শুভ বিজয়া র অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ❤❤ কি অসাধারণ লিখেছো মনে হচ্ছে এক্ষুনি জোরে জোরে পাঠ করে ফেলি ❤ খুব ভালো লাগলো ❤❤
1 month ago
| 1
Aha ki apurbo likhecho proti ta kothai to amader akantoi moner kotha...Tomar lekhay manuser anuvuti gulo ato shundor kore prokash pay khub sohojei moner kachakachi pouche jay❤❤❤❤❤❤❤❤
1 month ago
| 1
Asadharan,,tomar lekha mon chuye jai,,onek onek valobasa roilo ❤❤❤❤
1 month ago
| 1
Asadharon likhecho go vison valo lage tomar lekha kabita mon chuye jay❤❤❤❤
1 month ago
| 1
কি অসাধারণ লিখেছো বোন আমার মুখে ভাষা হারিয়ে ফেলেছি অনিন্দ্য সুন্দর লেখনী 👍 অনবদ্য হৃদয়ের ভাব প্রকাশের ভঙ্গিমা দারুন হয়েছে বোন খুব সুন্দর ❤❤
1 month ago
| 1
কী সুন্দর লিখেছ বন্ধু❤❤❤ হয়তো অনেকের মনের কথা ফুটে ওঠে তোমার কলমে❤❤শুভেচ্ছা নিও।
1 month ago
| 1
অসাধারণ লিখেছো 🥰পড়ে ভীষণ মুগ্ধ হোলাম। তোমার কলম থেকে আরও সুন্দর লেখনী আসুক এই শুভ কামনা রাখি। ভালো থেকো বোন ❤❤
1 month ago
| 1
মোনালিসা কর অধিকারী
শিরোনাম-তুমি যদি ফিরে আসো
লেখিকা-মোনালিসা কর অধিকারী
আমার কবিতাপাঠে কোনো নিষেধ নেই,, যে কেউ পাঠ করতে পারো ❤️❤️❤️❤️❤️
💔💔💔💔তুমি যদি ফিরে আসো💔💔💔💔
কেউ থেকে যাবে বলে আসে না, সমুদ্রের ঢেউ তার বিশালতা নিয়ে যখন ছুটে আসে মনে হয় এমনই রূপে ধরা দিক, কিন্তু যত কাছে আসে তার গর্জন কমতে থাকে,, যাওয়ার সময় কটা ঝিনুক রেখে ফিরে যায়!!আকাশের ভাসমান মেঘেরা যখন এলোমেলো ভাবে ভেসে বেড়ায়, তখন মন চায় পেঁজা তুলোর মতো ধরা দিক,, কিন্তু কখন যে তা কালো ঘণিভূত মেঘে পরিণত হয়ে বৃষ্টি ঝরিয়ে চলে যায় অবাক হয়ে দেখি!!গাছের রঙিন ফুলগুলো তাদের সুবাস, সৌরভ দেখিয়ে দিনশেষে কেমন ঝিমিয়ে ঝরে পরে!!মন কেমনের গল্প হয়ে চলে যায়!!আর প্রিয় ঋতু?? কখন আসে কখন যায় বিষন্নতায় বুঝতেই পারিনা!!জীবন কখনও চায়নি রঙিন কিছু, তবু আমরা প্রতিনিয়ত রঙ মেখে চলেছি!!সুখের ছবি এঁকেছি ব্যথার দেওয়ালে,হাসির মুখোশ পরিয়ে রেখেছি কান্নাকে!!জীবন বড়োই নির্লিপ্ত, সে দেয়না প্রতিশ্রুতি,চিরকাল পাশেও রাখে না কাউকে!!শুধু সময়ের পাতায় লিখে যায় কিছু রংহীন স্মৃতি,,, মানুষ, অনুভব, সম্পর্ক সবকিছুই বদলে যায়,আর রঙ হারায় নিঃশব্দে!!জীবন তো একই থাকে, রোদ উঠলে আলো, মেঘ করলে অন্ধকার,,বৃষ্টি এলে ভেজা আর কেউ ছেড়ে গেলে প্রচন্ড বিরহ!!একসময় যার জন্য রাত জেগে কষ্ট লিখতাম আজ তার নামটাও ভুলে গেছি!!""দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা,দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগলপারা,এত আনন্দ আয়োজন,সবই বৃথা আমায় ছাড়া ""!!!!তুমি আবার ফিরে এসো শীতের ভোরের কুয়াশা হয়ে,যেখানে নিস্তব্ধতা ভেঙে যাবে তোমার উপস্থিতির উষ্ণতায়!!তুমি ফিরে এসো আমার ভাঙা কলমের কালি হয়ে,যা থেমে যাওয়া কবিতাগুলোকে আবার আবার লিখতে শেখাবে!!তুমি ফিরে এসো শুকনো ডালপালায় একান্ত আমার বসন্ত হয়ে,যেখানে মৃত পাতাগুলোও তোমার ছোঁয়ায় জীবন্ত সবুজ হয়ে উঠবে!!তুমি যদি আবার ফিরে আসো,তাহলে পৃথিবীর সব অভিমান,শুন্যতা মুছে দিয়ে থেকে যাবো তোমার ছায়ায় ভরা পূর্ণতা হয়ে!!যদি তুমি ফিরে আসো!!""একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারও আকাশে""!!!!
1 month ago | [YT] | 26