আপনি এগিয়ে যান দিদি আমরা আপনার পাশে আছি ... আপনার মত নিরপেক্ষ independent জার্নালিস্ট এর খুব প্রয়োজন আমাদের রাজ্যে
1 year ago
| 51
আপনার সব পর্বগুলি খুবই সুন্দরভাবে স্পষ্ট কথায় সহজভাবে বোঝানো থাকে....সংবাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বৃত্ত সম্পূর্ণ হয়... তথাকথিত বড় বড় নিউজ চ্যানেলে যার অভাব লক্ষ্য করা যায়। আপনি ও আপনার টিম আরো ভালো ভাবে কাজ চালিয়ে যান।। 🙏
1 year ago | 7
আপনি বাংলা ভাষাকে সঙ্গী করেই আরো বড়ো হওয়ার স্বপ্ন দেখছেন। আপনি বাংলা ভাষাকেই আঁকড়ে থাকতে চেয়েছেন। আপনি বাংলা ভাষার ব্যাপ্তিকে বাড়াতে চেয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আরও এগিয়ে যান এই প্রার্থনা রইল।
1 year ago | 2
আপনার মানসিকতাকে শ্রদ্ধা জানাই। পরিধি সীমিত কিন্তু ব্যপ্তি সীমাহীন। পরিধিও কালক্রমে সীমাহীন হওয়ার আশা থাকে।
1 year ago | 4
দিদি অসাধারণ আপনার বাচনভঙ্গি! আপনার প্রত্যেক পর্ব দেখলেই বোঝা যায় বাংলা ভাষার প্রতি আপনার শ্রদ্ধা। সব সময় আপনার এবং আপনার টিম এর সাথে আছি✊✊
1 year ago
| 13
আপনার নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা নিয়ে অনেকবার বলেছি। কিন্তু আজ আপনার বাংলা ভাষার দক্ষতা, তার প্রতি শ্রদ্ধা , অসম্ভব সুন্দর শব্দচয়ন, এমনকি বিভিন্ন পর্বে ব্যাঙ্গাত্মক যে সব ছন্দ তৈরী করেন - এক প্রবাসী বাঙালীর থেকে তাকে কুর্নিশ !
1 year ago (edited) | 7
অনেক ধ্যন্যবাদ। এই ভাষাদিবসে আপনার এই প্রয়াস জেনে খুব ভালো আর গর্ব বোধ করছি।চরৈবেতি। সব সময় পাশে আছি।
1 year ago | 5
খুব ভালো বলেছেন I আমরা বাংলা ভাষা তেই শুনতে চাই.. sub title থাক তাদের জন্য যারা এই ভাষা টা জানেনা I আমাদের ভুলে গেলে চলবে না যে এই ভাষাতেই নোবেল, অস্কার সব পুরস্কার এই বাংলায় এসেছে.. ধন্যবাদ আপনাকে 🙏
1 year ago | 3
তোমার প্রতিবেদন আমি নিয়মিত শুনি / বলিষ্ট এবং সত্য তথ্যের জন্য তোমাকে ও তোমার সহযোগীদের অসংখ্য ধন্যবাদ জানাই / আমি ভারতবর্ষের বাইরে থাকি , তোমার প্রতিবেদন আমি শুনি , কিন্তু কিছু কমেন্ট করি না / আমি এখন দেশে এসেছি অল্প সময়ের জন্য / আজ তোমার লেখা টি পড়লাম / খুব খুব ভালো লাগলো / বাংলাভাষাটাকে যে ভাবে আমরা মনেপ্রাণে ভালোবাসি , সকলে যদি আমাদের পশ্চিমবঙ্গকে এই রকম করে ভালোবেসে রক্ষা করতে পারতো বা চেষ্টা করতো আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে , বড়ই মনে শান্তি পেতাম / তোমরা তো চেষ্টা করছো , কিন্তু মানুষের ঘুম ভাঙছে না / মানুষ চাইলে সব করতে পারে যদি কিছু করার ইচ্ছে থাকে / অনেক কিছু লিখে ফেললাম , কিছু মনে করো না / তুমি আমার কন্যা সম / তোমার কল্যাণ হোক , নির্ভয়ে এগিয়ে যাও / আমরা এখানে বহু জন তোমার প্রতিবেদন শুনি নিয়মিত / একুশে ফেব্রুয়ারীর শুভেচ্ছা জেনো /
1 year ago | 1
এই চ্যানেল টি কে ভালবেসে নিয়মিত দেখার কারণ ই হলো এই যে এতে আমি নিজের মাতৃ ভাষায় নির্ভেজাল বার্তা পাই। চালিয়ে যাও তোমার এই অসাধারণ কাজ পৌলমী। অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
1 year ago | 2
শ্রদ্ধেয়া ! আপনার অধিকাংশ পর্বই দেখি শুনি অনুভব করি প্রায় প্রতিদিন ! আপনার উচ্চারিত স্পষ্ট কথা কিংবা অনুচ্চারিত তির্যক মন্তব্য আনন্দ দেয় কষ্টও দেয়। এক উদাসীন ও দিশাহীন সময়ে আমরা আছি -- আপনার অনুসন্ধান , সমালোচনা , পর্যালোচনা ও পরিবেশনা আমাদের চিন্তাশক্তিকে সম্বৃদ্ধ করে ! আপনার পেশাগত নির্ভয়া স্বভাবের জন্য আপনি আমাদের কাছে পরম শ্রদ্ধেয়া ! আপনার সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের জন্য প্রার্থনা রইলো ! ( তথাকথিত বা প্রচলিত সফলতার জন্য বিন্দু মাত্রও শুভেচ্ছা রাখলাম না ! ) নমস্কার !!
