দুদিন ব্যাপী সুরমল্লার আয়োজিত কর্মশালায় ছাত্রছাত্রীদের উপস্থিতিতে শাস্ত্রীয় গানের প্রশিক্ষণ দিচ্ছেন উস্তাদ ওয়াসিম আহামেদ খান! বেশ আনন্দে কাটছে জানা অজানা তথ্য! অনেক দিন পর চলছে আলোচনা ! বার বার আসুক এমন গুণীজন! যাঁরা বছরে এখানে অনুষ্ঠান করতে আসেন বিশেষ করে অর্গানাইজার রা,উনাদের আবেদন করছি ভারত বর্ষের পাশাপাশি আমাদের রাজ্যের বিশিষ্ট দের নিয়েও এমন কর্মশালা করা যায়। যার ফলে আমার মতো যারা আছেন,যাদের অনেক জিজ্ঞাস্য ওরা যেন আবার নিজেকে জানতে পারেন ,পুনরালোচনা করতে পারেন; সেই ব্যবস্থা করবেন🙏!
Sujata Som // official @sufiyanasujata
দুদিন ব্যাপী সুরমল্লার আয়োজিত কর্মশালায় ছাত্রছাত্রীদের উপস্থিতিতে শাস্ত্রীয় গানের প্রশিক্ষণ দিচ্ছেন উস্তাদ ওয়াসিম আহামেদ খান!
বেশ আনন্দে কাটছে জানা অজানা তথ্য! অনেক দিন পর চলছে আলোচনা ! বার বার আসুক এমন গুণীজন!
যাঁরা বছরে এখানে অনুষ্ঠান করতে আসেন বিশেষ করে অর্গানাইজার রা,উনাদের আবেদন করছি ভারত বর্ষের পাশাপাশি আমাদের রাজ্যের বিশিষ্ট দের নিয়েও এমন কর্মশালা করা যায়। যার ফলে আমার মতো যারা আছেন,যাদের অনেক জিজ্ঞাস্য ওরা যেন আবার নিজেকে জানতে পারেন ,পুনরালোচনা করতে পারেন; সেই ব্যবস্থা করবেন🙏!
3 months ago | [YT] | 4