দৃষ্টিভঙ্গি 24

বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারে।
অতীতে দেখা গেছে, বিএনপি ক্ষমতায় এলে দেশে রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি, দখলদারি, আর প্রশাসনিক অরাজকতা বেড়ে যায়।
তাদের শাসনামলে বিরোধী মত দমন, দলীয় সন্ত্রাস, এবং আইনশৃঙ্খলার অবনতি ছিল ভয়াবহভাবে দৃশ্যমান।
রাস্তা-ঘাটে মানুষ নিরাপদে চলাচল করতে পারত না, ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ত, এবং সাধারণ মানুষ ভয়ে দিন কাটাত।

বিশেষ করে নারীদের নিরাপত্তা ছিল চরম ঝুঁকিতে।
রাজনৈতিক প্রতিহিংসার নামে নারী নির্যাতনের ঘটনাও তখন ঘটেছিল একের পর এক।
বিএনপি ক্ষমতায় এলে সেই অন্ধকার সময় আবার ফিরে আসার আশঙ্কা প্রবল।

অর্থনীতির ক্ষেত্রেও দেখা যায়, বিএনপি আমলে বিনিয়োগ কমে গিয়েছিল, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন থমকে গিয়েছিল।
বহু উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল দলীয় স্বার্থে।
অন্যদিকে, দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ও দখলদারির কারণে ব্যবসায়ী সমাজ ছিল চরম আতঙ্কে।

রাজনীতির নামে হিংসা, প্রশাসনের ওপর দলীয় প্রভাব, এবং নিরাপত্তা বাহিনীর রাজনৈতিক ব্যবহার –
এসবই দেশে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করেছিল।
যদি সেই একই দল আবার ক্ষমতায় আসে, জনগণকে হয়তো আবারও সেই ভয়, অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যে দিন কাটাতে হবে।

সাধারণ মানুষ চায় শান্তি, নিরাপত্তা আর স্থিতিশীলতা।
তাই জনগণকে এখনই সতর্ক হতে হবে, যেন আবার সেই ভয়ঙ্কর সময় ফিরে না আসে।
ক্ষমতার নামে হিংসা নয়, জনগণের নিরাপত্তাই হওয়া উচিত রাজনীতির মূল উদ্দেশ্য।

কারণ, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, তাহলে শুধু সরকার পরিবর্তন হবে না —
পরিবর্তন হবে মানুষের ঘুম, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য, আর সমাজের শান্তির ভিত্তি।
তাই সময় এসেছে চোখ খোলা রাখার, বাস্তবতা বোঝার, আর দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার।

1 month ago | [YT] | 0