1 year ago | 1
সারা বিশ্বের ৪১৭, টি ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান তৃতীয়। সাহিত্য কর্মের বিচারে এই ভাষা দ্বিতীয় স্থানে। ৩৬ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। তাই বাংলা কে সমৃদ্ধ করার কাজে আমরা পাশে ছিলাম, আছি আর থাকবো।
1 year ago | 0
আপনার ভাষা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অন্যদের থেকে অনেক আলাদা এবং নিরপেক্ষ মনে হয়। আপনার এই প্রয়াস অবশ্যই সাধুবাদ যোগ্য এবং আশা করি ধীরে ধীরে এর আরো অনেক উন্নতি হবে।
1 year ago | 1
আপনার এপিসোড গুলো প্রতেকটি আমি আগ্রহ নিয়ে দেখি এবং আমার বেশ ভাল লাগে। এই ভাবেই চালিয়ে যান। আপনি আরও ওপরে উঠুন ভগবানের কাছে এই পার্থনা করি।
1 year ago | 1
অবশ্যই অবশ্যই। আপনাদের এই চেষ্টা অত্যন্ত সুন্দর এবং অতুলনীয় । আপনার প্রত্যেকটি প্রতিবেদনের ভাষা সবসময় যথাযথ হয়। শুভ মাতৃভাষা দিবস 😊
1 year ago | 1
আপনি মানুষটা যে, হৃদয় এর দিক থেকে কতটা পরিমাণ খাঁটি, তা আপনার প্রত্যেকটি পর্ব দ্বারাই প্রকাশ পায় ,দিদি। আর আজ মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার এই ক্ষুদ্র পোস্ট টির মধ্যেই লুকিয়ে ছিল এই বাংলা ভাষার প্রতি আপনার বৃহৎ শ্রদ্ধা ও ভালোবাসা। আগামী তে আরো এগিয়ে যান আপনি এটাই চাই ।আপনার মত একজন আদর্শবান মানুষের সাথে মুখোমুখী ও সাক্ষাত করার অপেক্ষায় রইলাম। আশীর্বাদ করবেন আপনার মত যেনো আদর্শ ,সত্যবাদী ও সুবক্তা হয়ে উঠতে পারি ভবিষ্যতে।
1 year ago | 1
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
আজ মাতৃভাষা দিবস। এই 'হঠাৎ যদি উঠল কথা' বলে প্রয়াসটির জন্ম বাংলায় কাজ করার ইচ্ছা থেকে। বেশ কিছু সময় ধরে এবং আগের একটি পর্ব থেকে অনুরোধ এসেছে, হিন্দি বা ইংরেজিতে পর্ব করার, কারণ তাতে কাজের পরিধি, ব্যাপ্তি এবং জনপ্রিয়তা বাড়বে। এই কথাগুলি যথাযথ হলেও, আমার যা কিছু পাওয়ার আর যা কিছু দেওয়ার তা সবই এই ভাষা থেকেই। আগামী দিনে এই প্রয়াস একটু বড় হলে, প্রত্যেকটি পর্বের জন্য সাবটাইটেলসের ব্যবস্থা করা হবে। এখন বেশ কিছু সময় ধরে আমরা আমাদের চ্যানেলের 'Join' করা সদস্যের জন্য বিশেষ পর্ব আনছি। বড় হতে কার না সাধ হয়, কিন্তু শিকড় ভুলে গেলে, মহীরুহ হালকা হাওয়াতেও নড়ে ওঠে।
আশীর্বাদ করুন, পাশে থাকুন, বন্ধুর মতো, অভিভাবকের মতো। আপন মনে করে, এই বাংলা ভাষার প্রতি ভালোবাসা, আমার-আপনার সম্পর্কে রেখে দিন। আজকের দিনে এইটুকু আবদার তো থাকতেই পারে!
- পৌলমী এবং হুজুক টিম
1 year ago | [YT] | 2,664