Reyaduba
"একুশ মানে মাথা নত না করা, একুশ মানে গৌরব, একুশ আমাদের চেতনা!ভাষা শহীদদের আত্মত্যাগে আজও গর্বিত আমরা। তাদের রক্তে রাঙানো এই ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার অধিকার এনে দিয়েছে। আসুন, আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, আগলে রাখি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য।শ্রদ্ধা ও ভালোবাসা ভাষা শহীদদের প্রতি।#২১শেফেব্রুয়ারি #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #গর্বিতবাংলা— রিয়াদুবার পেইজ থেকে সকলকে জানাই হৃদয়ের অন্তস্তল থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা!"
8 months ago | [YT] | 0
Reyaduba
"একুশ মানে মাথা নত না করা, একুশ মানে গৌরব, একুশ আমাদের চেতনা!
ভাষা শহীদদের আত্মত্যাগে আজও গর্বিত আমরা। তাদের রক্তে রাঙানো এই ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার অধিকার এনে দিয়েছে। আসুন, আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, আগলে রাখি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য।
শ্রদ্ধা ও ভালোবাসা ভাষা শহীদদের প্রতি।
#২১শেফেব্রুয়ারি #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #গর্বিতবাংলা
— রিয়াদুবার পেইজ থেকে সকলকে জানাই হৃদয়ের অন্তস্তল থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা!"
8 months ago | [YT] | 0