OmarG Live

ইদানীং আমাদের বাসায় কারেন্ট যায় না। মাঝেমধ্যে আসে🙂 গতকাল রাত থেকে কারেন্ট ডিস্টার্ব করছে। আজকে সারাটাদিন কারেন্ট নাই। মাঝেমধ্যে দুই-এক মিনিটের জন্য এসে দেখে যায় আমি বেঁচে আছি কিনা😐 ভিডিও রেকর্ড, লাইভ স্ট্রিমিং সব বন্ধ আজ🥺 আগামীকাল মানে ১৯ জুন ‪@OmarGYT‬ চ্যানেলে ভিডিও দেওয়ার কথা ছিল। কিন্তু রেকর্ড করতে পারি নি🥺 ২০জুন বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও পেয়ে যাবে পাক্কা। আর ১৯ জুন রাতে যদি কারেন্ট ঝামেলা না করে তাহলে ‪@OmarGLive‬ চ্যানেলে রাত ৮টায় লাইভ হবে ইনশাল্লাহ🥰

1 year ago | [YT] | 503