানে নাই বাহিনী তে।
3 weeks ago | 99
দেশ পরিচালনার জন্য সাহসী দেশ প্রেমিক নেতৃত্ব দরকার যা অনুপস্থিত। সব তাবেদার, ভীতু।
3 weeks ago | 22
Dada ektu uchitha bolen apner posonder nirapotta upodesta a lukter kaj ki a rokom ekta opodhrtho luk chakri ase na gese eta o buja jaeyna
3 weeks ago | 1
সম্পূর্ণ ইন্ডিয়ার কাজ। আমেরিকার ৫০% শুল্ক পাওয়ার পর অনেক বায়ারের অর্ডার বাংলাদেশে চলে এসেছে। তাই ইন্ডিয়ার র এবং বাংলাদেশের মুনাফেক মার্কা কিছু মানুষ এই কাজ করছে। বায়াররা যেন সময় মত তাদের পণ্য না নিতে পারে এবং তাদের মালের ক্ষতি হয়। আর এর সাথে দেশের পলাতক লীগ এর ফেলে যাওয়া কিছু সন্তানরা যারা সরকারে বিভিন্ন দপ্তরে বসে আছে।
3 weeks ago | 77
হে আমার রাব্ব তুমি আমাদের কে কাফির সম্প্রদায় এর বিরুদ্ধে প্রবল করো। আর নিশ্চয়ই সকল প্রশংসা মহান আমার রাব্ব তাঁহারই প্রাপ্য ❤হে আমার রাব্ব তুমি কাফির সম্প্রদায় ষড়যন্ত্র ব্যর্থ করিয়া তুমি জালিম সম্প্রদায় ষড়যন্ত্র ব্যর্থ করিয়া দাও। আর নিশ্চয়ই সকল প্রশংসা মহান আমার রাব্ব তাহাঁরই প্রাপ্য ❤
3 weeks ago | 3
আল্লাহ পাক প্রিয় মাতৃভূমি-র দায়িত্ব ভার রাষ্ট্র পরিচালনা-র দায়িত্ব হযরত ওমর ফারুক (রাঃ) মত এক-জন ভালো মানুষের হাতে হস্তান্তর করুক যার ভিতরে সব সময় আল্লাহ পাকের ভয় থাকবে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের সংবিধান কায়েম হবে ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ জালিমের জুলুম ধ্বংস করুন আমিন। ইয়া আল্লাহ আপনার জমিনে আপনার সংবিধান কায়েম করুন আমিন আমিন চুম্মা আমিন। নারে তাকবির, আল্লাহু আকবার।
3 weeks ago (edited) | 10
হে আমার রাব্ব তুমি ফেরাউন ও তাহার বংশধর দের যাহা দিয়াছেন, তাহা হইতে উহারা মানুষ কে বিভ্রান্ত করে। হে আমার রাব্ব তুমি উহাদের সম্পদ বিনষ্ট করো উহাদের অন্তর কঠিন করিয়া দাও। জালিমরা কঠিন শাস্তি দেখা না পর্যন্ত ইমান আনবে না। ধংস হোক জালিম সম্প্রদায়, ধংস হোক কাফির সম্প্রদায়। আর নিশ্চয়ই সকল প্রশংসা মহান আমার রাব্ব তাহাঁরই প্রাপ্য ❤
3 weeks ago | 3
এনএসআই এর অবস্থা আসলেই আশংকাজনক। এখানে সত্যিই অনেক অনেক অফিসারদের দরকার, যারা দেশকে ভালোবাসে; কোনো রাজনৈতিক দলকে না।
3 weeks ago | 17
১০০০% সত্যি বলেছেন দাদা,কি হবে দেশের ভবিষ্যৎ? এত মানুষের রক্তের সাথে বেঈমানী করা হচ্ছে।
3 weeks ago | 3
জাতির উদ্দেশ্য ভাষন দিয়ে দেশ বাসিকে সচেতন করুন। সরকার এর দৃষ্টি আকর্ষণ করে বলি আপনি যতো দ্রুত সম্ভব ব্যাবস্থা গ্রহন করুন।
3 weeks ago | 29
Pinaki Bhattacharya
~এনএসআই এবং ডিজিএফআই ইউনূস সরকারের বিরুদ্ধে সক্রিয়~
জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করা; গত বৃহস্পতিবার গভীর রাতে ‘জুলাই যোদ্ধা’দের জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ এবং শুক্রবার সকালে প্রাচীর টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান ও পরবর্তীতে পুলিশের সাথে ধস্তাধস্তি ও সংঘর্ষ; বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাদের আন্দোলনের আগাম খবর সরকার প্রধানকে এনএসআই, ডিজিএফআই ও এসবি জানাতে পারেনি।
ছাত্রলীগ, যুবলীগ এবং ইন্ডিয়ান এজেন্টে ভরে আছে পুরো এনএসআই। এই প্রতিষ্ঠানটি সার্বক্ষণিকভাবে দেশের সবগুলো দফতরকে ভুল তথ্য দিয়ে, বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে ত্রুটিপূর্ণ ধারণা ছড়িয়ে বিভ্রান্ত করছে। পাশাপাশি আমাদের জাতীয় স্বার্থ বিরোধী সকল তথ্য সংগ্রহ করে তা ‘র’-এর হাতে তুলে দিচ্ছে। মহাপরিচালক হিসেবে যে জেনারেল এখানে কর্মরত আছেন তিনি সেনাপ্রধানের খুবই বিশ্বস্ত ব্যক্তি ও তার ইচ্ছায় এই পদে নিয়োগপ্রাপ্ত। সেজন্য সেনাপ্রধান ও তার জেনারেল চক্রের কার্যকলাপ সম্পর্কে এই ব্যক্তি কোন একটি ঘটনাতেও অন্তর্বর্তীকালীন সরকারকে আগাম কোন তথ্য দিতে সক্ষম হননি।
গুম, খুন ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুটপাটের সাথে জড়িত জেনারেলরা একে একে যে সবাই ইণ্ডিয়ায় পালিয়ে গেল। গাঢাকা দেয়ার আশঙ্কা বা এই অপরাধীদের কোন সন্ধান কখনোই ডিজিএফআই-এর ওয়াকারপ্রিয় ডিজি সরকারকে দিতে পারেনি।
3 weeks ago | [YT] | 15,612