Asadudzaman Joy

আপনার বাবার যদি অনেক টাকাপয়সা বা সম্পত্তি না থাকে, তাহলে আপনার কি করা উচিত?

১/ নিজের উপর বেশি বেশি ইনভেস্ট করুন।
ভালো পড়াশোনা করা আর বিভিন্ন স্কিল অর্জন করাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ।
আপনি যদি এখনো স্টুডেন্ট হয়ে থাকেন,
তাহলে আজ থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিল অর্জন করা শুরু করুন। যেমন: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং, ইংরেজি শেখা ইত্যাদি। বিভিন্ন অনলাইন কোর্স, ইউটিউব বা বইপত্র থেকে এসব বিষয়ে শিখে আপনি নিজের ভ্যালু বাড়াতে পারেন।

২/ নিজের আয়ের পথ তৈরি করুন।
চাকরি বা ফ্রিল্যান্সিং, আপনি যেটাই করুন না কেনো, শুরুতে ছোট হলেও নিয়মিত আয়ের পথ তৈরি করার চেষ্টা করুন। পাশাপাশি নিজের কোনো উদ্যোগ (যেমন: ইউটিউবিং করা, পডকাস্ট, ছোট ব্যবসা) এগুলাও শুরু করতে পারেন।

৩/বড় স্বপ্ন দেখুন, তবে ছোট থেকেই শুরু করুন। শুরুতে হয়তো সবকিছু ছোটও সীমিত হবে, কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে ধীরে ধীরে উন্নতি করা সম্ভব।

আপনার বাবার যদি প্রচুর সম্পদ বা টাকাপয়সা না-ও থাকে, তবুও আপনার কাছে একটি বড় সম্পদ আছে, আর সেটা হলো আপনার সম্ভাবনা। আপনার মেধা, শ্রম আর চেষ্টাই অনেককিছু বদলে দিতে পারে। তাই হাল ছাড়বেন না, শুরু করুন আজ থেকেই, ছোট ছোট পদক্ষেপে গড়ে তুলুন আপনার আগামীর ভবিষ্যৎ।

6 months ago | [YT] | 227



@deararthar

Developing skill and looking for a part time job. But couldn’t find it.

6 months ago | 0

@MohuromMaheen

Thanks ❤

6 months ago | 0

@MINHAJULISLAM-fv7py

in sha allah try korbo

6 months ago | 0

@md.toriqulislam4164

বাবার অনেক টাকা নাই দিনমজুর এখন কি করবো

6 months ago | 0

@MDSOHANKHAN-12BU

Thank you for the nice advice‌ 🩶

6 months ago | 0